Pages

আন্তর্জাতিক বিষয়াবলী

আন্তর্জাতিক বিষয়াবলী

১। ওয়াটার এইড ‘ কোন দেশভিত্তিক সংস্থা ?
ক)ব্রিটেন
খ) যুক্তরাষ্ট্র 
গ) কানাডা
ঘ) নেদারল্যান্ড
উত্তর : ক
২)টেকসই উন্নয়নে অনবদ্য অবদানের জন্য IPCC শান্তিতে নোবেল পায়  কবে ?
ক)২০১১
খ)২০০৭
গ)২০০৫
ঘ)২০০৮
উত্তর :খ
৩)UNFCCC -এর সদর দপ্তর কোথায় ?
ক)বন, জার্মানি
খ) নিউ ইয়র্ক , যুক্তরাষ্ট্র 
গ) প্যারিস , ফ্রান্স
ঘ) জেনেভা , সুইজারল্যান্জ
উত্তর : ক
৪)। কিয়োটো প্রটোকলের মেয়াদ কবে শেষ হবে? 
ক) ২০২০
খ)২০২১
গ)২০২৫
ঘ)২০২৬
উত্তর : ক
৫। গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কবে ? 
ক)২০১০ সালে কানকুন মেক্সিকো 
খ) ২০০৯ সালে কোপেন হেগেন , Cop-15.
গ) ২০১৫ , প্যারিস , ফ্রান্স 
ঘ) কোনোটিই নয়
উত্তর : খ
৬.World Watch - কোন দেশের পরিবেশবাদী সংস্থা ?
ক)যুক্তরাজ্য
খ)যুক্তরাষ্ট্র 
গ)ডেনমার্ক
ঘ)নিউজিল্যান্ড
উত্তর : খ
৭.টেকসই উন্নয়ন অভিষ্টের কত নং লক্ষ্য জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ?
ক)১৩নং 
খ) ১৭
গ)৮
ঘ)১২
উত্তর : ক
৮।বহুল আলোচিত জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থানবার্গ কোন দেশের নাগরিক?
ক)যুক্তরাজ্য
খ)যুক্তরাষ্ট্র 
গ)ডেনমার্ক
ঘ)সুইডেন
উত্তর:ঘ
৯)বিশ্বে প্রথম কার্বন কর চালু করে কোন দেশ ?
 ক)ফিনল্যান্ড ।
খ)অস্ট্রেলিয়া
গ)গণচীন
ঘ) নেপাল 
উত্তর  ক
১০)কত সালে পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করেন ?
ক)২০১৫ সালে ।
খ)২০০৯
গ)২০১০
ঘ)২০১৬
উত্তর :ক
১১। প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ-
ক)ভুটান ।
খ)নেপাল 
গ)মালদ্বীপ 
ঘ) হন্ডুরাস
উত্তরঃক
১২)রামসার কনভেনশনের বিষয়বস্তু হলো-
ক)বর্জ ব্যবস্থাপনা
খ)জলাভূমি সংরক্ষণ ।
গ) ওজন স্তর ক্ষয় রোধ
ঘ) জীব বৈচিত্র সংরক্ষণ
উত্তর :খ
১৩) Global climate Risc Index -2020 এর রিপোর্ট মতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক)১০ম
খ) ৭ম 
গ)৮ম
ঘ)৯ম
উত্তর :খ
১৪)কার্টাগেনা প্রটোকল কার্যকর হয় কবে ?
ক)১১ সেপ্টেম্বর ২০০৩ ।
খ) ১১ সেপ্টেম্বর ২০০০
গ) ১১ সেপ্টেম্বর ২০০২
ঘ) ১১ সেপ্টেম্ব ২০০৪
উত্তর :ক
১৫)জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন গৃহীত হয় কবে ?
ক)১১ সেপ্টেম্বর ২০০৩ ।
খ)২২ মার্চ ১৯৮৫ ।
গ) ২২ মার্চ ১৯৯২
ঘ) ২২ মার্চ ১৯৯৪
উত্তর :খ
১৬)বাংলাদেশ প্যারিস চুক্তি অনুমোদন করে-
ক)২১ সেপ্টেম্বর ২০১৬ 
খ)২২ এপ্রিল ২০১৫
গ)১৯ ডিসেম্বর ২০১৬
ঘ)৭জুন ২০১৬
উত্তর :ক
১৭) গ্রীন ক্লাইমেন্ট ফান্ড এর প্রধান কার্যালয় কোথায়?
ক)বন জার্মানি
খ)সিউল, দক্ষিণ করিয়া
গ) রোম , ইতালি
ঘ) প্যারিস, ফ্রান্স
উত্তর : খ
১৮) বিশ্ব ধরিত্রী দিবস(International Mother Earth Day) -
ক)৭ জুন 
খ)২৩ মার্চ
গ)২২ শে এপ্রিল
ঘ)২২ মার্চ
উত্তরঃ গ
১৯)গ্রীনবেল্ট মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা কে?
ক)ওয়াংগেরি মাথাই
খ)নরম্যান বোরলোগ
গ) গ্রেটা থুনবার্গ
ঘ) আরহেনিয়াস
উত্তর :ক
২০)বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে??
ক)১ থেকে ১.৫ ডিগ্রি
খ)১.৫ থেকে ২ ডিগ্রি
গ)২ থেকে ২.৫ ডিগ্রি
ঘ)২.৫ থেকে ৩ ডিগ্রি
উত্তরঃক
২১. প্রথম One Planet Summit কোথায় এবং কখন হয়?
ক)প্যারিস, ২০১৭
খ)নিউইয়র্ক, ২০১৮
গ)লিসবন, ২০১৬
ঘ)নিউইয়র্ক, ২০১৭
উত্তরঃক
২২) COP-26 কত সালে অনুষ্ঠিত হবে?
ক) 2020 Glasgow, স্কটল্যান্ড
খ) ২০২১,ওয়ারশ পোল্যান্ড
গ) ২০২০, বন জার্মানি
ঘ) ২০২০, সুভা, ফিজি
উত্তরঃক
২৩) Wild Wide Fund for Nature এর সদর দপ্তর কোথায়? 
ক)গ্লান্ড, সুইজারল্যান্ড
খ)সিউল, দক্ষিণ করিয়া
গ) রোম , ইতালি
ঘ) প্যারিস, ফ্রান্স
উত্তরঃক
২৪) SDGএর সূচক কয়টি ?
ক)১৭
খ)৮
গ)১৬৯
ঘ)২২ 
উত্তরঃ গ
২৫)Carbon Trade এর ধারণা দেয় কোন প্রটোকল/ চুক্তি?
ক)প্যারিস চুক্তি
খ)কিয়োটো প্রটোকল
গ)মন্ট্রিল প্রটোকল
ঘ)কপ-১৫
উঃখ
২৬) ‘V20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
ক. কৃষি উন্নয়ন
খ. দারিদ্র বিমোচন
গ. জলবায়ু পরিবর্তন 
ঘ. বিনিয়োগ সম্পর্কিত
উত্তরঃ গ
২৭) ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?
ক. ২২ নটিক্যাল মাইল
খ. ৪৪ নটিক্যাল মাইল
গ. ২০০ নটিক্যাল মাইল 
ঘ. ৩৭০ নটিক্যাল মাইল
উঃ গ
২৮) বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ওয়শিংটন
খ. নিউইয়র্ক
গ. জেনেভা 
ঘ. রোম
উঃ গ
২৯) ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
ক. ১৯৩
খ. ১৬৮
গ. ১৯৯
ঘ. ১৯৬ 
উঃ ঘ
৩০) W.R.I’ কি?
ক. জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী
খ. বন সম্পর্কিত প্রতিষ্ঠান 
গ. প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী
ঘ. জাতিসংঘের পরিবেশ দূষণের বিরুদ্ধে গৃহীত কর্মসূচী
উঃ খ
৩১) ‘মিস আর্থ’ প্রতিযোগিতার উদ্দেশ্য কি?
ক. নারী সচেতনতা বৃদ্ধি
খ. সামাজিক সচেতনতা বৃদ্ধি
গ. স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি
ঘ. পরিবেশ সচেতনতা বৃদ্ধি 
উঃ ঘ
৩২) UNEP-এর সদরদপ্তর—
A. দিল্লি,ভারত
B. জেনেভা,সুইজারল্যান্ড
C. বন, জার্মানি
D. নাইরোবি, কেনিয়া
উঃ ঘ
৩৩) রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’ -এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন?
ক. ১৫০
খ. ১৫৬
গ. ১৭৮ 
ঘ. ১৭৯
উঃ গ
৩৪) ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
ক. মন্ট্রিল প্রোটকল 
খ. ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
গ. IPCC চুক্তি
ঘ. কোনটিই নয়
উঃ ক
৩৫) জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? 
ক) ৮০ বিলিয়ন ডলার
খ) ১০০ বিলিয়ন ডলার 
গ) ১৫০ বিলিয়ন ডলার
ঘ) ২০০ বিলিয়ন ডলার 
উঃ খ
৩৬) বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে ? 
ক) ৩০% 
খ) ৪০%
গ) ৫০%
ঘ) ৬০% 
উঃ ক
৩৭) “কার্টাগেনা প্রোটকল” হচ্ছে - 
ক) জাতিসংঘের যুদ্ধ মোকাবিলা সংক্রান্ত চুক্তি 
খ) জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি 
গ) জাতিসংঘের নারী অধিকার বিষয় প্রটোকল 
ঘ) জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি 
উঃ ঘ
৩৮) গ্রীস পিস (Green Peace) কোন দেশ ভিত্তিক পরিবেশবাদী সংস্থা? 
ক) নরওয়ে
খ) পোল্যান্ড
গ) নিউজিল্যান্ড
ঘ) নেদারল্যান্ড
উঃ ঘ
৩৯) IUCN এর কাজ হল বিশ্বব্যাপী - 
ক) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা 
খ) আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা 
গ) পানি সম্পদ সংরক্ষণ করা
ঘ) মানবাধিকার সংরক্ষণ করা 
উঃ ক
৪০) সমুদ্রপৃষ্ঠ ৪৫ সে.মি বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাত বাংলাদেশে “Climate Refugee” হবে? 
ক) ৩ কোটি 
খ) ৩.৫০ কোটি
গ) ৪ কোটি
ঘ) ৪.৫০ কোটি 
উঃ ক
৪১) ICAN কোন ধরনের সংস্থা?
ক)পরিবেশ সংস্থা 
খ)স্বেচ্ছাসেবি সংস্থা
গ)মানবাধিকার সংস্থা
ঘ)পরমাণু অস্ত্র বিরোধী জোট
উঃ ক
৪২) প্যারিস চুক্তি কার্যকর হয় কবে?
ক) ১ নভেম্বর, ২০১৬
খ) ৪ নভেম্বর, ২০১৬ 
গ) ১৫ নভেম্বর, ২০১৬
ঘ) ১ ডিসেম্বর, ২০১৬
উঃ খ
৪৩) Climate & Clean Air Coalition চুক্তির অন্তর্ভুক্ত নয়-
ক)বাংলাদেশ
খ)মেক্সিকো
গ)কানাডা
ঘ)যুক্তরাজ্য
উঃ ঘ
৪৪) ১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল?
ক. পরমাণু
খ. পরিবেশ 
গ. বাণিজ্য
ঘ. নিরস্ত্রীকরণ
উঃ খ
৪৫) বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয়–
ক. ১৯৯১ সালে
খ. ১৯৯২ সালে 
গ. ১৯৯৫ সালে
ঘ. ১৯৯৯ সালে
উঃ খ
৪৬) আর্থ আওয়ার পালিত হয় কবে?
ক. আগস্টের শেষ শনিবার
খ. মার্চের শেষ রবিবার
গ. মার্চের শেষ শনিবার 
ঘ. আগস্টের শেষ রবিবার
উঃ গ
৪৭) “UNFCCC” এর পূর্ণ রূপ কি?
ক. United Nations final Convention on Climate Change
খ. United Nations Framework Convention on Climate Change
গ. United Nations Framework Council on Climate Change
ঘ. United Nations Framework Convention on Climate Challenge
উঃ খ
৪৮) IUCN- এর পূর্ণ রূপ–
ক. International Union for the Conservation of the Nations
খ. International Unity for the Conservation of the Nature
গ. International Union for the Conservation of the Nature
ঘ. International Union for the Council for the Nature
উঃ গ
৪৯) WMO এবং UNEP-এর সম্মিলিত নাম—
ক. IUCN
খ. IPCC
গ. UNFCCC
ঘ. WWF
উঃ খ
৫০) ১৯৯৫ সালে প্রথম COP সম্মেলন অনুষ্ঠিত হয়—
ক. দিল্লি,ভারত
খ. জেনেভা,সুইজারল্যান্ড
গ. বার্লিন, জার্মান 
ঘ. নাইরোবি, কেনিয়া
উঃ গ
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন