#ভাইভা অভিজ্ঞতাঃ ০৪
38 বিসিএস ভাইভার গালগল্পের লিখিতরূপ। ।
অধ্যাপক নূরজাহান ম্যাডামের বোর্ড।
প্রার্থীঃ Mojlum Adib
-নাম কি আপনার?
-কোথা থেকে কত সালে পাস করেছেন?
-SDG ও MDG কি?
-দুইটার টাইমফ্রেম কত এবং কোনটা কোন এলাকার জন্য?
-বাংলাদেশ কি ধরণের অর্থনীতির দেশ?
-মধ্যম আয়ের দেশ হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগে?
-What is public policy?
-What is negoatiations?
-1952 থেকে 1971 পর্যন্ত রাজনীতির ঘটনা প্রবাহ বলেন। (In English)
-1954 নির্বাচন নিয়ে বলেন।
-ছয় দফাগুলো বলেন।
-আগরতলা ষড়তন্ত্র মামলা প্রত্যাহার কে করেছিল?
-আইয়ুব ক্ষমতা কেন ছেড়েছিল?
-69 এর সময়ের কয়েকজন ছাত্রনেতার নাম বলেন।
-এদের মধ্য বীর খেতাব কার?
-7 মার্চ ভাষণের মূল চারটি দাবী কি ছিল?
-26 মার্চ কখন কিভাবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন?
-15 আগস্ট কতজনকে হত্যা করা হয়
কয়েকজনের নাম বলেন?
-বঙ্গবন্ধুর পরিবারের কয়জন এবং বাহিরের কতজন?
- নাম বলেন কয়েকজনে।
-জাতির জনক না জাতির পিতা, সংবিধানে কি আছে?
-আবদুর রব সেরনিয়াবাত কে হন বঙ্গবন্ধুর?
-একজন সামরিক ব্যক্তিত্ব খুন হয়, নাম কি তার?
-তিনি কি ছিলেন বঙ্গবন্ধুর?
-বঙ্গবন্ধুর বাবার নাম কি?
-32 নম্বরে গিয়েছেন, কেমন অনুভূতি হয় ওখানে গেলে?
-ধরেন আপনি কনসাল জেনারেল, শোক দিবসের আলোচনা সভায় এম্বাসেডরের অনুপস্থিতিতে আপনি প্রধান অতিথি। আপনি একটা বক্তব্য দেন যে বক্তব্য ঐ অনুষ্ঠানে দিবেন।
-বাড়ি দেখে কি মনে হয়?
-বঙ্গবন্ধুর জৈষ্ঠ সন্তানের নাম কি?
-শেখ হাসিনা কি কি পুরস্কার পেয়েছেন?
-নারীর ক্ষমতায়নে অবদানের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন?
-নারীর ক্ষমতায়নের স্বীকৃতিস্বরূপ কি পুরস্কার পেয়েছেন?
-MDG এর কোন লক্ষ্য পূরণের জন্য পুরস্কার পেয়েছেন?
-বাড়ি কোথায়?
-কোন সাবজেক্টে পড়েছেন? কোথায় পড়েছেন?
-এসএসসি ও এইসএসসি কোথায় থেকে?
-মাদ্রাসা থেকে আবার কলেজে আসলেন কেন, কে ভর্তি করিয়েছিল?
- Why have you chosen Foreign Affairs Cadre?
-কোন উপজেলায় বাড়ি
কত নম্বর আসন, এমপি কে, কোন দলের, তিনি আগে কি করতেন?
-বগুড়ার বিশিষ্ঠ ব্যক্তিবর্গের নাম বলেন।
-দুজন কমান্ডারের নাম বলেন।
-দুজন রাজাকারের নাম বলেন।
-আপনার বাবা কি করেন?
-আপনারা কয় ভাই-বোন?
-কাশ্মীর সমস্যার শুরু কিভাবে হয়েছিল?
-370 অনুচ্ছেদে কি আছে?
-গ্রীনল্যান্ড কি? কেন আলোচিত হচ্ছে?
Pray for Amazon, Greenland and Me.