Pages

৩০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলা সাহিত্য ও ব্যাকরণ এর উপর ৩০০টি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক

০১) ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. কাজী মোতাহার হোসেন
খ. আবুল হুসেন
গ. কাজী আবদুল ওদুদ
ঘ. কাজী আনোয়ারুল কাদিও
উত্তরঃ গ

০২) ‘রেখাচিত্র’ কার রচনা?
ক. গোলাম মোস্তাফা
খ. আবুল ফজল
গ. আবুল মনসুর আহমেদ
ঘ. বদরুদ্দীন ওমর
উত্তরঃখ

০৩) ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?
ক. জীবনী
খ. আত্মজীবনী
গ. রম্যরচনা
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ খ

০৪) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৫০
খ. ১৯৫২
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৬
উত্তরঃ খ

০৫) ‘বাংলা পিডিয়া’র প্রধান সম্পাদক কে?
ক. আবদুল মুনীর চৌধুরী
খ. ওয়াকিল আহম্মেদ
গ. আব্দুল মান্নান
ঘ. সিরাজুল ইসলাম
উত্তরঃ ঘ

০৬) কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘বাংলা পিডিয়া’ প্রকাশিত হয়েছিল?
ক. শিল্পকলা একাডেমী
খ. বাংলা একাডোমী
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
উত্তরঃ ঘ

০৭) ‘কথা সাহিত্য’বলতে কোনটি বোঝায়?
ক. কথা নিয়ে সাহিত্য
খ. সাহিত্যের কথা
গ. নাটক ও আবৃত্তি
ঘ. ছোটগল্প ও উপন্যাস
উত্তরঃ ঘ

০৮) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
ক. বসন্তকুমারী
খ. জমিদার দর্পণ
গ. কৃষ্ণকুমারী
ঘ. শর্মিষ্ঠা
উত্তরঃ গ

০৯) ‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয়?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ

১০) বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?
ক. আবুদল করিমের
খ. মুহম্মদ শহীদুল্লাহর
গ. মোতাহের হোসেন চৌধুরীর
ঘ. আবুল জফলের
উত্তরঃ ক

১১) ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. মীর মশাররফ হোসেন
খ. মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
গ. মোজাম্মেল হক
ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
উত্তরঃ গ

১২) মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
ক. চিত্র
খ. ভাষা
গ. ইঙ্গিত
ঘ. আচরণ
উত্তরঃ খ

১৩) বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
উত্তরঃ ক

১৪)  ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-
ক. ব্রাহ্মী ও খরোষ্ঠী
খ. ব্রাহ্মী ও দেবনাগরী
গ. ব্রাহ্ম ও কুটীল
ঘ. ব্রাহ্মী ও তিব্বতী
উত্তরঃ ক

১৫) বাংলা ভাষার উদ্ভব হয় ---
ক. সপ্তম খ্রিস্টাব্দে
খ. সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
গ. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ ক

১৬) পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
ক. পাঁচ হাজার
খ. দু’হাজার
গ. এক হাজার
ঘ. আড়াই হাজার
ঙ. সাড়ে তিন হাজার
উত্তরঃ ঙ(বিভিন্ন বই অনুযায়ী)

১৭) সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. ঐতরেয় আরণ্যক
খ. রঘুবংশ কাব্য
গ. উপনিষদ
ঘ. ত্রিপিটক
উত্তরঃ ক

১৮) বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. পাঠান আমালে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ গ

১৯) বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?
ক. ইন্দো-জার্মানীয়
খ. বাল্টো-শ্লাভিয়ান
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ

২০) কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছএ প্রভাব বিস্তার করে?
ক. সপ্তম-অষ্টম শতকে
খ. অষ্টম-নবম শতকে
গ. নবম-দশম শতকে
ঘ. দশম-একাদশ শতকে
উত্তরঃ ঘ

২১) ড. মুহম্মদ এনামূল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ

২২) আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে?
ক. ১৯০১ সাল থেকে
খ. ১৮০১ সাল থেকে
গ. ১২০১ সাল থেকে
ঘ. ১৬০১ সাল থেকে
উত্তরঃ খ

২৩) হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ গ

২৪) বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি?
ক. শ্রীকৃষ্ণ বিজয়
খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. শূন্যপূরাণ
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

২৫) বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দু;টির মধ্যে কোনটি বেশি পুরাতন?
ক. বাংলা সাহিত্যের ইতিহাস
খ. ইংরেজি সাহিত্যের ইতিহাস
গ. দু’টিই সমসাময়িক
ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত
উত্তরঃ খ

২৬) চর্যাপদ হলো মূলত-
ক. গানের সংকলন
খ. কবিতার সংকলন
গ. প্রবন্ধের সংকলন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

২৭) বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি? অথবা বাংলাভাষায় সবচেয়ে পুরোনো যে পুথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
ক. বৈষ্ণব পদাবলী
খ. চর্যাপদ
গ. পুঁথি সাহিত্য
ঘ. বাউল সঙ্গঢু
উত্তরঃ খ

২৮) বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-
ক. ৪৬ টি
খ. সাড়ে ৪৬টি
গ. ৪৯টি
ঘ. ৫০টি
উত্তরঃ খ

২৯) চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে?
ক. সুনীতি কুমার,১৯২৭
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ,১৯২৭
গ. হরপ্রসাদ শাস্ত্রী,১৮২৭
ঘ. মুনিদত্ত,১৯১৭
উত্তরঃ খ

৩০) কেরী সাহেবের মুনশী বলা হয়-
ক. রাম রাম বসুকে
খ. মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
গ. চণ্ডীকরণ মুনশীকে
ঘ. গোলকনাশ শর্মাকে
উত্তরঃ ক

৩১) বাংলা ভাষার উৎপত্তি হয়েছে-
ক. সংস্কৃত থেকে
খ. মাগধী প্রাকৃত থেকে
গ. মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে
ঘ. শৌরসেনী থেকে
উত্তরঃ খ(সুনীতিকুমারের মতে)

৩২) ভারতীয় সমস্ত লিপিরই আদী জননী কে?
ক. ব্রক্ষা লিপি
খ. আর্য লিপি
গ. ব্রাক্ষী লিপি
ঘ. ব্রক্ষী লিপি
উত্তরঃ গ

৩৩) লোক সংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান--
ক. পঞ্চম
খ. ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. অষ্টম
উত্তরঃ খ

৩৪) বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে-
ক. ১৯০০
খ. ১৮০০
গ. ১৯৫২
ঘ. ১৯৫৪
উত্তরঃ খ

৩৫) বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?
ক. খ্রিস্টীয় অষ্টম শতক
খ. খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
গ. খ্রিস্টপূর্ব ৪০০ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ খ

৩৬) পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা কোনটি?
ক. বাংলা
খ. ইংরেজী
গ. মান্দারিন
ঘ. আরবি
উত্তরঃ গ

৩৭) ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
ক. বাংলা
খ. ইংরেজি
গ. ফরাসি
ঘ. উর্দু
উত্তরঃ ক

৩৮) কোন ভাষাকে উত্তরাপথের 'Lingua Franca' বলা হতো?
ক. মহারাষ্ট্র ভাষাকে
খ. শৌরসেনী ভাষাকে
গ. মাগধী ভাষাকে
ঘ. মৈথিলী ভাষাকে
উত্তরঃ খ

৩৯) কোন সম্রাট তার শাসনামালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন?
ক. চন্দ্রগুপ্ত
খ. আলেকজান্ডার
গ. আশোক
ঘ. কণিষ্ক
উত্তরঃ গ

৪০) শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য?
ক. প্রথশ বাংলায় খ্রিস্টধর্ম প্রচার
খ. প্রথম বাংলা মুদ্রণ
গ. প্রথম বাংলায় সংস্কার কাজ
ঘ. প্রথম বাংলা স্কুল
উত্তরঃ খ

৪১) ইন্দো-ইউরোপীয় ভাষার কটা শাখা?
ক. একটা
খ. দুটো
গ. তিনটে
ঘ. চারটে
উত্তরঃ খ

৪২) শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় কত সালে?
ক. ১৭০০ সালে
খ. ১৮৫০ সালে
গ. ১৮০০ সালে
ঘ. ১৯০০ সালে
উত্তরঃ গ

৪৩) উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
ক. ১২৯৮ সালে
খ. ১৩৯৮ সালে
গ. ১৪৯৮ সালে
ঘ. ১৫৯৮ সালে
উত্তরঃ গ

৪৪) কোন সম্রাটের শাসনকার্যের বিষয়াবলী এখনো পাথরের গায়ে খোদাই করা লিপিতে রক্ষিত আছে?
ক. সম্রাট শাহজাহান
খ. সম্রাট বাবর
গ. সম্রাট আরঙ্গজেব
ঘ. সম্রাট অশোক
উত্তরঃ ঘ

৪৫) বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে অধিকাংশ ভাষাবিদের মত কোনটি?
ক. খ্রিস্টপূর্ব দশম শতাব্দী
খ. অষ্টম শতাব্দী
গ. দশম শতাব্দী
ঘ. নবম শতাব্দী
উত্তরঃ গ

৪৬) বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
ক. পালি
খ. অপভ্রংশ
গ. অবহট্ট
ঘ. সংস্কৃত
উত্তরঃ খ

৪৭) প্রাকৃত ভাষার সময়কাল কোনটি?
ক. খ্রি.পূ. ১৫০০ - খ্রি.পূ. ৮০০
খ. খ্রি.পূ. ১০০০ - খ্রি.পূ. ২০০
গ. খ্রি.পূ. ১০০০ - খ্রি.পূ. ৬০০
ঘ. খ্রি.পূ. ৬০০ - ৬০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ ঘ

৪৮) বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. অস্ট্রিক
ঘ. হিন্দী
উত্তরঃ গ

৪৯) উপভাষা (Dialect) কোনটি?
ক. সাহিত্যের ভাষা
খ. পাঠ্যপুস্তকের ভাষা
গ. অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
ঘ. লেখ্য ভাষা
উত্তরঃ গ

৫০) মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-
ক. বর্ণ
খ. শব্দ
গ. বাক্য
ঘ. ভাষা
উত্তরঃ ঘ

৫১) বাংলা ভাষা কোন মূল ভাষাবংশের অন্তর্গত?
ক. ভারতীয়
খ. অস্ট্রেলীয়
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ
(নোট রমজান)

৫২) চার্লস উইলকিন্স হুগলিতে বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে?
ক. ১৬৬৮
খ. ১৭৭৮
গ. ১৮৮৮
ঘ. ১৬৭৬
উত্তরঃ খ

৫৩) বাংলা লিপির উৎস কি? অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
ক. সংস্কৃত লিপি
খ. চীনা লিপি
গ. আরবি লিপি
ঘ. ব্রাক্ষী লিপি
উত্তরঃ ঘ

৫৪) ‘প্রাকৃত শব্দটির অর্থ ----
ক. প্রকৃত
খ. যথার্থ
গ. যা করা হয়েছে
ঘ. স্বাভাবিক
উত্তরঃ ঘ

৫৫) আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
ক. প্রাচীন ভারতীয় আর্যভাষা
খ. মধ্যভারতীয় আর্যভাষা
গ. নব্যভারতীয় আর্যভাষা
ঘ. সংস্কৃত ভাষা
উত্তরঃ ক

৫৬) বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
ক. ঢাকায়
খ. রাজশাহীতে
গ. রংপুরে
ঘ. যশোরে
উত্তরঃ গ

৫৭) পূর্ব ভারতীয় বর্ণমালা (কুটিল) থেকে কোন বর্ণমালার উদ্ভব?
ক. মৈথিলী বর্ণমালা
খ. বাংলা বর্ণমালা
গ. অসমীয়া বর্ণমালা
ঘ. উর্দু বর্ণমালা
উত্তরঃ খ

৫৮) ব্রজবুলি কী ধরনের ভাষা?
ক. হিন্দু ভাষা
খ. ব্রজের ভাষা
গ. উর্দু ভাষা
ঘ. মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
উত্তরঃ ঘ

৫৯) কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড.মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
ক. গৌড়ীয় অপভ্রংশ
খ. গৌড় অপভ্রংশ
গ. মাগধী অপভ্রংশ
ঘ. প্রাচীন অবহট্ঠ
উত্তরঃ খ

৬০) ভারতীয় মৌলিক লিপি কোনটি?
ক. ব্রাক্ষী
খ. কুটীল
গ. খরোষ্ঠী
ঘ. নাগরী
উত্তরঃ ক

৬১) খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে কে ব্যাকরণের সূত্র নির্দিষ্ট করে দেন?
ক. রাজেন্দ্রলাল মিত্র
খ. সম্রাট কনিষ্ক
গ. পাণিনি
ঘ. শীলভদ্র
উত্তরঃ গ

৬২) কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অবিহিত হয়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. মৌর্য আমলে
ঘ. মুসলমান আমলে
উত্তরঃ ঘ

৬৩) বাংলা ভাষার বয়স প্রায় কত?
ক. ১০০০ বছর
খ. ২০০০ বছর
গ. ২৫০০ বছর
ঘ. ২৭০০ বছর
উত্তরঃ ক

৬৪) কোন লিপি ডান দিক থেকে লেখা হত?
ক. খরোষ্ঠী লিপি
খ. ব্রাক্ষী লিপি
গ. কুটিল লিপি
ঘ. উর্দু লিপি
উত্তরঃ ক

৬৫) বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
ক. সংস্কৃত
খ. পালি
গ. প্রাকৃত
ঘ. অপভ্রংশ
উত্তরঃ গ

৬৬) কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়?
ক. গুপ্ত আমল
খ. পাল আমল
গ. সেন আমল
ঘ. মুঘল আমল
উত্তরঃ ক

৬৭) প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?
ক. বেদে
খ. ঋগ্বেদের মন্ত্রগুলোতে
গ. ঐতরেয় আরণ্যক গ্রন্থে
ঘ. অথর্ব বেদে
উত্তরঃ খ

৬৮) বাংলা লিপির স্থায়ী গঠন রূপ কোন আমলে শুরু হয?
ক. গুপ্ত আমলে
খ. পাল আমলে
গ. সেন আমলে
ঘ. পাঠান আমলে
উত্তরঃ গ

৬৯) বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
ক. ২০০৭ সালে
খ. ১৯০৭ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯০৯ সালে
উত্তরঃ খ

৭০) চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
ক. ১০ নং পদ
খ. ১৬ নং পদ
গ. ১৮ নং পদ
ঘ. ২৩ নং পদ
উত্তরঃ ঘ

৭১) বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা, চর্যাপদের আদি কবি কে?
ক. কাহ্নপা
খ. চেগুনপা
গ. লুইপা
ঘ. ভূসুকুপা
উত্তরঃ গ

৭২) নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
ক. বাংলা ও উর্দু
খ. বাংলা ও অসমিয়া
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ খ

৭৩) চর্যা শব্দের অর্থ কি?
ক. আচরণ
খ. প্রকৃত
গ. শুদ্ধ
ঘ. আচার
উত্তরঃ ক

৭৫) বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ কোনটি?
ক. মহাভারত
খ. রামায়ণ
গ. বঙ্গনামা
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

®®®®®রমজান®®®®

৭৬) বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দু'ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ খ

৭৭) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস কে কয়টি যুগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ঘ

৭৮) চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?
ক. বৌদ্ধোধর্ম প্রচার
খ. কাহিনী বর্ণনা
গ. দেহতত্ত্ব
ঘ. বৌদ্ধোধর্মের গূঢ় তত্ত্বকথা
উত্তরঃ ঘ

৭৯) কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
ক. চর্যাপদ
খ. গীতগোবিন্দ
গ. পদার্বলী
ঘ. চৈতন্যজীবনী
উত্তরঃ ক

৮০) চর্যাপদের পদগুলো রচিত--
ক. অক্ষরবৃত্ত ছন্দে
খ. মাত্রাবৃত্ত ছন্দে
গ. স্বরবৃত্ত ছন্দে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

৮১) চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
ক. ৮০০ বছর
খ. ১০০০ বছর
গ. ১১০০ বছর
ঘ. ১২০০ বছর
উত্তরঃ খ

৮১) বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন--
ক. চর্যাপদ
খ. বৈষ্ণব পদাবলী
গ. ঐতরেয় আরণ্যক
ঘ. দোহা কোষ
উত্তরঃ ক

৮১) 'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
ক. লোক সাহিত্য
খ. ব্রজবুলি
গ. চর্যাপদ
ঘ. বৈষ্ণব গীতিকা
উত্তরঃ গ

৮২) কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
ক. পাল
খ. সেন
গ. মুঘল
ঘ. তুর্কী
উত্তরঃ ক

৮৩) কোন শাসনামলে 'চর্যাপদ' রচিত হয়েছে বলে জানা যায়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. খিলজী আমলে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ ক

৮৪) চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেন?
ক. লুইপা
খ. কাহ্নপা
গ. সরহপা
ঘ. শবরপা
উত্তরঃ খ

৮৫) চর্যাপদ আবিস্কৃত হয়--
ক. নেপালের রাজ-দরবার থেকে
খ. কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে
গ. ভুটানের রাজ-দরবার থেকে
ঘ. মুর্শিদাবাদ থেকে
উত্তরঃ ক।

৮৬) অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ--
ক. ডাকার্ণব
খ. চর্যাপদ
গ. দোঁহাকোষ
ঘ. সেক শুভোদয়া
উত্তরঃ ঘ

৮৭) চর্যাপদ কোন সময়ের রচনা?
ক. ৬৫০-১২০০
খ. ৬৫০-৯০০
গ. ৯৫০-১২০০
ঘ. ৭৫০-১০০০
উত্তরঃ ক

৮৮) চর্যাপদ কতটি পদের সংকলন?
ক. সাড়ে ছেচল্লিশ
খ. একান্ন
গ. পঞ্চাশ
ঘ. আটচল্লিশ
উত্তরঃ খ

৮৯) চর্যাপদের কোন পদটি আংশিক পাওয়া গেছে?
ক. ২৪ সংখ্যক
খ. ২৫ সংখ্যক
গ. ৪৮ সংখ্যক
ঘ. ২৩ সংখ্যক
উত্তরঃ ঘ

৯০) বাংলা সাহিত্যের প্রাচীতন কবি কে? চর্যাপদের আদি কবি কে/
ক. কাহৃপা
খ. লুইপা
গ. সরহপা
ঘ. শবরপা
উত্তরঃ ঘ

৯১) বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক. পথের পাচালী
খ. বৈষ্ণব পদাবলী
গ. চর্যাপদ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

৯২) চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে?
ক. একান্নটি
খ. ছেচল্লিশটি
গ. সাড়ে ছেচল্লিশটি
ঘ. পঞ্চাশটি
উত্তরঃ গ

৯৩) ড. হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন--
ক. চর্যাপদ
খ. ডাকার্ণব
গ. দোঁহাকোষ
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ

৯৪) চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়?
ক. অসমীয়া
খ. উড়িয়া
গ. মৈথিলী
ঘ. কোল ভাষা
উত্তরঃ ঘ

৯৫) চর্যাপদ কোন ছন্দে লেখা ?
ক. অক্ষরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর
উত্তরঃ খ

৯৬) সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
ক. লুইপা
খ. শবরপা
গ. ভুসুকুপা
ঘ. কাহুপা
উত্তরঃ ঘ

৯৭) ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ গ

৯৮) বাংলা সাহিত্যের মধ্যযুগের সময় কাল?
ক. ১২০১-১৮০০
খ. ১৩৫০-১৮০০
গ. ১২০১-১৯০০
ঘ. ১০০১-১৬০০
উত্তরঃ ক

৯৯) কতজন কবি চর্যাপদ রচনা করেছেন?
ক. ২২ জন
খ. ২৪ জন
গ. ২০ জন
ঘ. ১৬ জন
উত্তরঃ খ

১০০) ড. মুহম্মদ শহীদুল্লাহর মতানুযায়ী মধ্যযুগের ভাগ দুটি কি কি?
ক. সুলতানী আমল ও মোঘল আমল
খ. পাঠান আমল ও সুলতানী আমল
গ. পাঠান আমল ও মোঘল আমল
ঘ. তুর্কি আমল ও মোঘল আমল
উত্তরঃ খ

১০১) চর্যাপদে কতটি প্রবাদবাক্য পাওয়া যায়?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ গ

১০২) 'Origin and Development of Bengali Language' গ্রন্থটির লেখক কে?
ক. ড. দীনেশ চন্দ্র সেন
খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুকুমার সেন
উত্তরঃ খ

১০৩) ‘চর্যাপদ ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
ক. সনাতন হিন্দু
খ. সহজিয়া বৌদ্ধ
গ. জৈন
ঘ. হরিজন
উত্তরঃ খ

১০৪) বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ কয়টি?
ক. ৪টি
খ. ৩টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তরঃ খ

১০৫) বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-
ক. চর্যাপদ
খ. বৈষ্ণব পদাবলী
গ. ঐতরেয় আরণ্যক
ঘ. দোহা কোষ
উত্তরঃ ক

১০৬) ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ মতে প্রাচীনতম চর্যাকার কে?
ক. ভূসুকুপা
খ. সরহপা
গ. শবরপা
ঘ. কাহ্নপা
উত্তরঃ গ

১০৭) শবর পা কে ছিলেন?
ক. আদি সিদ্ধাচার্য
খ. চর্যাকর
গ. শবরীর পতি
ঘ. হস্তীবিশারদ
উত্তরঃ খ

১০৮) মধ্যযুগকে কয়টি উপবিভাগে ভাগ করা যায়?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ

১০৯) বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে লেখা হয়?
ক. চন্দ্রাবতীকে
খ. লুইপাকে
গ. শ্রীচৈতন্যদেবকে
ঘ. শ্রীকৃষ্ণকে
উত্তরঃ গ

১১০) কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?
ক. কাহ্ন পা
খ. লুই পা
গ. ডাকার্ণব
ঘ. মুনিদত্ত
উত্তরঃ ঘ

১১১) বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক--
ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. ডক্টর সুকুমার সেন
উত্তরঃ গ

১১২) রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়?
ক. ১৯১০ - ১৯৫০
খ. ১৯০১ - ১৯২১
গ. ১৯০১ - ১৯৪০
ঘ. ১৯০১ - ১৯৩০
উত্তরঃ গ

১১৩) চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয়-
ক. কাহিনীকাব্য
খ. গীতিকাব্য
গ. বৌদ্ধধর্মের দোঁহা
ঘ. পূজা-অর্চনার রীতি
উত্তরঃ গ

১১৪) বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থাকে?
ক. খরোষ্ঠী লিপি
খ. ব্রাহ্মী লিপি
গ. অশোক লিপি
ঘ. প্রকৃত লিপি
উত্তরঃ খ

১১৫) ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকালঃ
ক. ৬০০ - ৮০০ খ্রিস্টাব্দ
খ. ৬০০ - ১০০০ খ্রিস্টাব্দ
গ. ৮০০ - ১২০০ খ্রিস্টাব্দ
ঘ. ৬৫০ - ১২০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ ঘ

১১৬) চর্যাপদের ভাষাকে পণ্ডিতগণ কোন ধরনের ভাষা বলেছে?
ক. আর্য ভাষা
খ. প্রকৃত ভাষা
গ. পালি ভাষা
ঘ. সন্ধ্যা ভাষা
উত্তরঃ ঘ

১১৭) চর্যাগীতি আবিষ্কার করেন-
ক. দীনেশচন্দ্র সেন
খ. মহাকবি বাল্মিকী
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
উত্তরঃ ঘ

১১৮) চর্যাপদ কোথা থেকে আবিস্কৃত হয়েছে?
ক. তিব্বত
খ. বাংলাদেশ
গ. নেপাল
ঘ. চীন
উত্তরঃ গ

১১৯) বাংলা সাহিত্যের ইতিহাস কত বছরের পুরনো বলে মনে করা হয়?
ক. এক হাজার
খ. দু হাজার
গ. তিন হাজার
ঘ. চার হাজার
উত্তরঃ ক

১২০) চর্যাপদের রচনার উদ্দেশ্য--
ক. সাহিত্য চর্চা
খ. ধর্মচর্চা
গ. সঙ্গীত চর্চা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

১২১) চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?
ক. আট
খ. চৌদ্দ
গ. বারো
ঘ. দশ
উত্তরঃ ঘ

১২২) চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. মুনিদত্ত
গ. সুনীতিকুমার
ঘ. ড. শহীদুল্লাহ
উত্তরঃ খ

১২৩) ‘খনার বচন’ কি সংক্রান্ত?
ক. কৃষি
খ. ব্যবসা
গ. শিল্প
ঘ. রাজনীতি
উত্তরঃ ক

১২৪) হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
ক. লুই পা
খ. কাহ্ন পা
গ. ভুসুক পা
ঘ. টেন্টন পা
উত্তরঃ ক

১২৫) বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?
ক. মহাযানী
খ. সহজযানী
গ. হীন যানী
ঘ. বজ্রযানী
উত্তরঃ খ
নোট®রমজান®

১২৬) প্রাচীন যুগে সমাজ জীবনে প্রভাব ছিলঃ
ক. ধর্মীয় চেতনার
খ. রূপকথার
গ. উপকথার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

১২৭) চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?
ক. চীন
খ. নেপাল
গ. মিয়ানমার
ঘ. ভারত
উত্তরঃ খ

১২৮) বাংলা সাহিত্যের আদি নিদর্শন পাওয়া যায় কোথায়?
ক. আসামে
খ. সোনারগাঁয়ে
গ. পশ্চিমবঙ্গে
ঘ. নেপালে
উত্তরঃ ঘ

১২৯) বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চার্যপদে’র রচনাকাল-
ক. সপ্তম থেকে দ্বাদশ
খ. অষ্টম থেকে চতুর্দশ শতক
গ. নবম থেকে চতুর্দশ শতক
ঘ. দশম থেকে চতুর্দশ শতক
উত্তরঃ ক

১৩০) বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক?
ক. ডক্টর মুহম্মদ শহীদুললাহ
খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. হরপ্রাসাদ শাস্ত্রী
ঘ. ডক্টর সুকুমার সেন
উত্তরঃ গ

১৩১) বাংলা সাহিত্যের আদি নিদর্শন-
ক. শূণ্য পুরাণ
খ. নিরঞ্জনের রুষ্মা
গ. সেক শুভোদয়া
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

১৩২) প্রাচীন যুগের সাহিত্যের উপকরণ হিসেবে পাওয়া যায়ঃ
ক. উপকথা
খ. রূপকথা
গ. পুঁথি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

১৩৩) গদ্য-পদ্য মিলিয়ে 'সেক শুভোদয়া' গ্রন্থে অধ্যায় আছে--
ক. ১২ টি
খ. ১৪ টি
গ. ১৭ টি
ঘ. ১৫ টি
উত্তরঃ ঘ

১৩৪) কাহ্নপা বিরচিত পদের সংখ্যা কত?
ক. ২টি
খ. ৫টি
গ. ৭টি
ঘ. ১৩টি
উত্তরঃ ঘ

১৩৫) চর্যাপদ প্রথম প্রকাশিত হয়--
ক. নেপাল থেকে
খ. মোহামেডান লিটালারি সোসাইটি থেকে
গ. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ গ

১৩৬) বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
ক. বেদ
খ. শূন্যপূরাণ
গ. মঙ্গল কাব্য
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

১৩৭) হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল-
ক. চর্যাপদাবলি
খ. হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
গ. চর্যাচর্যবিনিশ্চয়
ঘ. চর্যাগীতিকা
উত্তরঃ খ

১৩৮) চর্যাপদ আবিস্কৃত হয় কোথা থেকে?
ক. আরকান রাজগ্রন্থাগার থেকে
খ. বাঁকুড়ার এক গ্রহস্থের গোয়াল ঘর থেকে
গ. নেপালের রাজগ্রন্থশালা
ঘ. সুদূর চীন দেশ থেকে
উত্তরঃ গ

১৩৯) চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. সুকুমার সেন
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
উত্তরঃ ঘ

১৪০) চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয়?
ক. নেপালের প্রাচীন কথ্য ভাষা
খ. পশ্চিম বাংলার প্রাচীন কথ্য ভাষা
গ. পূর্ব বাংলার প্রাচীন কথ্য ভাষা
ঘ. ত্রিপিটকের ভাষা
উত্তরঃ খ

১৪১) বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
ক. নিরঞ্জনের রুষ্মা
খ. দোহাকোষ
গ. গুপিচন্দ্রের সন্ন্যাস
ঘ. ময়নামতির গান
উত্তরঃ খ

১৪২) প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কয়জন?
ক. ১৯
খ. ২৩
গ. ২৫
ঘ. ২৭
উত্তরঃ খ

১৪৩) বাংলা সাহিত্যে আধুনিক যুগের সুত্রপাত--
ক. ১৩৫১ সাল থেকে
খ. ১৬০১ সাল থেকে
গ. ১৭০১ সাল থেকে
ঘ. ১৮০১ সাল থেকে
উত্তরঃ ঘ

১৪৪) বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি
ক. কাব্য
খ. প্রহসন
গ. ছোটগল্প
ঘ. ছন্দ
উত্তরঃ ক

১৪৫) বাংলা ভাষার প্রাচীন নিদর্শন-
ক. পুঁথি সাহিত্য
খ. খনার বচন
গ. নাথ সাহিত্য
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

১৪৬) ড. মুহম্মদ এনামূল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ

১৪৭) আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে?
ক. ১৯০১ সাল থেকে
খ. ১৮০১ সাল থেকে
গ. ১২০১ সাল থেকে
ঘ. ১৬০১ সাল থেকে
উত্তরঃ খ

১৪৮) হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ গ

১৪৯) বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি?
ক. শ্রীকৃষ্ণ বিজয়
খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. শূন্যপূরাণ
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

১৫০) বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন?
ক. বাংলা সাহিত্যের ইতিহাস
খ. ইংরেজি সাহিত্যের ইতিহাস
গ. দু’টিই সমসাময়িক
ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত
উত্তরঃ খ
-----নোট রমজান

১৫১) ‘পদ্মাবতী’ কাব্যের নায়ক ও নায়িকা কে?
ক. রত্নসেন ও পদ্মাবতী
খ. মরদান ও পদ্মাবতী
গ. সাধন ও পদ্মাবতী
ঘ. অসীম ও পদ্মাবতী
উত্তরঃ ক

১৫২) কার কাব্য অবলম্বনে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
ক. মনঝন
খ. সাধন
গ. সাবিরিদ খান
ঘ. মালিক মুহম্মদ জায়সী
উত্তরঃ ঘ

১৫৩) চর্যাপদ হলো মূলত-
ক. গানের সংকলন
খ. কবিতার সংকলন
গ. প্রবন্ধের সংকলন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

১৫৪) ভীম সেনের 'গোরক্ষবিজয়' কাব্যটি সম্পাদনা করেন কে?
ক. আবদুল করিম সাহিত্যবিশারদ
খ. ড. নলিনীকান্ত ভট্টশালী
গ. ড. পঞ্চানন মণ্ডল
ঘ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
উত্তরঃ গ

১৫৫) বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি? অথবা বাংলাভাষায় সবচেয়ে পুরোনো যে পুথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
ক. বৈষ্ণব পদাবলী
খ. চর্যাপদ
গ. পুঁথি সাহিত্য
ঘ. বাউল সঙ্গঢু
উত্তরঃ খ

১৫৬) বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-
ক. ৪৬ টি
খ. সাড়ে ৪৬টি
গ. ৪৯টি
ঘ. ৫০টি
উত্তরঃ খ

১৫৭) 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটির রচয়িতা?
ক. আলাওল
খ. দৌলত কাজী
গ. মাগন ঠাকুর
ঘ. মরদন
উত্তরঃ খ

১৫৮) মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. মুহম্মদ খান
গ. হায়াৎ মামুদ
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ক

১৫৯) চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে?
ক. সুনীতি কুমার,১৯২৭
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ,১৯২৭
গ. হরপ্রসাদ শাস্ত্রী,১৮২৭
ঘ. মুনিদত্ত,১৯১৭
উত্তরঃ খ

১৬০) কেরী সাহেবের মুনশী বলা হয়-
ক. রাম রাম বসুকে
খ. মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
গ. চণ্ডীকরণ মুনশীকে
ঘ. গোলকনাশ শর্মাকে
উত্তরঃ ক

১৬১) কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয়?
ক. বাল্মীকি
খ. কাশীরাম দাস
গ. কৃত্তিবাস
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ গ

১৬২) নাথ গীতিকায় কাদের কাহিনী বর্ণিত রয়েছে?
ক. রাণী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী
খ. জমিদার নাদের চাঁদ ও সুন্দরী কন্যা মহুয়ার কাহিনী
গ. দস্যু কেনারাম ও রাজকুমারী কঙ্কাবতীর কাহিনী
ঘ. সুন্দরী কমলা ও দেওয়ান ভাবনার কাহিনী
উত্তরঃ ক

১৬৩) ব্রজবুলি ভাষা কোন ভাষা দ্বয়ের মিশ্রণ?
ক. মৈথিলী ও বাংলা
খ. মৈথিলী ও হিন্দি
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ ক

১৬৪) বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্যটি কোনটি?
ক. চৈতন্য মঙ্গল
খ. শ্রী চৈতন্য-চরিতামৃত
গ. শ্রী চৈতন্যভাগবত
ঘ. কড়চা
উত্তরঃ গ

১৬৫) 'ইউসুফ-জুলেখা' কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিধৃত হয়েছে?
ক. কুরআন
খ. বাইবেল
গ. কুরআন ও বাইবেল
ঘ. গীতা
উত্তরঃ গ

১৬৬) মহাভারতে মোট কয়টি পর্ব আছে?
ক. সাতটি
খ. নয়টি
গ. এগারটি
ঘ. আঠারটি
উত্তরঃ ঘ

১৬৭) 'টপ্পা' কি?
ক. এক ধরনের গান
খ. নাচের মুদ্রা
গ. এক ধরনের বাদ্যযন্ত্র
ঘ. বিশেষ ধরনের খেলা
উত্তরঃ ক

১৬৮) ‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন?
ক. গোলাম মোস্তাফা
খ. হাজী মোহাম্মিল
গ. মীর মশাররফ হোসেন
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ঘ

১৬৯) বাংলা সাহিত্যে সন তারিখযুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা কে?
ক. কানাহরি দত্ত
খ. নারায়ণ দেব
গ. বিজয়গুপ্ত
ঘ. বিপ্রদাস পিপিলাই
উত্তরঃ গ

১৭০) ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
ক. ব্রজধামে কথিত ভাষা
খ. এক রকম কৃত্রিম কবিভাষা
গ. বাংলা ও হিন্দির যোগফল
ঘ. মৈথিলি ভাষার একটি উপাভাষা
উত্তরঃ খ

১৭১) পুঁথি সাহিত্যের উদ্ভব-
ক. অষ্টাদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীত
গ. চতুর্দশ শতাব্দীতে
ঘ. দ্বাদশ শতাব্দীতে
উত্তরঃ ক

১৭২) Ballad কি?
ক. লোকগীতি
খ. লোকগাথা
গ. গীতিকা
ঘ. গাথা
উত্তরঃ গ

১৭৩) বৈষ্ণব পদকর্তা ‘চণ্ডীদাস’ কত জন?
ক. ৩ জন
খ. ২ জন
গ. ৪ জন
ঘ. ৫ জন
উত্তরঃ ক
(মতান্তরে ৪ জন)

১৭৪) দোভাষী পুঁথি ‘জঙ্গনামা’ রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা
খ. ফকীর গরীবুল্লাহ
গ. দৌলত কাজী
ঘ. গোঁজলা গুই
উত্তরঃ খ

১৭৫) বাংলা সাহিত্যের আখ্যানমূলক লোকগীতিকে ইংরেজিতে কি বলা হয়?
ক. ফেয়ারি টেলস
খ. ব্যালাড
গ. ফক লোর
ঘ. ক্লাসিক রাজার গান
উত্তরঃ খ
___রমজান____

১৭৬) শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনী ক'টি চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ খ
(কৃষ্ণ>রাধা>বড়াই)

১৭৭) ভারতচন্দ্র রায়গুনাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে কোন গ্রন্থ রচনা করেন?
ক. মনসামঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. অন্নদামঙ্গল
ঘ. সারদামঙ্গল
উত্তরঃ গ

১৭৮) কোন কবি হোসেন শাহের পৃষ্ঠ পোষকতায় কাব্য রচনা করেন?
ক. রাম নিধিগুপ্ত
খ. মালাধর বসু
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তরঃ খ

১৭৯) মঙ্গলকাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে?
ক. পয়ার ছন্দ
খ. স্বরবৃত্ত ছন্দ
গ. মুক্তক ছন্দ
ঘ. গৈরিশ ছন্দ
উত্তরঃ ক

১৮০) গোবিন্দ দাস কতগুলো পদ রচনা করেছেন?
ক. প্রায় পাঁচশত
খ. প্রায় ছয়শত
গ. প্রায় সাতশত
ঘ. প্রায় আটশত
উত্তরঃ গ

১৮১) ‘শ্রীকৃষ্ণ বিজয়’ এর রচয়িতা কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়
গ. বিজয়গুপ্ত
ঘ. মালাধর বসু
উত্তরঃ ঘ

১৮২) কবি বিজয়গুপ্ত রচিত গ্রন্থের নাম কি?
ক. শ্রীকৃষ্ণ বিজয়
খ. মনসামঙ্গল
গ. পদ্মপুরাণ
ঘ. মনসাবিজয়
উত্তরঃ খ

১৮৩) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
ক. শাহ মুহম্মদ সাগীর
খ. আলাওল
গ. কোরেশী মাগন ঠাকুর
ঘ. দৌলত কাজী
উত্তরঃ ক

১৮৪) মহুয়া পালার নদের চাঁদ কোন এলাকার জমিদার-পুত্র ছিলেন?
ক. বামনকান্দার
খ. ময়মনসিংহের
গ. ভুবন ডাঙ্গার
ঘ. পূর্ববঙ্গের
উত্তরঃ ক

১৮৫) বাংলা সাহিত্যে অন্ধকার যুগ
ক. সেন শাসনামল
খ. মুঘল শাসনামল
গ. পাল শাসনামল
ঘ. ইংরেজ শাসনামল
উত্তরঃ ক(তুর্কিদের সময়-১২০১-১৩৫০)

১৮৬) সাবিরিদ খান কোন জেলার অধিবাসী ছিলেন?
ক. ঢাকা
খ. রাজশাহী
গ. সিলেট
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ ঘ

১৮৭) Folk-talk বলতে কি বোঝানো হয়-
ক. ছড়া
খ. ধাঁধা
গ. রূপকথা
ঘ. কথা
উত্তরঃ ঘ

১৮৮) কোন ধরনের কাব্যকে 'জঙ্গনামা' বলা হয়?
ক. নীতি কাব্য
খ. প্রণয় কাব্য
গ. শোকগাঁথা
ঘ. যুদ্ধকাব্য
উত্তরঃ ঘ

১৮৯) দেওয়ানা মদিনার প্রধান পুরুষ চরিত্র কোনটি?
ক. দেওয়ান সোনাফর
খ. দুলাল
গ. আলাল
ঘ. দস্যু কেনারাম
উত্তরঃ খ
(আলালের ছোট ভাই দুলাল,নায়িকা মদিনা, পালাটির লেখক মনসুর বয়াতি)

১৯০) কৃত্তিবাসের রামায়ণ কত সালে শ্রীরামপুর মিশনে ছাপা হয়?
ক. ১৮০২-১৮০৩ সালে
খ. ১৮০৫-১৮০৬ সালে
গ. ১৮০৮-১৮০৯ সালে
ঘ. ১৮১১-১৮১২ সালে
উত্তরঃ ক

১৯১) পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. গিরিশ চন্দ্র সেন
গ. সৈয়দ আমির আলী
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ খ

১৯২) চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা?
ক. ভারতচন্দ্র
খ. মুকুন্দরাম
গ. মানিক দত্ত
ঘ. ঘনরাম চক্রবর্তী
উত্তরঃ খ

১৯৩) আনুমানিক কত শতাব্দীতে বাল্মীকি রামায়ণ রচনা করেন?
ক. খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে
খ. খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে
গ. তৃতীয় শতাব্দীতে
ঘ. চতুর্থ শতাব্দীতে
উত্তরঃ ক

১৯৪) 'টপ্পা' গানের জনক কে?
ক. এন্টনি ফিরিঙ্গি
খ. দাশরথি রায়
গ. ভোলা ময়রা
ঘ. নিধু বাবু
উত্তরঃ ঘ

১৯৫) 'সত্যপীর' গ্রন্থটি রচনা করেন?
ক. শুকুর মুহম্মদ
খ. শেখ ফয়জুল্লাহ
গ. ভীমদাস
ঘ. শ্যামদাস
উত্তরঃ খ

১৯৬) মনসামঙ্গলা কাব্যের প্রতিনিধিস্থানীয় ও শ্রেষ্ঠ কবি কে?
ক. হরিদত্ত
খ. বিজয় গুপ্ত
গ. নারায়ণ দেব
ঘ. বিপ্রদাস পিপিলাই
উত্তরঃ খ

১৯৭) 'শ্রী কৃষ্ণকীর্তনের' রচয়িতা কে?
ক. জ্ঞান দাস
খ. দীন চণ্ডীদাস
গ. দীনহীন চণ্ডীদাস
ঘ. বড়ু চণ্ডীদাস
উত্তরঃ ঘ

১৯৮) দোভাষী পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি কে?
ক. সৈয়দ হামজা
খ. ফকীর গরীবুল্লাহ
গ. আলাওল
ঘ. শাহ মুহাম্মদ সগীর
উত্তরঃ খ

১৯৯) Ballad শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. ইংরেজি
খ. ইতালি
গ. ফারসি
ঘ. গ্রিক
উত্তরঃ গ

