Pages

Voice কি? কত প্রকার ও কি কি? পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ নিয়মসহ

#আজকের বিষয়ঃ Voice কি? কত প্রকার ও কি কি? সাথে থাকছে পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ নিয়মসমূহ  আর পর্যাপ্ত উদাহরণ যা আপনার আত্ববিশ্বাসকে একধাপ বাড়িয়ে দিবে ইনশাল্লাহ। 
#Written by: S M Shamim Ahmed

#Only important rules: 

Voice (বাচ্য)  English Grammar একটি অবিচ্ছে/গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায়ই ইংরেজি গ্রামার অংশে বাচ্য থেকে প্রশ্ন থাকে। তাই Voice -এর form( Active ও Passive) গুলো আয়ত্ব করা অপরিহার্য । এ পোস্ট টা ভালোভাবে বুঝতে পারলে আশা করি এর পর আপনার বাচ্য নিয়ে আর সমস্যা থাকবে না। Voice Chapter-টি যথাযথভাবে আয়ত্ব করলে পরীক্ষার্থীরা ও চাকরি প্রার্থীরা সর্বেোচ্চ উপকার পাবে বলে আশা রাখি।
Voice 
Voice is the form of a verb which indicates whether the subject does the work or something has been done to it. (ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই voice বা বাচ্য বলে।)
ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন, না কর্তার দ্বারা কোন কাজ সম্পন্ন হচ্ছে।
অথবা
Voice হলো verb এর গঠন যার দ্বারা subject নিজে কিছু করে বা অন্যের কাজ তার ওপর এসে পড়ে। 

There are two types of voice:
Active voice.
Passive voice.
Active voice:
যে sentence এ subject নিজে সক্রিয় বা active হয়ে কাজ সম্পন্ন করে সে sentence এ verb এর Active voice হয়।
Structure: 
Subject + verb + object. Example: I do the work.
Passive voice:
যে sentence এ subject নিজে কাজটি করে না বরং object এর কাজটি তার ওপর এসে পড়ে তখন সে sentence এ verb এর passive voice হয়।
Structure:
Object + be verb + verb এর past participle+ by+ subject.
Example: The work is done by me.
Active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম:

The most  Important rules on voice:

Active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম:
Rule 1:
a) Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়।
b) Active voice এর object টি passive voice এর subject এ রুপান্তর হয়। 
c) মূল verb এর past participle হয় এবং subject ও tense অনুসারে auxiliary verb/be verb হয়।

Rule 2:
Indefinite tense:
a) Present indefinite – am, is, are.
b) Past indefinite – was, were.
c) Future indefinite – shall be, will be.

Continuous tense:
a) Present Continuous- am being, is being, are being.
b) Past Continuous – was being, were being
c) Future Continuous - shall be being, will be being.

Perfect tense:
a) Present Perfect – has been, have been.
b) Past Perfect- had been.
c) Future Perfect- shall have been, will have been.

Rule-3: আমরা জানি যে  একমাত্র Transitive verb কে Passive voice এ রুপান্তর করা যায়। কিন্তু have,resemble,lack,fit, suit,hold,become,belong,happen,appear,die,occur,disappear, ensure,seem,comprise,result,indulge, perish,wonder এর 
 passive voice হয় না। কারণ এ verb গুলোকে stative verb বলা হয় (যে সমস্ত verb শুধু অবস্থান বুঝায় কিন্তু কোন কর্ম বুঝায় না, stative verbতাদেরকে বলে।
Examples: 
Active: He has a cow.
Passive (Incorrect): A cow is had by him. 
Active:He resembles his his father.
Passive(Incorrect): His father is resembled by him.
Active: The shirt does not fit him.
More:
1. I have a cow.
2. They have a new car.
3. He was having a bath.
কিন্তু, 
সাধারনত Intransitive verb এর passive voice হয় না। তবে Intransitive verb এর পরে preposition যুক্ত হয়ে যদি group verb গঠন করে এবং তা Intransitive verb হিসেবে ব্যবহৃত হয় তাহলে –

Structure: Object টি subject + tense অনুযায়ী Auxiliary verb + verb এর past participle form + প্রদত্ত preposition + by + subject টির object।

Active: The truck run over the boy.
Passive: The boy was run over by the truck.
Active: They looked at the poor man.
Passive: The poor man was looked at by them.

Rule-4: Agree,Determine,decide, demand,arrange,anxious+ Infinite to object থাকলে করার নিয়ম:-
Active voice এর  Subject  & Verb অপরিবর্তিত থাকে+Infinitive উঠে গিয়ে তদস্থলে that বসে+ object বসে Subject হিসেবে + Should be + Verb-past participle বসে।
Examples:
Active:  He decided to sell the house.( PSC-2006)
Passive:He decided that the house should be sold.
Active: He determine to reduce the cost.
Passive: He determined that the cost should be reduced.
Active : He decided to leave the job.(R.U 2009-2010)
Passive: He decided that the job should be left.
Active: He agreed to do the job.
Passive: He agreed that the job should be done 
Active: He determined to sell the Laptop.
Passive: He determined that the Laptop should be sold.
Active: He decided to buy the house.
Passive: He decided that the house should be bought.
Active: you agreed to sell the house.
Passive: You agreed that the house should be sold.

Rule-5: Complex sentence এর passive করার সময় What -Clause / Why-Clause / How-Clause / When -Clause / Where- Clause কে subject হিসেবে ধরতে হয়: 
Examples:
Active: I know what my father thinks
Passive: What my father thinks is known to me.
Active: They discovered how he earned a lot .
Passive:  How he earned a lot was discovered by them.
Active: What he says surprised me.
Passive: I was surprised at what he says.
Active: We know that he has stolen the my bag.
Passive: That he has stolen my bag is known to us.

কিন্তু,
Complex and compound sentence যুক্ত active voice এ রূপান্তরের সময় উভয় clause এর voice পরিবর্তন হয়।
Active: I know what your mother name is.
Passive:It is known to me (that) what your mother name is.
or, What your mother name is is known to me.
Active: I know that he did the work.
Passive: It is known to me that the work was done by him.
Active: He told me that he had done the work.
Passive: I was told that the work had been done by him.
N.B: কিন্তু Complex/ Compound sentence িএর উভয়দিকে Transitive verb না থাকলে conjunction যুক্ত  অংশটিকে Subject বানাতে হয়। 
Examples:
Active: I know that he is a coward.
Passive: That he is a coward is known to me.

N.B: Active voice “people say/know ” দিয়ে শুরু হলে Passive voice  It is said /It is known দিয়ে passive voice করাই ভাল।
Examples:
Active: People say that the lion is the king of forest.
Passive: It is said that the lion is the lion is the king of forest.
Active: People say that one knows a tree by its fruit.
Passive: It is said that a tree is known by its fruit.
Active: People know that Columbus discovered America.
Passive:  It is known to us that America was discovered by Columbus.
Rule-6:
Intransitive verb যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম। সাধারনত Intransitive verb এর passive voice হয় না। তবে Intransitive verb এর পরে preposition যুক্ত হয়ে যদি group verb গঠন করে এবং তা Intransitive verb হিসেবে ব্যবহৃত হয় তাহলে –
Structure: Object টি subject + tense অনুযায়ী Auxiliary verb + v3 + প্রদত্ত preposition + by + subject টির object।

Active: The truck run over the boy.
Passive: The boy was run over by the truck.
Active: They looked at the poor man.
Passive: The poor man was looked at by them.

Rule-7:

Reflexive object (myself, ourselves, yourselves, yourself, themselves, himself, herself) যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure:
Active voice subject টি অপরিবর্তিত অবস্থায় passive voice এর subject হিসেবে হবে + tense ও person অনুযায়ী Auxiliary verb + v3 + by + Reflexive object বসবে।

Active: He hanged himself.
Passive: He was hanged by himself.
Active: He killed himself.( 29th BCS)
Passive: He was killed by himself.
Active: She fans herself.
Passive: She is fanned by herself.
Active: They enjoyed themselves.
Passive: They were enjoyed by themselves.

Rule-8:

Factitive object/Complementary object যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

Factitive object/Complementary object( select, elect, nominate, make, call, name ইত্যাদি transitive verb থাকা সত্ত্বেও সম্পূর্ণ রুপে অর্থ প্রকাশ করতে পারে না। পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত object আনতে হয়। এইরুপ অতিরিক্ত object কে Factitive object/Complementary object বলে।
Structure: 
নামবাচক object টির (me, us, you, them, him, her) object টি subject হয়। + tense ও person অনুযায়ী Auxiliary verb + v3 + Factitive object + by + subject এর object।
Active: Mr. Mahbub Shakil Sir teaches us grammar.
Passive: We are taught grammar by Mr. Mahbub Shakil Sir.
Or, Grammar is taught us by Mr. Mahbub Shakil Sir.
Active: They made me captain.
Passive: I was made captain by them.
Active: we call him liar.
Passive: He is called liar by us.
Active: The teacher told them a story.
Passive: They were told a story by the teacher. 

Rule-9
Verbal Noun যুক্ত বাক্যের passive voice করার নিয়মঃ

Active : We saw the feeding of the tigers.
আমরা বাঘগুলির খাওয়ানো দেখলাম।

এখানে the feeding of হচ্ছে Verbal noun ( the + ing যুক্ত verb + of).

Passive: We saw the tigers being fed.

আমরা দেখলাম যে, এখানে Subject এর কোনো পরিবর্তন হচ্ছে না। বরং verbal noun এর পরের object টি মূল verb এর পরে চলে আসে এবং তারপরে "being " বসে + ing যুক্ত verb টির past participle form.

চলুন অারো কিছু উদাহরণ দেখিঃ
Aactive : I saw the opening of the new theatre.
Passive : I saw the new theatre being opened.

Active: Students have appealed for the holding of the examination a little later.
Passive: Students have appealed for the examination being held a little later.

এবার নিচেরটি নিজে করে কমেন্টে লিখুন। যাচাই করে নিলেন নিজেকেঃ
He saw the painting of the wall.
Passive করুন।

Rule-10:
One + should /must /ought to যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure:
Object এর subject + should be + v3
Examples:
Active: One should take care of one’s education.
Passive: Education should be taken care of.
Active: One should tell the truth.
Passive: The truth should be told.
Active: One must obey one's elders.
Passive: Elders must be obeyed.

Rule -11:
Imperative sentence এর active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

A) শুধু মাত্র মূল verb দিয়ে শুরু যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

Structure:
Let + object এর subject + be + verb এর past participle form

Active: Close the door.
Passive: Let the door be closed.
Active: Shut the window.
Passive: Let the window be shut.

B) Do not দিয়ে শুরু যুক্ত যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Structure:
Let not + object এর subject + be + verb এর past participle form

Active: Do not close the door.
Passive: Let not the door be closed.
Active: Do not shut the window.
Passive: Let not the window be shut.

C) Let এর পর যদি কোন ব্যক্তিবাচক object (me, us, you, them, him, her)থাকে এবং তা যদি Imperative sentence হয়, তাহলে active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

Structure: 
Let + object এর subject + be + verb এর past participle form + by + ব্যক্তিবাচক object.

Active: Let me play football.
Passive: Let the football be played by me.
Active: Let us sing a song.
Passive: let a song be sung by us. 
Active: let him give the chance.
Passive: let the chance be given by him.

D) Never যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

Structure:
Let not + object এর subject + ever be + verb এর past participle form

Active: Never tell a lie.
Passive: Let not a lie ever be told.
Active: Never do this.
Passive: Let not this ever be done.

E) মূল verb এর পর যদি কোন ব্যক্তিবাচক object (me, us, you, them, him, her) থাকে এবং তা যদি Imperative sentence হয়, তাহলে active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

Structure: Let + direct object টি বসবে (মূল verb এর পর যে object টি থাকে + be + verb এর past participle form + for + ব্যক্তিবাচক object

Active: Buy me a shirt.
Passive: Let a shirt be bought for me.
Active: Give me a glass of water.
Passive: Let a glass of water be given for me.
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন