(৩৮ তম বিসিএস ভাইভা)
১৫ সেপ্টেম্বর, ২০১৯,
বোর্ড: মোখলেসুর রহমান স্যার।
প্রার্থীঃ Crispy Arif
সাবজেক্ট : লোকপ্রশাসন, চবি।
পছন্দ : প্রশাসন, তথ্য (অনুষ্ঠান), কর।
___
চেয়ারম্যান :
*নাম বল।
*যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও শেষ ক্যাডার পছন্দ কী?
*Why is family planning your last choise?
*চট্টগ্রামের প্রাচীন নাম কটি? কয়েকটি বল।
*চট্টগ্রাম বন্দর কবে প্রতিষ্ঠিত?
*পর্তুগীজদেরকে চট্টগ্রাম থেকে কে বিতাড়িত করেন?
*চট্টগ্রামের সাথে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এক হওয়া/ আলাদা হওয়া কেন? (প্রশ্নটি আসলে কী ঠিক মনে নেই)।
*সংবিধানে কয়টি সংশোধনী?
*সংবিধানের চতুর্দশ সংশোধনীর আদ্যপান্ত থেকে একাধিক প্রশ্ন। (৪ক অনুচ্ছেদ আশা করছিলেন, বলতে মনে ছিল না)।
*নির্বাচন কমিশনার শপথ পড়ান এই সংশোধনীতে নিশ্চিত কিনা? (৩ বার একই প্রশ্ন)
এক্সটারনাল ১ :
*মাদ্রাসায় ভাল রেজাল্ট করে কন্টিনিউ করা হয়নি কেন? ইচ্ছে না থাকলে রেজাল্ট ভাল কী করে হল?
*আইএস কারা।
*বাংলাদেশে আইএস আছে কিনা।
*আইএসের ধর্মচিন্তা আর বাংলাদেশ সরকারের ধর্মচিন্তার মধ্যে কোনটি শ্রেষ্ঠ? কেন?
*বাড়ি চট্টগ্রামের কোথায়?
*আব্দুল হক চৌধুরী কে?
*চট্টগ্রামের দুজন ইতিহাসবিদের নাম।
*আবদুল করিম এবং আব্দুল করিম সাহিত্যবিশারদ কারা।
*এপ্রিলের উল্লেখযোগ্য ঘটনা।
*মার্চের উল্লেখযোগ্য ঘটনা।
*১৭ মার্চ কী?
*২০২০ সালে কী হবে? বছরটির একটি নাম আছে, সেটা কী? (মুজিব বর্ষ, বোর্ড থেকে বের হওয়ার পরে মনে পড়েছে)
এক্সটারনাল ২ :
*চট্টগ্রামে এত পির আউলিয়ার দরগাহ হওয়ার কারণ কী?
*পির আউলিয়ারা চিন নাকি বার্মা দিয়ে এসেছেন? লোকপ্রশাসনে কি ইতিহাস পড়ানো হয়নি? মাদ্রাসায় তো ইতিহাস পড়ানোর কথা!
*দুটি ইসলামের ইতিহাসের বইয়ের নাম।
*কসিদা কী?
চেয়ারম্যান :
*নাগরিক হিসেবে দায়িত্ব কী?
*সংবিধানের কোন অনুচ্ছেদের কোন দফায় তা আছে?
(আরো কিছু বাকি থাকতে পারে। নামাজের সময় গড়িয়ে যাচ্ছিল। তাই একই প্রশ্ন লম্বা না করে উত্তর শোনামাত্রই দ্রুত অন্যান্য প্রশ্নে চলে গিয়েছেন।)