প্রতিদিন যদি ১০টি প্রশ্ন বারবার প্র্যাকটিস করে এমনভাবে শেখা যায় যা কখনো ভুলবেন না তাহলে এই ১০টি প্রশ্ন থেকেই একদিন প্রস্তুতির পাহাড় গড়ে উঠবে। চলুন দেখে নেয়া যাক আজকের ১০টি প্রশ্ন। (Determiners 1).
1. The word ‘’little’’ in the sentence ‘’There is a little hope in this case’’ means-
a. There is some hope b. There is ample hope
c. There is no hope d. None of the above
Answer: (c) There is no hope
**** অপশন গুলোতে There is some hope এর অর্থ ওখানে কিছু আশা রয়েছে। There is ample hope এর অর্থ ওখানে প্রচুত আশা রয়েছে। There is no hope এর অর্থ ওখানে কোনো আশা নেই। little শব্দটির অর্থ কিঞ্চিত বা নেই বললেই চলে। little শব্দটি Uncountable Noun এর পূর্বে বসে এবং নেতিবাচক অর্থ প্রকাশ করে।
2. There is ____milk in the bottle.
a. very few b. any c. very little d. many
Answer: (c) very little
**** Little শব্দটির অর্থ কিঞ্চিত বা নেই বললেই চলে। little শব্দটি Uncountable Noun এর পূর্বে বসে এবং নেতিবাচক অর্থ প্রকাশ করে। Few, Any, Many শব্দগুলো Countable Noun. Milk (দুধ) শব্দটি Uncountable Noun.
3. A lot of food was prepared, but hardly any of it was eaten. Here the words ‘’hardly any’’ can be substituted with-
a. little b. a little c. few d. a few
Answer: (a) little
**** Little শব্দটির অর্থ কিঞ্চিত বা নেই বললেই চলে। little শব্দটি Uncountable Noun এর পূর্বে বসে এবং নেতিবাচক অর্থ প্রকাশ করে। hardly any এর অর্থ খুবই কম বা নেই। যা নেতিবাচক অর্থ প্রকাশ করে। আর এখানে Food (খাদ্য) Uncoutable Noun ফলে few ব্যবহৃত হবে না।
4. No article is needed before-
a. an adjective b. a pronoun
c. a noun d. an adverb
Answer: (b) a pronoun
5. Choose the correct sentence-
a. Omar Khayyam is rarely born.
b. A Omar Khayyam is rarely born.
c. An Omar Khayyam is rarely born.
e. The Omar Khayyam is rarely born.
**** Common Noun এর পূর্বে সাধারনত article a/an বসে। নির্দিষ্ট করে বোঝালে the বসে। বাক্যে Omar Khayyam শব্দটি singular common noun হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এর পূর্বে article A বসবে।
6. _____honesty of Rahim is enviable.
a. The b. A c. An d. no article
Answer: (a) The
**** of দ্বারা দুটি Noun এর মধ্যে সম্পর্ক বোঝালে উভয়ের পূর্বে the বসে শুধুমাত্র Proper Noun ছাড়া।
7. _____mother rose in her.
a. A b. An c. No article d. The
Answer: (d) The
**** কিছু Noun আছে যাদের পূর্বে article ব্যবহৃত হলে তারা Abstract Noun এর মত অর্থ প্রকাশ করে। এখানে The mother শব্দটি মাতৃত্ব অর্থ প্রকাশ করে। The mother rose in her (তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল।
8. There were ______ guests than I expected.
a. less b. lesser c. fewer d. few
Answer: (c) fewer
**** অল্প সংখ্যক বোঝাতে Countable Noun এর পূর্বে few এবং Uncountable Noun এর পূর্বে less ব্যবহৃত হয়। Guest (অতিথি) শব্দটি Countable Noun আর বাক্যটিতে Comparative degree হওয়ায় few এর Comparative form fewer বসে।
9. I spent ____ with the patient.
a. sometimes b. sometime
c. some time d. some times
Answer: (c) some time
**** sometimes - প্রায়ই/মাঝে মাঝে
sometime - কোনো এক সময়
some time - কিছু সময়।
I spent some time with the patient- আমি রোগীটির সাথে কিছু সময় কাটিয়েছিলাম।
10. ____ is not the only thing that tourists want to see.
a. A scenery b. Sceneries
c. The sceneries d. Scenery
Answer: (d) Scenery
**** সাধারনত Abstract Noun এর পূর্বে কোনো Article বসে না।
-----------
Kallayan Bratho Kallol