Pages

আন্তর্জাতিক সংস্থা, সংগঠন ও জোট রাজনৈতিক ও আঞ্চলিক জোট

আন্তর্জাতিক সংস্থা, সংগঠন ও জোট রাজনৈতিক ও আঞ্চলিক জোট

♦এক নজরে জাতিসংঘ নিয়েঃ
১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে ?
====>মার্কিন প্রেসিডেন্ট এফ,ডি রুজভেল্ট।
২. জাতিসংঘ নামকরণ করেন কে?
====>মার্কিন প্রেসিডেন্ট এফ,ডি রুজভেল্ট ।
৩. জাতিসংঘ নামকরণ করা হয় কবে?
====>১ জানুয়ারী ১৯৪২।
৪. কত সালে প্রথম জাতিসংঘের খসড়া সনদ প্রণীত হয় ?
====>১৯৪৪ সালে।
৫.জাতিসংঘের চার্টার কবে পাশ হয়?
====>২৬ জুলাই ১৯৪৫ ।
৬. জাতিসংঘের প্রস্তাবটি কত সালে গৃহীত হয়
====>১৯৪৪ সালে।
৭. জাতিসংঘ গঠনের প্রস্তাবটি প্রথম কোথায় বসে গৃহীত হয়
====>ওয়াশিংটনে ডাম্বার্টন ওক্সে ।
৮. জাতিসংঘ গঠনের প্রস্তাব গ্রহণকারী প্রথম দেশগুলোর নাম কী ?
====>চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবং ফ্রান্স।
৯. জাতিসংঘের চার্টার (সনদ) কবে গৃহীত হয় ?
====>২৫ এপ্রিল, ১৯৪৫।
১০. কতটি দেশের প্রতিনিধিদের সম্মতিতে জাতিসংঘ চার্টার (সনদ) গৃহীত হয় ?
====>৫০ টি ।
১১. জাতিসংঘ সনদ বিষয়ক সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয় ?
====>সানফ্রান্সিস্কোতে।
১২. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে ?
====>২৪ অক্টোবর, ১৯৪৫ ।
১৩. জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে থেকে ?
====>২৪ আক্টোবর, ১৯৪৫।
১৪. প্রতিবছরের কোন তারিখকে ‘জাতিসংঘ দিবস’ পালিত হয় ?
====>২৪ অক্টোবর।
১৫. প্রথম কোন দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের সদস্য হয় ?
====> পোল্যান্ড।
১৬. জাতিসংঘের মূল সংস্থা কয়টি ?
====>৬টি ।
১৭.সাধারণ পরিষদের প্রথম অধিবেশনের সূচনা হয় কবে ?
====>২৩ অক্টোবর, ১৯৪৬ ।
১৮. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
====>ওয়েষ্ট মিনিস্টার হল (লন্ডন)।
১৯. জাতিসংঘ সনদের রচয়িতা কে ?
====>Archibald Macleish
২০. সাধারণ পরিষদের বাৎসরিক নিয়মিত অধিবেশন কবে থেকে শুরু হয় ?
====>সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার থেকে।
২১. সাধারণ পরিষদের সভাপতির কার্যকাল কত দিন?
====>১ বছর ।
২২. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন ছাড়া আর কি অধিবেশন বসতে পারে ?
====>বিশেষ ও জরুরি অধিবেশন।
২৩. নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ কয়টি ?
====>১৫টি ।
২৪.নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি ?
====>৫টি ।
২৫.নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কয়টি ?
====> ১০টি ।
২৬.নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য ?
====>২ বছর ।
২৭.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
====>জাতিসংঘ সদর দপ্তরে ।
২৮.অছি পরিষদের সদস্য নির্বাচিত হয় কার মাধ্যমে ?
====>সাধারণ পরিষদের মাধ্যমে।
২৯.আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় ?
====>হেগ (নেদারল্যান্ড)।
৩০.আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত ?
====>১৫জন।
৩১. আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর ?
====>৩ বছর।
৩২.আন্তর্জাতিক আদালতের বিচারকের কার্যকাল কত বছর ?
====> ৯ বছর।
৩৩. জাতিসংঘের পতাকা নির্ধারিত হয় ?
====> ২০ অক্টোবর , ১৯৪৭।
৩৪. জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন কতটি ?
====> ৬টি।
৩৪.১ জাতিসংঘের কার্যকর ভাষা কতটি ?
====> ২টি (ইংরেজী ও ফরাসী )।
৩৫. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি ?
====> ৬টি (ইংরেজী, আরবি, ফরাসী, চীনা, রুশ ও স্প্যানিশ)।
৩৬. জাতিসংঘ ভবনের নক্সা আঁকেন কে ?
====> ওয়ালেশ কে হ্যারিসন (যুক্তরাষ্ট )।
৩৭. জাতিসংঘ ভবনের জন্য জমি দান করেন কে?
====> জন ডি রকফেলার(যুক্তরাষ্ট্র)।
৩৮. জাতিসংঘের জন্য সংগীত রচিত হয় কত সালে ?
====> ১৯৭১ সালের ২৪ অক্টোবর।
৩৯. জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত?
====> জেনেভা (সুইজারল্যান্ড )।
৪০. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
====> টোকিও (জাপান )। ১৯৭৩ সালে।
৪১. জাতিসংঘের আয়ের উৎস কী ?
====> সদস্য দেশ সমূহের চাঁদা।
৪২. জাতিসংঘ কোষ্টারিকায় কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে
====> ইউনির্ভাসিটি ফর পিচ।
৪৩. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
====> ট্রিগভেলী।
৪৪. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?
====> দ্যাগ হেমার শোল্ড।
৪৫. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা
====> ১৯৩ টি।
৪৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সদর দপ্তর কোথায়?
====> নিউইয়র্ক।

#জোট নিরপেক্ষ আন্দোলন(NAM)ঃ

জোট নিরপেক্ষ আন্দোলন (NAM- Non Aligned Movement)
♦সদস্য -১২০
NAM এর পূর্ণরূপ- Non Aligned Movement.

NAM প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে (বেলগ্রেডে)

NAM এর সদর দপ্তর- বান্দুং(ইন্দোনেশিয়া) (NAM- এর কার্যত কোন সদর দপ্তর নেই, শুধু নামেমাত্র সদর দপ্তর)
NAM এর চেয়ারম্যান- 
NAM এর শীর্ষনম্মেলন বসে- ৩ বছর পর পর

 #ইসলামী সম্মেলন সংস্থা(OIC)ঃ

ইসলামিক রাষ্ট্রগুলোর জোট- OIC
OIC- এর পূর্ণরূপ- Organization of Islamic Cooperation

OIC এর আদিনাম- Organization of the Islamic Conference

♦OIC এর বর্তমান সদস্য- ৫৭ টি

OIC এর সর্বশেষ সদস্য- আইভোরিকোস্ট (২০০১)

OIC এর সদর দপ্তর- জেদ্দা

বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে

অমুসলিম রাষ্ট্র হয়েও OIC এর সদস্য- উগান্ডা, রুয়ান্ডা, ক্যামেরুন, বেনিন, সুরিনাম, গায়না ও মোজাম্বিক

#সার্ক(SARRC)

দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতার আঞ্চলিক জোট SAARC

SARRC এর পূর্ণরূপ- South Asian Association for Regional Co-Operation

SARRC এর সচিবালয়- কাঠমুন্ডুতে (নেপাল)

SAARC এর বর্তমান চেয়ারম্যান- জিগমে ওয়াই থিনলে (ভুটানের প্রধানমন্ত্রী)

♦ SARRC এর বর্তমান সদস্য- ৮ টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান)

SARRC এর সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান

SARRC এর পর্যবেক্ষক সদস্য- অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, কোরিয়া, মরিশাস, মায়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (অস্ট্রেলিয়া ও মায়ানমার ২০১০ সালেই প্রথম সার্ক সম্মেলনে অংশ নেয়)
SARRC এর সদস্য হতে আগ্রহী- চীন, ইরান, মায়ানমার
SARRC পর্যবেক্ষক হতে আগ্রহী- ইন্দোনেশিয়া ও রাশিয়া
#SAARC এর অন্তর্ভূক্ত যে দেশে সামরিক বাহিনী নেই- মালদ্বীপ ও ভুটান
SAARC এর অন্তর্ভূক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- আফগানিস্তান, নেপাল ও ভুটান
#SAARC এর সহযোগিতার ক্ষেত্র- ১৩ টি

SAARC এর পরবর্তী সম্মেলন হবে- ২০১১ সালে মালদ্বীপে

#SARRC এর বানিজ্য চুক্তি SAPTA স্বাক্ষরিত হয়- ১১ এপ্রিল, ১৯৯৩

SAPTA চুক্তি কার্যকরী হয়- ৮ ডিসেম্বর,১৯৯৫

SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয়- ৬ জানুয়ারি, ২০০৪ সালে

SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি কার্যকরী হয়- ১ জুলাই, ২০০৬ সালে

 ♦SAIC (সার্ক কৃষি তথ্য কেন্দ্র) অবস্থিত- বাংলাদেশে

♦SMRC (সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত- বাংলাদেশ

 ♦ইউরোপিয়ান ইউনিয়ন(EU)

ইউরোপীয়ান দেশগুলোর, মূলত অর্থনৈতিক সহযোগিতার জোট- EU

ইউরোপিয়ান জোটগুলোর মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক জোট- ইউরোপিয়ান ইউনিয়ন(EU)।

EU এর পূর্ব নাম- EC (EEC)

EU প্রতিষ্ঠিত হয়- ১ নভেম্বর, ১৯৯৩ সালে

EU প্রতিষ্ঠাকালীন সদস্য- ১৫ টি

♦EU এর বর্তমান সদস্য- ২৭ টি

EU এর সদর দপ্তর- ব্রাসেলস(বেলজিয়াম)

ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর- জার্মানির ফ্রাঙ্কফুটে

ইউরোপীয় পার্লামেন্ট অবস্থিত- স্টাসবার্গে (ফ্রান্স) এবং ব্রাসেলস (বেলজিয়াম)

EU এর বর্তমান প্রেসিডেন্ট- 

ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট- 

ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট- 

ইউরো মূদ্রার জনক- রবার্ট ম্যান্ডেল

ইউরো মুদ্রা বাজারে আসে- ২০০২ সালে

♦বিশ্ব বাণিজ্য সংস্থা  (WTO) :

বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়- ১ জানুয়ারি, ১৯৯৫

♦সদস্য সংখ্যা- ১৬৪(সর্বশেষ-আফগানিস্তান) 

সদর দপ্তর- জেনেভা

পূর্বনাম/পূর্ব স্বত্ত্বা- GATT (General Agreement on Tariffs and Trade)

(মূলত GATT ছিল একটি বাণিজ্য চুক্তি; পরবর্তীতে UN র কোন বাণিজ্য সংস্থা কার্যকর না হতে পারায় এটিকেই আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা হিসেবে রূপদান করে বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) নাম দেয়া হয় ।)

GATT প্রতিষ্ঠিত হয়- ১৯৪৭ সালে

GATT বিলুপ্ত ঘোষণা করা হয়- ১৯৯৩ সালে

বাংলাদেশ GATT স্বাক্ষর করে- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে

সর্বশেষ সদস্য- কেপ ভার্দে (২৩ জুলাই ২০০৮) (ইউক্রেন সদস্য হয় ১৬ মে ২০০৮ সালে)

♦বিশ্বব্যাংক (World Bank)

বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে

বিশ্বব্যাংকের সদরদপ্তর- ওয়াশিংটন ডিসি (সকল সংস্থার সদর দপ্তরও ওয়াশিংটন ডিসিতে)

বিশ্বব্যাংকের বর্তমান সদস্য- ১৮৭

♦বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট- 

♦বিশ্বব্যাংকের গঠিত হয়- ব্রিটন উডস চুক্তির মাধ্যমে

বিশ্বব্যাংকের মূল সংস্থা- ৫টি;

♦ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (International Bank for Reconstruction and Development) (IBRD)
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
♦ (International Development Association) (IDA)
♦ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (International Finance Corporation) (IFC)

♦মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (Multilateral Investment Guarantee Agency) (MIGA)

♦ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ  ইনভেস্টমেন্ট ডিসপিউটস (International Centre for Settlement of Investment Disputes) (ICSID)

♦♦♦বিশ্বব্যাংক বলতে মূলত IBRD ও IDA কে বোঝানো হয় (সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ IBRD; পরীক্ষায় আসলে IBRD উত্তর করতে হবে)

♦জাতিসংঘের সদস্য না হয়েও বিশ্বব্যাংকের সদস্য- কসোভো

♦ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (IBRD)

সদস্য রাষ্ট্র- ১৯০(সর্বশেষ -)

সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

 ♦ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (IDA)

সদস্য রাষ্ট্র- ১৭৩( সর্বশেষ -রোমানিয়া) 

সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (IFC)

সদস্য রাষ্ট্র- ১৮৪(দক্ষিণ সুদান-সর্বশেষ)

সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

 ♦মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA)

সদস্য রাষ্ট্র- 

সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

♦ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ  ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID)

সদস্য রাষ্ট্র- 

সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি

 ♦এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)

ADB প্রতিষ্ঠিত হয়- ১৯৬৬ সালে

ADB এর বর্তমান সদস্য- ৬৮ টি(সর্বশেষ-জর্জিয়া)

ADB এর সদর দপ্তর- ম্যানিলা

পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট- হারাহিকো কুরোদা (৮ম)

♦♦♦BIMSTEC

BIMSTEC এর পূর্ণ নাম- Bay of Bengal Initiative for Multi-Sector Technical and Economic Cooperation

BIMSTEC গঠিত হয়- ৬ জুন, ১৯৯৭ সালে
সদস্য-১৫টি (সর্বশেষ -ফিজি)।
BIMSTEC এর পূর্বনাম- BISTEC

BIMSTEC এর সদর দপ্তর- গুলসান,ঢাকা

BISTEC এর নাম BIMSTEC হয় যে দেশ যোগ দেয়ার পরে- মায়ানমার

BIMSTEC এর সদস্য- বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভূটান, নেপাল (৭টা)
বর্তমান চেয়ারম্যান রাষ্ট্র- মায়ানমার

 ♦♦♦আসিয়ান (ASEAN)

পূর্ণ নাম- Association of Southeast Asian Naions

সদর দপ্তর- জাকার্তা

বর্তমান সদস্য- ১০ টি

♦সিরডাপ (CIRDAP)

CIRDAP প্রতিষ্ঠিত হয়- ১৯৭৯

CIRDAP এর সদস্য- ১৫ টি

CIRDAP এর সর্বশেষ সদস্য- ফিজি (জুন ২০১০)

CIRDAP এর সদর দপ্তর- ঢাকা

CIRDAP এর পূর্ণনাম- Centre on Integrated Rural Development for Asia and the Pacific

 ♦♦জাতিসংঘের অঙ্গসংগঠন♦♦♦

আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation)

জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা

প্রতিষ্ঠা- ১৯১৯ সালে(সদস্য -১৮৭)

সদর দপ্তর- জেনেভা

 ♦♦♦জাতিসংঘ পরিবেশবাদী সংস্থা (IPCC)

এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক অঙ্গ সংগঠন

IPCC এর পূর্ণ রূপ- Inter Governmental Panel on Climate Change.

প্রতিষ্ঠাকাল- ১৯৮৮

নির্বাহী প্রধান- 

নোবেল পুরস্কার লাভ- ২০০৭ সাল

 ♦♦সামরিক জোট♦♦

NATO-র পূর্ণরূপ- North Atlantic Treaty Organization

প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে

বর্তমান সদস্য- ৩০টি(সর্বশেষ -

সদর দপ্তর- ব্রাসেলস

১৯৬৬ সালের আগ পর্যন্ত NATO-র সদর দপ্তর ছিল- প্যারিসে

মহাসচিব- 

 ♦♦ইন্টারপোল (INTERPOL)

পুলিশের আন্তর্জাতিক সংগঠন

পূর্ণরূপ- International Criminal Police Organization

প্রতিষ্ঠিত হয়- ১৯২৩ সালে

প্রাথমিক সদস্য- ৫০টি

বর্তমান সদস্য- ১৮৮টি

সদর দপ্তর- প্যারিসের লিঁও

বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালে

International Criminal Police Commission থেকে International Criminal Police Organization হয়- ১৯৫৬ সালে

 ♦♦বিলুপ্ত হয়ে যাওয়া সামরিক জোটসমূহ- WARSAW PACT, SEATO, CENTO

 ♦♦বিভিন্ন সংস্থা, জোট ও সংগঠনের প্রতিষ্ঠাসালঃ

১৮৬৬-Red Cross

১৯০৫-Rottery Int’l

১৯১৯-ILO (+২য় ভার্সাই চুক্তি)

১৯২৩-INTERPOL

১৯৪৫-UN, UNESCO, IMF, আরব লীগ, WB, FAO

১৯৪৮-WHO (+মানবাধিকার চুক্তি)

১৯৪৯-COMMONWEALTH, NATO (+জেনেভা কনভেনশন)

১৯৫৩-UNICEF

১৯৫৫-WARSHAW PACT (বিলুপ্তি- ১৯৯১)

১৯৬০-OPEC, IDA

১৯৬১-NAM, Amnesty Int’l

১৯৬৩-OAU(পরে AU, ২০০২ সালে)

১৯৬৬-ADB (+তাসখন্দ চুক্তি)

১৯৬৭-ASEAN

১৯৬৯-OIC

১৯৭৩-IDB (+প্যারিস চুক্তি)

১৯৮৫-SAARC

১৯৯৫-WTO, EU(ম্যাসট্রিক্ট চুক্তি- ১৯৯২) (+ডেটন চুক্তি)

১৯৯৭-BIMSTEC, D-8 (+শান্তিচুক্তি, কিয়োটো, অটোয়া চুক্তি)

২০০২-AU(পূর্বে- OAU)

♦♦বাংলাদেশের সদস্যপদ লাভঃ

১৯৭২-COMMONWEALTH (৩২), IMF

১৯৭৪-UN (১৩৬), OIC

১৯৭৬-INTERPOL

১৯৮০-WOA (World Olympic Assoc.)

১৯৯৫-WTO 

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন