Pages

২০১৯, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স

#আন্তজার্তিক বিষয়াবলীঃ

জানুয়ারিঃ-
১) সর্বশেষ ঘূর্ণিঝড়ঃ phethai ফেথাই ; নাম করন করেন থাইল্যান্ড । স্থানীয় ভাষায় রত্ন পাথর জিরকনকে ফেথাই বলে।
আঘাতহানে ভারতের অন্ধ্রপ্রদেশে।
২) ইয়েলো ভেস্ট আন্দোলনঃ জ্বালানি তেলের বাড়তি কর কমানোর দাবীতে ফ্রান্সের  মানুষ দেশের ট্যাক্সি চালকদের ব্যবহৃত হলুদ জ্যাকেট পরে রাস্তায় নেমে  আন্দোলন শুরু করে তাই একে ইয়েলো ভেস্ট আন্দোলন করে। আন্দোলন শুরু হয় ২০১৮  সালের ১৭ নভেম্বর।

• অভিবাসী গ্রহণে বিশ্বের শ্রেষ্ঠ দেশঃ যুক্তরাষ্ট্র
• বিশ্বের শীর্ষ অভিবাসীর দেশঃ ভারত  ( ১ কোটি ৬৬ লাখ)
৪) OPEC: ৩ন ডিসেম্বর ২০১৮, কাতার ওপেক এর সদস্যপদ ত্যাগের ঘোষনা দেয় ।  কার্যকর হয় ১ জানুয়ারি ২০১৯ থেকে । বর্তমানে ওপেক’র সদস্য দেশ ১৪ টি ।
৫) IMF এর প্রথম নারীপ্রধান অর্থনীতিবিদঃ প্রফেসর গীতা গোপীনাথ(ভারত)। দায়িত্ব গ্রহন করেন ১ জানুয়ারি ২০১৯ থেকে।

৬) সম্প্রতি unesco’র সদস্যপদ প্রত্যাহার করে যুক্ত্রাষ্ট্র ও ইসিরাইল ( ৩১ ডেসিমবর ২০১৮) । বর্তমানে ইউনেস্কোর সদস্য দেশ ১৯৩ টি
৭) বিশ্বের প্রথম আয়কর চালু হয় ইংল্যান্ডে ১৭৯৮ সালে ।
৮) গ্রীন হাউজ গ্যাস নিঃসরনে শীর্ষদেশঃ চীন
৯) Forbes- তথ্য অনুযায়ী বিশ্বের শ্রেষ্ঠ ক্ষমতাধর নারীঃ অ্যাঞ্জেলা মার্কেল

#ফেব্রুয়ারি-মার্চ
১) বিশ্বের সর্ববৃহৎ গোয়েন্দা সদর দপ্তর নির্মিত হয়েছে জার্মানিতে। এর আগে ছিলো যুক্ত্রাষ্ট্রের পেন্টাগন।
২) ২৫ মার্চ- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলই ভূ-খন্ড হিসেবে স্বীকৃতি দেয়।
৩) ২৬ মার্চ- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বাংলাদেশের ৪৯ তম স্বাধীনতা দিবসকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষনা করে
এপ্রিল
১) যুক্তরাষ্ট্র বর্তমানে ১২০টি দেশকে জি এস পি সুবিধা দেয়।
২) জাপানের ১২৬ তম সম্রাট- নারুহিতো
৩) কাজাখস্তানের বর্তমান রাজধানীর নামঃ নুরসুলতান
৪) নেপাল প্রথমবারের মত স্যাটেলাইট উদক্ষেপন করে।
  নামঃ NepaliSat-01

#মে-
১) জাপানের নতুন রাজকীয় যুগের নামঃ- জবরধি
২)  বিশ্বের সবচেয়ে বড় বিমানের নাম-রক
৩) সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির ক্ষমতায় ছিলেন – ৩০ বছর
৪) প্রথম ৫ জি চালু করে দক্ষিন কোরিয়া ৩ এপ্রিল ২০১৯
৫) বিশ্বের দীর্ঘতম লবন গুহার (salt cave) নাম- ম্যালহাম গুহা ( malham cave)
৬) বর্তমান ইস্পাত শিল্পের জনক- স্যার হ্যানরি বিসিমির, ইংল্যান্ড
৭) বিশ্বের প্রথম “আল কুরআন পার্ক” অবস্থিত- দুবাই, আরব আমিরাত

#জুলাই
১) ৫ জুন ভারতকে জিএসপি সুবিধা বাতিল কার্যকর করে যুক্তরাষ্ট্র।
২) ৬ জুন আফ্রিকান ইউনিয়ন থেকে সুদানের সদস্যপদ স্থগিত করে।

#বাংলাদেশ বিষয়াবলি

#জানুয়ারি
১) বাংলা একাডেমীর নতুন মহাপরিচালকঃ কবি হাবীবুল্লাহ সিরাজী ( ৩ বছরের  মেয়াদে)। বাংলা একাডেমী থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নামঃ লাইলি-মজনু (  জুন-১৯৫৭; সম্পাদকঃ দৌলত উজির বাহরাম খাঁ ও আহমদ শরীফ)।
২) ২০২১ সালের ৬ষ্ঠ আদম শুমারির নামঃ জনশুমারি
৩) বাংলাদেশের ভূ-খন্ড আয়করের আওতায় আসেঃ ১৮৬০ সালে
৪) বাংলাদেশের মোট জাতীয় মহাসড়কের সংখ্যাঃ ৮ টি
৫) TIN-ব্যবস্থা প্রবর্তন হয়ঃ ১৯৯৩ সালে।]
৬) সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান-৫৬ তম (শীর্ষেঃ যুক্তরাষ্ট্র)

#ফেব্রুয়ারি-মার্চ
১) ফার্মারস ব্যাংকের বর্তমান নামঃ পদ্মা ব্যাংক
২) বিশ্বে কৃষিভূমি ও বনভূমি হ্রাসে শীর্ষদেশ- বাংলাদেশ, যানজটে শীর্ষ শহর- ঢাকা

#এপ্রিলঃ
১) বাংলাদেশে সম্প্রতি ১৪০০ বছরের পুরনো পাল শাসনামলের স্থাপত্য নিদর্শন পাওয়া যায়- বগুড়ার মহাস্থান গড়ে।
২) বাংলাদেশে একমাত্র ও প্রথম সাপের বিষের ডেটাবেজ নির্মান করেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক ড. আবু রেজা ।
৩) ইঁদুরের ক্ষতিকর গনজাইলোনেমা শনাক্তকরণ পদ্ধতি আবিষ্কার করেন – শেরে  বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়য়ের গবেষক দল। নেতৃত্ব দেনঃ- ড. উদয় কুমার মহন্ত।
৪) দেশের প্রথম পাতাল রেলঃ
• বিমানবন্দর টু কমলাপুর
• দৈর্ঘ্যঃ ১৯.৮৭ কিমি
• স্টেশন সংখ্যাঃ ১২ টি
৫) বর্তমানে ৩ টি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তন করা হয়েছেঃ ঢাকা,ইসলামি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
৬) বর্তমানে দেশে মোট পাটকল- ৩১৪ টি

#মে-
১) দেশের একমাত্র কোস্টগার্ড বাহিনীর প্রশিক্ষন কেন্দ্র অবস্থিত- কুয়াকাটা,পটুয়াখালী
২) প্রাচীন জাতের মিসরীয় তুলার সন্ধান পাওয়া যায় – বাগেরহাট জেলায়
৩) পিরামিড আকৃতির বৌদ্ধ স্তুপের সন্ধান পাওয়া যায়- মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বরে।
৪) মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম এনিমেশন ছবি- surviving 71: An untold story of an Unknown war (ওয়াহিদ ইবনে রেজা)

#জুলাই
১) ১৩ জুন দেশে প্রথম EPI টিকা কেন্দ্র চালু হয় রংপুরে
২) ২৪ জুন দেশে প্রথমবারের মত মানুষের দেহে লিভার প্রতিস্থাপন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
৩) ১ জুলাই মূল্যসংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ কার্যকর হয় ।
৪) দ্বিতীয় কাচপুর সেতুর বর্তমান নামঃ শীতলক্ষ্যা সেতু।
৫) দেশের প্রথম নারী আলোকচিত্রীর নামঃ সাইদা খানম।
৬)
 সার্ফিং নিয়ে নির্মিত দেশের ১ম চলচ্চিত্রের নাম - ন-ডরাই।
 বর্তমানে দেশে স্থলবন্দর ২৪ টি।
 বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৫ ধরনের।
 বর্তমানে দেশে মোট গ্যাসক্ষেত্র ২৭ টি।
 দেশে বর্তমানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি।
 বাংলাদেশ জিএসপি সুবিধা পায় ৩৮টি দেশে।
 বাংলাদেশের জাতীয় মহাসড়ক নেই ১০ টি জেলায়।
 দেশে বানিজ্যিকভাবে ফল উৎপাদিত হয় ৪৫ প্রকারের।
 বর্তমানে বাংলাদেশ ওষুধ রপ্তানি করে বিশ্বের ১৪৬ টি দেশে
 বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে।
 বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি ও রেমিটেন্স অর্জিত হয় সৌদি আরব থেকে।
 বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে তৈরি পোশাক।
 খাদ্যশস্যের দিক থেকে সবচেয়ে বেশি উৎপন্ন হয় বোরো ধান।
 বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস।
 বাংলাদেশকে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় জাপান
 বাংলাদেশকে সবচেয়ে বেশি যে সংস্থা বৈদেশিক সাহায্য দেয় বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা আইডিএ।
 দেশে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে বিদ্যুৎ খাতে।
 প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই আমাদের ছোট রাসেল সোনা।
 ভার্চুয়াল অ্যাপ "লুনার ভিআর" তৈরি করে নাসার বেস্ট ইউজ অব ডেটা  ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর দল টিম  অলিক।
 বাংলাদেশ কৃষি শুমারি-২০১৯ এর প্রতিপাদ্য বিষয় কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।
 দেশের ১ম সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম এইমবুক ডট নেট।
 সম্প্রতি দেশে লোহার খনির সন্ধান পাওয়া যায় ইসবপুর, দিনাজপুর ( ১৮ জুন ২০১৯)।
 সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান ৮৬ তম।
 বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ১০১ তম।
 'SDG Gender Index' এ বাংলাদেশের অবস্থান ১১০ তম
 জনসংখ্যা ঘনত্বে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম।
 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৯' শীর্ষক প্রতিবেদনে প্রবৃদ্ধি অর্জনে শীর্ষ দেশ বাংলাদেশ।
 বিশ্বের ১০টি সেরা অর্থবহ পতাকার তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।
 প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি নিয়ে প্রকাশিত দুটি বই  শেখ হাসিনাঃ  সিলেক্টেড সেয়িংস ( উক্তি ১১৫টি) এবং শেখ হাসিনাঃ নির্বাচিত উক্তি ( উক্তি  ১০০টি)।
 JSC,SSC, HSC তে GPA-5 এর পরিবর্তে GPA-4 নির্ধারণ করে সিদ্ধান্ত গৃহীত হয় ১৩ জুন ২০১৯।
 বায়ান্নার ভাষাসৈনিক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১ম নারী অধ্যাপক প্রফেসর লায়লা নুর মারা যান ৩১ মে ২০১৯।
 দেশ বরেণ্য নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক মমতাজউদ্দীন আহমদ মারা যান ০২ জুন ২০১৯।
 দেশের ১ম বারের মত ' স্বর্নকর মেলা-২০১৯' অনুষ্ঠিত হয় ২৩-২৫ জুন ২০১৯।
 দেশের ১ম কয়লা আমদানি চুক্তি সাক্ষরিত হয় ১৭ জুন ২০১৯। দেশের ১ম কয়লা  আমদানি চুক্তি সাক্ষরিত হয় ইন্দোনেশিয়ার কোম্পানি 'পিটি বায়য়ান রিসোর্স  টিবিকের' সঙ্গে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড'র ( ১০ বছর  মেয়াদী)।
 বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হয় ০১ জুলাই ২০১৯।

#EXTRA
বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে কিছু তথ্য :-
 উপমহাদেশের চলচ্চিত্রের জনক- হীরালাল সেন
 বাংলাদেশে চলচ্চিত্রের জনক- আবদুল জব্বার খান
 সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি- পথের পাঁচালী
সত্যজিৎ রায় ‘অস্কার পুরষ্কার’ পান- পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য
সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান- ১৯৯২ সালে
 বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার- জহির রায়হান
জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র- কখনো আসেনি
‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের নির্মাতা - জহির রায়হান
‘কাঁচের দেয়াল’ বিখ্যাত চলচ্চিত্র- জহির রায়হানের
‘Stop Genocide’ প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক- জহির রায়হান
 ‘ চিত্রা নদীর পাড়ে’ চলচ্চিত্রের নির্মাতা- তানভীর মোকাম্মেল
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লালসালু’ এর পরিচালক- তানভীর মোকাম্মেল
 সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রের পরিচালক- শেখ নেয়ামত আলী
 BFDC প্রতিষ্ঠিত হয়- ১৯৫৮ সালে
 স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ এর নির্মাতা- মোরশেদুল ইসলাম
 মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক- তারেক মাসুদ
অস্কার পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রথম বাংলা ছবি- মাটির ময়না

#খেলাঃ
 বাংলাদেশ দলের নতুন স্পিন কোচ: নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।
 নতুন পেস বোলিং কোচ: দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট।
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৯
 সময়কালঃ ৩০ মে - ১৪ জুলাই ২০১৯।
 আয়োজকঃ ইংল্যান্ড ও ওয়েলস।
 চ্যাম্পিয়নঃ ইংল্যান্ড।
 রানার্স আপঃ নিউজিল্যান্ড।
 অংশগ্রহণকারী দল ১০টি।
 মোট ম্যাচ ৪৮ টি।
 একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবল (১৯৬৬) ও বিশ্বকাপ ক্রিকেট (২০১৯) চ্যাম্পিয়ন হয়ঃ ইংল্যান্ড।
 উদ্বোধনী ভেন্যু ও ফাইনাল ভেন্যুঃ লর্ডস (১৪ জুলাই) ও ওভাল ( ৩০ মে)।
 সর্বোচ্চ রানের মালিকঃ রোহিত শর্মা (৬৪৮ রান)।
 সর্বোচ্চ উইকেটের মালিকঃ মিশেল স্টার্ক, অস্ট্রেলিয়া (২৭টি)।
 ম্যান অব দ্য টুর্নামেন্টঃ কেন উইলিয়ামসন ( নিউজিল্যান্ড) ।
 ম্যান অব দ্য ফাইনালঃ বেন স্টোকস ( ইংল্যান্ড)।
 প্রথম হ্যাট্রিককারী বলারঃ মেহাম্মদ সামী।(বিপক্ষ দল আফগানিস্তান)।
 সর্বোচ্চ সেঞ্চুরিঃ রোহিত শর্মা (৫)
 একমাত্র খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে ৬০০+ রান ও ১০+ উইকেট সাকিব আল হাসান।
 এখন পর্যন্ত এক বিশ্বকাপে সর্বোচ্ছ উইকেট লাভকারী বোলার মিশেল স্টার্ক (২৭ উইকেট)।
 বিশ্বকাপ ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্ছ রানের মালিক
 শচীন টেন্ডুলকার (২২৭৮ রান)।
 বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে সর্বপ্রথম অংশগ্রহণ করে ৭ম বিশ্বকাপে (১৯৯৯সাল)।
 প্রথম বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

#জানতে হবেঃ
 শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ এর ভাষণ যুক্ত আছে- ৫ম তফসিলে
 স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে-৭ম তফসিলে
 জাতিসংঘ সমুদ্র আইন পাস হয়--১৯৮২ সালে
 জাতিসংঘের মোট ভাষা ৬টি হলেও অফিসিয়াল/ কার্যকরী ভাষা ২ টিঃ
১. ইংরেজি
২. ফ্রেঞ্চ
 V20 কিসের সাথে সম্পর্কিত --জলবায়ু পরিবর্তন
 সর্বশেষ জলবায়ু সম্মেলন ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত হয় - কাটোউইস, পোলান্ড।
 ২০২২ সালের G20 সম্মেলন হবে--ভারতে
 ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে
 ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছেঃ-৮.২ শতাংশ
 ২০২০ সালের গ্রীষ্মকালীন অলম্পিক অনুষ্ঠিত হবে - টোকিও, জাপান
 ২০২২ সালের শীতকালীন অলম্পিক অনুষ্ঠিত হবে - বেইজিং, চীন।
  Transparency international:
প্রতিষ্ঠা পায়ঃ ৪ মে, ১৯৯৩
সদরদপ্তরঃ বার্লিন, জার্মানি
উদ্দেশ্যঃ৷ যুদ্ধবন্ধ & দূর্নীতিপ্রতিরোধ করা।
 বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS)
 প্রতিষ্ঠা পায়ঃ- ১লা জানুয়ারী, ১৯৭২
 পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রিত হয়ঃ-১৯৯০ সালের ৩ অক্টোবর
 সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়ঃ-১৯২২ সালে
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫টি নতুন রাষ্ট্র গঠিত হয়ঃ-১৯৯১ সালে
 সর্বপ্রথম নারী ভোটাধিকার প্রদান করা হয়ঃ- নিউজিল্যান্ডে ১৮৯৩ সালে
 চীনে কমিউনিজম প্রতিষ্ঠা হয়ঃ-১৯৪৯ সালে
সাংস্কৃতিক বিপ্লব হয়ঃ-চীনে
 ২০১৯ সালে একুশে পদক দেওয়া হয় --২১ জনকে
 ২০১৯ সালে বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান - -১২১ তম
 মেক্সিকো-যুক্তরাষ্ট্র বর্ডারে, ২০১৮ তে ঘটিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অপারেশনের নাম-- Operation faithful patriot
 ইহুদিদের উপাসনালয়ের নাম - -সিনেগগ
 বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শান্তিরক্ষা মিশনে যোগ দেয় - -২০১০ সালে
 সার্কের প্রথম নারী মহাসচিব -- নেপালের
 অভিযাত্রী ক্যাপ্টেন কুক কোন দেশের অধিবাসী--ব্রিটেন
 ২০১৯ সালে অস্কার পায় কোন চলচ্চিত্র --Green Book
 ব্রিটেন এর নবনির্বাচিত প্রধানমন্ত্রী বরিস জনসনের দলের নাম --conservative party
 বাংলাদেশে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় --১৯৭৭ সাল থেকে
 থাইল্যান্ডের বর্তমান রাজার নাম --Maha Vajiralongkorn
 বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত বোয়িং ৭৮৭-৮
তৃতীয় ড্রিমলাইনার - ``গাঙচিল'' বিমানে যুক্ত হলো।
 পূর্বে যুক্ত হওয়া:
১। ড্রিমলাইনার-১ এর নাম: আকাশবীণা।
২। ড্রিমলাইনার-২ এর নাম: হংসবলাকা।
৩। ড্রিমলাইনার-৪ এর নাম হবে: রাজহংস।
*** বিমানগুলোর প্রস্তুতকারক - মার্কিন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং কোম্পানি।
 ধান ও মাছ উৎপাদনে শীর্ষ জেলাময়মনসিংহ।
 গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
 চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
 পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
 আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সিগঞ্জ।
 আম উৎপাদনে শীর্ষ জেলা রাজশাহী।
 তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।

আন্তর্জাতিক সংস্থাগুলোর সর্বশেষ সদস্য এবং কিছু তথ্য :
"OPEC"র বর্তমান সদস্য দেশ ১৪টি (সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র)।
"COMESA"র বর্তমান সদস্য দেশ ২১ টি (সর্বশেষ সোমালিয়া)।
"NATO "র বর্তমান সদস্য দেশ ২৯ টি (সর্বশেষ মন্টিনেগ্রো)।
" OECD "র বর্তমান সদস্য দেশ ৩৭ টি (সর্বশেষ লিথুনিয়া ও কলম্বিয়া)।
"African Union "র বর্তমান সদস্য দেশ ৫৫ টি (সর্বশেষ মরক্কো)।
"OIC "র বর্তমান সদস্য দেশ ৫৭ টি (সর্বশেষ আইভেরি কোস্ট )।
"IDB "র বর্তমান সদস্য দেশ ৫৭ টি (সর্বশেষ গায়ানা)।
"ADB "র বর্তমান সদস্য দেশ ৬৭ টি (সর্বশেষ জর্জিয়া)।
"ICSID "র বর্তমান সদস্য দেশ ১৬১ টি।
"IAEA"র বর্তমান সদস্য দেশ ১৭১ টি (সর্বশেষ সেন্ট লুসিয়া)।
"IDA "র বর্তমান সদস্য দেশ ১৭৩ টি (সর্বশেষ রোমানিয়া)।
"WCO "র বর্তমান সদস্য দেশ ১৮৩ টি (সর্বশেষ সুরিনাম)।
"WMO"র বর্তমান সদস্য দেশ ১৮৬ টি (সর্বশেষ অ্যান্ডোরা)।
"IFC "র বর্তমান সদস্য দেশ ১৮৪ টি (সর্বশেষ দঃ সুদান)।
"IMF "র বর্তমান সদস্য দেশ ১৮৯ টি (সর্বশেষ নাউরু)।
"UNESCO "র বর্তমান সদস্য দেশ ১৯৩ টি (সর্বশেষ ফিলিস্তিন)।
"United Nations "র বর্তমান সদস্য দেশ ১৯৩ টি (সর্বশেষ দঃ সুদান)।
"WHO"র বর্তমান সদস্য দেশ ১৯৪ টি (সর্বশেষ দঃ সুদান)।
"INTERPOL"র বর্তমান সদস্য দেশ ১৯৪ টি ( সর্বশেষ ভানুয়াতু)।
"UNCTAD" র বর্তমান সদস্য দেশ ১৯৫ টি (সর্বশেষ ফিলিস্তিন)।
SCO'র বর্তমান সদস্য দেশ ৮টি।
CICA'র বর্তমান সদস্য দেশ ২৭টি।
ASEAN'র বর্তমান সদস্য দেশ ১০ টি।

#অর্থনৈতিক_সমীক্ষা ২০১৯
__ মোট জনসংখ্যাঃ ১৬.৩৭ কোটি।
__ জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৭%।
__ স্থুল জন্মহারঃ ১৮.৫ জন ( প্রতি হাজারে)।
__ দারিদ্রের হারঃ ২১.৮%।
__ চরম দারিদ্রের হারঃ ১১.৩%।
__ প্রত্যাশিত গড় আয়ুস্কালঃ ৭২ বছর ( পুরুষ ৭০.৬ বছর, নারী ৭৩.৫ বছর)।
__ সাক্ষরতার হারঃ ৭২.৩%।
__ পুরুষ নারী অনুপাতঃ ১০০.২ঃঃ১০০।
__ মাথাপিছু আয়ঃ ১৯০৯ মা.ড।
__ চলতি মূল্যে মাথাপিছু জিডিপির পরিমাণঃ ১৮২৭ মা.ড।
__ কৃষিতে মোট জনশক্তি নিয়োজিতঃ ৪০.৬% ( সেবা খাতে ৩৯%, শিল্প খাতে ২০.৪%)।
__ তফসিলিভুক্ত ব্যাংকঃ ৫৯টি।

#বাংলাদেশের ৪৯ তম জাতীয় বাজেট ২০১৯-২০
__ বাজেট ঘোষণাঃ ১৩ জুন ২০১৯।
__ বাজেট পাসঃ ৩০ জুন ২০১৯।
__ বাজেট কার্যকরঃ ০১ জুলাই ২০১৯।
__ বাজেটঃ ৪৮তম (অন্তর্বর্তীকালীন সহ ৪৯)
__ উত্থাপনকারীঃ আ.হ.ম মোস্তফা
কামাল (অর্থমন্ত্রী)।
__ বাজেটের আকারঃ ৫২৩১৯০ কোটি
টাকা।
__ ঘাটতিঃ ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০ টাকা।
__ স্লোগানঃ 'সমৃদ্ধির সোপানে
বাংলাদেশ, সময় এখন আমাদের’।

__ জিডিপির প্রবৃদ্ধির হার নির্ধারণঃ ৮.২%।
__ মুদ্রাস্ফিতির হারঃ ৫.৫%।

__ ADP তে বরাদ্দঃ ২ লক্ষ ২ হাজার ৭২১
কোটি টাকা।
__ সর্বোচ্চ বরাদ্দঃ জনপ্রশাসন খাতে ( ৯৬,৪৭০ কোটি টাকা, মোট বাজেটের ১৮.৫%)
__ ভ্যাটের স্তরঃ ৪ টি ( ৫%, ৭.৫%, ১০% ও ১৫%)।

Collected

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন