পরীক্ষার হলে অনেকেই উপমান আর উপমিত সমাস মিলাতে গিয়ে চোখের জল আর নাকের জল মিলিয়ে ফেলে।
Here is a solution.
#উপমান= উপ+মান
অর্থাৎ বাক্যটির মান বা সত্যতা রয়েছে কিনা। যদি অর্থের সত্যতা বা মান থাকে তাহলে উপমান।
#তুষারশুভ্র= তুষার(সাদা)+ শুভ্র(সাদা)
#অরুণরাঙা= অরুণ(লাল)+ রাঙা(লাল)
#কাজলকালো= কাজল+ কালো
#উপমিত
#উপমিত= উপ + মিত
মিত=মিত্যা=মিথ্যা। এখানে অর্থের মিল থাকে না।
#মুখচন্দ্র= মুখ কি কখনো চন্দ্র হতে পারে?
#বাহুলতা= বাহু কি লতা হতে পারে?
এগুলোর অর্থ মিথ্যা অর্থাৎ উপমিত সমাস।
আশা করি #Confusion দূর হবে।।
#কামরুল_ইসলাম