২০০) মনসামঙ্গলের কবি কে?
ক. বিজয় গুপ্ত
খ. কেতকাদাস ক্ষেমানন্দ
গ. বিপ্রদাস পিপিলাই
ঘ. ওপরের তিনজনই
উত্তরঃ ঘ

২০১) ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’-উক্তিটি কার?
ক. ভারতচন্দ্র রায়গুণাকর
খ. অতুল প্রসাদ সেন
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. রামনিধি গুপ্ত
উত্তরঃ ক

২০২) 'শ্রীকৃষ্ণকীর্তন' গ্রন্থটি কার রচনা?
ক. জয়দেব
খ. বড়ু চণ্ডীদাস
গ. দীন চণ্ডীদাস
ঘ. দ্বিজ চণ্ডীদাস
উত্তরঃ খ

২০৩) বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
ক. জয়দেব
খ. বিদ্যাপতি
গ. চণ্ডীদাস
ঘ. জ্ঞানদাস
উত্তরঃ গ

২০৪) সম্পাদিত হওয়ার পর শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে প্রকাশিত হয?
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২২ সালে
উত্তরঃ গ

২০৫) ছুটি খাঁর প্রকৃত নাম কি?
ক. পরাগল খাঁ
খ. শ্রীকর নন্দী
গ. নসরত খাঁ
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ গ

২০৬) বিদ্যাপতি কোন ধারার কবি?
ক. বৈষ্ণবপদাবলী
খ. রোমান্টিক প্রণয়োপাখ্যান
গ. চরিত সাহিত্য
ঘ. মঙ্গলকাব্য
উত্তরঃ ক

২০৭) শেখ ফয়জুল্লাহ রচিত কয়টি কাব্যের সন্ধান পাওয়া গেছে?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. সাতটি
উত্তরঃ গ

২০৮) বৈষ্ণব পদাবলী সংগ্রহ করেছিলেন কে?
ক. ইজ্জতুল্লাহ
খ. বিদ্যাপতি
গ. বাবা আউল মনোহর দাস
ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ গ

২০৯) কত সালে সৈয়দ হামজা শাহ গরিবুল্লাহর অসমাপ্ত পুঁথি 'জঙ্গনামা' সমাপ্ত করেন?
ক. ১৭৭৮ সালে
খ. ১৭৯২ সালে
গ. ১৭৯৮ সালে
ঘ. ১৮০৪ সালে
উত্তরঃ খ(জঙ্গনামা বলতে যুদ্ধকাব্যকে বুঝায়)

২১০) শ্রী চৈতন্যের আসল নাম কি?
ক. নিমাই
খ. জগন্নাথ মিশ্র
গ. বিশ্বম্ভর
ঘ. বিশ্বরূপ
উত্তরঃ গ

২১১) মাধবাচর্যের 'শ্রীকৃষ্ণমঙ্গল' কাব্যে ভাগবতের কোন স্কন্ধকে গুরত্ব দেয়া হয়েছে?
ক. সপ্তম স্কন্ধ
খ. অষ্টম স্কন্ধ
গ. নবম স্কন্ধ
ঘ. দশম স্কন্ধ
উত্তরঃ ঘ

২১২) 'শূন্যপুরাণ' কাব্য কার রচনা?
ক. লুইপা
খ. কাহ্নপা
গ. দৌলত উজির বাহারাম খা
ঘ. রামাই পণ্ডিত
উত্তরঃ ঘ

২১৩) 'লায়লি মজনু' কাব্যটি রচনা করেছেন--
ক. বাহরাম খান
খ. আলাওল
গ. জামী
ঘ. নিজামী
উত্তরঃ ক

২১৪) মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
ক. বিজয়গুপ্ত
খ. ভারতচন্দ্র রায়গুণাকর
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. কানাহরি দত্ত
উত্তরঃ খ

২১৫) নিচের কোন গ্রন্থটি সংস্কৃত ভাষায় জীবনী মহাকাব্য নামে খ্যাত?
ক. চৈতন্য-চরিতামৃত
খ. প্রেমামৃত
গ. কড়চা
ঘ. রামচরিত
উত্তরঃ ক

২১৬) বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?
ক. বাংলা
খ. সংস্কৃত
গ. মৈথিলী
ঘ. পালি
উত্তরঃ গ

২১৭) এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
ক. কবিগান
খ. পুঁথি সাহিত্য
গ. নাথ সাহিত্য
ঘ. বৈষ্ণব পদ সাহিত্য
উত্তরঃ ক

২১৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল নাম কি?
ক. শ্রীকৃষ্ণসন্দর্ভ
খ. শ্রীকৃষ্ণলীলা
গ. কৃষ্ণ ও রাধা
ঘ. কৃষ্ণ কৃষ্ণ জপনাম
উত্তরঃ ক

২১৯) মাইকেল হার্ট একশত জন বিশ্ববরেন্য নেতার ক্রিয়া-কর্ম বিশ্লেষণ করে এক নম্বর স্থান দিয়েছেন-
ক. যিশু খ্রিস্টকে
খ. হযরত মুহাম্মদ (স) কে
গ. এম. কে. গান্ধীকে
ঘ. বুদ্ধদেবকে
উত্তরঃ খ♥♥♥

২২০) আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি-
ক. কোরেশী মাগন ঠাকুর
খ. দৌলত কাজী
গ. আলাওল
ঘ. মরদন
উত্তরঃ খ

২২১) বাংলা ভাষায় ‘রামায়ণ’ অনুবাদ করেন কে?
ক. বাল্মীকি
খ. কৃত্তিবাস ওঝা
গ. বেদব্যাস
ঘ. বিজয়পণ্ডিত
উত্তরঃ খ

২২২) ড. আশরাফ সিদ্দিকী লোকগীতিকে কয় ভাগে ভাগ করেছেন?
ক. তিন ভাগে
খ. চার ভাগে
গ. পাঁচ ভাগে
ঘ. ছয় ভাগে
উত্তরঃ ঘ

২২৩) বৈষ্ণব সাহিত্য কোনটির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
ক. চৈতন্য জীবনী
খ. রাধাকৃষ্ণের প্রেমলীলা
গ. বৌদ্ধধর্ম
ঘ. ব্রাক্ষ ধর্ম
উত্তরঃ খ

২২৪) চণ্ডীচরণ মুনশীর 'তোতা ইতিহাস' (১৮০৫) কোন ভাষা থেকে অনূদিত?
ক. সংস্কৃত
খ. পৌরাণিক
গ. ফারসি
ঘ. ইংরেজি
উত্তরঃ গ

২২৫) কোন কবি নরহরি সরকারের আদেশে 'চৈতন্যমঙ্গল' রচনা করেন?
ক. কবি লোচন দাস
খ. জয়ানন্দ
গ. বৃন্দাবন দাস
ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ ক
নোট®রমজান®

২২৬) মহাভারতের কথা অমৃত সমান। কাশীরাম দাস ভনে শুনে পূণ্যবান ॥ -চরণ দুটির রচয়িতা কে?
ক. বাল্মীকি
খ. কৃত্তিবাস
গ. কাশীরাম দাস
ঘ. চন্দ্রাবতী
উত্তরঃ গ

২২৭) কোনটি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান?
ক. নদীয়া
খ. নবদ্বীপ
গ. বাঁকুড়া
ঘ. কাঁকিল্যা
উত্তরঃ খ

২২৮) মধ্যযুগের কাব্যধারার প্রধান ধারা কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ ক

২২৯) ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা প্রকাশ করেছে-
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. বাংলা একাডেমী
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ঘ

২৩০) কোন গ্রন্থ (অনুবাদ) রচনার জন্য রুকনুদ্দিন বরবক শাহ মালাধর বসুকে 'গুণরাজ খান' উপাধি দেন?
ক. ভাগবত
খ. পদ্মপুরাণ
গ. বিষ্ণুপুরাণ
ঘ. ব্রক্ষপুরাণ
উত্তরঃ ক

২৩১) কবি গানের প্রথম কবি কে?
ক. গোঁজলা গুঁট
খ. হরু ঠাকুর
গ. ভবানী ঘোষ
ঘ. নিতাই বৈরাগী
উত্তরঃ ক

২৩২) 'শূন্যপুরাণ' রচনা করেছেন-
ক. রামাই পন্ডিত
খ. শ্রীকর নন্দী
গ. বিজয় গুপ্ত
ঘ. লোচন দাস
উত্তরঃ ক

২৩৩) 'কমলে কামিনী' কি?
ক. পদ্মফুলে বসে থাকা তরুনীর সাপ গেলা
খ. পদ্মফুলে বসে থাকা ব্যাঙের সাপ গেলা
গ. পদ্মফুলে বসে থাকা সাপের হাতি গেলা ও উদিগীরণ করা
ঘ. পদ্মফুলে বসে থাকা তরুণীর হাতি গেলা ও উদগীরণ করা
উত্তরঃ ঘ

২৩৪) কাশীরাম দাস মহাভারতের কয়টি পর্ব অনুবাদ করেছিলেন?
ক. সম্পূর্ণ অংশের
খ. তিনটি পর্বের
গ. চারটি পর্বের
ঘ. সাতটি পর্বের
উত্তরঃ গ

২৩৫) মরদান রচিত কাব্যগ্রন্থের নাম কি?
ক. নুরনামা
খ. মধুমালতী
গ. চন্দ্রাবতী
ঘ. নসীরানামা
উত্তরঃ ঘ

২৩৬) 'পরাগলী মহাভারত' এর রচয়িতা কে?
ক. পরাগল খাঁ
খ. ছুটি খাঁ
গ. কবীন্দ্র পরমেশ্বর
ঘ. শ্রীধর
উত্তরঃ গ

২৩৭) দ্বিজ বংশীদাসের জন্ম কোথায়?
ক. ময়মনসিংহে
খ. কলকাতায়
গ. মিথিলায়
ঘ. সিলেট
উত্তরঃ ক

২৩৮) বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?
ক. গোবিন্দদাস
খ. জ্ঞানদাস
গ. চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি
উত্তরঃ ঘ

২৩৯) 'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কে?
ক. আলাওল
খ. মরদন
গ. মাগন ঠাকুর
ঘ. দৌলত কাজী
উত্তরঃ গ

২৪০) 'শ্রীকৃষ্ণকীর্তনের' কাব্য কে রচনা করেন?
ক. রামাই পন্ডিত
খ. হলুয়াদ মিশ্র
গ. বড়ু চণ্ডিদাস
ঘ. খনা
উত্তরঃ গ

২৪১) কত সালে বখতিয়ার বাংলা অক্রমণ করেন?
ক. ১২০২ সালে
খ. ১২০৪ সালে
গ. ১২০৫ সালে
ঘ. ১২০৬ সালে
উত্তরঃ খ

২৪২) প্রকৃতপক্ষে মঙ্গলকাব্যগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উত্তরঃ ক

২৪৩) মহাভারতের প্রাচীনতম অনুবাদক কে?
ক. কাশীরাম দাস
খ. কবীন্দ্র পরমেশ্বর
গ. ছুটি খাঁ
ঘ. শ্রীকর নন্দী
উত্তরঃ খ

২৪৪) মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
ক. আউল মনোহর দাস
খ. চৈতন্য দেব
গ. শ্রীকৃষ্ণ
ঘ. আদিনাথ শিব
উত্তরঃ খ

২৪৫) মহাভারতের প্রথম অনুবাদক কে?
ক. কবীন্দ্র পরমেশ্বর
খ. শ্রীকর নন্দী
গ. কাশীরাম দাস
ঘ. কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস
উত্তরঃ ক

২৪৬) কোনটি লৌকিক মঙ্গলকাব্য?
ক. মনসামঙ্গল
খ. চণ্ডীদাস
গ. সারদামঙ্গল
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ

২৪৭) বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
ক. সৈয়দ আলী আহসান
খ. ড. আশরাফ সিদ্দিকী
গ. ড. আলাউদ্দিন আল আজাদ
ঘ. কবি আব্দুস সাত্তার
উত্তরঃ ক

২৪৮) চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন-
ক. বৃন্দাবন দাস
খ. লোচন দাস
গ. জয়ানন্দ
ঘ. পরাগল খাঁ
উত্তরঃ ক

২৪৯) বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
ক. বেগম সুফিয়া কামাল
খ. মহাশ্বেতা দেবী
গ. পদ্মাবতী
ঘ. চন্দ্রাবতী
উত্তরঃ ঘ

২৫০) বাহরাম খানের উপাধি কোনটি?
ক. কবিকঙ্কন
খ. দৌলত উজির
গ. বাহরাম খান
ঘ. বলরাম
উত্তরঃ খ
নোট→রমজান

২৫১) কবি জৈনুদ্দিন 'রসুল বিজয়' কাব্য রচনা করেন কার পৃষ্ঠপোষকতায়?
ক. হুসেন শাহ
খ. বারবক শাহ
গ. ইউসুফ শাহ
ঘ. নসরত শাহ
উত্তরঃ গ

২৫২) আনুমানিক কোন সময়ে কৃত্তিবাস রামায়ণের অনুবাদ করেন?
ক. চতুর্দশ শতকের মাঝামাঝি
খ. চতুর্দশ শতকের শেষার্ধে
গ. পঞ্চদশ শতকের প্রথমার্ধে
ঘ. পঞ্চদশ শতকের মাঝামাঝি
উত্তরঃ ঘ

২৫৩) ফিরোজ শাহের আমলে বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন কে?
ক. শমসের আলী
খ. ভারতচন্দ্র
গ. আলাওল
ঘ. শ্রীধর
উত্তরঃ ঘ

২৫৪) বাংলা সাহিত্যের কোন যুগকে সুর্বণ যুগ বলা হয়?
ক. আদি যুগ
খ. চৈতন্য যুগ
গ. চৈতন্য পরবর্তী যুগ
ঘ. আধুনিক যুগ
উত্তরঃ গ

২৫৫) মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল?
ক. গদ্য নির্ভর
খ. রূপকথা নির্ভর
গ. ধর্ম নির্ভর
ঘ. কল্পনা নির্ভর
উত্তরঃ গ

২৫৬) বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. ভারতচন্দ্র রায়
গ. রাম রাম বসু
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ খ

২৫৭) মূল রামায়ণ কোন ভাষায় রচিত?
ক. বাংলা
খ. হিন্দি
গ. সংস্কৃত
ঘ. আর্য ভারতীয়
উত্তরঃ গ

২৫৮) ‘মনসামঙ্গল’-এর লেখক কে
ক. কৃত্তিবাস
খ. মালাধর বসু
গ. মানিক দত্ত
ঘ. কানা হরিদত্ত
উত্তরঃ ঘ

২৫৯) দোভাষী পুঁথি সাহিত্যকে বটতলার পুঁথি বলা হত কেন?
ক. বটতলায় সুর করে গাওয়া হত বলে
খ. বটতলায় প্রতিযোগিতার মাধ্যমে লেখা হত বলে
গ. গ্রামীণ জীবনঘনিষ্ঠ সাহিত্য ছিল বলে
ঘ. কলকাতার সস্তা প্রেস থেকে বের হত বলে
উত্তরঃ ঘ

২৬০) মঙ্গলকাব্য সৃষ্টির প্রধান উদ্দেশ্য কী?
ক. মা মনসার পূজা করা
খ. চণ্ডীপূজা করা
গ. ধর্মের মঙ্গল সাধনা করা
ঘ. বিভিন্ন দেবদেবীর পূজা করা
উত্তরঃ ঘ

২৬১) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতালপঞ্চবিংশতি কোন গ্রন্থের অনুবাদ?
ক. বৈতাল পচ্চীসী
খ. পদুমাবত
গ. কমেডি অব ইররস
ঘ. অভিজ্ঞান শকুন্তলম
উত্তরঃ ক

২৬২) ‘মানসিংহ ভবানন্দ উপাখ্যান’ কার রচনা?
ক. কানাহরি দত্ত
খ. বিজয় গুপ্ত
গ. মুকুন্দ রাম
ঘ. ভারতচন্দ্র রায় গুণাকর
উত্তরঃ ঘ

২৬৩) বিজয়গুপ্ত কোন জেলায় জন্মগ্রহন করেন?
ক. মুন্সিগঞ্জ
খ. বরিশাল
গ. ফরিদপুর
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ খ

২৬৪) হলায়ুদ মিশ্র রচিত 'সেক শুভোদয়া' কোন ভাষায় রচিত?
ক. বাংলা
খ. হিন্দি
গ. সংস্কৃত
ঘ. পালি
উত্তরঃ গ

২৬৫) কৃষ্ণভক্তি তত্ত্বরূপ লাভ করেছিল কোন যুগে?
ক. প্রাক চৈতন্য যুগে
খ. চৈতন্য যুগে
গ. প্রাচীন যুগে
ঘ. আধুনিক যুগে
উত্তরঃ খ

২৬৬) শাহ মুহম্মদ সগীরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি? শাহ মুহম্মদ সগীর অনূদিত বিখ্যাত কাব্য কোনটি?
ক. সয়ফুলমূল্ক বদিউজ্জামাল
খ. নূরনামা
গ. ইউসুফ জোলেখা
ঘ. সিকান্দারনামা
উত্তরঃ গ

২৬৭) সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী কবি হলেন--
ক. কামিনী রায়
খ. চন্দ্রাবতী
গ. স্বর্ণকুমারী দেবী
ঘ. মনমোহিনী দাসী
উত্তরঃ খ

২৬৮) শুকুর মুহম্মদ রচিত কাব্যের নাম-
ক. গোপীচাঁদের সন্ন্যাস
খ. ময়নামতির গান
গ. গোপীচন্দ্রের গীত
ঘ. সত্যপীর
উত্তরঃ ক

২৬৯) রামায়ণে কতটি কাণ্ড (খণ্ড) আছে?
ক. তিনটি
খ. সাতটি
গ. তেরটি
ঘ. বারটি
উত্তরঃ খ

২৭০) রামাই পণ্ডিতের শূন্যপুরাণ গ্রন্থে কোন দুই ধর্মের মিশ্রণ ঘটেছে?
ক. মুসলমান ও হিন্দু
খ. হিন্দু ও বৌদ্ধ
গ. মুসলমান ও বৌদ্ধ
ঘ. হিন্দু ও খ্রিস্টান
উত্তরঃ খ

২৭১) আলাওল কোন যুগের কবি?
ক. আধুনিক যুগের
খ. মধ্যযুগের
গ. অন্তমধ্যযুগের
ঘ. আদি যুগের
উত্তরঃ খ

২৭২) বাসলী (বাশুলী) চরণে চণ্ডীদাস এই গান গাইলেন' এখানে 'বাসলী' কে?
ক. রাধা
খ. কৃষ্ণ
গ. বিশালাক্ষ্ণী দেবী
ঘ. চণ্ডী উপাস্য দেবতা
উত্তরঃ গ

২৭৩) মধ্যযুগের অন্যতম সাহিত্য--
ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. মঙ্গলকাব্য
গ. বৈষ্ণব পদাবলী
ঘ. অন্নদামঙ্গল
উত্তরঃ খ

২৭৪) কোন দুজন আরাকান রাজ্যসভার কবি?
ক. সৈয়দ সুলতান ও মুহম্মদ কবির
খ. মহাকবি আলাওল ও দৌলত কাজী
গ. কাশীরাম দাস ও মহাকবি আলাওল
ঘ. মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান
উত্তরঃ খ

২৭৫) আলাওলের কাব্যের নাম-
ক. ইউসুফ-জোলেখা
খ. লাইলী-মজনু
গ. মধুমালতী
ঘ. পদ্মাবতী
উত্তরঃ ঘ
®রমজান®

২৭৬) কবিগান ও পুঁথিসাহিত্যের উৎপত্তি কখন?
ক. সপ্তদশ শতাব্দীর মধ্য ভাগে
খ. অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে
গ. অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে
ঘ. উনবিংশ শতাব্দীতে
উত্তরঃ গ

২৭৭) লোকসাহিত্য বলতে কি বুঝায়?
ক. ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন
খ. কবিতা, গান
গ. উপন্যাস, নাটক
ঘ. প্রাচীন চিত্রকলা
উত্তরঃ ক

২৭৮) মধ্যযুগের বাংলা সাহিত্যের অত্যন্ত শ্রেষ্ঠ সম্পদ--
ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. মঙ্গলকাব্য
গ. বৈষ্ণব পদাবলী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

২৭৯) বাংলা ভাষায় কোরআন শরীফ-এর অনুবাদক ‘ভাই গিরিশচন্দ্র সেন’ কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. হিন্দু ধর্ম
খ. খ্রিষ্ট ধর্ম
গ. ব্রাহ্ম ধর্ম
ঘ. নাথ ধর্ম
উত্তরঃ গ

২৮০) লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি?
ক. গান
খ. কবিতা
গ. গল্প
ঘ. প্রবচন
উত্তরঃ ঘ

২৮১) মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
ক. নাসির মাহমুদ
খ. আলাওল
গ. সৈয়দ সুলতান
ঘ. শাহ গরীবউল্লাহ
উত্তরঃ খ

২৮২) 'পটুয়া' সঙ্গীতের বিষয়বস্তু কোনটি?
ক. কৃষ্ণলীলা
খ. প্রকৃতি বন্দনা
গ. প্রেম
ঘ. শিব
উত্তরঃ ক

২৮৩) মধ্যযুগের শেষ্ঠ কবি কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়
গ. বিদ্যাপতি
ঘ. বডু চন্ডীদাস
উত্তরঃ খ

২৮৪) কাশীরাম দাস কোন বংশের কবি ছিলেন?
ক. দাস বংশের
খ. দেব বংশের
গ. রাম বংশের
ঘ. বৈষ্ণব বংশের
উত্তরঃ খ

২৮৫) ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন কে?
ক. বিদ্যাপতি
খ. চণ্ডীদাস
গ. জ্ঞান দাস
ঘ. বডু চণ্ডীদাস
উত্তরঃ ক

২৮৬) 'গৌরাঙ্গ বিজয়' গ্রন্থটির রচয়িতা কে?
ক. লোচন দাস
খ. চূড়ামণিদাস
গ. গোবিন্দ দাস
ঘ. জয়দেব
উত্তরঃ খ

২৮৭) বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক. আকবরনামা
খ. আলমগীরনামা
গ. আইন-ই-আকবরী
ঘ. তুজুক-ই-আকবর
উত্তরঃ গ

২৮৮) শ্রী চৈতন্যদেবের জন্মসাল কোনটি?
ক. ১৪৮৬ সাল
খ. ১৪৯২ সাল
গ. ১৪৯৮ সাল
ঘ. ১৫৩৩ সাল
উত্তরঃ ক

২৮৯) মেয়েলি ব্রতের সাথে সম্পর্কিত কাহিনী কি নামে খ্যাত?
ক. রূপকথা
খ. উপকথা
গ. ব্রতকথা
ঘ. প্রবাদ
উত্তরঃ গ

২৯০) ‘ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
ক. দৌলত উজির বাহরাম খান
খ. মাগন ঠাকুর
গ. আলাওল
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ ঘ

২৯১) কে ‘গুণরাজ খান’ উপাধি লাভ করেন?
ক. কৃত্তিবাস
খ. কাশীরাম দাস
গ. মালাধর বসু
ঘ. শ্রীকর নন্দী
উত্তরঃ গ

২৯২) কৃষ্ণের স্বর্গীয় নাম কি?
ক. বিষ্ণু
খ. হরি
গ. অবতার
ঘ. ভগবান
উত্তরঃ ক

২৯৩) ‘নূরনামা, নসীয়তনামা, শহরনামা’ -কাব্যগুলোর রচয়িতা কে?
ক. মুহম্মদ কবীর
খ. মুক্তল হোসেন
গ. আবদুল হাকিম
ঘ. ফকীর গরীবুল্লাহ
উত্তরঃ গ

২৯৪) মোঘল রাজসভার কবি ছিলেন কে?
ক. যশোরাজ খান
খ. নসরত শাহ
গ. বিদ্যাপতি
ঘ. আবুল ফজল
উত্তরঃ ঘ

২৯৫) কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা---
ক. হায়াত মাহমুদ
খ. বাহরাম খান
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. শেরবাজ
উত্তরঃ ঘ

২৯৬) বাংলা ভাষার মধ্যযুগ-
ক. ৯০১ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
খ. ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ
গ. ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
ঘ. ১৮০০ খ্রিস্টাব্দ-বর্তমান
উত্তরঃ গ

২৯৭) মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের উপযোগী?
ক. লোক সাহিত্য
খ. ডাক ও খনার বচন
গ. পুঁথি সাহিত্য
ঘ. ব্রতকথা
উত্তরঃ খ

২৯৮) মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কে?
ক. কৃত্তিবাস ওঝা
খ. কাশীরাম দাস
গ. শ্রীকর নন্দী
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ খ

২৯৯) কবি ভারতচন্দ্রকে ‘রায় গুণাকর’ উপাধি দেন কে?
ক. জমিদার রঘুনাথ
খ. মহারাজ কৃষ্ণচন্দ্র
গ. বল্লাল সেন
ঘ. সম্রাট আকবর
উত্তরঃ খ

৩০০) ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজসভার কবি?
ক. আরাকান রাজসভা
খ. কৃষ্ণনগর রাজসভা
গ. রাজা গণেশের রাজসভা
ঘ. লক্ষণসেনের রাজসভা
উত্তরঃ খ

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন