#পোস্ট নংঃ ১১
৩৮ বিসিএস ভাইবা, অভিজ্ঞতা
বিষয়: রাষ্ট্রবিজ্ঞান।
পছন্দ: পররাষ্ট্র, প্রশাসন...
প্রার্থী: কলিং বেলের পর যথাযথ ভদ্রলোক সেজে প্রবেশ করিলেন।
Sir: Introduce yourself in one sentence:
Candidate: I, Kamal Ahmed, having graduation & post graduation in political science from Dhaka University, dream to serve my country as a BCS cadre as per the article 21 of our constitution.
Sir: ফরেন প্রথম দিছ, ডিপ্লোম্যাট হবা। তাহলে বলো, রাষ্ট্রবিজ্ঞানে ডিপ্লোম্যাসি নিয়ে কে প্রথম আলোচনা করেছেন?
প্রার্থী: স্যার কূটনীতি নিয়ে মূলত প্লেটো এরিস্টটলের যুগ থেকেই আলোচনার সূত্রপাত হয়েছিল, তবে আধুনিক কূটনীতি বলতে বর্তমানে যা বোঝায় তার জোরালো আলোচনা মূলত ম্যাকিয়াভেলিই শুরু করেছিলেন।
স্যার: তো আধুনিক কূটনীতি বলতে কী বোঝায়?
প্রার্থী: Diplomacy.......(থামো, বাংলায় বলো)
প্রার্থী: দুঃখিত স্যার। আধুনিক কূটনীতি বলতে এমন একটি ব্যাবস্থাপনাগত দক্ষতাকে নির্দেশ করে যার মাধ্যমে একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হয়।
স্যার: Good! So, tell us the diplomacy of Mujibnagar Government?
Candidate: Mujibnagar Government conducted high skilled political diplomacy to articulate International public opinion in favour of our liberation war. And they successfully manged it. That's why, the ceasefire initiative taken by US-block & their gunboat diplomacy didn't work. Besides, number of Pakistani diplomats defected and showed their alliance to us.
Sir: কয়েকজনের নাম বলতে পার?
প্রার্থী: জি স্যার। কোলকাতার পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হোসেন আলী, তৎকালীন নিউইয়র্কে কার্যরত আমাদের বিগত পররাষ্ট্রমন্ত্রী জনাব এএইচ মাহমুদ আলী, ও ওয়াশিংটনে কর্মরত বিগত অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত সহ প্রমূখ।
স্যার: আরেকজন ছিলেন খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তার নাম বল।
প্রার্থী: দুঃখিত স্যার মনে পরছে না এই মুহূর্তে।
স্যার: আমি তোমাকে হেল্প করি। আমি যার বই এর নাম বলবো সেই। বইটির নাম: "প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি", এবার বল?
প্রার্থী: খুবই দুঃখিত স্যার, এই নামটি আমার আগেই বলা উচিৎ ছিল। ইনি হলেন, বিচারপতি আবু সাঈদ চৌধুরী স্যার।
স্যার: তুমি কি এই বই টি পড়েছ?
প্রার্থী: জি স্যার।
স্যার: তাহলে তোমার জন্য শেষ প্রশ্ন। বল, মুক্তিযুদ্ধের সময় লন্ডনে বাংলাদেশের পূর্ণাঙ্গ মিশন কোথায় স্থাপন করেছিলেন মি. চৌধুরী?
প্রার্থী: স্যার, ২৪ প্রেমবীজ গার্ডেন।
স্যার: Excellent, all the best, have a good time till the final result published!
Candidate: Thank you sir, have a good day too.
{একটি কাল্পনিক ভাইবা মাত্র}
(ফলাফল: ১৬০+/২০০
রিটেনে ৪৫০-৫০০ পেলে- এডুকেশন ক্যাডার কনফার্ম।
রিটেনে ৫০০-৫৫০ পেলে- জেনারেল ক্যাডার ৮০%
রিটেনে ৫৫০+ পেলে প্রথম ৩ চয়েসের একটি কনফার্ম।
কোটা থাকলে রিটেনে ৪৫০ পেলেই প্রথম/২য় চয়েজ কনফার্ম)