বাংলাদেশ ডাক বিভাগের MCQ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯
পদের নামঃ পোষ্টাল অপারেটর
#সাধারন জ্ঞান অংশ
।
1. জাতীয় শহীদ মিনারের স্থপতি কে- হামিদুর রহমান
2. জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে- ৭টি
3. বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় খেতাব কোনটি- বীর বিক্রম
4. বাংলা নববর্ষ প্রবর্তন করেন- সম্রাট আকবর
5. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়- প্রাকৃতিক গ্যাস
6. ওয়াইফাই এর পূর্ণরূপ কোনটি- Wireless Fidelity
7. ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কি- এডিস
8. বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন- ২৯ তম অধিবেশনে
9. ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
10. ১৯৭১ সালে ঢাকা কত নং সেক্টর ছিল- ২ নং
11. বাংলাদেশ এপর্যন্ত কয়টি টেস্ট ম্যাচ জিতেছে- ১৩
12. বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত-৫০
13. CUP এর প্রধান অংশ নয় কোনটি- অপারেটিং সিস্টেম
14. দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত কে- সাকিব আল হাসান
15. ২০২০ সালে এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে- পাকিস্তানে
16. জাতীয় বাজেট ২০১৯-২০২০ কততম বাজেট- ৪৯
17. জনসংখ্যা ঘনত্বের বিশ্বে শীর্ষ দেশ কোনটি- মোনাকো
18. ঐতিহাসিক ছয় দফা দিবস কবে- ৭ই জুন