Pages

বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, শব্দার্থ, সন্ধি, প্রকৃতি ও প্রত্যয় , শুদ্ধিকরণ

..... #মিশন_বিজয়_দিবস ০১ ......

প্রতিদিন ১০টা বাগধারা, ১০টা এক কথায় প্রকাশ, ১০টা বিপরীত শব্দ, ১০টা পারিভাষিক শব্দ, ১০টা শব্দার্থ, ৫টা সন্ধি, ৫টা শুদ্ধিকরণ, আর ৫টা প্রকৃতি ও প্রত্যয় মুখস্থ করতে হবে,,,

✅ বাগধারা
০১. জলে কুমির ডাঙায় বাঘ- উভয় সংকট
০২. জিলাপির প্যাচ-কুটিলতা
০৩. জগদ্দল পাথর-গুরুভার
০৪. জড়ভরত-অকর্মণ্য ব্যক্তি
০৫. ঝাঁকের কৈ-একই দলভুক্ত
০৬. টেকে গোঁজা-আত্মসাৎ করা/পকেট ভারী করা
০৭. টনক নড়া-চৈতন্যোদয় হওয়া/বুঝে ওঠা
০৮. ঠাঁট বজায় রাখা - অভাব চাপা রাখা
০৯. ঠোঁটকাটা - বেহায়া/স্পষ্টভাষী
১০. ঠুঁটো জগন্নাথ - অকর্মণ্য

✅ এক কথায় প্রকাশ
০১. যা সহজে নিবারণ করা যায় না-  দুর্নিবার
০২. যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য
০৩. যা দমন করা কষ্টকর- দুর্দম
০৪. যা কষ্টে জয় করা যায়- দুর্জয়
০৫. যা সহজে মরে না- দুর্মর
০৬. অন্যদিকে মন যার- অন্যমনস্ক
০৭. অন্য কোন গতি নেই যার- অনন্যগতি
০৮. অন্য গৃহ- গৃহান্তর
০৯. অতি দীর্ঘ নয় যা- নাতিদীর্ঘ
১০. অতি শীতল নয় উষ্ণও নয় এমন- নাতিশীতোষ্ণ

✅ বিপরীত শব্দ
০১. কৃতঘ্ন-অকৃতঘ্ন / কৃতজ্ঞ
০২. কড়ি- কোমল
০৩. কুটিল- সরল
০৪. কুঞ্চন - প্রসারণ
০৫. কৃশ- স্থূল
০৬. ক্ষীয়মান - বর্ধমান
০৭. ক্ষয়িষ্ণু - বর্ধিষ্ণু
০৮. খাতক- মহাজন
০৯. খাঁটি- ভেজাল
১০. খিড়কি- সিংহদ্বার

✅ পারিভাষিক শব্দ
০১. Extension- সম্প্রসারণ
০২. Edition- সংস্করণ
০৩. Epicurism- ভোগবাদ
০৪. Epic- মহাকাব্য
০৫. Episode- উপকাহিনী/ উপাখ্যান
০৬. Embargo- অবরোধ
০৭. Emblem- প্রতীক
০৮. Encyclopedia- বিশ্বকোষ
০৯. Excise duty- আবগারি শুল্ক
১০. Epitaph- সমাধিলিপি

✅ শব্দার্থ
০১. নিকুঞ্জ- বাগান
০২. নিগড়- শৃঙ্খল
০৩. নিনাদ- শব্দ
০৪. নির্মোক - সাপের খোলস
০৫. নির্নিমেষ - অপলক বা পলকহীন
০৬. তক্ষক - ছুতোর
০৭. তুবড়ি - বাজি
০৮. তন্ডুল- চাল
০৯. তুহিন- তুষার, ঠান্ডা
১০. তাবুত - শবাধার, কফিন

✅ সন্ধি 
০১. সন্ধি = সম্ + ধি 
০২. হিমাচল = হিম + অচল 
০৩. পশ্বধম = পশু + অধম 
০৪. অহর্নিশ = অহঃ + নিশা 
০৫. অহরহ = অহঃ + অহ 

✅প্রকৃতি ও প্রত্যয় 
০১. প্রকৃতি = প্র + √কৃ + তি
০২. প্রত্যয় = প্রতি +√ই + অ 
০৩. উদ্ভিদ = উৎ + √ভিদ্
০৪. শ্রদ্ধা = শ্রৎ + √ধা + অ + আ
০৫. হিংসা = √হিনস্ + অ + আ 
 
✅শুদ্ধিকরণ 
০১. স্বায়ত্তশাসন 
০২. শিরশ্ছেদ 
০৩. ভৌগোলিক
০৪. গোধূলি 
০৫. আকাঙ্ক্ষা 



...... মিশন ০২ ......

প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন ০২ 

✅ বাগধারা 
০১. অজগর বৃত্তি - আলসেমি।
০২. অজ পাড়াগাঁ - একেবারে গ্রাম। 
০৩. অষ্টরম্ভা - কাঁচকলা, ফাঁকি, কিছুই না। 
০৪. অষ্ট কপাল (আট কপালে)- হতভাগ্য 
০৫. অক্ষরে অক্ষরে - সম্পূর্ণভাবে 

✅ পারিভাষিক শব্দ 
০১. Address Of Welcome - অভিনন্দনপত্র বা সংবর্ধনা ভাষণ।
০২. Agora- মুক্তাঞ্চল 
০৩. Architecture - স্থাপত্যবিদ্যা, স্থাপত্য 
০৪. Archetype - আদিরূপ
০৫. Allotment - বরাদ্দ

✅ সমার্থক শব্দ  
০১. চাঁদ এর গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ 
চন্দ্র,বিধু,ইন্দু,শশী,শশাঙ্ক 

✅ শব্দার্থ/প্রতিশব্দ 
০১. অরুন্তুদ - মর্মভেদী 
০২. অনীক - সৈনিক / সৈন্যদল 
০৩. অলীক - মিথ্যা 
০৪. অনুপম - মনোরম 
০৫. অবিহিত - অনুচিত

✅ বাক্য সংকোচন /এক কথায় প্রকাশ 
০১. কেকা - ময়ূরের ডাক
০২. হ্রেষা - অশ্বের ডাক
০৩. কুহু - কোকিলের ডাক
০৪. বৃংহতি/বৃংহণ - হাতির ডাক
০৫. হুঙ্কার - সিংহের নাদ (ডাক)

✅ বিপরীত শব্দ 
০১. অবলম্ব - নিরলম্ব
০২. অনুলোম - প্রতিলোম 
০৩. অর্বাচীন - প্রাচীন 
০৪. অনুরোধ - প্রত্যাখ্যান 
০৫. অমৃত - গরল

✅ বঙ্গানুবাদ 
০১. অল্প বিদ্যা ভয়ঙ্করী - A little learning is a dangerous thing / Shallow knowledge turns one's head.
০২. অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে - It takes time to get used to things.
০৩. অবলার মুখই বল - None can control a woman's tongue. 
০৪. অন্তরঙ্গ বন্ধুদ্বয় - Pair of devoted friends. 
০৫. অতি দর্পে হত লঙ্কা - Pride goes before a fall.



...... মিশন ০৪ ......

প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন ০৪

✅ বাগধারা 
০১. কলমি কাপ্তেন - দরিদ্র কিন্তু বিলাসী। 
০২. কলমির ঝাড় - বংশে বহু লোক। 
০৩. কপাল পোড়া - হতভাগ্য। 
০৪. কপাল ফেরা - সৌভাগ্য লাভ।
০৫. কপালের লিখন - বিধাতার ইচ্ছা। 

✅ পারিভাষিক শব্দ 
০১. Auction - নিলাম 
০২. Amplitude - বিস্তার 
০৩. Amplification - পরিবর্ধন 
০৪. Alias - ওরফে / উপনাম 
০৫. Alliance - মৈত্রীজোট, মৈত্রীবন্ধন

✅ সমার্থক শব্দ  
“ জ্যোৎস্না ” এর গুরুত্বপূর্ণ ৫ টি সমার্থক শব্দ -
কৌমুদী, পুর্ণেন্দু, শশিকর, চন্দ্রকর, চন্দ্রপ্রভা 

✅ শব্দার্থ/প্রতিশব্দ 
০১. কারকিত - কৃষিকর্ম, চাষের জন্য জমি তৈরির কাজ। 
০২. কুণ্ডুয়ান - কুণ্ডলী পাকান
০৩. কপোল - গণ্ডদেশ 
০৪. কেওয়াট / কেওয়ার - কপাট বা দরজা 
০৫. কনক - স্বর্ণ

✅ বাক্য সংকোচন /এক কথায় প্রকাশ 
০১. শুকনো পাতার শব্দ - মর্মর 
০২. ধনুকের ছিলার শব্দ - টংকার 
০৩. গাছ ভাঙ্গার শব্দ - মড়মড়
০৪. বীরের গর্জন - হুংকার
০৫. বাদ্যযন্ত্রের ধ্বনি - ঝংকার 

✅ বিপরীত শব্দ 
০১. অনাবিল - আবিল
০২. অলীক - বাস্তব 
০৩. অনন্ত - সান্ত
০৪. অর্পণ - গ্রহণ 
০৫. অপাংঙ্কেয় - অতুলনীয় 

✅ বঙ্গানুবাদ 
০১. ইচ্ছা থাকলে উপায় হয় - Where there is a will,there is a way.
০২. ঈশ্বর তাদেরই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে - God helps those who help themselves. 
০৩. উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো - Example is better than precept. 
০৪. উলু বনে মুক্তা ছড়ানো - Cast Pearls before swine / To cast pearls before swine.
০৫. উঠতি মূলো পত্তনেই চেনা যায় - The Child is father to the man.




...... মিশন ০৭ ......

প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন ০৭

✅ বাগধারা 
০১. চক্ষুদান করা - চুরি করা। 
০২. চাঁদের হাট - আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম
০৩. চিনির পুতুল - শ্রমকাতুরে। 
০৪. ছাই চাপা আগুন - অপ্রকাশিত প্রতিভা, গোপন গুন। 
০৫. ছা-পোষা - অত্যন্ত গরিব। 

✅ পারিভাষিক শব্দ 
০১. Deputation - প্রেষণ / প্রতিনিধিত্ব। 
০২. Deadlock - অচলাবস্থা। 
০৩. Dialect - উপভাষা। 
০৪. Demography - জনতত্ত্ব। 
০৫. Dividend - লভ্যাংশ। 

✅ সমার্থক শব্দ  
“ অক্ষি ” এর গুরুত্বপূর্ণ ৫ টি সমার্থক শব্দ -
চক্ষু, নয়ন, দর্শন, দৃষ্টি, লোচন। 

✅ শব্দার্থ/প্রতিশব্দ 
০১. দৌবারিক - দারোয়ান, দ্বাররক্ষক। 
০২. দাখিলা - খাজনার রশিদ
০৩. দীপিকা - প্রদীপ, জ্যোৎস্না 
০৪. ধীমান - বুদ্ধিমান, মেধাসম্পন্ন 
০৫. টীকা ভাষ্য - ব্যাখ্যা বিশ্লেষণ 

✅ বাক্য সংকোচন /এক কথায় প্রকাশ 
০১. বলার ইচ্ছা - বিবক্ষা 
০২. দেখবার ইচ্ছা - দিদৃক্ষা 
০৩. ক্ষমা করার ইচ্ছা - তিতিক্ষা 
০৪. উপকার করার ইচ্ছা - উপচিকীর্ষা
০৫. মুক্তি পাওয়ার ইচ্ছা - মুমুক্ষা

