#বিসিএস_গনিত_Lecture_26
------------------------------------------
অনেক প্রতি-যোগিতা মূলক পরীক্ষায় ঘড়ির ঘন্টা ও মিনিট এর কাটার মধ্যের দূরত্বের কোন বের করতে বলা হয়। এই ধরণের অংক এই সটকাত নিয়মে আমরা মাত্র ৩০ সেকেন্ডে উত্তর বের করতে পারি।
--------------------------------------------------------------------------------
আসুন নিয়মটি দেখি।
#1_টেকনিক:::::::(11*M-60*H)/2
এখানে
M=মিনিট
H=ঘন্টা
#অংক: ঘড়িতে ২.৪০ মিনিট, তখন বলুনতো ঘণ্টার কাটা ও মিনিটের কাটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে।
#সূত্র: (11 x M – 60 x H)/2, এখানে M এর স্থানে মিনিট ও H এর স্থানে ঘন্টা বসাতে হবে
#সমাধান:
(11 x 4০ – 60 x ২)/2
= 160
[যদি কোন এর মান ৩৬০ এর চাইতে বেশী হয় তবে প্রাপ্ত মানকে৩৬০ থেকে বিয়োগ করে করে কোন এর মান বের করতে হবে]