তারিখঃ ২৫/০৮/২০১৯
বোর্ড : নূরজাহান বেগম এনডিসি
প্রার্থীঃ সাহেদ খান
সিরিয়াল: দশম
পসন্দক্রম: পুলিশ,এডমিন,কর.......
সময়: ঠিক মনে নাই।
সাবজেক্ট: রসায়ন
এক্স 1: যিনি আমার বামে(assumed)
এক্স 2 :ডানে(বয়স কিছুটা কম মনে হলো)
দরজা খুলে...
আমিঃMay I come in sir?
চেয়ারম্যান: Yes come in..
আমি ভিতরে গিয়ে বাম হাতে দরজা লাগাচ্ছি আর ভাবছি বাম হাতে লাগানো ঠিক হচ্ছে না😀😁😁।দরজা অফ করে সালাম দিলাম। চেয়ারের কাছে যাওয়ার সময় নোটিশ করলাম তিন জনই আমার মাথার দিকে তাকিয়ে আছে।আমার মাথায় চুল অনেক কম।খুশি হয়েছিলাম😁😁😁 কারন এ ব্যাপারে Phd করে গেছিলাম।কিন্তু কোন প্রশ্নই করেনি😡
চেয়ারম্যানঃ বসো (যতদূর মনে পরে তুমি করেই বলেছিল)
চেয়ারম্যান: তোমার নাম বলো।
আমি : সাহেদ খান। Then
এক্স 1 কে চেয়ারম্যান স্যার প্রশ্ন করতে অনুরোধ করলো
এক্স 1: তোমার প্রথম চয়েজ কি?
আমিঃস্যার BCS Police
Ex 1: Think u r a SP of a district.If u r not agree with decision of DC.What will u do?
আমিঃ According to PRB 15 I will send the issue to DIG and he will send it to the home ministry.Home ministry will take the decision and i will execute it.
এক্স 1: verrry good..
আমিঃ হাসি দিলাম।।খুব খুশি😁😁😁😁
এক্স 1: ১৪৪ ধারা কি বলো?
আমিঃ পেনাল কোডের ১৪৪ ধারা বললাম।
এক্স 1: ভালো করে বলো CrPc ১৪৪ ধারা।
আমিঃ সরি স্যার বলে CrPc ১৪৪ ধারা বললাম।
এক্স 1:CrPC ১৪৫ ধারায় কি আছে?
আমিঃ সরি স্যার।আমি শুধু penal code,CrPc,CPC আর PRB এর important ধারাগুলো পড়েছি।
চেয়ারম্যান: Tell us something about ur educational background...
আমি:ব্লা ব্লা ব্লা...
চেয়ারম্যানঃ তোমার CGPA কত?
আমিঃ.........।
চেয়ারম্যানঃ তোমার CGPA এত কম কেন?
আমিঃ ভাবছি কি বলা যায়।।।।
চেয়ারম্যানঃTuition করতে অনেক?
আমি: জি ম্যাম।সরি জি স্যার।আর আমার নিজের ও অসচেতনতাও ছিল।plus নিজের বোধ শক্তি ও কম ছিল।।
চেয়ারম্যানঃএক্স 2 এর দিকে তাকিয়ে...ছেলেগুলো কি যে করে? আমার দিকে তাকিয়ে কি tuition এ অনেক টাকা?
আমিঃহাসি দিলাম।
চেয়ারম্যান: তোমার subject তো রসায়ন?
আমিঃজি(ভয়ে ছিলাম কিনা কি আবার আস্ক করে)
চেয়ারম্যান :দৈনন্দিন জীবনে রসায়নের প্রয়োজনীয়তা বলতো...
আমিঃচশমা,কলম,পলিমার, drugs নিয়ে বিরাট লেকচার দিয়েদিলাম😈😈😈
চেয়ারম্যানঃPolice first চয়েজ কেন?
আমিঃSWAT এ কাজ করার ইচ্ছের কথা জানিয়ে আবার ও লেকচার দিতে যাচ্ছিলাম বাট থামিয়ে দিলেন।বুজলাম উনারা এগুলো শুনতে শুনতে tired.
চেয়ারম্যানঃInterpol কি বল?
আমিঃমুখস্ত ছিল।।।একটানে বললাম।
এক্স 2:2 জন আলকেমিস্টের নাম বল
আমি: জাবর ইবনে হাইয়ান আর আমাদের department Dr Altaf Ali sir....😅😃
এক্স 2:উনি তো modern chemist....আলকেমিস্ট হতে হবে
আমিঃচিন্তা করতেছিলাম আর কে হতে পারে আরবি নামের।।।।হঠাৎ মনে পড়ল ইবনে সিনার নাম।বললাম।উনি ইবনে সিনার নাম শুনে খুশি।আমিও খুশি।(কিন্তু সম্ববত উনি আলকেমিস্ট ছিলেন না)
এক্স 2:বাংলাদেশের প্রধান আমদানি পন্য আর রপ্তানি পন্যের নাম কি?
আমিঃপ্রধান রপ্তানি পন্য RMG। স্যার প্রধান আমদানি পন্য কি জানি না।
এক্স 2:মোট রপ্তানির কত percent RMG?
আমি: না বুজেই ৯৩% বলেছি।
চেয়ারম্যানঃ কোথায় থেকে এই information পেয়েছো?বাজারের গাইড বই থেকে?
আমিঃ মাসিক Current Affairs পড়ি।সম্ববত অইখান থেকেই পেয়েছি(ভাব খানা এমন যে current affairs এ ভুল আছে😃😃)
চেয়ারম্যানঃ আর কখনো এগুলো পড়বে না।মন্রনালয়ের website থেকে তথ্য কালেক্ট করবা..
আমিঃজি স্যার।।।
এক্স 2: এমন কোন মেডিসিন কি আছে যা নিলে আর মাদক নিতে ইচ্ছে করবে না?
আমিঃ না স্যার USA তে পর্যন্ত নাই।আর আমাদের দেশে তো প্রশ্নই আসে না।(answer নিলো কিনা বুজলাম না)
এক্স ২: আচ্ছা আমাদের দেশে যে medicine produce করে তার কত percent raw materials বিদেশ থেকে আনা লাগে?
আমিঃস্যার exact data জানি না।তবে ৯০% এর উপরে স্যার।(answer নিলো কিনা বুজলাম না।স্যার সম্ববত নিজে ই জানে না😂)
মেডিসিন Raw matarials যে আমাদের দেশে ই produce করা উচিত এ ব্যাপারে উনারা কিছুখন কথা বলেন।
এক্স 2 :তুমি যদি এখন কক্সবাজারের SP হতে তাহলে কি কি উদ্যেগ নিতে?
আমিঃ১.স্যার আমি প্রথমে কক্সবাজারের নিরাপত্তা ব্যাবস্থা শক্তিশালি করব।(স্যার কি বলে যেন আমাকে থামিয়ে দেন)
২.বিজিবির সাথে combination করে টেকনাফ উখিয়া দিয়ে ইয়াবাসহ অন্যান্য মাদক আসা বন্ধ করব(আবার আমাকে কি বলে যেন interrupt করে)
স্যারকে তখন আমি বলেসিলাম "স্যার আমি বলি?"
এক্স 2: আচ্ছা বল
আমিঃআমি আরো কয়েকটা উদ্যেগের কথা বলি।।।
উনি চুপ করে শুনছিলেন।আর interrupt করেননি।(পরে মনে হচ্ছিলো স্যারকে এবাবে থামিয়ে দেয়া ঠিক হয়নি)
এক্স 2: তোমার জেলা কোনটা?
আমিঃ ব্রাহ্মণবাড়িয়া স্যার
এক্স 2: ব্রাহ্মণবাড়িয়ার কোথায়?
আমিঃ স্যার নবীনগর
এক্স ২: ব্রাহ্মণবাড়িয়ার প্রধান সমস্যা তো
মৌলবাদ।তুমি DC হলে কি কি কাজ করতে? এ সমস্যা সমাধানে কোন কোন বিষয় কে priority দিতে?
আমিঃঅনেক কিছু বললাম।মাদ্রাসার বিষয় টেনে আনলাম যা চেয়ারম্যান পছন্দ করেননি।কারন চেয়ারম্যানের গ্রামে ও কওমি মাদ্রাসা আছে কিন্তু মৌলবাদ নাকি তেমন নাই।এ কথা শুনে balance করার ট্রাই করি।
চেয়ারম্যান: আচ্ছা স্যার ওকে আমরা ছেড়ে দেয়.আচ্ছা তুমি তাহলে আসো।
আমিঃআমি কাগজ নিয়ে ধন্যবাদ দিয়ে চলে আসতেছিলাম।পিছন থেকে ডাকলো।
চেয়ারম্যান: এটা কি তোমার first
BCS viva?
আমি: জি স্যার। First BCS viva( appeared certificate দেখে আস্ক করে ছিল)
আমি আবার বাম হাতে দরজা খুলছিলাম আর ভাবছিলাম ধ্যাত বেয়াদবি হচ্ছে আবার।ডান হাতে খোলা উচিত ছিল😃😃😃
উনারা নিজেদের মধ্যে মাদক মৌলবাদ নিয়ে আলাপ করছিল।
বিঃদ্রঃ বানান ভুলের জন্য দুঃখিত।