বহুল প্রচলিত তিন জোড়া ভুল বানানঃ
________________________________
১. ই এবং য়
------------------
অনেক ক্যাডার,ব্যাংকার,পিএইচডি-ধারীরাও এই দুটো বানান গুলিয়ে ফেলেন।
সহজভাবে মনে রাখুন আমি বা আমরা বা আমি সহ আমরা সকলে কিছু করতে চাইলে/করার ইচ্ছা পোষণ করলে সবসময় (ই)হবে।
আর তুমি বা তোমরা বা তৃতীয় কোন ব্যক্তি করলে (য়) হবে।
★আমরা ডেঙ্গু মশার প্রকোপ থেকে মুক্তি চাই (ই)
# তারা বা (তাঁরা) জনতা ব্যাংক পরীক্ষার জন্য আবেদন করতে চায়(য়)
★মুদ্রা,টাকা, রাজধানীর নাম মুখস্থ করে জীবন যৌবন সব নষ্ট করতে চাই (ই) না।
# নগরবাসী মোটিভেশনাল স্পিকারদের ছেলেভোলানো কথাবার্তা শুনতে চায়(য়) না
★আমার প্রেমিকা প্রিলি টিকাতে আমি খুশি হই(ই)
নাই,কারণ ও যদি আমাকে কাল থেকে পাত্তা না দেয়(য়)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
২. কী এবং কি
------------------------
যেসব প্রশ্নের উত্তর হ্যা বা না দিয়ে দেয়া যায় সেগুলোতে (কি) এবং যেগুলোর উত্তর হ্যা বা না দিয়ে দেয়া যায় না সেগুলোতে (কী) ব্যবহৃত হয়,বিস্ময়সূচক বাক্যেও (কী) হয়।যেমনঃ
# তুমি কি আগামীকাল ঢাকা যাবে? না
# তুমি কি এন এস আই তে পরীক্ষা দেবে? হ্যা
অন্যদিকে,
★ তোমার নাম কী? ★ তোমার পদবী কী?
★কী সুন্দর দৃশ্য! ★কী অদ্ভুতুড়ে ব্যাপার!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
৩.পড় এবং পর
----------------------
পরিধান করা ছাড়া সকল ক্ষেত্রে (পড়) হয়।শুধুমাত্র পরিধানে (পর) হয়।যেমনঃ
# কে কী ধরণের পোশাক পরবে/পরিধান করবে তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়
# চশমা পরা লোকটি একজন শিক্ষক
# টুপি পরা লোকটি একজন পর্যটক
# এমন গরমে কোট পরে অফিসে যাচ্ছো কেন?
অন্যদিকে,
★বৃষ্টি পড়ছে ★এই মাত্র বাজ পড়ল ★ পড়তে বসো
★পরীক্ষার্থীরা নেগেটিভ মার্কিংয়ের ফাঁদে পড়ল
.
Niloy Sen Gupta