মুক্তিযুদ্ধ থেকে গুরুত্বপূর্ন ৫০টি সম্ভব্য প্রশ্ন ও উত্তরসমূহ
- ১.স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি /স্বাধীনতার স্থপতি/জাতির জনকের নাম কী?
- উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- #২৩ফেব্রুয়ারী, ১৯৬৯ সালে তোফায়েল আহমেদ তাকে জাতির জনক খেতাব ঘোষণা করে।
- #৩মার্চ১৯৭১ সালে বঙ্গবন্ধু খেতাবে দেন আ.স.ম আঃ রব।
- ২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিলো?
- উত্তরঃ দুই নম্বর সেক্টর( বিঃদ্রঃ ১০ নং নৌ সেক্টর )
- ৩. অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?
- উত্তর : ইয়াহিয়া খান
- ৪. সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?
- উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)
- ৫. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংক্ষা কত ছিলো?
- উত্তরঃ প্রায় দশ লক্ষ
- ৬.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?
- উত্তরঃ এম. মনসুর আলি।
- ৭. সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?
- উত্তরঃ এম. এফ
- ৮.রাজাকার বাহিনি গঠন করেন কে?
- উত্তরঃ মওলানা এ কে এম ইউসুফ
- ৯.১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
- উত্তরঃ ৩রা নভেম্বর
- ১০. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
- উত্তরঃ সেগুনবাগিচা
- ১১. কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?
- উত্তরঃ জুলফিকার আলী ভুট্ট
- ১২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?
- উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ১৩. মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
- উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই
- ১৪. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
- উত্তর: ১১টি সেক্টরে
- ১৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
- উত্তর: ১৪ ডিসেম্বর
- ১৬. মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
- উত্তর: প্রায় ৩০ লাখ
- ১৭. মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?
- উত্তর: চারটি
- ১৮. মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?
- উত্তর: ‘জয় বাংলা’।
- ১৯. যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?
- উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর
- ২০. আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভুর্ক্ত ছিল?
- উত্তরঃ ১০নং সেক্টরে
- ২১. শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?
- উত্তরঃ গেরিলা আক্রমন ও সম্মুখ যুদ্ধ
- ২২. শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
- উ: ২৩ মার্চ ১৯৬৬
- ২৩. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
- উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
- ২৪. ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
- উত্তরঃ মেজর খালেদ মোশারফ
- https://www.facebook.com/groups/532872313973139/?ref=share
- প্রতিদিন গুরুত্বপূর্ণ বিষয় পড়তে এই গ্রুপে যোগ দিন।
- ২৫. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো?
- উত্তরঃ মুক্তিফৌজ
- ২৬. কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় ?
- উ: ৩ মার্চ ১৯৭১
- ২৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?
- উত্তরঃ ৬৭৬ জন
- ২৮.মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে?
- উত্তরঃ ডা. সেতারা বেগম (২ নং সেক্টর) ও তারামন বিবি( 11 নং সেক্টর)
- ২৯. কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
- উত্তরঃ ৭ই মার্চ ১৯৭৩
- ৩০. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল
- উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১
- ৩১.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
- উত্তরঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- ৩২.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন??
- উত্তরঃ তাজউদ্দিন আহমেদ
- ৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম – উত্তরঃ যশোর
- ৩৪. মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো?
- উত্তরঃ যুক্তরাজ্য
- ৩৫.১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?
- উত্তরঃ অপারেশন সার্চ লাইট
- ৩৬.কখন মুক্তিযুদ্ধের বিরুধিতা মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
- উত্তরঃ১৪ই ডিসেম্বর
- ৩৭. শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?
- উত্তরঃ ভারত সরকার
- ৩৮. মার্ক টলী কোন সংবাদ মাদ্যমের সাংবাদিক?
- উত্তরঃ বিবিসি
- ৩৯.সাইমন ড্রিং কে ছিলেন?
- উত্তরঃ ব্রিটিশ সাংবাদিক
- ৪০.বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? ?
- উত্তরঃ ডাচ
- ৪১.মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?
- উত্তরঃ ৩ টি(K,S,Z force)
- ৪২.আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?
- উত্তরঃ ঢাকা সেনানিবাসে।
- ৪৩. বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত?
- উত্তরঃ ৭ই মার্চের ভাষন
- ৪৪.সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’?
- উত্তরঃ আইভরি কোস্ট
- ৪৫. কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?
- উত্তরঃ মেজর জেনারেল জ্যাকব
- ৪৬, ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?
- উত্তরঃ জুলফিকার আলী ভুট্টো
- ৪৭. মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?
- উত্তরঃ বিচারপতি আবু সায়িদ চৌধুরী
- ৪৮.মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
- উত্তরঃ যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
- ৪৯. এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?
- উত্তরঃ ৩রা মার্চ
- ৫০. অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে?
- উত্তরঃ ৬০ টি
- 💛Sh Sakil💙