✅ বিপরীত শব্দ 
০১. উগ্র - সৌম্য 
০২. উপচয় - অপচয় 
০৩. উদার - সংকীর্ণ
০৪. উৎকর্ষ - অপকর্ষ
০৫. উন্নীত - অবনমিত

✅ বঙ্গানুবাদ 
০১. জীবন পুষ্পশয্যা নয় - Life is not a bed of roses.
০২. জোর যার মুল্লুক তার - Might is right.
০৩. ঝোপ বুঝে কোপ মার - Strike the iron while it is hot. 
০৪. দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল - Better an empty house than a bad tenant.
০৫. দশের লাঠি একের বোঝা - Many a little makes a mickle. 




...... মিশন ১১ ......

প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন 

✅ বাগধারা:
০১. ঢাকের কাঠি - তোষামোদে/ মোসাহেব/ লেজুড়বৃত্তি
০২. ঢাকের বায়া - মূল্যহীন/ অপ্রয়োজনীয়
০৩. ঢেঁকির কুমির - অপদার্থ
০৪. তুলসী বনের বাঘ - ভন্ড
০৫. তামার বিষ - অর্থের কুপ্রভাব

✅ এক কথায় প্রকাশ:
০১. অক্ষির সমীপে - সমক্ষ
০২. চোখে দেখা যায় না এমন - চক্ষুগোচর
০৩. অর্থ নাই যাহার - নিরর্থক
০৪. আদি হতে অন্ত পর্যন্ত - আদ্যন্ত
০৫. আপনার বর্ণ লুকায় যে - বর্ণচোরা

✅ সমার্থক শব্দ:
'মেঘ' শব্দের পাঁচটি সমার্থক শব্দ হচ্ছে:
অম্বুদ, বারিদ, জলধর, নীরধর, পয়োদ

✅ শব্দার্থ:
০১. মৃগয়া - বনে গিয়ে হরিণ শিকার
০২. মীন - মৎস্য, মাছ
০৩. মঙ্গা - অভাব
০৪. মূঢ়তা - অনভিজ্ঞতা, মূর্খতা
০৫. বহুব্রীহি - বহু ধান

✅ বিপরীত শব্দ:
০১. চিরন্তন -  ক্ষণকালীন
০২. চপল - গম্ভীর
০৩. সঞ্চয় - অপচয়
০৪. চতুর -  সরল/ নির্বোধ
০৫. চিন্ময়-  মৃন্ময়

✅ পারিভাষিক  শব্দ:
০১. Gazette - ঘোষণাপত্র
০২. General assembly - সাধারণ পরিষদ
০৩. Galaxy - ছায়াপথ
০৪. Goodwill - সুনাম
০৫. Green house - সবুজ বলয়

✅ বঙ্গানুবাদ:
০১. শেষ ভালো যার সব ভালো তার - All's well that end's well.
০২. যত গর্জে তত বর্ষে না - Barking dogs seldom bite.
০৩. যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ -   Where there is life there is hope.
০৪. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন - Do or die.
০৫. সে গোল্লায় গেছে - He has gone to dogs.



...... মিশন ১২ ......

প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন 

✅ বাগধারা
১. তোলা হাঁড়ি - গম্ভীর।
২. তুষের আগুন - দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা।
৩. তাক লাগা - আশ্চর্য হওয়া।
৪. থ পাতা - স্থায়ীভাবে কিছু করা।
৫. থ বনে যাওয়া - স্তম্ভিত হওয়া।

✅ পারিভাষিক শব্দ
১. Handy - ব্যবহারে সুবিধাজনক।
২. Homicide - নরহত্যা। 
৩. Humidity - আর্দ্রতা।
৪. High tide - জোয়ার।
৫. Humanity  - মানবতা।

✅ সমার্থক শব্দ
"সমুদ্র" শব্দের পাঁচটি সমার্থক শব্দ :
সাগর,বারিধি,অর্ণব, বারীশ, অম্বুধি

✅ প্রতিশব্দ
১. বামেতর - ডান,দক্ষিণ।
২. বাতুল - পাগল, উম্মাদ।
৩. বহিত্র - নৌকা।
৪. বিজিত - পরাজিত।
৫. বিসর্জন - ত্যাগ।

✅ এক কথায় প্রকাশ
১. অন্যমনস্ক - অন্যদিকে মন যার।
২. অনন্যমনা- অন্যদিকে মন নেই যার।
৩. দপ্তরখানা - খাতাপত্র রাখার ঘর। 
৪. পাঠ্য- যা পাঠ করার যোগ্য।
৫. চুষ্য - যা চুষে খাবার যোগ্য।

✅ বিপরীত শব্দ
১. জরা- যৌবন।
২. জ্বলন- নির্বাপণ।
৩. প্রারম্ভ - সমাপ্তি।
৪. প্রীতি- অপ্রীতি।
৫. প্রায়শ - কদাচিৎ।

✅ বঙ্গানুবাদ
১. মশা মারতে কামান দাগা - To break a butterfly upon a wheel.
২. মেও ধরে কে? - Who is to bell the cat?
৩. মানুষ ভাবে এক, হয় আর এক- Man proposes, God disposes.
৪. স্পষ্টা স্পষ্টি কথা বলা- Call a spade a spade.
৫. সে রামও নেই, সে রাজত্বও নেই- O the times, O the manners.



...... মিশন ১৩ ......

প্রতিদিন ৫টি করে বাগধারা,পারিভাষিক শব্দ,সমার্থক শব্দ, শব্দার্থ/প্রতিশব্দ, বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এবং বঙ্গানুবাদ শেখার মিশন 

✅ বাগধারা
১. থানা পুলিশ করা - নালিশ করা।
২. দু নৌকায় পা - উভয় সংকট।
৩. দু- কান কাটা - নির্লজ্জ,  বেহায়া।
৪. দাগাবাজ - প্রতারক।
৫. দুধের ছেলে - কচি ছেলে।

✅ পারিভাষিক শব্দ
১. Issue - প্রচার।
২. Index - নির্ঘণ্ট / সূচক।
৩. Idiom - বাগধারা। 
৪. Isolation - বিচ্ছিন্নকরণ। 
৫. Human Values - মানবিক মূল্যবোধ।

✅সমার্থক শব্দ
"নদী" শব্দের পাঁচটি সমার্থক শব্দ :
তটিনী, প্রবাহিনী, কূলবতী, সরিৎ, শৈবলিনী

✅ প্রতিশব্দ
১. বিধুর - কাতর, দুঃখিত।
২. সৎকার - সমাদর; আপ্যায়ন। 
৩. সার্ধ - দেড়।
৪. সঁপা - সমর্পণ। 
৫. সম - সমান।

✅ এক কথায় প্রকাশ
১. চক্ষুগোচর - চোখে দেখা যায় এমন ।
২. নির্লজ্জ/ চশমখোর - যার চক্ষু লজ্জা নেই।
৩. নিরর্থক - অর্থ নাই যাহার।
৪. অর্থকরী - অর্থ উপার্জন করা যায় যে ফসল হইতে।
৫. নাস্তিক - আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার।

✅ বিপরীত শব্দ
১. ঝুনা - কাঁচা/ কচি।
২. ডাগর  - ছোট।
৩. ডাব - নারিকেল।
৪. ডাঙ্গা - জল।
৫. ঢের - অল্প।

✅ বঙ্গানুবাদ
১. হাটে হাড়ি ভাঙ্গা - To wash one's dirty linen in public. 
২. সফল হলে লোকে সফল বলে - Nothing succeeds like success. 
৩. আমি তোমাকে খাওয়াই - I feed you.
৪. বর্ষা আরম্ভ হয়েছে - The rains have set in.
৫. সকাল থেকে বৃষ্টি হচ্ছে - It has been raining since morning.


★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন