Pages

উচ্চ মাধ্যমিক এর সাধারন বিজ্ঞান থেকে

♦উচ্চ মাধ্যমিক এর সাধারন বিজ্ঞান থেকে♦ ♠যেটি প্রিলিতে খুব কাজে দিবে♠

১. প্রশ্ন: ডিএনএ অণুর দ্বি –হ্যালিক্স কাঠামোর জনক কে? উত্তর: ওয়াটসন ও ক্রিক ২. প্রশ্ন: হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? উত্তর: আমিষ ৩. প্রশ্ন: কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়? উত্তর: উট ৪. প্রশ্ন: আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের? উত্তর: ৩ ৫. প্রশ্ন: হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক ৬. প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? উত্তর: অক্সিজেন পরিবহন করা ৭. প্রশ্ন: মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস – উত্তর: শ্বসন ৮. প্রশ্ন: Photosynthesis takes place in – উত্তর: Green parts of the plants ৯. প্রশ্ন: ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে? উত্তর: নাইট্রোজেন ১০. প্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল– উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় ১১. প্রশ্ন: Dengue fever is spread by– উত্তর: Aedes aegypti mosquito ১২. প্রশ্ন: সুষম খাদ্যের উপাদান কয়টি? উত্তর: ৬ টি ১৩. প্রশ্ন: ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? উত্তর: অগ্ন্যাশয় হতে ১৪. প্রশ্ন: হাড় ও দাঁতকে মজবুত করে- উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস ১৫. প্রশ্ন: অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল – উত্তর: গ্লাইকোজেন ১৬. প্রশ্ন: প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে – উত্তর: জেনেটিক্স ১৭. প্রশ্ন: কোন খাদ্যে প্রোটিন বেশি? উত্তর: মসুর ডাল ১৮. প্রশ্ন: কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে? উত্তর: খেসারী ১৯. প্রশ্ন: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ? উত্তর: পানি সেচ ২০. প্রশ্ন: পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়– উত্তর: শুশুক ২১. প্রশ্ন: যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়- উত্তর: প্যাথজেনিক ২২. প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের

অঙ্গ? উত্তর: স্নায়ুতন্ত্রের ২৩. প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি? উত্তর: নিওমোনিয়া ২৪. প্রশ্ন: প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে- উত্তর: ইভোলিওশন ২৫. প্রশ্ন: নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? উত্তর: ট্রিপসিন ২৬. প্রশ্ন: মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? উত্তর: প্লিহাতে ২৭. প্রশ্ন: কোনটি এ্যান্টিবায়োটিক? উত্তর: পেনিসিলিন ২৮. প্রশ্ন: জন্ডিসে আক্রান্ত হয় – উত্তর: যকৃত ২৯. প্রশ্ন: সবচেয়ে বড় ভাইরাস হল- উত্তর: গো-বসন্তের ভাইরাস ৩০. প্রশ্ন: কোনো পরিবহন তন্ত্র নেই- উত্তর: ছত্রাকের ৩১. প্রশ্ন: ঝিনুকের রক্তে কি নেই? উত্তর: হিমোগ্লোবিন ৩২. প্রশ্ন: গলদা চিংড়ি কোন পর্বের প্রানী? উত্তর: আর্থ্রোপোডা ৩৩. প্রশ্ন:মুক্তায় কত ভাগ CaCO3 থাকে? উত্তর: ৮৮-৯০ ভাগ ৩৪. প্রশ্ন: চিংড়ির চাষকে কি বলে? উত্তর: Prawn culture ৩৫. প্রশ্ন: ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি? উত্তর: গ্রীষ্মকাল ৩৬. প্রশ্ন: “আমা” শব্দের অর্থ কি? উত্তর: সাগর কন্যা ৩৭. প্রশ্ন: কত সালে মৎস্য সংরক্ষন আইন প্রনয়ন করা হয়? উত্তর: ১৯৫০ ৩৮. প্রশ্ন: মাছ চাষের জন্য উপকারী পানি হল- উত্তর: ক্ষার ধর্মী পানি ৩৯. প্রশ্ন: মাছের প্রাকৃতিক খাবার হল- উত্তর: প্লাংকটন ৪০. প্রশ্ন: ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে- উত্তর: জুয়োপ্ল্যাংকটন ৪১. প্রশ্ন: ব্ল্যাক টাইগার বলা হয় – উত্তর: বাগদা চিংড়ি ৪২. প্রশ্ন: প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম? উত্তর: ২১ ৪৩. প্রশ্ন: জীবদেহের কাজের একক কি? উত্তর: কোষ ৪৪. প্রশ্ন: সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে? উত্তর: রবার্ট হুক ৪৫. প্রশ্ন: টিস্যুর গঠনগত একক কি? উত্তর: কোষ ৪৬. প্রশ্ন: মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি? উত্তর: ৪৬ ৪৭. প্রশ্ন: কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়? উত্তর: ১৯৭২ ৪৮. প্রশ্ন: প্রানিজগতের

জীববৈচিত্র্যকে কি বলে? উত্তর: প্রানীবৈচিত্র্য ৪৯. প্রশ্ন: Fauna বলতে কি বুঝায়? উত্তর: প্রানিকূল ৫০. প্রশ্ন: ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি? উত্তর: কাইটিন ৫১. প্রশ্ন: DNA কোথায় থাকে? উত্তর: নিউক্লিয়াসে ৫২. প্রশ্ন: কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয় ____ উত্তর: ছোলা ৫৩. প্রশ্ন: সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি? উত্তর: সুইফট বার্ড ৫৪. প্রশ্ন: বানরের হাত আছে কয়টি? উত্তর: হাত নেই ৫৫. প্রশ্ন: কলকাসুন্দা কি? উত্তর: উপগুল্ম ৫৬. প্রশ্ন: রক্তকোষের উপাদান নয় কোনটি? উত্তর: হিমোগ্লোবিন ৫৭. প্রশ্ন: হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস? উত্তর: SARS ৫৮. প্রশ্ন: টয়ালিন কি পরিপাক করে? উত্তর: শর্করা ৫৯. প্রশ্ন: বিলিরুবিন কোথায় থাকে? উত্তর: প্লীহায় ৬০. প্রশ্ন: মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি? উত্তর: ৩৩ ৬১. প্রশ্ন: পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে? উত্তর: লিগামেন্ট ৬২. প্রশ্ন: এইডস কোন ভাইরাসের জন্য হয় উত্তর: HIV ৬৩. প্রশ্ন: পিত্তপাথর গলাতে ব্যবহার করা হয় ? উত্তর: রেডিও আইসোটোপ ৬৪. প্রশ্ন: দ্বীবর্ষজীবী উদ্ভিদ নয় কোনটি? উত্তর: কচু ৬৫. প্রশ্ন: মাশরুম নামে পরিচিত কোনটি ? উত্তর: এগারিকাস ৬৬. প্রশ্ন: Pteris কে বলা হয় উত্তর: সানফার্ন ৬৭. প্রশ্ন: দ্বিপদ নামকরনের কয়টি অংশ থাকে ? উত্তর: ২ ৬৮. প্রশ্ন: পেনিলিসিলিন আবিষ্কার করেন কে ? উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং ৬৯. প্রশ্ন: Father of Bacteriology বলা হয় কাকে? উত্তর: লুই পাস্তুর ৭০. প্রশ্ন: প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে ? উত্তর: জলজ ৭১. প্রশ্ন: জীবন্ত জীবাশ্ম কোনটি উত্তর: cycas ৭২. প্রশ্ন: biology শব্দের প্রবর্তক কে? উত্তর: ল্যামার্ক ৭৩. প্রশ্ন: ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় ? উত্তর: নদী ৭৪. প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি ? উত্তর: জ্বর ৭৫. প্রশ্ন: মানব দেহে জ্বীনের সংখ্যা কত? উত্তর: ৪০০০০ ৭৬. প্রশ্ন: সরল টিস্যু কত প্রকার ? উত্তর: ৩ ৭৭. প্রশ্ন: DNA আবিষ্কার হয় কত সালে? উত্তর: ১৮৬৮ ৭৮. প্রশ্ন: নাইট্রোজেন বেস কয় ধরনের ? উত্তর: ২ ৭৯. প্রশ্ন: জৈবপ্রযুক্তির অন্যতম হাতিয়ার বলা হয়

কাকে? উত্তর: প্লাজমিড ৮০. প্রশ্ন: উদ্ভিদের গৌন উপাদান কয়টি ? উত্তর: ৮ ৮১. প্রশ্ন: কোনটি গৌন উপাদান না ? উত্তর: Mg ৮২. প্রশ্ন: ম্যালেরিয়া রোগ হয় কিসের অভাবে? উত্তর: অ্যানোফিলিস মশা ৮৩. প্রশ্ন: কত সালে প্রথম ব্যাকটেরিয়ার নামকরন করা হয়? উত্তর: ১৯২৭ ৮৪. প্রশ্ন: যক্ষ্মার প্রতিষেধক কোনটি? উত্তর: B.C.G ৮৫. প্রশ্ন: E.Coli মানবদেহের কোথায় থাকে? উত্তর: অন্ত্রে ৮৬. প্রশ্ন: পচা রোগ হয় কোন সবজির? উত্তর: আলু ৮৭. প্রশ্ন: উদ্ভিদের নামকরন করে কোন প্রতিষ্ঠান? উত্তর: ICBN ৮৮. প্রশ্ন: শ্রেণী বিন্যাস ধাপ কয়টি? উত্তর: ৭টি ৮৯. প্রশ্ন: Apis Indica কিসের বৈজ্ঞানিক নাম? উত্তর: মৌমাছি ৯০. প্রশ্ন: এক কোষী নয় কোনটি? উত্তর: মেটাজোয়া ৯১. প্রশ্ন: বহুকোষী প্রাণী নয় কোনটি? উত্তর: প্রোটোজোয়া ৯২. প্রশ্ন: ফলের কয়টি অংশ থাকে? উত্তর: ২টি ৯৩. প্রশ্ন: এপিগাইনাস ফুল– উত্তর: লাউ, কুমড়া, ঝিঙ্গা ইত্যাদি। ৯৪. প্রশ্ন: রক্তে PH এর মান কত? উত্তর: ৭.২-৭.