১৬তম নিবন্ধনের রিভিশন প্ল্যান°°°°°°
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
____||| ৭ দিনের সাজেশন স্টাডি প্ল্যান |||____
কিছু কথাঃ
★সাধারণত প্রতারক শ্রেণির মানুষ অল্প কিছু সিট ধরিয়ে সাজেশন নামে বিক্রি করে। মনে রাখবেন, তাদের বিলিভ করলেন তো ঠকলেন। আধুনিক যুগের টকবগে তরুণ তরুণী হয়ে আপনি এদের ফাঁদে পা দিবেন বিষয়টি খুবই দুঃখজনক।
★৭ দিনে অতি গুরুত্বপূর্ণ টপিকস রিভিশন দেওয়ার যেন সম্ভব হয় সেই ভাবেই সাজানো হয়েছে। যেন আপনি একবার চোখ বুলিয়ে যেতে পারেন। এতে করে পরীক্ষাতে কনফিউশন হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়।
যাই হোক কাজে নেমে পড়ি। কথা বাড়িয়ে লাভ নেই৷ মনে রাখবেন বিস্তারিত পড়ার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ টপিকসের উপর জাস্ট চোখ বুলিয়ে যেতে হবে।
___________[ ১ম দিনের রিভিশন ]______________
বাংলাঃ ১। বাগধারা ও বাগবিধি।
২। ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার।
ইংরেজিঃ Change of Parts of speech
গণিতঃ বীজগণিতঃ বীজগণিতের সূত্রাবলী
সাধারণ জ্ঞানঃ ভাষা আন্দোলন, জনসংখ্যা ও উপজাতি
।
।
।
।
___________[ ২য় দিনের রিভিশন ]______________
বাংলাঃ ১। বানান ও বাক্য শুদ্ধিকরণ
২। লিঙ্গ পরিবর্তন
ইংরেজিঃ Right form of Verbs
গণিতঃ বীজগণিতঃ উৎপাদক, গসাগু, সূচক লগারিদম
সাধারণ জ্ঞানঃ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্য
।
।
।
।
___________[ ৩য় দিনের রিভিশন ]______________
বাংলাঃ ১। সন্ধি
২। বিপরীতার্থক শব্দ
ইংরেজিঃ Transformation of Sentence
গণিতঃ জ্যামিতিঃ রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ
সাধারণ জ্ঞানঃ বাংলাদেশের অর্থনীতি, সরকার ও রাজনীতি, সম্পদ
।
।
।
।
___________[ ৪র্থ দিনের রিভিশন ]______________
বাংলাঃ ১। কারক ও বিভক্তি
২। সমাস
ইংরেজিঃ Completing sentence
গণিতঃ পাটিগণিতঃ গড়, লসাগু, গসাগু
সাধারণ জ্ঞানঃ জলবায়ু পরিবর্তন, দুর্যোগ। জাতিসংঘ।
।
।
।
।
___________[ ৫ম দিনের রিভিশন ]______________
বাংলাঃ ১। এক কথায় প্রকাশ
ইংরেজিঃ Idioms & Phrases ( 1/2)
গণিতঃ পাটিগণিতঃ শতকরা
সাধারণ জ্ঞানঃ ★ আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন
★ মুদ্রা
।
।
।
। ___________[ ৬ষ্ঠ দিনের রিভিশন ]______________
বাংলাঃ ★ প্রত্যয়
★ সমার্থক শব্দ ( ৩ ভাগের ১ ভাগ)
ইংরেজিঃ Idioms & Phrases (বাকি অংশ)
গণিতঃ পাটিগণিতঃ সুদ কষা, লাভ ক্ষতি
সাধারণ জ্ঞানঃ স্বাস্থ্য, চিকিৎসা, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান।
।
।
।
।
___________[ ৭ম দিনের রিভিশন ]______________
বাংলাঃ ১। সমার্থক শব্দ ( ৩ ভাগের বাকি ২ ভাগ)
ইংরেজিঃ অনুবাদ
গণিতঃ পাটিগণিতঃ অনুপাত সমানুপাত
সাধারণ জ্ঞানঃ রোগ ও ব্যাধি ও পরিবেশ
বিঃদ্রঃ ডিটেইলস নয়। গুরুত্বপূর্ণ এবং দাগানো অংশ পড়ুন। পরীক্ষাতে যে সব টপিকস থেকে বেশি বেশি প্রশ্ন আসে সে গুলোই বাছাই করা হয়েছে। সো এগুলো অবশ্যই দেখে যেতে হবে। এতে কনফিউশন হবে অনেক কম। সহজেই প্রিলি পাশ করতে পারবেন।
ধন্যবাদ
পাওয়ার সিরিজ
<3 আমরা অরিচেই NSI এর উপর স্টাডি প্ল্যান পরিচালনা করবো। এর জন্য সুন্দর একটি বুক লিস্ট দেবো৷ ২৬ তারিখের পর অবস্থা বুঝে ব্যবস্থা। NSI, তে প্রাইমারির মত প্রশ্ন হয়। তাই আপনার পড়া আছেই। আমরা জাস্ট রিভিশন দেবো।
------++------
Alton Ben