বিজ্ঞানের ব্যবহারিক বিষয়গুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
বোতলের ছিপি খুলতে একে গরম করা হয়
কঠিন পদার্থের অন্যতম ধর্ম তাপ প্রয়োগে এটি প্রসারিত হয়। কখনো কখনো কাঁচের বোতলের ছিপি খুব শক্তভাবে এটে থাকে তাই একে খালি হাতে খোলা যায় না। তখন বোতলের ছিপি খুলতে বোতলের মুখ খানিকটা গরম করলে ছিপির মুখের ব্যাস বৃদ্ধি পায় এবং ছিপি ঢিলা হয়। কিন্তু কাঁচ তাপের কুপরিবাহী হওয়ায় কাঁচের বোতলের মুখের তারতম্য ঘটে না। ফলে ঢিলা হওয়া ছিপি টেনে খোলা যায়।
মাটির কলসির পানি ঠান্ডা থাকে
মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বিদ্যমান। এই সকল ছিদ্র দিয়ে কিছু পানি কলসির বাইরের পৃষ্ঠে চলে আসে এবং পানি বাষ্প হয়ে উড়ে যায়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ কলসির পানি থেকে গৃহিত হয়। ফলে কলসির পানি তাপ হারিয়ে শীতল বা ঠান্ডা হয়।
হ্যারিকেনের গরম চিমনির উপর ঠান্ডা পানি পড়লে তা ফেটে যায়
তাপ হ্রাসে কঠিন পদার্থের সংকোচন ঘটে। হ্যারিকেনের গরম চিমনির উপর ঠান্ডা পানি পড়লে কাঁচের বাইরের কিছু অংশ আকস্মিক সংকোচিত হয়।কিন্তু কাঁচ তাপের কুপরিবাহী হওয়ায় চিমনির ভিতরের অংশ সংকুচিত হতে পারে না, ফলে সংকোচনের তারতম্যের কারণে চিমনি ফেটে যায়।