৪ ৯৫. প্রশ্ন: রক্তজমাট বাধতে সাহায্যে করে কোন ধাতু? উত্তর: ক্যালসিয়াম ৯৬. প্রশ্ন: নাড়ির স্পন্দন প্রবাহিত হয় কিসে? উত্তর: ধমনীতে ৯৭. প্রশ্ন: ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ? উত্তর: ৩ ৯৮. প্রশ্ন: মেডুলা কিসের অংশ? উত্তর: মস্তিষ্কের ৯৯. প্রশ্ন: দৃষ্টি এবং শ্রবণের সাথে জড়িত উত্তর: মধ্য মস্তিষ্ক ১০০. প্রশ্ন: খনিজ লবণ কি করে? উত্তর: জৈবিক কাজে অংশগ্রহণ করে ১০১. প্রশ্ন: গ্লাইকোজেন কোথায় জমা থাকে? উত্তর: Liver ১০২. প্রশ্ন: মৌমাছির চাষ হলো- উত্তর: এপিকালচার ১০৩. প্রশ্ন: দুধে থাকে- উত্তর: ল্যাকটিক এসিড ১০৪. প্রশ্ন: এন্টিবায়োটিকের কাজ- উত্তর: জীবানু ধ্বংস করা ১০৫. প্রশ্ন: মাশরুম এক ধরণের- উত্তর: ফাঙ্গাস ১০৬. প্রশ্ন: যকৃতের রোগ কোনটি? উত্তর: জন্ডিস ১০৭. প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র- উত্তর: ক্রেসকোগ্রাফ ১০৮. প্রশ্ন: কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? উত্তর: সি ১০৯. প্রশ্ন: পাতা বেগুনী হয়ে যায় কিসের অভাবে? উত্তর: ফসফরাস ১১০. প্রশ্ন: মিউরেট অব পটাশ এর সংক্ষিপ্ত রূপ কি? উত্তর: এমপি ১১১. প্রশ্ন: কোনটি উপকারী পোকা? উত্তর: নেকড়ে মাকড়াসা

১১২. প্রশ্ন: কৃষকের লাঙল বলা হয় কাকে? উত্তর: কেঁচো ১১৩. প্রশ্ন: সাকারের সাহায্যে প্রজনন হয় না কোনটির? উত্তর: পাথর কুচি ১১৪. প্রশ্ন: মানব দেহের সবচেয়ে ছোট কোষ- উত্তর: শ্বেত রক্তকণিকা ১১৫. প্রশ্ন: জীবনের ভিত্তি বলা হয় কাকে? উত্তর: প্রোটোপ্লাজম ১১৬. প্রশ্ন: কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়? উত্তর: ১৮৩১ ১১৭. প্রশ্ন: মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে? উত্তর: ৭৩% ১১৮. প্রশ্ন: DNA এর নাইট্রোজেন বেস কতগুলো? উত্তর: ৪টি ১১৯. প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম কত সালে টেস্টটিউব বেবীর জন্ম হয়? উত্তর: ২০০১ ১২০. প্রশ্ন: কোন প্রাণী শব্দ করতে পারে না? উত্তর: চিতাবাঘ ১২১. প্রশ্ন: সুস্পষ্ট গুড়ি বিশিষ্ট কাষ্ঠলকে কি বলে? উত্তর: বৃক্ষ ১২২. প্রশ্ন: ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি? উত্তর: পূর্ণাঙ্গ ব্যাঙ ১২৩. প্রশ্ন: মস্তিষ্কের আবরণীর নাম- উত্তর: মেনিনমেস ১২৪. প্রশ্ন: স্নেহ বা লিপিডের পরিপাক কোথায় শুরু হয়? উত্তর: পাকস্থলিতে ১২৫. প্রশ্ন: রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয়? উত্তর: জন্ডিস ১২৬. প্রশ্ন: রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোনটি? উত্তর: ইনসুলিন ১২৭. প্রশ্ন: ডেঙ্গু জ্বর ছড়ায় কোন ভাইরাসের কারণে? উত্তর: ফ্ল্যাভি ভাইরাস ১২৮. প্রশ্ন: সালোকসংশ্লেষণের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি? উত্তর: ২২-৩৫ ১২৯. প্রশ্ন: জীব ও জড় উভয়ের বৈশিষ্ট্যে বিদ্যমান কোনটিতে? উত্তর: ভাইরাস ১৩০. প্রশ্ন: হেপাটাইটিস B ছড়ায় কিসের মাধ্যমে? উত্তর: রক্ত ১৩১. প্রশ্ন: তেল খাদক হিসেবে কি ব্যবহার করা হয়? উত্তর: ব্যাকটেরিয়া ১৩২. প্রশ্ন: টুন্ডু রোগ হয় কিসের? উত্তর: গম ১৩৩. প্রশ্ন: বায়ুর মাধ্যমে ছড়ায় কোন রোগটি? উত্তর: যক্ষ্মা ১৩৪. প্রশ্ন: মানুষের বৈজ্ঞানিক নাম – উত্তর: Homo sapiens ১৩৫. প্রশ্ন: পর্বের পরে কোন ধাপ? উত্তর: শ্রেণি ১৩৬. প্রশ্ন: গোদ রোগের জীবাণু ছড়ায় কিসের মাধ্যমে? উত্তর: কিউলেক্স মশা ১৩৭. প্রশ্ন: ফল বীজকে কি করে? উত্তর: সুরক্ষিত করে ১৩৮. প্রশ্ন: হাইপোগাইনাস ফুল নয় কোনটি? উত্তর: লাউ ১৩৯. প্রশ্ন: হিমোগ্লোবিন কোথায় থাকে? উত্তর: রক্তরসে ১৪০. প্রশ্ন: Ca2+ কিসের ফ্যাক্টর? উত্তর: রক্তের ১৪১. প্রশ্ন: অ্যাক্সন কোথায় থাকে? উত্তর: গুরুমস্তিস্কে ১৪২. প্রশ্ন: মধুর চিনি বা ফলের চিনিকে বলা হয়? উত্তর: ফ্রুক্টোজ ১৪৩. প্রশ্ন: আমিষে কত ভাগ নাইট্রোজেন থাকে? উত্তর: ১৫ ১৪৪. প্রশ্ন: আবিষ্কৃত অ্যামাইনো এসিডের সংখ্যা কত? উত্তর: ২৮ ১৪৫. প্রশ্ন: প্রাণিজ আমিষের উৎস নয় কোনটি? উত্তর: ডাল ১৪৬. প্রশ্ন: ভ্রূণ নষ্ট হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর: A ১৪৭. প্রশ্ন: কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? উত্তর: সি ১৪৮. প্রশ্ন: ভিটামিন-ই পাওয়া যায় কোনটিতে? উত্তর: ভিটামিন ‘ই’ এর উৎস হল উদ্ভিজ্জ তেলসমূহ। ১৪৯. প্রশ্ন: পাতার শীর্ষ কিনারা হলুদ হয় কিসের অভাবে?

উত্তর: K ১৫০. প্রশ্ন: দস্তা সারের মূল উপাদান কি? উত্তর: ZnSO4 ১৫১. প্রশ্ন: বায়ুর মাধ্যমে পরাগায়ন হয় না কোনটির? উত্তর: শিম ১৫২. প্রশ্ন: পাতার সাহায্যে প্রজনন হয় – উত্তর: পাথরকুচি ১৫৩. প্রশ্ন: সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে? উত্তর: সাইটোপ্লাজম ১৫৪. প্রশ্ন: কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? উত্তর: নিউক্লিয়াস ১৫৫. প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি কোথায় সবচেয়ে বেশি ঘটে? উত্তর: মূলে ও কাণ্ডের অগ্রেভাগে ১৫৬. প্রশ্ন: জ্যান্থফিল কোন রঙের জন্য দায়ী? উত্তর: হলুদ ১৫৭. প্রশ্ন: সালোকসংশ্লেষণের মাধ্যমে কোনটি খাবার তৈরি করে- উত্তর: ক্লোরোপ্লাস্ট ১৫৮. প্রশ্ন: জীনতত্ত্বের জনক বলা হয় কাকে? উত্তর: মেন্ডেল ১৫৯. প্রশ্ন: সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোন উদ্ভিদে? উত্তর: ফার্ণ ১৬০. প্রশ্ন: বংশ গতির ধারক ও বাহক কি? উত্তর: ক্রোমোজোম ১৬১. প্রশ্ন: ক্লোন কিভাবে করা হয়? উত্তর: অযৌন প্রজনন প্রক্রিয়ায় ১৬২. প্রশ্ন: RNA এর নাইট্রোজেন বেস কতটি? উত্তর: ৪ ১৬৩. প্রশ্ন: স্পিরুলিনা কি? উত্তর: শৈবাল ১৬৪. প্রশ্ন: ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কোন দেশের? উত্তর: বাংলাদেশের ১৬৫. প্রশ্ন: পরিবহন টিস্যু নেই কোনটির? উত্তর: ছত্রাক ১৬৬. প্রশ্ন: মানুষের করোটিক স্নায়ূ কত জোড়া? উত্তর: ১২ ১৬৭. প্রশ্ন: পাকস্থলিতে কোন এসিড পাওয়া যায়? উত্তর: HCl ১৬৮. প্রশ্ন: পিত্তরস জমা থাকে পিত্তথলিতে কিন্তু তৈরি হয় কোথায়? উত্তর: যকৃতে ১৬৯. প্রশ্ন: শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় কোথায়? উত্তর: মুখে ১৭০. প্রশ্ন: চোখের পানি নির্গত হয় কোন গ্রন্থি থেকে? উত্তর: ল্যাক্রিমাল গ্রন্থি ১৭১. প্রশ্ন: সালোকসংশ্লেষণের যন্ত্রপাতি বলা হয় কাকে? উত্তর: ক্লোরোপ্লাস্ট ১৭২. প্রশ্ন: ভাইরাস অর্থ কী? উত্তর: বিষ ১৭৩. প্রশ্ন: অ্যামাইনো এসিড থাকে কিসের প্রাচীরে? উত্তর: ব্যাকটেরিয়া ১৭৪. প্রশ্ন: রাইজয়েড আসে কোন উদ্ভিদের? উত্তর: মস ১৭৫. প্রশ্ন: পানিতে কিসমিস রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায়? উত্তর: অভিস্রবন ১৭৬. প্রশ্ন: মুক্ত শক্তির বাহক কোনটি? উত্তর: ATP ১৭৭. প্রশ্ন: সালোকসংশ্লেষণ হয় পাতার কোথায়? উত্তর: মেসোফিল টিস্যুতে ১৭৮. প্রশ্ন: মূলহীন উদ্ভিদকে কি বলে? উত্তর: ঝাঁঝি ১৭৯. প্রশ্ন: ভার্ণালাইজেশনের মাধ্যমে ফুল ফোটে- উত্তর: অল্প সময়ে ১৮০. প্রশ্ন: সবচেয়ে বড় মুকুল হল- উত্তর: বাঁধাকপি ১৮১. প্রশ্ন: অ্যামিবা কোন পর্বের প্রাণী? উত্তর: প্রোটোজোয়া ১৮২. প্রশ্ন: দ্বিপদ

নামকরণের প্রবর্তন করেন কে? উত্তর: ক্যারোলাস লিনিয়াস ১৮৩. প্রশ্ন: পেশি কলা কয় ধরণের? উত্তর: ৫ ১৮৪. প্রশ্ন: সর্বজনীন রক্ত গ্রহিতা কোন গ্রুপ? উত্তর: AB ১৮৫. প্রশ্ন: খারাপ কোলেস্টেরল বলা হয় কোনটিকে? উত্তর: HDL ১৮৬. প্রশ্ন: স্নায়ুতন্ত্র প্রধাণত কয় প্রকার? উত্তর: ২ ১৮৭. প্রশ্ন: শ্বেত রক্তকণিতাকে কী বলা হয়? উত্তর: রক্তের প্রহরী ১৮৮. প্রশ্ন: পাতার যে কোষে সালোকসংশ্লেষণ ঘটে উত্তর: প্যারেনকাইমা ১৮৯. প্রশ্ন: অক্সিজেনর অনুপস্থিতি থাকে কোন শ্বসনে? উত্তর: অবাত ১৯০. প্রশ্ন: শস্যের ১ম কোষটি কি? উত্তর: ত্রিপ্লয়েড ১৯১. প্রশ্ন: অন্ধকারের অঙ্কুরিত হয় কোন ফুল? উত্তর: গাঁদাফুল ১৯২. প্রশ্ন: দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? উত্তর: Copyehus Soularis ১৯৩. প্রশ্ন: কচিপাতার রং হালকা হয়ে যায় কিসের অভাবে? উত্তর: Fc ১৯৪. প্রশ্ন: প্রাণীদেহে টিস্যু কত প্রকার? উত্তর: ৪ ১৯৫. প্রশ্ন: রক্তে রক্তকণিকা কতভাগ? উত্তর: ৪৫% ১৯৬. প্রশ্ন: লোহিত কনিকার আয়ুকাল কত দিন? উত্তর: ১২০ ১৯৭. প্রশ্ন: নাড়ীর স্বাভাবিক স্পন্দন? উত্তর: 72/m ১৯৮. প্রশ্ন: লিপিড কোথায় দ্রবণীয়? উত্তর: পানিতে ১৯৯. প্রশ্ন: মানব দেহের সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি? উত্তর: সোডিয়াম ২০০. প্রশ্ন: দাঁতের ক্ষয় রোধ করে– উত্তর: ক্লোরাইড ২০১. প্রশ্ন: কতসালে পোলিও টিকা আবিষ্কার করা হয়? উত্তর: ১৯১৩ ২০২. প্রশ্ন: নগ্নবীজ উদ্ভিদকে বলা হয়– উত্তর: আদি উদ্ভিদ ২০৩. প্রশ্ন: জীবের বৈজ্ঞানিক নামের ভাষা কি? উত্তর: ল্যাটিন ২০৪. প্রশ্ন: লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? উত্তর: গুল্ম ২০৫. প্রশ্ন: ব্যাকটেরিয়া জনিত রোগ– উত্তর: বসন্ত ২০৬. প্রশ্ন: তোষাপাটের জীবন রহস্য উদঘাটন হয় কত সালে? উত্তর: ২০১০ ২০৭. প্রশ্ন: পীতজ্বর হয় কিসের জন্য? উত্তর: ইবোলা ভাইরাস ২০৮. প্রশ্ন: হরমোন কিসের তৈরি? উত্তর: প্রোটিন ২০৯. প্রশ্ন: কোষ্ঠকাঠিণ্য দূর করে কোনটি? উত্তর: কার্বোহাইড্রেট ২১০. প্রশ্ন: কোলেস্টেরল কি জাতীয় পদার্থ? উত্তর: স্নেহ ২১১. প্রশ্ন: সবচেয়ে বেশি ফসফেট কোথায় পাওয়া যায়? উত্তর: হাড়ে ২১২. প্রশ্ন: কোন ফলে বেশি লৌহ পাওয়া যায়? উত্তর: কলা ২১৩. প্রশ্ন: সবচেয়ে বেশি আয়োডিন কোথায় পাওয়া যায়? উত্তর: সামুদ্রিক শৈবালে ২১৪. প্রশ্ন: বিবর্তন বা অভিব্যাক্তি সম্পর্কিত বিদ্যাকে কি বলে? উত্তর: ইভোলিউশন ২১৫. প্রশ্ন: ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? উত্তর: লাইপোপ্রোটিন ২১৬. প্রশ্ন: Biology শব্দের প্রবর্তক কে?

উত্তর: লেমার্ক ২১৭. প্রশ্ন: বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরষ্কার লাভ করেন? উত্তর: ডঃ আব্দুলাহ আল মুতী ২১৮. প্রশ্ন: Bengal Planto বইটি লেখেছিল– উত্তর: ডেভিড প্লেইন ২১৯. প্রশ্ন: মৌমাছি পালন বিদ্যাকে কি বলে? উত্তর: এপিকালচার ২২০. প্রশ্ন: উদ্ভিদ কয় প্রক্রিয়ায় শোষণ সম্পন্ন করে? উত্তর: ৩ ২২১. প্রশ্ন: এনাটমির জনক– উত্তর: আদ্রেভেসলিয়াস ২২২. প্রশ্ন: কোষ শব্দটি প্রথম কোন গ্রন্থে সন্থান পায়? উত্তর: Micrographia ২২৩. প্রশ্ন: ইবনে সিনা কে ছিলেন? উত্তর: চিকিৎসক ২২৪. প্রশ্ন: The theory of natural selection কে প্রবর্তক করেন? উত্তর: Charles Rosert Banwin ২২৫. প্রশ্ন: Taxonomy অর্থ কি? উত্তর: শ্রেনিবিন্যাসতত্ত্ব ২২৬. প্রশ্ন: গুল্ম নয়– উত্তর: কালকাসুন্দা ২২৭. প্রশ্ন: লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? উত্তর: গুল্ম ২২৮. প্রশ্ন: Penicillium কোন ধরণের ছত্রাক? উত্তর: সবুজ ছত্রাক ২২৯. প্রশ্ন: ভূ গর্ভস্থ কাণ্ড– উত্তর: আদা ২৩০. প্রশ্ন: প্রজাতির নামকরণ শুরু হয় কত সালে? উত্তর: ১৭৬০ ২৩১. প্রশ্ন: ভাইরাস মোজাইক রোম উৎপন্ন করে কোন গাছ? উত্তর: তামাক ২৩২. প্রশ্ন: রাইজেইয়াম কিসের নাম? উত্তর: ভাইরাস ২৩৩. প্রশ্ন: দুধ টক হওয়ার জন্য দায়ী কোনটি? উত্তর: ব্যাকটেরিয়া ২৩৪. প্রশ্ন: মাকসুদুল আলম জন্ম গ্রহণ করেন কোথায়? উত্তর: ফরিদপুর ২৩৫. প্রশ্ন: হেপাটাইসিস ‘ই’ কিসের মাধ্যমে ছড়ায়? উত্তর: পানি ২৩৬. প্রশ্ন: কোষঝিল্লি থাকে না কোন কোষে? উত্তর: উদ্ভিদ ২৩৭. প্রশ্ন: প্রানিদেহের সঞ্চিত খাদ্যের নাম– উত্তর: গ্লাইকোজেন ২৩৮. প্রশ্ন: মাইটোকণ্ড্রিয়ায় কোন ধাতু পাওয়া যায়? উত্তর: ক্যালসিয়াম ২৩৯. প্রশ্ন: বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে কি বলে? উত্তর: সিনোসাইট ২৪০. প্রশ্ন: লাইকোপিনের রঙ– উত্তর: লাল ২৪১. প্রশ্ন: কোষের জীবন বলা হয় কাকে? উত্তর: প্লাস্টিডকে ২৪২. প্রশ্ন: দেহের কোষ বিভাজন কত প্রকার? উত্তর: ৩ ২৪৩. প্রশ্ন: হ্রাসমূলক বিভাজন কোনটিকে বলে? উত্তর: মিয়োসিস ২৪৪. প্রশ্ন: স্থায়ী টিস্যু কত প্রকার? উত্তর: ৩ ২৪৫. প্রশ্ন: পরিবহন টিস্যু তৈরি হয় কোন টিস্যু হতে? উত্তর: জটিল ২৪৬. প্রশ্ন: বংশগতির রাসায়নিক ভিত্তি কি? উত্তর: DNA ২৪৭. প্রশ্ন: নিউক্লিওনকে নিউক্লিক এসিড বলা হয় কবে থেকে? উত্তর: ১৮৯৯ সাল ২৪৮. প্রশ্ন: মানব

দেহে DNA এর দৈর্ঘ্য কত? উত্তর: ১৭৪ সে. মি. ২৪৯. প্রশ্ন: RNA কত প্রকার? উত্তর: ৪ ২৫০. প্রশ্ন: Biotechnology first used in_____. উত্তর: ১৯১৯ ২৫১. প্রশ্ন: জৈবপ্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার হল– উত্তর: প্লাস্টিড ২৫২. প্রশ্ন: টিস্যু কালচার প্রধান উপাদান হল– উত্তর: সপুষ্পক উদ্ভিদ ২৫৩. প্রশ্ন: একুশ শতকের বিজ্ঞান বলা হয় কোন বিজ্ঞান কে? উত্তর: জীব ২৫৪. প্রশ্ন: বায়োগ্যাসের বর্ণ কেমন? উত্তর: বর্ণহীন ২৫৫. প্রশ্ন: বায়োগ্যাসে পানির পরিমাণ কত ভাগ? উত্তর: ০.০১% ২৫৬. প্রশ্ন: মেণ্ডেলের দ্বিতীয় সুত্রের অনুপাত কত? উত্তর: ৩ : ১ : ১ : ১/৩ ২৫৭. প্রশ্ন: DNA কি পরিমাণ অতিবেগুনী রশ্মি শোষণ করতে পারে? উত্তর: অত্যন্ত বেশি ২৫৮. প্রশ্ন: পাতা ঝরে পড়ার কারণ কি? উত্তর: এসিড ২৫৯. প্রশ্ন: পাতাকে সবুজ রাখে কোনটি? উত্তর: পটাশিয়াম ২৬০. প্রশ্ন: ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? উত্তর: ATP ২৬১. প্রশ্ন: সালোকসংশ্লেষণ কি প্রক্রিয়া? উত্তর: জারণ বিজারণ ২৬২. প্রশ্ন: প্রস্বেদন ঘটে কোথায়? উত্তর: পাতায় ২৬৩. প্রশ্ন: চায়ের উপাক্ষারের নাম কি? উত্তর: ক্যাফেইন ২৬৪. প্রশ্ন: প্রস্বেদন কত প্রকার? উত্তর: ৩ ২৬৫. প্রশ্ন: মাটি থেকে গাছে খাদ্যরস পৌছায় কোন প্রক্রিয়ায়? উত্তর: ব্যাপন ২৬৬. প্রশ্ন: জনন মুকুল কোনটির? উত্তর: ফুলকপি ২৬৭. প্রশ্ন: মরফিন ওষুধ যে গাছ থেকে তৈরি করা হয়– উত্তর: পপি ২৬৮. প্রশ্ন: উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্যকে কি বলে? উত্তর: শ্বেতসার ২৬৯. প্রশ্ন: মিউসর বলা হয় কিসের ছত্রাক কে? উত্তর: রুটি ২৭০. প্রশ্ন: উচ্ছায়ী তেল পাওয়া যায় না কোনটি হতে? উত্তর: গাদা ২৭১. প্রশ্ন: ঢেঁকিশাক বাংলায় কি? উত্তর: ফার্ন ২৭২. প্রশ্ন: পত্ররপন্ধীয় প্রস্বেদনের হাঁর শতকরা কত ভাগ? উত্তর: ৯০-৯৫% ২৭৩. প্রশ্ন: ছোট দিনের উদ্ভিদ নয় কোনটি? উত্তর: মূল ২৭৪. প্রশ্ন: ফলের প্রধান অংশ কয়টি? উত্তর: ৩ ২৭৫. প্রশ্ন: প্রাণীজগতের প্রধান পর্ব কয়টি? উত্তর: ১০ ২৭৬. প্রশ্ন: কেঁচো, জোক কোন পর্বের প্রাণী? উত্তর: আর্থোপোডা ২৭৭. প্রশ্ন: Copsychus Saularis কোনটির বৈজ্ঞানিক নাম? উত্তর: দোয়েল ২৭৮. প্রশ্ন: তরল কানেকটিভ টিস্যু কত প্রকার? উত্তর: ২ ২৭৯. প্রশ্ন: অস্থিমজ্জায় কি উৎপন্ন হয়? উত্তর: রক্ত ২৮০. প্রশ্ন: উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি? উত্তর: অ্যাড্রিনালিন গ্রন্থি ২৮১. প্রশ্ন: হৃদপিণ্ডে প্রথম অস্ত্রোপচার করে কোন দেশে? উত্তর: জার্মানি ২৮২. প্রশ্ন: হৃদপিন্ডের প্রাচীরে কোন পেশী থাকে? উত্তর: হৃদপেশী ২৮৩. প্রশ্ন: ঘামগ্রন্থি কোন তন্ত্রের অংশ? উত্তর: ত্বকতন্ত্রের ২৮৪. প্রশ্ন: দেহকোষ নয়– উত্তর: শুক্রানু ২৮৫. প্রশ্ন: লোহিত ও শ্বেতরক্ত

কনিকার অনুপাত কত? উত্তর: ৮০০:১ ২৮৬. প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন– উত্তর: কার্ল ল্যান্ডস্তেইনার ২৮৭. প্রশ্ন: মানুষের দুধ দাঁত কতগুলো? উত্তর: ২০টি ২৮৮. প্রশ্ন: দুগ্ধ জমাট বাধায় কোনটি? উত্তর: রেজিন ২৮৯. প্রশ্ন: লালারসে কি পরিপাককারী এনজাইম থাকে না? উত্তর: শর্করা ২৯০. প্রশ্ন: ইনসুলিন কিসের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রন করে? উত্তর: চিনি ২৯১. প্রশ্ন: একাধিক নিউক্লিয়াস থাকে কোন কোষে? উত্তর: পেশি কোষে ২৯২. প্রশ্ন: ক্যারোটিন কোন বর্ণের জন্য দায়ী? উত্তর: কমলা ২৯৩. প্রশ্ন: কোষের অস্বাভাবিক বৃদ্ধির জন্য দায়ী? উত্তর: ক্যান্সার ২৯৪. প্রশ্ন: জাইগোট থেকে কি উৎপন্ন হয়? উত্তর: ফল ও বীজ ২৯৫. প্রশ্ন: রাইবোজোমে কি সংশ্লেষিত হয়? উত্তর: প্রোটিন ২৯৬. প্রশ্ন: টিস্যুর কার্যকরী একক কী? উত্তর: কোষ ২৯৭. প্রশ্ন: পাতায় তৈরিকৃত খাদ্য পরিবহন করে কোনটি? উত্তর: ফ্লোয়েম ২৯৮. প্রশ্ন: জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নামকে কী বলে? উত্তর: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ২৯৯. প্রশ্ন: প্লাজমিড কিসের মৌলিক হাতিয়ার? উত্তর: জৈব প্রযুক্তির ৩০০. প্রশ্ন: সাইট্রিক এসিড পাওয়া যায়? উত্তর: লেবু ৩০১. প্রশ্ন: মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? উত্তর: ৪ ৩০২. প্রশ্ন: শৈবাল কী? উত্তর: বর্ণময় ৩০৩. প্রশ্ন: ক্লোরেলা কি? উত্তর: শৈবাল ৩০৪. প্রশ্ন: ধান বাদামী হওয়ার জন্য দায়ী কোনটি? উত্তর: ছত্রাক ৩০৫. প্রশ্ন: চোখ মেলে ঘুমায় কোন প্রাণী? উত্তর: মাছ ৩০৬. প্রশ্ন: ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি? উত্তর: মাছ ৩০৭. প্রশ্ন: ICBN কিসের নামকরণ করে? উত্তর: উদ্ভিদ ৩০৮. প্রশ্ন: প্রজাতির আগের ধাপ কি? উত্তর: গণ ৩০৯. প্রশ্ন: Tenualosa ilisha কিসের বৈজ্ঞানিক নাম? উত্তর: ইলিশ ৩১০. প্রশ্ন: Chromatofour কিসে সাহায্য করে? উত্তর: সালোকসংশ্লেষণ ৩১১. প্রশ্ন: T. T. টিকা কিসের প্রতিশেধক? উত্তর: ধনুস্তংকার ৩১২. প্রশ্ন: পাট থেকে আঁশ ছড়াতে কোনটি ব্যবহৃত হয়? উত্তর: ব্যাকটেরিয়া ৩১৩. প্রশ্ন: ব্যাকটেরিয়া জনিত রোগ নয়– উত্তর: হাম ৩১৪. প্রশ্ন: বহুকোষী নয়– উত্তর: ম্যালেরিয়া জীবাণু ৩১৫. প্রশ্ন: প্রাণীজগতকে কয়টি দলে ভাগ করা যায়? উত্তর: ৪০ ৩১৬. প্রশ্ন: সরীসৃপ নয়– উত্তর: ব্যাঙ ৩১৭. প্রশ্ন: উড়তে পারে না কিন্তু দৌড়াতে পারে– উত্তর: উট ৩১৮. প্রশ্ন: কোনটি সম্পূর্ন ফুল নয়? উত্তর: লাউ ৩১৯. প্রশ্ন: ‘ব্রাক্ট’ কি? উত্তর: পাতা ৩২০. প্রশ্ন: রক্ত কিসের মধ্যদিয়ে প্রবাহিত হয়? উত্তর: রক্তবাহিকা ৩২১. প্রশ্ন: মোট ওজনের কতভাগ রক্ত থাকে? উত্তর: ৮ ৩২২. প্রশ্ন: উচ্চ রক্ত বিশিষ্ট প্রাণী নয় কোনটি? উত্তর: ব্যাঙ ৩২৩. প্রশ্ন: হিমোগ্লোবিন কি রুপে অক্সিজেন পরিবহন করে? উত্তর: অক্সিহিমোগ্লোবিন ৩২৪. প্রশ্ন: দুধের শর্করাকে কি বলে? উত্তর: ল্যাকটোজ ৩২৫. প্রশ্ন: দুধের প্রোটিনের নাম কি? উত্তর: কেসিন ৩২৬. প্রশ্ন: মানব দেহে সাধারনভাবে ক্রোমোজোম থাকে- উত্তর: ২৩ জোড়া ৩২৭. প্রশ্ন: কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা

হয় – উত্তর: মাটির অম্লতা হ্রাসের জন্য ৩২৮. প্রশ্ন: কোলেস্টেরল এক ধরনের- উত্তর: অসম্পৃক্ত এলকোহল ৩২৯. প্রশ্ন: এপিকালচার বলতে বুঝায় – উত্তর: মৌমাছির চাষ ৩৩০. প্রশ্ন: কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়? উত্তর: সালফার ৩৩১. প্রশ্ন: ফল পাকানোর জন্য দায়ী কী? উত্তর: ইথিলিন ৩৩২. প্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো- উত্তর: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় ৩৩৩. প্রশ্ন: এনজিওপ্লাস্টি হচ্ছে- উত্তর: হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো ৩৩৪. প্রশ্ন: ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? উত্তর: এডিস ৩৩৫. প্রশ্ন: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? উত্তর: পানি সেচ ৩৩৬. প্রশ্ন: Anatomy শব্দের অর্থ- উত্তর: শারীরবিদ্যা ৩৩৭. প্রশ্ন: কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? উত্তর: রেনিন ৩৩৮. প্রশ্ন: কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন? উত্তর: লুইপাস্তুর ৩৩৯. প্রশ্ন: গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন? উত্তর: অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য ৩৪০. প্রশ্ন: চা পাতায় কোন ভিটামিন থাকে? উত্তর: ভিটামিন-বি কমপ্লেক্স ৩৪১. প্রশ্ন: উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? উত্তর: নাইট্রোজেনের ৩৪২. প্রশ্ন: মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? উত্তর: ১৮ ইঞ্চি(প্রায়) ৩৪৩. প্রশ্ন: ক্যান্সার রোগের কারণ কি? উত্তর: কোষের অস্বাভাবিক বৃদ্ধি ৩৪৪. প্রশ্ন: মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? উত্তর: চারটি ৩৪৫. প্রশ্ন: বিলিরুবিন তৈরি হয়- উত্তর: প্লীহায় ৩৪৬. প্রশ্ন: মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? উত্তর: মেলানিন৩৪৭.

প্রশ্ন: গাছের খাদ্য তালিকায় আছে উত্তর: N, P, K, S ও Zn ৩৪৮. প্রশ্ন: DNA এর নাইট্রোজেন বেস– উত্তর: গোয়ানিন ৩৪৯. প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? উত্তর: ভিটামিন কে ৩৫০. প্রশ্ন: সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়— উত্তর: লাল আলোতে ৩৫১. প্রশ্ন: স্যালিক এসিড— উত্তর: টমেটোতে পাওয়া যায় ৩৫২. প্রশ্ন: নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের— উত্তর: ফুসফুস ৩৫৩. প্রশ্ন: Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে— উত্তর: ডলি ৩৫৪. প্রশ্ন: মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তর: ২৩ জোড়া ৩৫৫. প্রশ্ন: নারভাস সিস্টেমের ষ্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে? উত্তর: নিউরন ৩৫৬. প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? উত্তর: অক্সিজেন পরিবহন করা ৩৫৭. প্রশ্ন: মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের- উত্তর: এক- চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে ৩৫৮. প্রশ্ন: মূল নেই কোন উদ্ভিদে? উত্তর: মিউকর ৩৫৯. প্রশ্ন: অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? উত্তর: ইনসুলিন ৩৬০. প্রশ্ন: প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়? উত্তর: বৃষ্টি ৩৬১. প্রশ্ন: বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে- উত্তর: পাশাপাশি দুটো দাঁতের দাগ ৩৬২. প্রশ্ন: ‘পিসিকালচার’ বলতে কি বোঝায়? উত্তর: মৎস্য চাষ ৩৬৩. প্রশ্ন: মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র– উত্তর: স্ফিগমোম্যানোমিটার ৩৬৪. প্রশ্ন: জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে— উত্তর: ক্রোমোজোম ৩৬৫. প্রশ্ন: ডেঙ্গু জ্বরের বাহক– উত্তর: এডিস ৩৬৬. প্রশ্ন: পেনিসিলিয়াম আবিস্কার করেন – উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং ৩৬৭. প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়? উত্তর: শুশুক ৩৬৮. প্রশ্ন: এনজিও প্লাস্টি হচ্ছে— উত্তর: হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো ৩৬৯. প্রশ্ন: দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? উত্তর: কার্বন
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন