Pages

আন্তর্জাতিক বিষয়াবলী

আন্তর্জাতিক বিষয়াবলীর  সাম্প্রতিক নিয়ে যারা টেনশনে আছেন তাদের জন্য ১০০টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য 
সাম্প্রতিক টেস্ট । যারা প্রস্তুতি ভালো তারা পরীক্ষাটি দিন , অন্যরা নিচে উত্তরসহ আছে পড়ে নিতে পারেন 
গুগল ফর্ম লিংক : https://forms.gle/5PjdYE4ttwfiboUd9

১। ৩০ জুলাই ২০২০ মার্কিন মহাকাশ সংস্থা নাসা মঙ্গলগ্রহের উদ্দেশ্যে কোন মহাকাশযান উৎক্ষেপন করেন ?
ক) Phoenix
খ) MAVEN 
গ)InSight
ঘ) Perseverance
উত্তর: ঘ 
২। ২০২১ সালের সপ্তম আইসিসি টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
ক) অস্ট্রেলিয়া 
খ) ভারত 
গ) ইংল্যান্ড 
ঘ) নিউজিল্যান্ড 
উত্তর: খ
৩। বিশ্বে রপ্তানিতে শীর্ষে কোন দেশ?
ক) যুক্তরাষ্ট্র
খ) চীন 
গ) যুক্তরাজ্য 
ঘ) রাশিয়া 
উত্তর: খ
৪। সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে?
ক)ইন্দোনেশিয়া 
খ) বাংলাদেশ
গ) ভারত 
ঘ) ব্রাজিল 
উত্তর: ক
৫। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাণ প্রতিষ্ঠান কোনটি?
ক) অ্যাস্ট্রেজেনেকা 
খ) ফাইজার
গ) সিরাম 
ঘ) Gavi 
উত্তর: গ
৬। তুরস্কের আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রুপান্তর করা হয় কবে ?
ক) ৭ জুলাই , ২০২০ 
খ) ৮ জুলাই, ২০২০
গ) ৯ জুলাই, ২০২০ 
ঘ) ১০ জুলাই, ২০২০ 
উত্তর: ঘ
৭। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী ?
ক) ইমানুয়ের ম্যাক্রো 
খ) জ্যাঁ ক্যাসটেক্স
গ) এডওয়ার্ড ফিলিপ 
ঘ) ব্রিজিট তোনিয়া 
উত্তর: খ
৮। যুক্তরাষ্ট্র কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্যাগ করবে ?
ক) ৬ জুন, ২০২১ 
খ) ৬ জুলাই, ২০২১ 
গ) ৬ আগস্ট ২০২১ 
ঘ) ৬ সেপ্টেম্বর , ২০২১ 
উত্তর: খ
৯। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট -২০২০ অনুসারে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশ ?
ক) ওমান 
খ) কাতার 
গ) বাহরাইন 
ঘ) নাইজার 
উত্তর: গ
১০। ২৭ মার্চ ২০২০ কোন দেশ ন্যাটোর ৩০তম সদস্য পদ লাভ করে ?
ক) উত্তর মেসিডোনিয়া 
খ) মন্টিনিগ্রো 
গ) স্লোভেনিয়া 
ঘ) কসোভা 
উত্তর: ক
১১। MIGA – এর বর্তমান সদস্য কতটি ?
ক) ১৮৩
খ) ১৮৮
গ) ১৮২ 
ঘ) ১৯০ 
উত্তর: গ
১২। বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি ?
ক) যুক্তরাষ্ট্র
খ) চীন 
গ) রাশিয়া 
ঘ) ফ্রান্স 
উত্তর: ক
১৩। ২০২০ সালের বৈশ্বিক শান্তিসূচকে শীর্ষ দেশ কোনটি?
ক) আইসল্যান্ড 
খ) নিউজিল্যান্ড 
গ) পর্তুগাল 
ঘ) অস্ট্রেলিয়া 
উত্তর: ক
১৪। ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হবে ?
ক) টোকিও, জাপান 
খ) বেইজিং, চীন 
গ) লণ্ডন , যুক্তরাজ্য 
গ) প্যারিস , ফ্রান্স 
উত্তর: ক
১৫। আফগান যুদ্ধ অবসানে তালেবান – মার্কিন  ঐতিহাসিক আব্রাহাম  চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
ক) ২৮ ফেব্রুয়ারি, ২০২০ 
খ) ২৯ ফেব্রুয়ারি, ২০২০ 
গ) ১ মার্চ, ২০২০ 
ঘ) ২মার্চ ২০২০ 
উত্তর: খ
১৬। আফগান যুদ্ধ অবসানে তালেবান – মার্কিন  ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় কোথায় ?
ক) নিউইয়র্ক , যুক্তরাষ্ট্র
খ) করাচি, পাকিস্তান 
গ) দোহা, কাতার 
ঘ) কাবুল , আফগানিস্তান 
উত্তর: গ
১৭। বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) ভারত 
খ) চীন 
গ) যুক্তরাষ্ট্র 
ঘ) সৌদি আরব 
উত্তর: ঘ 
১৮। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের সম্মেলন কত বছর পরপর অনুষ্ঠিত হয় ?
ক) ৩ বছর 
খ) ৫ বছর 
গ) ১০ বছর 
ঘ) ১৫ বছর 
উত্তর গ
১৯। ২০২০ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
ক) হ্যারি ফার্স্টেনবার্গ 
খ) গ্রিগরি মার্গুলিস 
গ) আদা হেগেরবার্গ 
ঘ) ক + খ উভয়ই 
উত্তর: ঘ
২০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে কোভিট-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করেছে?
ক) ২৯ ডিসেম্বর, ২০২০ 
খ) ১ জানুয়ারি, ২০২০ 
গ) ১১ মার্চ, ২০২০
ঘ) ১৮ মার্চ, ২০২০
উত্তর: গ
২১। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে কেন্দ্র করে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে কবে ?
ক) ২৯ ডিসেম্বর, ২০২০ 
খ) ৯ জানুয়ারি, ২০২০
গ) ১১ মার্চ, ২০২০
ঘ) ১৮ মার্চ, ২০২০ 
উত্তর: খ 
২২। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পর্যন্ত কতটি রোগকে বৈশ্বিক মহামারি হিসেবে চিহ্নিত করেছে?
ক) ২
খ) ৫
গ) ৪ 
ঘ) ৩
উত্তর: ঘ
২৩। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে কোভিট- ১৯ নামকরণ করে?

ক) ২৯ ডিসেম্বর, ২০২০ 
খ) ৯ জানুয়ারি, ২০২০
গ) ১১ ফেব্রুয়ারি, ২০২০
ঘ) ১৮ মার্চ, ২০২০
উত্তর: গ
২৪। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক) ১২২
খ) ১২৩
গ) ১২৪ 
ঘ) ১২৫
উত্তর: খ
২৫। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফাউন্ডেশনের  বর্তমান সদস্য কত?
ক) ১৯২ 
খ) ১৯০
গ) ১৯৩
ঘ) ১৯৪
উত্তর: ক
২৬। ইউরোপীয় ইউনিয়ন থেকে কবে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হয় কবে ?
ক) ৩০ জানুয়ারি, ২০২১ 
খ) ২৩ জুন, ২০১৬
গ) ৩১ ডিসেম্বর, ২০২১ 
ঘ)৩১ জানুয়ারি, ২০২১ 
উত্তর: ঘ
২৭। বাংলাদেশ সর্বশেষ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ?
ক)  পালাউ
খ) পাপুয়া নিউগিনি 
গ) জ্যামাইকা 
ঘ) সেন্ট কিটস অ্যান্ড নেভিস 
উত্তর: ঘ
২৮। সম্প্রতি কোন দেশ দুটি ইসরাইলকে স্বীকৃতি প্রদান করেছে?
ক)  আমিরাত ও কাতার 
খ) বাহরাইন ও কাতার 
গ) আমিরাত ও বাহরাইন 
ঘ) ওমান ও বাহরাইন 
উত্তর: গ
২৯। এখন পর্যন্ত কতটি আরব দেশ ইসরাইলকে স্বীকৃতি প্রদান করেছেন ?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তর; গ 
৩০ । এখন পর্যন্ত কতটি মুসলিম সংখ্যা গরিষ্ট দেশ ইসরাইলকে স্বীকৃতি প্রদান করেছেন ?
ক) ১৩টি
খ) ১৫টি
গ)১৭টি
ঘ) ১৯টি 
উত্তর: ঘ
৩১। চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত?
ক) আফগানিস্তান
খ) তাজিকিস্তান
গ) ইরান
ঘ) পাকিস্তান 
উত্তর: গ
৩২। জাপানের বর্তমান সম্রাটের নাম কী ?
ক) আকিহিতো 
খ) নারুহিতো
গ) ফারিহিতো 
ঘ) বাকুহিতো 
উত্তর: খ
৩৩। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী ?
ক) সিগেইরু ইশিবা 
খ) ফুমিও কিশিদা 
গ) ইউশিহিদো সুগা 
ঘ) কাৎসুনোবু কাতো 
উত্তর; গ
৩৪। সর্বশেষ কোন দেশ হাইপারসোনিক যুগে প্রবেশ করে ?
ক) রাশিয়া 
খ) চীন 
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ভারত 
উত্তর: ঘ
৩৫। A Promised Land গ্রন্থের লেখক কোন মার্কিন প্রেসিডেন্ট ?
ক) বিল ক্লিনটন 
খ) জর্জ ওয়াকার বুশ 
গ) জো বাইডেন 
ঘ) বারাম ওবামা 
উত্তর: ঘ 
৩৬। ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ?
ক) ১ নভেম্বর, ২০২০ 
খ) ২ নভেম্বর., ২০২০
গ) ৩ নভেম্বর., ২০২০
ঘ) ৪ নভেম্বর., ২০২০
উত্তর: গ
৩৭। জাপানের অর্থনীতি পুরুজ্জীবনের লক্ষ্যে  সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের গৃহীত আর্থিক পরিকল্পনার নাম কী ?
ক) বিগ জাপান
খ) বিগ-বি
গ) অ্যাবে ইকোনমিকস 
ঘ) শ্যাবে ইকোনমিকস্ 
উত্তর: গ
৩৮। অ্যান্থনি ফাউসি কোন দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ?
ক)  জাপান 
খ) যুক্তরাজ্য 
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ফ্রান্স 
উত্তর: গ
৩৯। প্রথম দেশ হিসেবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় কোন দেশ ?
ক) চীন 
খ) যুক্তরাজ্য 
গ) যুক্তরাষ্ট্র
ঘ) উত্তর কোরিয়া
উত্তর: গ
৪০ । ১২তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ?
ক) রিও ডি জেনেরিও 
খ)মস্কো, রাশিয়া 
গ) দিল্লি , ভারত 
ঘ) কেপ টাউপ, দক্ষিণ আফ্রিকা 
উত্তর: খ
৪১। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার কার্যকর হয় কবে ?
ক) ১ নভেম্বর., ২০২০
খ) ২ নভেম্বর., ২০২০
গ) ৩ নভেম্বর., ২০২০
ঘ) ৪ নভেম্বর., ২০২০
উত্তর: ঘ
৪২। ১৫ তম জি ২০ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ?
ক) ঢাকা , বাংলাদেশ 
খ) মাস্কট, ওমান 
গ) রিয়াদ , সৌদি আরব
ঘ) দোহা , কাতার 
উত্তর: গ
৪৩। আন্তর্জাতিক আনবিক সংস্থার (IAEA)  বর্তমান সদস্য কত?
ক) ১৭১ 
খ)১৭২
গ) ১৭৩
ঘ) ১৭৪
উত্তর: খ
৪৪। IMF এর   বর্তমান সদস্য কত?
ক) ১৯০
খ) ১৯১
গ) ১৯২
ঘ) ১৯৩ 
উত্তর: ক
৪৫। ২০২০ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন ?
ক) ১১জন 
খ) ১২জন 
গ) ১৩ জন 
ঘ) ১৪জন 
উত্তর: ক
৪৬। নোবেল-২০২০ এ শান্তিতে কে পুরস্কার পান?
ক) জাতিসংঘ
খ) বিশ্ব খাদ্য কর্মসূচি
গ) খাদ্য ও কৃষি 
ঘ) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল 
উত্তর: খ
৪৭। নোবেল-২০২০ এ অর্থনীতিতে  কে পুরস্কার পান?
ক)  পল রবার্ট মিলগ্রাম
খ) রবার্ট বি উইলসন 
গ) অভিজিৎ ব্যানার্জি
ঘ) ক ও খ উভয়ই 
উত্তর: ঘ
৪৮। সম্প্রতি রাশিয়া  আফ্রিকা মহাদেশের কোন দেশে নৌ ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে ?
ক) সেনেগাল 
খ) জিবুতি 
গ) সুদানে
ঘ) ইরিত্রিয়া 
উত্তর: গ
৪৯। আজারবাইজান- আর্মেনিয়া শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে ?
ক) ৬ নভেম্বর, ২০২০
খ)  ৭ নভেম্বর, ২০২০
গ) ৮ নভেম্বর, ২০২০
ঘ) ৯ নভেম্বর, ২০২০
উত্তর: ঘ
৫০। কলিন্স ডিকশনারির ২০২০ সালের সেরা শব্দ কোনটি?
a) Solcial Distance 
b) Self isolation 
c) Coronavirus 
d) Lockdown 
Ans: d
৫১। পারমানবিক অস্ত্র  নিষিদ্ধকরণ  চুক্তি কার্যকর হয় কবে ?
ক) ১২ জানুয়ারি ২০২১
খ) ১৬ জানুয়ারি ২০২১
গ) ১৮ জানুয়ারি ২০২১
ঘ) ২২ জানুয়ারি ২০২১
উত্তর: ঘ
৫২। বাংলাদেশ কবে পারমানবিক অস্ত্র  নিষিদ্ধকরণ  চুক্তি স্বাক্ষর করে ?
ক) ১৪ সেপ্টেম্বর, ২০১৭ 
খ) ২০ সেপ্টেম্বর, ২০১৭
গ) ২২ সেপ্টেম্বর, ২০১৭
ঘ) ২৬ সেপ্টেম্বর, ২০১৭
উত্তর: খ 
৫৩। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কততম প্রেসিডেন্ট ?
ক) ৫৯তম
খ) ৪৫তম 
গ) ৪৬তম 
ঘ) ৪৭তম 
উত্তর: গ
৫৪। ২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে  হতদরিদ্র মানুসের সংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
ক) তাঞ্জানিয়া 
খ) ইথিওপিয়া 
গ) নাইজেরিয়া
ঘ) ভারত 
উত্তর: ঘ
৫৫। জো বাইডেন প্রেসিডেন্ট  নির্বাচনে কতটি  ইলেকট্ররাল ভোট পান?
ক) ৫৩৮
খ) ২৭০
গ) ৩৬০
ঘ) ৩০৬
উত্তর: গ
৫৬। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে কত শতাংশ ভোট পান?
ক) ৫০%
খ) ৫১%
গ) ৬০%
ঘ) ৫১.১%
উত্তর: ঘ
৫৭। যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
ক) হিলারি ক্লিনটন 
খ) মিশেল ওবামা
গ) কমলা হ্যারিস
ঘ) মাইক পম্পেই
উত্তর: গ
৫৮। ভারতের জম্মু ও কাশ্মীরের নতুন ভূমিস্বত্ব আইন চালু করা হয় কবে ?
ক) ২৪ অক্টোবর ২০২০  
খ) ২৫ অক্টোবর ২০২০  
গ) ২৬ অক্টোবর ২০২০  
ঘ) ২৭ অক্টোবর ২০২০  
উত্তর: গ
৫৯। সম্প্রতি জাতিসংঘে ভোটাধিকার বাতিল হয় কোন দেশের ?
ক) ইসরাইল 
খ) মিয়ানমার 
গ) চীন 
ঘ) ভেনিজুয়েলা 
উত্তর: ঘ
৬০। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালাতে মামলা দায়ের করে কোন দেশে ?
ক) জাম্বিয়া 
খ) জিবুতি 
গ) গাম্বিয়া 
ঘ) তুরস্ক
উত্তর: গ
৬১। ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২০ কোথায় অনুষ্ঠিত হবে ?
ক) রিও ডি জেনেরিও , ব্রাজিল 
খ) দোহা , কাতার 
গ) টোকিও , জাপান
ঘ) মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র
উত্তর: খ
৬২। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী ?
ক) মাথাথির মোহাম্মদ
খ) সুলতান মুহাম্মদ 
গ) মুহিউদ্দিন ইয়াসিন 
ঘ) আব্দুল রাজ্জাক 
উত্তর: গ
৬৩। সার্কের ১৪তম মহাসচিব কে?
ক) শীল কান্ত শর্মা 
খ) আহমেদ সেলিম 
গ) অর্জুন বাহাদুর থাপা
ঘ) এসালা ওয়েরাকুন 
উত্তর: ঘ
৬৪। বিমসটেকের বর্তমান মহাসচিব কে? 
ক) শহিদুল ইসলাম 
খ) সুমিত নাকান্দালা 
গ) তেনজিন লেকফেল 
ঘ) প্রায়ুথ চান –ওচা 
উত্তর; গ
৬৫। ইউরোপীয় ইউনিয়নের বতর্মান সদস্য কত?
ক) ২৮ 
খ) ২৯
গ) ২৭
ঘ) ২৬
উত্তর: গ
৬৬। কমনওয়েলথের বর্তমান সদস্য কত?
ক) ৫২
খ) ৫৩
গ) ৫৪
ঘ) ৫৫
উত্তর: গ
৬৭। দুর্নীতির ধারণা সূচক-২০২০ অনুসারে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
ক) ডেনমার্ক ও নিউজিল্যান্ড 
খ) নরওয়ে
গ) সিঙ্গাপুর 
ঘ) ফিনল্যান্ড 
উত্তর: ক
৬৮। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের বর্তমান উচ্চতা কত?
ক) ৮৮৪৮ মিটার 
খ) ৮৮৪৮.৮৬ মিটার
গ) ৮৮৫০ মিটার
ঘ) ৮৮৫০.৮৬ মিটার
উত্তর: খ
৬৯। আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস কোনটি?
ক) ১২ ডিসেম্বর
খ) ১৮ ডিসেম্বর
গ) ২০ ডিসেম্বর
ঘ) ২৭ ডিসেম্বর
উত্তর: ঘ
৭০। কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হয় কবে ?
ক) ২০ জানুয়ারি, ২০২১
খ) ২০ ফেব্রুয়ারি, ২০২১
গ) ২০ মার্চ, ২০২১
ঘ) ২০ এপ্রিল, ২০২১
উত্তর: খ
৭১। জাতিসংঘ ঘোষিত ২০২১ সাল নিম্বের কোন বর্ষ ?
ক) International Year of Peace and Trust 
খ) International Year of Fruits and vegetables
গ) International Year for the Elimination of child Labour
ঘ) ওপরের সবগুলোই 
উত্তর: ঘ
৭২। ২০২০ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক) আফগানিস্তান
খ) ইরাক
গ) নাইজেরিয়া 
ঘ) আলজেরিয়া 
উত্তর: ক
৭৩। মানব উন্নয়ন সূচক-২০২০ অনুসারে শীর্ষ দেশ 
ক) নরওয়ে
খ) আয়ারল্যান্ড 
গ) সুইজারল্যান্ড 
ঘ) হংকং 
উত্তর: ক
৭৪। ফাইজার- বায়োএনটেকের করোনার টিকার নাম কী 
ক) BBIBP –Cor V
খ) Sputnik V
গ) Tozinameran 
ঘ) Corona Vac
উত্তর: গ
৭৫। ১ ডিসেম্বর ২০২০ চাঁদের সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কী ?
ক) Changee-5
খ) Changee-3
গ) Changee-4
ঘ) Changee-2
উত্তর: ক
৭৬। সম্প্রতি কোন দেশে কৃষক আন্দোলন সংঘটিত হয় ?
ক) বাংলাদেশ
খ) পাকিস্তান
গ) চীন 
ঘ) ভারত 
উত্তর: ঘ
৭৭। সম্প্রতি উন্মুক্ত আকাশ চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছে কোন দেশ ?
ক) রাশিয়া
খ) চীন
গ)যুক্তরাষ্ট্র
ঘ) ফ্রান্স 
উত্তর: গ
৭৮। বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি Regional Comprehensive Economic Partnership (RCEP) স্বাক্ষরিত হয় কবে ?
ক) ১৫ নভেম্বর, ২০২০
খ) ২০ নভেম্বর, ২০২০
গ) ২৫  নভেম্বর, ২০২০
ঘ) ৩০ নভেম্বর, ২০২০
উত্তর: ক
৭৯। Regional Comprehensive Economic Partnership (RCEP) শীর্ষক বাণিজ্য চুক্তির অন্তর্ভুক্ত দেশ কতটি ?
ক) ১০টি
খ) ১১টি
গ) ১৫টি
ঘ) ২০টি 
উত্তর: গ
৮০। যুক্তরাষ্ট্র ২০২০ কোন ঘাঁটিতে প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র মোতায়েন করে?
ক) আল আসাদ ও ইরবিল (ইরাক) 
খ) তারতুস
গ) বাগরাম 
ঘ) ওকিনওয়া
উত্তর: ক
৮১। কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হয় কবে ?
ক) ২০২১ সালে 
খ) ২০২০ 
গ) ২০১৯ 
ঘ) ২০১৮ 
উত্তর: খ
৮২। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর  রাজধানী কোনটি?
ক) ঢাকা
খ) দিল্লি
গ) বাগদাদ
ঘ) দামেস্ক
উত্তর: খ
৮৩। কার্বন নি:সরণে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) যুক্তরাষ্ট্র
গ) কাতার 
ঘ) অস্ট্রেলিয়া 
উত্তর: ক
৮৪। এলডিসি ভুক্ত দেশ কতটি ?
ক) ৪৭
খ) ৪৬
গ) ৪৫
ঘ) ১৬৪
উত্তর: খ

৮৫। মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) যুক্তরাষ্ট্র
গ) কাতার 
ঘ) অস্ট্রেলিয়া 
উত্তর : ঘ
৮৬। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি) আয়োজিত বিশ্ব ভ্যাকসিন সম্মেলনে কতটি দেশে যোগদান করে ?
ক) ৫২টি দেশের ৩৫জন রাষ্ট্রপ্রধান 
খ) ৫২টি দেশের ৩২জন রাষ্ট্রপ্রধান
গ) ৫২টি দেশের ৫৩জন রাষ্ট্রপ্রধান
ঘ)কোনোটিই নয় 
উত্তর: ক

৮৫। বিশ্ব ভ্যাকসিন সম্মেলনে  বিশ্বের ৩০ কোটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও কোভিড-১৯ মোকাবিলায় সহায়তার জন্য কত ডলারের তহবিলের প্রতিশ্রুতি এসেছে?
ক) ৮৭০ কোটি
খ) ৮৮০ কোটি
গ) ৮৯০ কোটি
ঘ) ৯০০ কোটি
উত্তর: খ
৮৮। 4 June 2020, বিশ্ব ভ্যাকসিন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
ক) যুক্তরাজ্য 
খ)চীন 
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ফ্রান্স 
উত্তর: ক
৮৯। LDC লিস্ট প্রকাশ করে কোন প্রতিষ্ঠান ?
ক) WB
B) IMF
C) UNCTAD
D) UNDP
ANS:C
৯০। সম্প্রতি বর্ণবিদ্বেষ বিরোধী কমিশন গঠন করে কোন দেশ ?
ক) যুক্তরাজ্য 
খ)চীন 
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ফ্রান্স  
উত্তর: ক
৯১। The Belt and Road Initiative প্রকল্প কত সালের মধ্যে ?
ক) ২০৫০
খ) ২০৪৯
গ) ২০৪৮
ঘ) ২০৪৫
উত্তর: খ
৯২। রাশিয়ার সংবিধানের নতুন সংশোধনী অনুসারে কত সাল পর্যন্ত প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারবেন ?
ক) ২০৫০
খ) ২০৪০
গ) ২০৩৬
ঘ) ২০২৫
উত্তর: গ
৯৩। ১৪ ডিসেম্বর, ২০২০ ইসরাইলের সাথে সার্কভুক্ত কোন দেশটি সম্পর্ক স্থাপন করে ?
ক) মালদ্বীপ 
খ) শ্রীলংকা 
গ)নেপাল 
ঘ) ভুটান
উত্তর: ঘ
৯৪। ২০২০ সালে অর্থনীতিতে নোবেল দেওয়া হয় কিসের জন্য ?
ক) গেম থিওরির জন্য 
খ) করোনার টিকার জন্য 
গ) অকশন থিওরির জন্য 
ঘ) কোনোটিই নয় 
উত্তর; গ
৯৫। ককেশাস অঞ্চলের নাগার্নো কারাবাগ নিয়ে বিরোধ চলছে কোন দেশের মধ্যে?
ক) আজারবাইজান – আর্মেনিয়া
খ) রাশিয়া – আজারবাইজান
গ) রাশিয়া- আর্মেনিয়া
ঘ) কোনোটিই নয় 
উত্তর: ক
৯৬। বিশ্বের তৃতীয় ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে উইঘুরদের ওপর চীনা নিপীড়নকে ‘গণহত্যা’ আখ্যা দিয়েছে কোন দেশ?
ক)নেদারল্যান্ডস 
খ) এস্তোনিয়া
গ) লাটভিয়া
ঘ) লিথুনিয়া 
উত্তর: ক 
৯৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে সবার জন্য কোভিট-১৯ ভ্যাকসিনের সুষম বণ্টন নিশ্চিত করতে গঠিত জোটের নাম 
ক)Phizer inc
খ) Covid-19 vaccine association 
গ) CoVax
ঘ) কোনোটিই নয় 
উত্তর: গ
৯৮। টেকসই উন্নয়ন প্রতিবেদন-২০২০  অনুসারে শীর্ষ দেশ কোনটি?
ক) সুইজারল্যান্ড 
খ) সুইডেন 
গ) জার্মানি
ঘ) নরওয়ে
উত্তর: খ
৯৯। নেপাল তাদের সংবিধান সংশোধন করে কালাপানি-লিম্পিয়াধুরা –লিপুলেখ ভূ-খণ্ড নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে কবে ?
ক) ১৯ মে ২০২০
খ) ২০ মে ২০২০
গ) ২১  মে ২০২০
ঘ) ২২ মে ২০২০
উত্তর; খ
১০০। Climate Vulnerable Forum এর বর্তমান সদস্য কতটি ?
ক) ৪৬টি
খ) ৪৭টি
গ) ৪৮টি 
ঘ) ৪৯টি
উত্তর: গ
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন