Pages

বাংলাদেশ বিষয়াবলী

By Zakirs BCS Specials 
বাংলাদেশ বিষয়াবলীরর ৩টা টেস্ট দিন 
মডেল -১ : https://forms.gle/GX9Eeq8F2Xs9zfUV9
মডেল-২ https://forms.gle/aMkjDKGeGD4ednvo7
মডেল-৩ https://forms.gle/aQGC6SRiSrLud7nRA

◼️◼️ উত্তরপত্র ◼️◼️◼️◼️

মডেল -১
1. ফরায়েজি আন্দোলন" হয়েছিল কত সালে?
ক) ১৮১৮
খ) ১৯২০
গ) ১৯৪৫
ঘ) ১৯১২
উত্তরঃক
2. কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক উপাধি পান?
ক) সেতারা বেগম
খ) তারামন বিবি
গ) কাকন বিবি
ঘ) পাইলট নাজনীন
উত্তরঃক
3.জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫টি থেকে ৫০টি করা হয় কবে?
ক) ৩০ জুন, ২০১১.
খ) ৭জুলাই , ২০১৮
গ) ১৭সেপ্টম্বর , ২০১৬
ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ক
4.বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল--
ক.জানুয়ারি-মার্চ ১৯৭৩
খ.মার্চ-এপ্রিল ১৯৭৩
গ.মে-জুন ১৯৭৩
ঘ.জুন-জুলাই ১৯৭৩
উত্তরঃ খ
5.শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত?
ক.রাঙামাটি
খ.সাতক্ষীরা
গ.পঞ্চগড়
ঘ.বিয়ানীবাজার, সিলেট
উত্তরঃ ঘ
6.কবে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
ক.১ জুলাই ২০১৪
খ.১ জুন ২০১৫
গ.১ জুলাই ২০১৫
ঘ.২৫ জুন ২০১৫
উত্তরঃ গ
7 ‘জাতীয় বস্ত্র দিবস’ কবে পালিত হয়?
ক) ১ মার্চ
খ) ২মার্চ
গ) ৬মার্চ
ঘ) ৪ ডিসেম্বর
উত্তর: ঘ
8.শাহ্জাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন ?
ক.মুরাদ
খ.সুজা
গ.দারা
ঘ.আওরঙ্গজেব
উত্তরঃ গ
9.ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে ?
ক.১৯৭২
খ.১৮৫০
গ.১৮৭২
ঘ.১৯০১
উত্তরঃ গ
10.'ছয়-দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ?
ক.২১ ফেব্রুয়ারি ১৯৫৪
খ.২২ মার্চ ১৯৫৮
গ.২০ এপ্রিল ১৯৬২
ঘ.২৩ মার্চ ১৯৬৬
উত্তরঃ ঘ
11.১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলীম লিগের প্রতীক ছিল-
ক.ধানের শীষ
খ.নৌকা
গ.হারিকেন
ঘ.বাইসাইকেল
উত্তরঃ গ
12.প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল?
ক.২টি
খ.৩টি
গ.৪টি
ঘ.৫টি
উত্তরঃ ক
১৩)চেঙ্গী নদী' কোন জেলায় অবস্থিত?
ক.বান্দরবান
খ.খাগড়াছড়ি
গ.পটুয়াখালী
ঘ.সিলেট
উত্তরঃ খ
১৪)কার অনাস্থায় মন্ত্রিসভা পদত্যাগ বা অপসারিত হবে?
ক.রাষ্ট্রপতি
খ.স্পিকার
গ.প্রধানমন্ত্রী
ঘ.জাতীয় সংসদ
উত্তরঃ ঘ
১৫)একাধিক আসনে বিজয়ী প্রার্থী কোন আসনে প্রতিনিধিত্ব করতে চান তা কতদিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে?
ক.৫০
খ.৩০
গ.৬০
ঘ. ৯০
উত্তর: খ
১৬)'স্বাধীনতাস্তম্ভ' এবং 'স্বাধীনতা জাদুঘর' কবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়?
ক.২২ মার্চ ২০১৫
খ.২৪ মার্চ ২০১৫
গ.২৬ মার্চ ২০১৫
ঘ.২০ মার্চ ২০১৫
উত্তরঃ গ
১৭)ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায় ?
ক.ঘোড়াশাল
খ.আগুগঞ্জ
গ.চট্টগ্রাম
ঘ.সিলেট
উত্তরঃ গ
১৮)অগ্নিশ্বর' কী ফসলের উন্নতজাত?
ক.ধান
খ.কলা
গ.পাট
ঘ.গম
উত্তরঃ খ
১৯)সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে ?
ক.৯২ (১)
খ.৯৩ (১)
গ.৯৩ (২)
ঘ.৯৩ (৩)
উত্তরঃ খ
২০)সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
ক.২৮(৪) নং অনুচ্ছেদে
খ.২৮ (৩) নং অনুচ্ছেদে
গ.২৮(১) নং অনুচ্ছেদে
ঘ.২৮ (২) নং অনুচ্ছেদে
উত্তরঃ ঘ
২১.বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন?
ক.৬ আগস্ট, ১৯৯১
খ.৬ আগস্ট, ১৯৯৯
গ.৭ আগস্ট, ১৯৯৯
ঘ.৮ আগস্ট, ১৯৯৯
উত্তরঃ ক
২২) বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
ক.১২ অক্টোবর, ১৯৭২
খ.১৬ ডিসেম্বর, ১৯৭২
গ.২৬ মার্চ, ১৯৭৩
ঘ.১৬ ডিসেম্বর, ১৯৭৩
উত্তরঃ ক
২৩) বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় ১৯৭৭ সনের কোন মাসে--
ক.মার্চ
খ.মে
গ.এপ্রিল
ঘ.জুন
উত্তরঃ খ
২৪)ঢাকা বিশ্ববিদ্যালয় কোন হলে একসময় জাতীয় সংসদের কার্যক্রম চলতো ?
ক.এফ. রহমান হল
খ.জগন্নাথ হল
গ.ফজলুল হক হল
ঘ.সলিমুল্লাহ হল
উত্তরঃ খ
২৫) ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত-
ক.১০০ : ১০৬
খ.১০০ : ১০০.৬
গ.১০০ : ১০০.৩
ঘ.১০০ : ১০০
উত্তরঃ গ
২৬)সংবিধানের কোন অনুচ্ছেদে "জাতীয় সংস্কৃতি" সম্পর্কে বলা হয়েছে?
ক) ২২
খ) ১১
গ) ২৪
ঘ) ২৩
উত্তরঃঘ
২৭)খুমী উপজাতিরা কোথায় বাস করে?
ক.বান্দরবানে
খ.ময়মনসিংহে
গ.দিনাজপুরে
ঘ .জামালপুর
উত্তরঃ ক
২৮)১৯৭০ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করে?
ক) ২৮৮টি
খ)২৯৯
গ) ২৯৮
ঘ) ৩১০
উত্তর: ক
২৯)বাংলাদেশ উপজাতীয় সাস্কৃতিক কেন্দ্র অবস্থিত -
ক.বৃহত্তর ঢাকা
খ.পটুয়াখালীতে
গ.বৃহত্তর ময়মনসিংহে
ঘ.দিনাজপুরে
উত্তরঃ গ
৩০) বাংলাদেশের প্রথম ডিজিটাল সড়ক ’বনানী- ➪বিমানন্দর কত কি.মি, ?
ক.৬ কি. মি.
খ.৭ কি. মি.
গ.৮ কি. মি.
ঘ.৯ কি. মি.
উত্তরঃ ক

মডেল – ২ 
১) বঙ্গবন্ধু স্যাটেলইটের মাধ্যমে সরকার বাৎসরিক কতো টাকা আয় করবে?
ক) ১০০ কোটি
খ)৫০ কোটি
গ) ৬০ কোটি
ঘ) ৮০ কোটি
উত্তর:ক
২। জেলা বিচারক কে নিয়োগ দান করেন ?
ক) প্রধান বিচারপতি
খ)রাষ্ট্রপতি
গ) প্রধানমন্ত্রী
ঘ) জেলা প্রশাসক
উত্তর: খ
৩। বাংলাদেশর প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ( ১৯৭৩) বাংলাদেশ আওয়ামী লীগ কতটি আসন লাভ করে ?
ক) ২৮৮
খ)১৬৭
গ) ২৯৮
ঘ) ১৮৩
উত্তর: ঘ
৪। কোন সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালিতে বাংলাভাষার ব্যবহার শুরু হয় ?
ক) ১৯৮২
খ)১৯৮৪
গ) ১৯৮৩
ঘ) ১৯৯৬
উত্তর: খ
৫। মহাহিসাব নিরীক্ষক ওনিয়ন্ত্রক বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে?
ক) ৬৪
খ)৭৭
গ) ১৩৭
ঘ) ১২৭
উত্তর: ঘ
৬। বাংলাদেশ কর্মকমিশনের সভাপতি ও সদস্যগণকে কে নিয়োগ দান করেন ?
ক) রাষ্ট্রপতি
খ)প্রধানমন্ত্রী
গ) স্পিকার
ঘ) প্রধানবিচারপতি
উত্তর: ক
৭। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হলে তাঁর বয়স কমপক্ষে হবে
ক) ১৮বছর
খ)২৫বছর
গ) ২১বছর
ঘ) ৩৫ বছর
উত্তর: খ
৮। কত তারিখে ‘বাংলাদেশ গণপরিষদ আদেশ’ জারি হয় ?
ক) ২১ মার্চ, ৭২
খ)২২ মার্চ, ৭২
গ) ২৩ মার্চ, ৭২
ঘ) ২৪ মার্চ, ৭৩
উত্তর: গ
৯। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটি যেসব দেশের সংবিধানে আলোকে ১৯৭২ সালে বাংলাদেমের সংবিদান প্রণয়ন করে সে রাষ্ট্রগুলো হলো
ক) যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
খ) ভারত ও সোভিয়েত ইউনিয়ন
গ) ভারত ও যুক্তরাজ্য
ঘ) ফ্রান্স ও জার্মানি
উত্তর: গ
১০। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু করে ?
ক) মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণী
খ) শেরে বাংলা এ কে ফজলুল হক
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ) খাজা নাজিমুদ্দিন
উত্তর: গ
১১। ১৫ আগস্ট , ১৯৭১ অপারেশন জ্যাকপট – এর নেতৃত্বদানকারী ছিলেন কে?
ক) কমোডর আব্দুল ওয়াহিদ চৌধুরী বীরবিক্রম,বীর উত্তম
খ) বীর শ্রেষ্ট রহুল আমীন
গ) মেজর খালেদ মোশাররফ
ঘ) মেজর রফিকুল ইসলাম
উত্তর: ক
১২। বর্তমানে বাংলাদেশে কতটি 'অধরা সাংস্কৃতিক ঐতিহ্য' রয়েছে?
ক) ৩টি
খ)৬টি
গ) ৫টি
ঘ) ৪টি
উত্তর: ক
১৩। ডাল ভাতের রাজনীতির প্রবক্তা কে ছিলেন ?
ক)শেরে বাংলা একে ফজলুল হক
খ) শেখ মুজিবুর রহমান
গ) আব্দুল হামিদ খান ভাষাণী
ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তর: ক
১৪। কত সালে ‘আওয়ামী লীগের কাগমারী সম্মেলন হয় ?
ক) ১৯৫৫
খ)১৯৫৬
গ) ১৯৫৭
ঘ) ১৯৫৮
উত্তর: গ
১৫। SEA-ME-WE 5এর বাংলাদেশ ল্যান্ডিং ষ্টেশন কোথায়?
ক)কুয়াকাটা,পটুয়াখালী
খ)ঝিলংঝা , কক্সবাজার
গ) কলা পাড়া, পটুয়াখালী
ঘ) মহেশ খালী
উত্তর: ক
১৬। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনানায়ক কে ছিলেন ?
ক) শেখ মুজিবুর রহমান
খ)আতাউল গণি ওসমানী
গ) এম শফিউল্লাহ
ঘ) খালেদ মোশাররফ
উত্তর: খ
১৭। বেঙ্গল প্যাক্ট’ কত সালে সম্পাদিত হয় ?
ক) ১৯১৬
খ)১৯১৯
গ) ১৯২০
ঘ) ১৯২৩
উত্তর: ঘ
১৮। বৃটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন ?
ক) লর্ড ওয়াভেল
খ) লর্ড উইলিয়াম বেন্টিক
গ) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর: ঘ
১৯। রাজবংশী' উপজাতিরা কোথায় বাস করে?
ক.জয়পুরহাট
খ.রংপুর
গ.মধুপুর
ঘ.শেরপুর
উত্তর: খ
২০। "DAE" বাংলাদেশ সরকারের কোন ধরনের সংস্থা?
ক) শিক্ষা
খ) ওষুধ
গ) কৃষি
ঘ) ড্রামা
উত্তরঃগ
২১। বাংলাদেশের আমেরিকার জিএসপি সুবিধা বন্ধে কার্যকর ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান?
ক) USTR
খ) USAID
গ)ALLIANCE
ঘ) সবগুলো
উত্তরঃক
২২। আলুটিলা' কোন জেলায় অবস্থিত?
ক)খাগড়াছড়ি
খ) রাঙামাটি
গ)সিলেট
ঘ) নোয়াখালী
উত্তরঃক
২৩। বাংলাদেশ কোন অর্থবছরে জিডিপি ৭% স্পর্শ করে?
ক) ২০১৫-১৬
খ)২০১৬-১৭
গ) ২০১৭-১৮
ঘ) ২০১৪-১৫
উত্তরঃক
২৪। "প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ" সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে*-
ক) ১৩
খ)২১
গ)৭
ঘ)৯
উত্তর: গ
২৫। প্রথম বাংলাদশি হিসেবে UNDP"র শুভেচ্ছাদূত হন কে
ক) ফজলে হাসান আবেদ
খ) জুয়েল আইচ
গ) মাশরাফি বিন মর্তুজা
ঘ) সাকিব আল হাসান
উত্তরঃ গ
২৬। সুন্দরবনকে কোন নামে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক) সুন্দরবন
গ) ম্যানগ্রোভ বন
গ) সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান
ঘ) জাতীয় উদ্যান
উত্তরঃ গ
২৭। সরকারি বিল উত্থাপনের জন্য প্রয়োজন হয় কতদিন ?
ক) ৭
খ)১৫
গ) ৩০
ঘ) ২০
উত্তর: ক
২৮। বাংলাদেশে ধাতব মুদ্রা কবে থেকে চালু হয় ?
ক.১ লা মার্চ, ১৯৭২ সাল
খ.২ ফেব্রুয়ারি,১৯৭৩ সাল
গ.৪ জানুয়ারি, ১৯৭৩ সাল
ঘ.১২ জুন, ১৯৭৩ সাল
উত্তরঃ গ
২৯। বাংলাদেশের অর্থনৈতিক খাত কতটি ?
ক) ২১
খ)১৫
গ) ২০
ঘ) ২৫
উত্তর: খ
৩০। উন্নয়ন মূলক চাপসৃষ্টিকারী গোষ্ঠী সমূহ উন্নয়মূলক কার্যক্রমের ক্ষেত্রে কী হিসেবে ভূমিকা পালন করতে পারে?
ক) ওভারসিয়ার
খ)ওয়াচম্যান
গ) ওয়াচ ডগ
ঘ) লিংক ব্রিজ
উত্তর: গ
====================
সাবজেক্ট ফাইনাল: বাংলাদেশ বিষয়াবলী মডেল-৩
পূর্ণমান: ৩০ , সময়: ১৫মিনিট
১।মুক্তিযোদ্ধাদের গোপন সংকেত পাঠাতে কবে "আকাশ বাণী" রেডিও তে গান বেজে ওঠে ?
ক) ১৩ আগস্ট , ১৯৭১ ।
খ)১৫ আগস্ট , ১৯৭১ ।
গ) ১৭ আগস্ট , ১৯৭১ ।
ঘ) ১৮ আগস্ট , ১৯৭১ ।
উত্তর: ক
২। বাংলাদেশের ৩য় সমুদ্রবন্দর ও ১ম গভীর সমূদ্রবন্দ " পায়রা " কোথায় অবস্থিত ?
ক) কলা পাড়া , পটুয়াখালি
খ)কুয়াকাটা,পটুয়াখালী
গ)ঝিলংঝা , কক্সবাজার
ঘ) পশুর, মংলা
উত্তর: ক
৩। বাংলাদেশের সরকার কী ধরনের?
ক) সংসদীয়
খ) গণতান্ত্রিক
গ) সংসদীয় গণতান্ত্রিক
ঘ) সমাজতান্ত্রিক
উত্তর ঃ গ
৪। সংবিধানের রক্ষাকারী কে?
ক) আইন বিভাগ
খ) বিচার বিভাগ
গ) শাসন বিভাগ
ঘ) নির্বাহী বিভাগ
উত্তর ঃ খ
৫। BEPZA কোন প্রতিষ্ঠানের অধীনে?
ক) রাষ্ট্রপতির কার্যালয়
খ) প্রধানমন্ত্রীর কার্যালয়
গ) জাতীয় সংসদ
ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়
উত্তর ঃ খ
৬। বঙ্গবন্ধু সরকার কত বিঘা কৃষি জমির খাজনা মওকুফ করেছিল?
ক)২০
খ)২৫
গ)৩০
ঘ)৪৯
উত্তর ঃ খ
৭। মুজিববর্ষের লোগোর নকশাকার কে ?
ক) মোস্তাফা জব্বার
খ)কামরুল হাসান
গ) সব্যসাচী হাজরা
ঘ) আব্দুর রউফ
উত্তর: গ
৮। গম গবেষণা কেন্দ্র কোথায়?
ক)দিনাজপুর
খ) গাজীপুর
গ)ময়মনসিংহ
ঘ) ঢাকা
উত্তর ঃ ক
৯।বাংলামতি কী?
ক) গম
খ)ধান
গ)সরিষা
ঘ) চা
উত্তর ঃ খ
১০। পাটের তৈরি পলিথিন ব্যাগ আবিষ্কার করেন কে?
ক) ড. মকসুদুল আলম
খ)ড. মোবারক হোসেন
গ) ড. তারেক
ঘ) কেহই নয়
উত্তর ঃ খ
১১। মঙ্গা ধান বলে পরিচিত
ক) ব্রি ৩৩
খ) বি আর ১১
গ) বি আর ২২
ঘ) হাইব্রিড হীরা ধান
উত্তর ঃ ক
১২। 'তাজহাট রাজবাড়ী' কোথায় অবস্হিত?
ক) রংপুর
খ) দিনাজপুর
গ) ফরিদপুর
ঘ) শেরপুর
উত্তর: ক
১৩। ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন?
ক) আলাউদ্দিন হোসেন শাহ
খ) আজম খাঁ
গ) আবদুল গণি
ঘ) মীর জুমলা
উত্তর: ক
১৪। বাংলাদেশের জাতীয় পতাকা গৃহিত হয় কবে?
ক)১৯৭২ সালের ১৭ জানুয়ারি
খ)১৯৭১ সালের ২ মার্চ
গ) ১৯৭১ সালের ৩ মার্চ
ঘ) ১৯৭২ সালের ১০ জানুয়ারি
উত্তর: ক
১৫। জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে?
ক)১৭ নভেম্বর , ১৯৯৯
খ)৫ ডিসেম্বর ২০০৮ সালে
গ) ১০ সেপ্টম্বর , ২০১০
ঘ) ১৬ ডিসেম্বর , ২০১২
উত্তর: খ
১৬। বাংলাদেশে আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করা হয় কবে?
ক) ১৯৯৭ সালে
খ)২০১০
গ) ২০১২
ঘ) ১৯৯৮
উত্তর: ক
১৭। পদ্মা সেতুর প্রস্থ কত?
ক) ৬.৫কি.মি
খ)১৮.১ কি. মি.
গ) ১৮.২০ মি
ঘ)১৮.১ মি.
উত্তর: ঘ
১৮। বাংলাদেশের কোথায় ভেড়ার লোম দিয়ে কম্বল তৈরি করা হয়?
ক) কুষ্টিয়া
খ)চাঁপাইনবাবগঞ্জ।
গ) রাঙামাটি
ঘ) খাগড়াছড়ি
উত্তর: খ
১৯। গণঅভূত্থান দিবস কবে ?
ক) ২৬ মার্চ
খ) ২০ জানুয়ারি
গ) ১৮ ফেব্রুয়ারি
ঘ)২৪ জানুয়ারী
উত্তর: ঘ
২০। বাংলাদেশের অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের সর্ববৃহৎ খাত কোনটি ?
ক) সেবা খাত
খ) শিল্প
গ) কৃষি
ঘ) বাণিজ্য
উত্তর: ক
২১। বীর শ্রেষ্ঠদের মধ্যে কতজন সেনাবাহিনীর ?
ক) ৩জন
খ) ২জন
গ) ৪জন
ঘ) ১জন ।
উত্তর: ক
২২। বাংলাদেশের সাবমেরিন ক্যাবল প্রকল্পটির কোন মন্ত্রাণালয়ের অধীনে ?
ক) ডাক ও যোগাযোগ প্রযুক্তি
খ) বিজ্ঞান ও প্রযুক্তি
গ) শিল্প ও বাণিজ্য
ঘ) স্বরাষ্ট্র মন্ত্রাণালয়
উত্তর: ক
২৩। "আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি।“ - উক্তিটি কার ?
ক) সাইমন ড্রিং
খ) ফিদেল ক্যাস্ট্রো।
গ) সাদ্দাম হোসেন
ঘ) রবার্ট ফ্রস্ট
উত্তর: খ
২৪। মুক্তিযুদ্ধের পর ভারতীয় সৈনরা কবে বাংলাদেশ ত্যাগ করেছিল ?
ক) ১৭ মার্চ , ১৯৭২ ।
খ)১৮ মার্চ , ১৯৭২ ।
গ) ১৫ মার্চ , ১৯৭২ ।
ঘ) ১৬ মার্চ , ১৯৭২ ।
উত্তর: ক
২৫। জাতীয় VAT দিবস-
ক) ১০ জুলাই
খ)১৫ নভেম্বর
গ) ৩০ নভেম্বর
ঘ) ১০ ডিসেম্বর
উত্তর: ঘ
২৬। ৮ম পঞ্চ বার্ষিক পরিকল্পনার মেয়াদ কোনটি ?
ক) ২০২০ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন
খ)২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন
গ) ২০২১ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন
ঘ) ২০২২ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন
উত্তর: খ
২৭। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয় কোন বাংলা কোন মাসে?
ক)।ফাল্গুন
খ) আষাঢ়
গ) বৈশাখ
ঘ) কার্তিক
উত্তরঃঘ
২৮। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে DACCA থেকে DHAKA হয়?
ক) ৮ম
খ) ১২
গ) ১১
ঘ) ১৫
উত্তরঃক
২৯। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনী দ্বারা ১৯৭২ সারের রাষ্ট্রীয় মূলনীতিসমূহকে পুন:প্রবর্তন করা হয়েছে ?
ক) পঞ্চম
খ)ত্রয়োদশ
গ) চতুর্দশ
ঘ) পঞ্চদশ
উত্তর: ঘ
৩০। সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছে ?
ক) ৮৪
খ) ৯৪
গ) ৯৬
ঘ) ৯৫
উত্তর: খ
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন