Pages

#GERUND & #PERTICIPLE : ing যুক্ত

বিসিএস প্রিলি
#GERUND & #PERTICIPLE : ing যুক্ত কোন word যদি
I ) verb + noun এর কাজ করে তাহলে gerund হবে । এবং
ii ) verb + adjective এর কাজ করে তাহলে participle হবে ।

GERUND:
# বাক্য যদি চলমান না বুঝায় তাহলে হবে gerund .
# Example : walking is good for health .
( verb + noun ) Explain : is হল verb । আর verb এর আগে সাধারণত noun / pronoun বসে । অর্থঃ হাটা স্বাস্থের জন্য ভাল । ব্যাখ্যাঃ এই বুঝাচ্ছে না যে এখন কেউ হাটছে । তাই gerund হবে ।
# Example : I like swimming অর্থঃ আমি সাতার পছন্দ করি । চলমান না তাই gerund
# Example : This is my reading room . অর্থঃ এই হল আমার পড়ার কক্ষ । ব্যাখ্যাঃ চলমান বুঝাচ্ছে না , তাই gerund
# Example : A walking street . অর্থঃ একটি হাটার রাস্তা । ব্যাখ্যাঃ চলমান নয় তাই gerund.

PARTICIPLE
# ing যুক্ত word এর বাক্যের অর্থ দ্বারা যদি চলমান কিছু বুঝায় তাহলে হবে participle
Example : I saw a walking boy . ( verb + adj )
explain : boy noun . আর noun কে adjective modified করে । অর্থঃ আমি একটি বালক হাটতে দেখেছি । ব্যাখ্যাঃ অর্থ চলমান বুঝাচ্ছে তাই participle হবে ।
# Example : It is breaking news . ব্যাখ্যা : চলমান বুঝাচ্ছে তাই participle.
# Example : A rolling stone gathers no moss . অর্থঃ ঘূর্ণায়মান পাথরে শেওলা জন্মে না । ব্যাখ্যা পাথরটি ঘুরছে । মানে চলমান তাই participle.

CLAUSE ::::::
Noun clause : এই clause - এ Underline এর বরাবর it বসিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তবে বুঝবেন এটি অবশ্যই Noun clause. শুধু it বসিয়ে বাক্য পূর্ণ হলেই Noun Clause.যেমন
( ১ ) ( That he is a criminal ) is known to all
( ২ ) We don ' t know ( what he is talking about . ) এখানে ( ১ ) ও ( ২ ) নং এ ব্রাকেট এর পরিবর্তে It বসালে বাক্য পূর্ণ হবে অর্থাৎ Noun Clausel যেমন - ( 1 ) It is known to all . ( 2 ) We don ' t know it .

Adjective clause: Underlined অংশটি হাতের আঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে যদি বাক্য পূর্ণ তখন বুঝবেন অবশ্যই Adjective clause
যেমন - ( ১ ) The boy ( who doesn ' t know to manner ) is my brother . এখানে Underline অংশটি একপাশে রেখে দিলে হয় = The boy is my brother । বিশ্বাস নাহলে বই খুলে নিজে দেখুন ।
Adverb Clause : এটি চেনা অত্যন্ত সােজা । কারণ তিনটি অপশন থেকে It দিয়ে বা আঙ্গুলে চেপে ধরলেও | Noun clause , Adjective clause কোনটিই না হলে ধরে নিবেন ১০০ % Clause টি Adverbial.

Verb Shortcut Techniques:
1 ) Tense চেনা গেলে = Finite Verb . 2 ) Tense চেনা না গেলে = Non - finite Verb .

The Past Continuous: অতীতের দুটি । সমসাময়িক কাজ when / while দ্বারা যুক্ত হলে when / while যুক্ত অংশটি Past Continuous হয় , অপরটি হয় Past Indefinite . উল্লেখ্য, while এর পর subject থাকলে এ নিয়ম প্রযােজ্য ।.....My uncle arrived while I was watching Tv. ( কিন্তু while এর পর subject না এসে সরাসরি verb এলে এর সাথে ing যুক্ত হবে । যেমন - While walking in the garden , he broke his leg.

#Principal Clause এর Verb যদি Past Tense হয় তাহলে Subordinate clause - এর Verb Narration এর নিয়ম অনুযায়ী সাধারণত Corresponding past Tense হয় ।
অর্থাৎ Present Indefinite থাকলে Past Indefinite হয় ।
Present Continous থাকলে Past Continuous হয়
Present Perfect থাকলে Past Perfect হয়

#Past Indefinite থাকলে Past Perfect হয় Will থাকলে Would হয় । যেমন — They asked me what I (have taken) for breakfast. ব্যাখ্যা : আলােচ্য বাক্যে Principal Clause এ Past Tense আছে তাই Subordinate Clause - এ Present Perfect এর ব্যবহার ভুল হয়েছে । এখানে Past Perfect ব্যবহার করতে হবে । অর্থাৎ বাক্যটি হবে এরূপ They asked me what I had taken for breakfast .

#While এর ঠিক পরে Subject থাকলে অতীতের ক্ষেত্রে Past Continuous Tense হয় । কিন্তু While এর ঠিক পরে Subject না থেকে যদি সরাসরি Verb থাকে তাহলে উক্ত Verb - এর সাথে - ing যুক্ত হয় ।

#অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে before এর পূর্বে এবং after এর পরে Past Perfect Tense হয় , অন্যটি হয় Past Indefinite . > I reached the station after the train (to leave)... had left

#বাক্যে by this time , by ( time , month , year ) , next ( time , month , year ) by next ( time , month , year ) ইত্যাদি থাকলে Future Perfect Tense হয় । যেমন : Next August , Lata and Tanim will have been married for 10 years

#It is time , it is high time ইত্যাদির পর Subject থাকলে Verb - টি Past Tense এর হয় । আর এদের পর subject না থাকলে to + Verb হয় । যেমন It is high time we discussed the matter, It is time ( do ) the work to do

#it was time, it was high time ইত্যাদির পর Subject থাকলে Verb - টি Past Perfect Tense এর হয়

#বাক্যে as if , as though , wish এর পর to be verb আসলে তা সব সময় were হবে । অন্য কোনাে Verb আসলে তার Past tense হয় । যেমনঃ Rishan walks as if he were a lame .

#Since দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে since এর পূর্বে Present Indefinite/Present Perfect হলে since এর পর Past Indefinite Tense হয়

#since এর আগে Past indefinite থাকলে এর পরে Past Perfect হয় যেমনঃ Some days have passed since my father died.

#বাক্যে mind , cannot help . could not help , with a view to , look forward to . be used to, get used to , worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয় । যেমনঃ She is looking forward to going Europe. Would you mind closing the door .

#Preposition এরপর কোনাে Verb আসলে উক্ত Verb এর সাথে ing যুক্ত হয়।

#Lest দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে Lest যুক্ত অংশের Subject এর পর should হয় এবং মূল Verb এর Present form বসে ।
যেমনঃ He ran fast lest he should miss the train.

#No sooner had - than , scarcely had – when , hardly had – before এর প্রথম অংশ Past Perfect হেতু Verb এর Past Participle হয় এবং ২য় অংশে । Past Indefinite হয় ।
উল্লেখ্য , no sooner.......than, scarcely......when , hardly........ when আসে - এ বিষয়টি মাথায় রাখতে হবে ।
যেমনঃ No sooner had we reached the station than the train left, Hardly had the train stopped before we got down, Scarcely had we started when it began to rain,

#have , has , having , to be এর পর ব্রাকেটের Verb এর Past Participle হয় । যেমন > Hasan has choosen the right path.
//
কালেক্টেড

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন