তারিখ :১৫/০৯/২০১৯
সময়: ১২-১৫ মিনিট
Board : কাজী সালাউদ্দিন আকবর স্যার
Cadre Choice list: Police, Administration, Foreign Affairs...............
চেয়ারম্যান স্যার:
১। নাম কি? বিশ্ববিদ্যালয়ের নাম কি? শেষ তিনজন ভিসির নাম বল?
২। Tell five characters that You have possessed?
3। এখন কি করছি?
৪। বিসিএস কৃষি থেকে কেন বিসিএস পুলিশ এ আসতে চাই?( এই প্রশ্নের উত্তর নিয়ে তিনজন স্যার অনেক পেচাইছে)
৫। পুলিশ নিয়ে রচিত ২ টি বইয়ের নাম?
৬। বাংলাদেশের ২ জন ও ভারতের একজন সাহিত্যিক এর নাম বল যারা পুলিশে চাকরি করতেন এবং তাদের রচিত বই এর নাম?
External-1:
১। ৫৪ ধারা কি? কোথাই আছে?
২। ১৪৪ ধারা কি? কোথাই আছে? কে জারি করতে পারেন?
৩। PRB নাম শুনেছেন? কি? কত সালে প্রতিষ্ঠিত? কতটি ধারা আছে?
৪। SP ও DC এর সম্পর্ক পিআরবি এর কত ধারায় আছে?
৫। ৪২০ কি? কোথাই আছে?
৬। Executive Magistrate ও Judicial Magistrate এর মধ্যে পার্থক্য কি?
External-2:
১। PRB এর ৩৭৯ ও ৩৮৯ ধারা কি? (পারি নি)
২। তোমার জন্ম তো মার্চ মাসে? মার্চ
মাসের উল্লেখযোগ্য কিছু ঘটনা বল তারিখসহ?
N.B: Board onek friendly silo. Sob Question Bangla te ask korechen. sobar jonno Shuvokamona.
Md. Firoj Ali
Agriculture Extension Officer
36th BCS( Agriculture)