সভ্যতার ইতিহাস (বাওবি- বাংলাদেশ ও বিশ্ব) :
পর্ব - ১২
প্রশ্ন: হাম্মুরাবি কোন সভ্যতার আইনবিদ ছিলেন?
উঃ ব্যবলনীয় সভ্যতার।
প্রশ্ন: আশেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উঃ টাইগ্রিস।
প্রশ্ন: কারা প্রথম বৃত্তকে ৩৬০ ডিগ্রীতে ভাগ করে?
উঃ আশেরীয়গণ।
প্রশ্ন: কারা প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ভাগ করেছিলেন?
উঃ আশেরীয়গণ।
প্রশ্ন: কারা সর্বপ্রথম লোহার অস্ত্র তৈরী করে যুদ্ধে ব্যবহার করে?
উঃ আশেরীয়গণ।
প্রশ্ন: আশেরীয়দের সূর্য দেবতার নাম কি?
উঃ শামস।
প্রশ্ন: কত খিষ্ট্রপূর্বে আশেরীয়দের সভ্যতা ধ্বংশ হয়?
উঃ ৬১২ খ্রিষ্টপূর্বে।
প্রশ্ন: কিভাবে আশেরীয় সভ্যতা ধ্বংশ হয়?
উঃ প্রতিবেশী রাজ্যগুলোর আক্রমনের মুখে।
প্রশ্ন: ক্যালডীয় সভ্যতা গড়ে তুলেছিলেন কে?
উঃ সম্রাট নেবুচাদ নেজার।
প্রশ্ন: ক্যালডীয় প্রধান দেবতার নাম কি?
উঃ জুপিটার।
প্রশ্ন: কোন সভ্যতার লোকেরা আকাশের গ্রহকে দেবতা মনে করত?
উঃ ক্যালডীয়রা।
প্রশ্ন: কারা প্রথমে সপ্তাহকে সাত দিনে বিভক্ত করেন?
উঃ ক্যালডীয়রা।