কিছু আন্তর্জাতিক চুক্তি
••••••••••••••••••••••••••
■ বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় ১৯ মার্চ ১৯৭২ ।
■ বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় ৪ অক্টোবর ১৯৭২।
■ বাংলাদেশ-ভুটানের মধ্যে প্রথম বাণিজ্য চুক্তি হয় ১৯৮০ সালে।
■ বাংলাদেশ-ভুটান পণ্য আমদানি-রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৪ সালে।
■ পিএলও ও ইসরাইলের স্বীকৃতি চুক্তি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে সম্পাদিত হয় ১৩ সেপ্টেম্বর ১৯৯৩।
■ শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত বিরোধ নিরসন সংক্রান্ত আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় ৬ মার্চ ১৯৭৫।
■ মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬৬ সালে।
■ আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় ১৯৮৯ সালে।
■ আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৮ সালে।
■ গণতন্ত্র সনদ স্বাক্ষরিত হয় মে ২০০৬, লন্ডনে।
■ ২৬ জুন ১৯৪৫ সালে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে ৫০টি দেশ।
■ জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কার্টাগেনা প্রটোকল।
■ সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া (সাফটা) চুক্তি স্বাক্ষরিত হয় ৬ জানু. ২০০৪ সালে ইসলামাবাদ, পাকিস্তানে।