BCS Preliminary and Written Exams
১সপ্তাহে ১ বিষয় রিভিশন
৬ষ্ঠ সপ্তাহ : কম্পিউটার অংশের ৫মদিন
আজকের পরীক্ষার উত্তরপত্র
পূর্ণমান : ৩৫, সময়: ২০ মিনিট
গুগল ফর্মে পরীক্ষা দিন, সাথে সাথে উত্তর নিন
লিংক https://forms.gle/yCuja3V8MXzrDYqj8
১। বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ এ যুক্ত হয় কবে ?
ক)২০০৬ সালে
খ) ২০১২
গ) ২০১৭
ঘ) ২০১৮
উত্তর: গ
২। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাাবলের ল্যান্ডিং স্টেশন কোথায় ?
ক) ঝিলংঝা , কক্সবাজার
খ) মহেশখালী
গ) কলাপাড়া, পটুয়াখালী
ঘ) কুয়াকাটা , পটুয়াখালী
উত্তর; গ
৩। বাংলাদেশে ফোরজি(4G) কবে চালু হয়?
ক. ১৯ ফেব্রুয়ারি ২০১৭
খ.১৯ ফেব্রুয়ারি ২০১৮
গ.১৯ ফেব্রুয়ারি ২০১৬
ঘ.১৯ ফেব্রুয়ারি ২০১৯
উঃ খ
৪. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়:
ক.১৯৯৩ সালে
খ. ১৯৯৪ সালে
গ.১৯৯৫ সালে
ঘ.১৯৯৬ সালে
উঃ ক
৫। ডাচ বাংলা ব্যাংক কত সালে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে??
a) ২০০৭
b) ২০০৯
c) ২০১২
d) ২০১০
উত্তর: d
৬। স্যামুয়েল হাস্ট টাচস্ক্রিন প্রযুক্তি উদ্ভাবন করেন?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭৪ সালে
গ.১৯৭২ সালে
ঘ. ১৯৭০ সালে
উঃ ক
৭। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত হয় কবে?
ক. ২০০৬ সালের জুন মাসে
খ. ২০০৮ সালের অক্টোবরে
গ.২০০৭ সালের মে মাসে
ঘ.২০০৮ সালের মে মাসে
উঃ খ
৮। বিশ্বের প্রথম স্মার্টফোন হলো
ক. অ্যান্ড্রয়েড
খ. Nokia
গ. Microsoft
ঘ. IBM Simon
উঃ ঘ
৯। দেশের সকল জেলায় ই-সেবাকেন্দ্র চালু করা হয় কবে ?
ক.১৪ নভেম্বর ২০১১
খ.১৫ নভেম্বর ২০১১
গ.১৪ নভেম্বর ২০১২
ঘ.১৫ নভেম্বর ২০১১৪
উঃ ক
১০.সর্বপ্রথম ফাইভজি(5G) সেবা চালু করে কোন দেশ ?
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. দঃ কোরিয়া
ঘ.জাপান
উঃ গ
১১। GPS এর পূর্ণরূপ হচ্ছে
ক. Global Positioning System.
খ.Global Position System.
গ. Gloom Positioning System.
ঘ. Global Power System.
উঃক
১২.What is the full form of GPRS?
ক.Generation Packet Radio Service
খ.General Packet Radio Service
গ.Global Packet Radio Service
ঘ.General Packet Radio Service
উঃ ঘ
১৩। VSAT stands for--
a) Very Swift Automatic Terminal
b) Very Standard Automatic Test
c) Very Small Aparture Terminal
d) Very Small Automatic Terminal
উত্তর: c)
১৪) VSAT কাকে বলা হয়??
a) স্যাটেলাইট কানেকশনের জন্য ব্যবহৃত লোকাল এন্টেনা
b) মহাকাশে স্থাপিত দুটি স্যাটেলাইটের মধ্যে সংযোগ মাধ্যম
c) আবহাওয়ার সংবাদজ্ঞাপক ভূ-উপগ্রহ
d) দুইয়ের অধিক স্যাটেলাইটের মধ্যে সংযোগ মাধ্যম
উত্তর: a)
১৫। CDMA পুর্নরুপ কী?
ক) Cardinal Division Multiplex Accessory
খ)Code Division Multiple Access
গ) Cudial Doded Minus Access
ঘ) Classical Division Multitude Access
উত্তর: খ
১৬। মোবাইল কমিউনিকেশনে 4G- এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কী?
ক.ভয়েস টেলিফোনি
খ.ভিডিও কল
গ.মোবাইল টিভি
ঘ.ব্রডবেন্ড ইন্টারনেট সেবা
উত্তরঃ ঘ
১৭। শেখ হাসিনা সফটওয়ার পার্ক কোথায় অবস্থিত ?
ক) কলিয়াকৈর , গাজীপুর
খ) যশোর
গ) সিলেট
ঘ) রাজশাহী
উত্তরঃ খ
১৮। এমন একধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো , আচার আচরণ, বৈশিষ্ট্য, গুনাগুন, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা হয়
ক) রোবটিক্স
খ) ক্রায়োসার্জারি
গ)বায়োমেট্রিক্স
ঘ) বায়োইনফরমেট্রিকস
উত্তর:গ
১৯। ইন্ড্রাস্ট্রিয়াল রোবটের জনক কে?
ক)কারেল চাপেক
খ)আইজ্যাক আশিমো
গ)এফ অ্যান্জেলবার্গ
ঘ) জাক ডরসে
উত্তর:গ
২০)4G এর স্টান্ডার্ড কোনটি ?
ক)CDMA
খ)FDMA
গ)LTE
ঘ)EDGE
উত্তর:গ
২১)GSM কিসের সম্মিলিত রূপ??
a) FDMA ও TDMA
b) FDMA ও CDMA
c) TDMA ও CDMA
d) TDMA ও PDMA
উত্তর : a)
২২। GIS (Geographic Information System) ব্যবস্থার জনক কাকে বলা হয়??
a) Paul Sciana
b) Evan Sharp
c) Roger Tomlinson
d) Colin Kroll
উত্তর:c)
২৩। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মানবীসদৃশ রোবট 'সোফিয়া' নির্মাতা কে?
ক) স্টিভ জবস
খ) মাইকেল হাস্ট
গ) হ্যানসন ব্লিক্স
ঘ) মাইক্রোসফট
উত্তর: গ
২৪। Green phone বলা হয় কোন প্রযুক্তিটিকে??
a) GSM
b) PDMA
c) FDMA
d) CDMA
উত্তর: d)
২৫। latest android version
a)Marshal
b) Pie
c) android 10
d) android 11
ans: c
২৬) IMEI stands for---
a) International Mobile Equipment Identity
b) International Mobile Enhanced Identity
c) International Mobile Evolution Identity
d) None of the above
উত্তর: a
২৭) সেলুলার নেটওয়ার্কে কোনটি ব্যবহার করা হয়??
a) Magnetic frequency
b) Radio frequency
c) Laser frequency
d) Optical fibre
উত্তর: b)
২৮। the fastest Internet in the world
a) Taiwan
b)Japan
c)Luxembourg
d) The Netherlands
ans: a
29) GSM phone এ কী ব্যবহার করা হয়?
ক. RIM
খ. SIM
গ.Moden
ঘ. Cable
উঃ খ
30)কোন প্রজন্মের ফোনে GPRS ব্যবহার করা হয়?
ক. ২য় ও ৩য়
ক. ৩য় ও ৪র্থ
ক. ২য় ও ৪র্থ
ক. ১ম ও ৩য়
উঃ ক
31)IOS মোবাইল অপারেটিং সিস্টেম কোন কোম্পানির?
ক. Apple
খ. Microsoft
গ. Nokia
ঘ.Huewai
উঃ ক
32)ক্রায়োসার্জারীতে অসুস্থ টিসুকে ধ্বংস করা হয়
ক. অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ
খ. অতিমাত্রায়া গরম প্রয়োগ
গ. ঠান্ডা গরম দুটো প্রয়োম
ঘ. সাধারন তাপমাত্রায়
উত্তরঃক
33). কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রি মাত্রিক মাল্টি সেনসোরিয়াল এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায়?
ক. ভার্চুয়াল রিয়েলিটি
খ. রোবাটিক
গ. ইনফরমেশন
ঘ. ইন্টারনেট
উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি
34) VPN কী?
ক) Virtual Public Network
থ) Virtual Private Network
গ) Variable Private Network
ঘ) Variable Public Network
উঃখ
৩৫। নিচের কোনটি ৫জি বৈশিষ্ট্য
ক) ওপেন ট্রান্সপোর্ট প্রোটোকল (ওটিপি) ব্যবহার করে উচ্চতর বিট হারের হার কমে গেছে।
খ)গতি - 1 থেকে 10 জিবিপিএস
গ)ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWWW)
ঘ) সবগুলোই
উত্তর: ঘ
৪৩তম বিসিএস প্রিলি+রিটেন প্রস্তুতি-২০২১
আজ রাত ১০.৩০টার সিলেবাসের আলোকে
তথ্য প্রযুক্তি অংশ,সোমবার,১৬/০৮/২০২১
১. বর্তমানে স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
ক. চীন
খ. রাশিয়া
গ. ভারত
ঘ.যুক্তরাজ্য
উঃ ক
২.বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যোগদান করে কবে?
ক. ২০০৬ সালের জুন মাসে
খ. ২০০৬ সালের মার্চ মাসে
গ.২০০৭ সালের মে মাসে
ঘ.২০০৬ সালের মে মাসে
উঃ ঘ
৩. 'পরম' নামে সুপার কম্পিউটার তৈরি করেছে কোন দেশ?
ক. চীন
খ. রাশিয়া
গ. ভারত
ঘ.যুক্তরাজ্য
উঃ গ
৪. টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?
ক. ড. স্যামুয়েল হার্স্ট
ক. মাটিন কুপার
গ. স্টিভ জবস
ঘ. মাশাল ম্যাকলুহান
উঃক
৫.স্যামুয়েল টাচস্ক্রিন প্রযুক্তি উদ্ভাবন
করেন?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭৪ সালে
গ.১৯৭২ সালে
ঘ. ১৯৭০ সালে
উঃ ক
৬.অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত হয় কবে?
ক. ২০০৬ সালের জুন মাসে
খ. ২০০৮ সালের অক্টোবরে
গ.২০০৭ সালের মে মাসে
ঘ.২০০৮ সালের মে মাসে
উঃ খ
৭. অ্যান্ড্রয়েড ব্যবহৃত প্রথম ফোন কোনটি?
ক. HTC Dream
খ. Samsung
গ. Huawei
ঘ. Apple
উঃ ক
৮. অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন কে?
ক. ড. স্যামুয়েল হার্স্ট
ক. মাটিন কুপার
গ. স্টিভ জবস
ঘ. অ্যান্ডি রুবিন
উঃঘ
৯.বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো
ক. অ্যান্ড্রয়েড
খ. Nokia
গ. Microsoft
ঘ. Black Berry
উঃ ক
১০.বিশ্বের প্রথম স্মার্টফোন হলো
ক. অ্যান্ড্রয়েড
খ. Nokia
গ. Microsoft
ঘ. IBM Simon
উঃ ঘ
১১.প্রথম আইফোনের বাজারজাতকরণ
শুরু হয়
ক. ২৯ জুন ২০০৭ সালে
খ. ৯ জুন ২০০৭ সালে
গ. ২০ জুন ২০০৭ সালে
ঘ. ২৯ জুন ২০০৮ সালে
উঃক
১২. মোবাইল ডিভাইসের প্রাণ বলা
হয়
ক. অ্যাপকে
খ. ব্যাটারিকে
গ. চার্জারকে
ঘ. কোনটিই নয়
উঃ ক
১৩.মোবাইল ফোনের আপডেট অপারেটিং সিস্টেম
সংস্করণের নাম কি?
ক. Android
খ. Pie
গ. oreo
ঘ.Nougat
উঃ খ
১৪. CDMA phone এ কি ব্যবহার করা হয়?
ক. RIM
খ. SIM
গ.Moden
ঘ. Cable
উঃ ক
১৪.GSM phone এ কি ব্যবহার করা হয়?
ক. RIM
খ. SIM
গ.Moden
ঘ. Cable
উঃ খ
১৫. বাংলাদেশের কয়েকটি মোবাইল কোম্পানি GSM প্রযুক্তি ব্যবহার করেন?
ক.১
খ.৬
গ.৫
ঘ.৮
উঃ গ
১৬.বাংলাদেশে ফোরজি(4G) কবে চালু হয়?
ক. ১৯ ফেব্রুয়ারি ২০১৭
খ.১৯ ফেব্রুয়ারি ২০১৮
গ.১৯ ফেব্রুয়ারি ২০১৬
ঘ.১৯ ফেব্রুয়ারি ২০১৯
উঃ খ
১৭. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়:
ক.১৯৯৩ সালে
খ. ১৯৯৪ সালে
গ.১৯৯৫ সালে
ঘ.১৯৯৬ সালে
উঃ ক
১৮. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার
জন্য উন্মুক্ত করে
ক.১৯৯৩ সালে
খ. ১৯৯৪ সালে
গ.১৯৯৫ সালে
ঘ.১৯৯৬ সালে
উঃ ঘ
১৯. বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর নাম কি?
ক. সিটিসেল
খ. গ্রামীণফোন
গ. বাংলা লিংক
ঘ. রবি
উঃ ক
সাল।
২০.বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়?
ক. ৪ জানুয়ারী, ১৯৯০
খ. ৪ জানুয়ারী, ১৯৯১
গ. ৪ জানুয়ারী, ১৯৯২
ঘ. ৪ জানুয়ারী, ১৯৯৪
উঃক
২১. বাংলাদেশে থ্রিজি(3G) প্রযুক্তি প্রথম উদ্বোধন করা হয় কবে ?
ক.১৪ অষ্টোবর ২০১২
খ. ১৩ অষ্টোবর ২০১২
গ.১৪ অষ্টোবর ২০১৪
ঘ.১৪ অষ্টোবর ২০১৩
উত্তরঃ ক
২২. মোবাইলফোনে বাংলায় এস এম এস(Short
Message Service-SMS) উদ্বোধন করা হয়
কবে ?
ক.২১ ফেব্রুয়ারী ২০১২
খ.২৬ ফেব্রুয়ারী ২০১৩
গ.২৪ ফেব্রুয়ারী ২০১১
ঘ.২২ ফেব্রুয়ারী ২০১৩
উত্তরঃক
২৩. দেশের সকল জেলায় ই-সেবাকেন্দ্র চালু করা হয় কবে ?
ক.১৪ নভেম্বর ২০১১
খ.১৫ নভেম্বর ২০১১
গ.১৪ নভেম্বর ২০১২
ঘ.১৫ নভেম্বর ২০১১৪
উঃ ক
২৪.সর্বপ্রথম ফাইভজি(5G) সেবা চালু করে কোন দেশ ?
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. দঃ কোরিয়া
ঘ.জাপান
উঃ গ
২৫.ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ ফলাফল পাওয়া যায় তাকে ----- বলে।
ক. কোনটিই নয়
খ.ডাটা
গ.উপাত্ত
ঘ.তথ্য
উঃঘ
২৬. 'Huawei' কোন দেশভিত্তিক মোবাইল কোম্পানি?
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. দঃ কোরিয়া
ঘ. জাপান
উঃ ক
২৭. ' I Phone ' কোন দেশভিত্তিক মোবাইল কোম্পানি?
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. দঃ কোরিয়া
ঘ.জাপান
উঃখ
২৮. Samsung ' কোন দেশভিত্তিক মোবাইল কোম্পানি?
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. দঃ কোরিয়া
ঘ. জাপান
উঃ গ
২৯. 'Nokia' কোন দেশভিত্তিক মোবাইল কোম্পানি?
ক. নরওয়ে
খ. ফিলিপাইন।
গ. দঃ কোরিয়া
ঘ. ফিনল্যান্ড
উঃ ঘ
৩০.GPS এর পূর্ণরূপ হচ্ছে
ক. Global Positioning System.
খ.Global Position System.
গ. Gloom Positioning System.
ঘ. Global Power System.
উঃক
৩১.What is the full form of GPRS?
ক.Generation Packet Radio Service
খ.General Packet Radio Service
গ.Global Packet Radio Service
ঘ.General Packet Radio Service
উঃ ঘ
৩২. কোন প্রজন্মের ফোনে GPRS ব্যবহার করা হয়?
ক. ২য় ও ৩য়
ক. ৩য় ও ৪র্থ
ক. ২য় ও ৪র্থ
ক. ১ম ও ৩য়
উঃ ক
৩৩.কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
ক) মাইক্রোসফট ওয়ার্ড
খ) মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
গ) মাইক্রোসফট এক্সেল
ঘ) মাইক্রোসফট অ্যাকসেস
উত্তরঃ(খ)
৩৪.আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখন তাকে কী হিসেবে চিহ্নিত করে থাকি?
ক) মাল্টিমিডিয়া
খ) ইন্টারনেট
গ) প্রিন্ট্রিংমিডিয়া
ঘ) ইলেকট্রনিক মিডিয়া
উত্তরঃ (ক)
৩৫. IOS মোবাইল অপারেটিং সিস্টেম কোন কোম্পানির?
ক. Apple
খ. Microsoft
গ. Nokia
ঘ.Huewai
উঃ ক
৩৬. মোবাইল ফোনের জনক কে?
ক. অ্যান্ডি রুবিন
খ. বিল গেটস
গ. স্টিভ জবস
ঘ.মাটিন কুপার
উঃ ঘ
#1G, 2G,3G, 4G,5G এর মাঝে পার্থক্য একনজরেঃ
মোবাইল ফোনের প্রজন্মকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যথা:
১. প্রথম প্রজন্ম (1st Generation-1G)
২. দ্বিতীয় প্রজন্ম (2nd Generation-2G)
৩. তৃতীয় প্রজন্ম (3rd Generation r-3G)
৪. চতুর্থ প্রজন্ম (4th Generation-4G)
৫. পঞ্চম প্রজন্ম( 5th Generation -5G)
#নিচে এসব প্রজন্মের বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো:
#প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য: (১৯৮০-১৯৮৯):
১. প্রথম প্রজন্মের মোবাইলে অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহূত হতো।
২. সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে কম ছিল। ৩. চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি ছিল FDMA (Frequency Division Multiple Access)
৪. ব্যবহারকারী কথা বলা অবস্থায় স্থান পরিবর্তন করলে কল বিচ্ছিন্ন হয়ে যেত।
৫. প্রথম দিকের ফোনগুলো ওজনে বেশি এবং আকারে বড় হলেও ধীরে ধীরে তা হালকা এবং আকারে ছোট হতে থাকে।
৬. অর্ধপরিবাহী মেমরি ও মাইক্রোপ্রসেসরের ব্যবহার। ৭. সেলুলার নেটওয়ার্কের প্রবর্তন ঘটে।
৮. একই সেলে বা একই এলাকার অন্য মোবাইল ট্রান্সমিটার দ্বারা সৃষ্ট বাধা বা রেডিও ইন্টারফিয়ারেন্স নেই।
উদাহরণ: AMPS-Advanced Mobile Phone System. NMT- Nordic Mobile Telephone ইত্যাদি।
#দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্য: (১৯৯০-২০০০):
১. দ্বিতীয় প্রজন্মে ডিজিটাল পদ্ধতিতে রেডিও সিগন্যাল ব্যবহূত হতো।
২. চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি ছিলো FDMA (Frequency Division Multiple Acccess), TDMA (Time Division Multiple Access) ও CDMA (Code Division Multiple Access)।
৩. প্রথম Short Message Service বা SMS এর প্রচলন শুরু হয়।
৪. প্রথম Multimedia Message Service বা MMS এর প্রচলন শুরু হয়।
৫. Handoff সুবিধা চালু হয়। অর্থাত্ মোবাইল ব্যবহারকারী কথা বলা অবস্থায় স্থান পরিবর্তন করলেও কল বিচ্ছিন্ন হয় না।
৬. সীমিত মাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়। ৭. 2G প্রযুক্তি হলো GSM ও CDMA।
৮. ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ। ৯. ইন্টারনেটের জন্য প্রথমে GPRS এবং পরে EDGE প্রযুক্তি চালু হয়।
১০. GPRS এর স্পিড 50Kbit/s এবং EDGE এর স্পিড 250Kbit/s।
১১. প্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়।
১২. ডেটা স্থানান্তরের গতি প্রথম প্রজন্মের চেয়ে অনেক বেশি।
১৩. ডেটা এনক্রিপশন করা হয় ডেটার নিরাপত্তার জন্য।
১৪. ডেটা আদান-প্রদানে ত্রুটি নির্ণয় এবং সংশোধন করা হয়।
১৫. ডেটা আদান-প্রদানের জন্য প্রয়োজনে চ্যানেল সংখ্যা বাড়ানো যায়।
উদাহরণ: GSM 900, GSM 1800, GSM R, CDMA 450, CDMA 2000 ইত্যাদি।
#তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য:
(২০০১-০৯):
১. মোবাইল প্রযুক্তি হলো WCDMA
২. ডেটা ট্রান্সমিশনের জন্য প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিংয়ের ব্যবহার।
৩. ব্যাপকভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে।
৪. ইন্টারনেটের জন্য দ্রুতগতির EDGE (Enhanced Data Rates for Global Evoluation) প্রযুক্তি ব্যবহার করা হয়।
৫. তৃতীয় প্রজন্মের মোবাইলের সাহায্যে মোবাইল টিভি, ভিডিও কলিং, ভিডিও অন ডিমান্ড, ভিডিও কনফারেন্স, টেলিমেডিসিন সার্ভিস, গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS) ইত্যাদি সুবিধা রয়েছে।
৬. ব্যাপকভাবে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু।
৭. ভয়েস এবং ডেটা ট্রান্সমিশনে ডিজিটাল সিস্টেমের ব্যবহার।
৮. বিকল্প পদ্ধতিতে বিল প্রদান-সংক্রান্ত সেবা চালু।
৯. গান শোনা, টিভি ও সিনেমা দেখা এবং চাহিদা অনুযায়ী ডাউনলোড করা যায়।
#চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য:
(২০০৯-বর্তমান):
১. ডেটা ট্রান্সমিশন স্পিড 3G এর চেয়ে প্রায় ৫০ গুণ বেশি।
২. চতুর্থ প্রজন্মের ইন্টারনেট প্রটোকল প্যাকেট সুইচড নেটওয়ার্ক ব্যবহার করে, যা আলট্রা ব্রডব্যান্ড অ্যাক্সেস নামে পরিচিত।
৩. মোবাইল ওয়েব অ্যাক্সেস, IP টেলিফোনিং, হাই ডেফিনেশন মোবাইল টিভি, 3D টেলিভিশন এবং ক্লাউড কম্পিউটিং ব্যবহারের সুবিধা রয়েছে।
৪. চতুর্থ প্রজন্মের মোবাইলে স্মার্ট অ্যান্টেনা ব্যবহার করা হয়।
৫. 3D ছবি প্রদর্শনের ব্যবস্থা।
উদাহরণ: LTE Advanced (LTE-A), Mobile WiMax2।
4G প্রথম কবে কোথায় চালু হয়?--২০০৬ সালে দক্ষিন কোরিয়ায়।
#5G:
5 জি প্রযুক্তিতে ওপেন ট্রান্সপোর্ট প্রোটোকল (ওটিপি) ব্যবহার করে উচ্চতর বিট হারের হার কমে গেছে। ওটিপি এবং ট্রান্সপোর্ট এবং সেশন লেয়ার দ্বারা সমর্থিত। অ্যাপ্লিকেশন স্তর বিভিন্ন ধরনের নেটওয়ার্কের উপর পরিষেবা পরিচালনার গুণমানের জন্য। 5G একটি বাস্তব বেতার বিশ্বের সামনে আসে- ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWWW)
♦গতি - 1 থেকে 10 জিবিপিএস
ব্যান্ডউইথ - প্রতি ইউনিট এলাকার 1000x ব্যান্ডউইথ।
ফ্রিকোয়েন্সি - 3 থেকে 300 GHz
মাল্টিপ্লেক্সিং / এক্সেস টেকনোলজি - সিডিএমএ এবং বিডিএমএ
স্ট্যান্ডার্ড - আইপি ব্রডব্যান্ড ল্যান / ওয়াং এএন / প্যান এবং WWWW
♦বৈশিষ্ট্য: রিয়েল টাইম কর্মক্ষমতা - দ্রুত প্রতিক্রিয়া, নিম্ন জীবাণু, প্রস্থান এবং বিলম্ব
দূরবর্তী ডায়াগনস্টিক্স 5G এর একটি চমত্কার বৈশিষ্ট্য। - একজন ডাক্তার বিশ্বের দূরবর্তী অংশে অবস্থিত রোগীর চিকিত্সা করতে পারে।
মনিটরিং সহজ হবে - একটি সরকারী সংস্থা এবং তদন্ত অফার বিশ্বের কোনও অংশ নিরীক্ষণ করতে পারে। অপরাধ হার কমাতে সম্ভব
দৃশ্যমান মহাবিশ্ব, ছায়াপথ, এবং গ্রহ সম্ভব হবে।
সম্ভাব্য, প্রাকৃতিক দুর্যোগ সহ সুনামি, ভূমিকম্প ইত্যাদি দ্রুত সনাক্ত করা
#রোবটিক্স , ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, , বায়ো ইনফরমেটিক্স , সাইবার অপরাধ সম্পর্কে ইত্যাদি সম্পর্কে সাধারণ ধারণা একনজরেঃ
1. মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা?
ক. যোগাযোগ
খ. কর্ম
গ. চিকিৎসা
ঘ. বাসস্থান
উত্তরঃ গ
2. মানুষের চিন্তা-চেতনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন রূপে উপস্থাপন করার নামই হচ্ছে----
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
খ. রোবোটিক্স
গ. কৃত্রিম বুদ্ধিমত্তা
ঘ. ইনফরমেটিক্স
উত্তরঃগ
3. প্রযুক্তির যে শাখা রোবোটিক ডিজাইন সংগঠন নিয়ন্ত্রন এবং পরিচালনায় সংযুক্ত তাকে কী বলে?
ক. রোবোটিকস
খ. বায়োমেট্রিক্স
গ. ইনফরমেটিক্স
ঘ. বিহেভিয়ার
উত্তরঃ ক
4. বর্তমানে বোমা নিস্ক্রয়করন, খনিতে, মহাকাশ, পরিবেশ পরিছন্নতায় ইত্যাদি ক্ষেত্রে মানুষের জায়গায় কী ব্যবহার হচ্ছে-
ক. কুকুর
খ. রোবট
গ. গরু
ঘ. মানুষ
উত্তরঃখ
5. বর্তমানে চামড়ার ক্যানসার নিরাময়ে কোন প্রযুক্তির ব্যবহার হচ্ছে -
ক. ভার্চুয়াল রিয়েলিটি
খ. ইনফরমেট্রিক্স
গ. ক্রায়োসার্জারি
ঘ. নরমাল সার্জারি
উত্তরঃগ
6. ক্রায়োসার্জারিতে কী রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়-
ক. শক্ত
খ. নরম
গ. বাসস্থান
ঘ. তরল
উত্তরঃ ঘ
7. ক্রায়োসার্জারীতে অসুস্থ টিসুকে ধ্বংস করা হয়
ক. অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ
খ. অতিমাত্রায়া গরম প্রয়োগ
গ. ঠান্ডা গরম দুটো প্রয়োম
ঘ. সাধারন তাপমাত্রায়
উত্তরঃক
8. ক্রায়োসার্জারিতে নিচের কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ন ?
ক. শিক্ষা
খ. চিকিৎসা
গ. বাসস্থান
ঘ. সংস্কতি
উত্তরঃ খ
9. ক্রায়োসার্জারিতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয় ?
ক. তরল
খ. জৈব
গ. গ্যাস
ঘ. অজৈব
উত্তরঃ
10. আজকাল বিজ্ঞানীরা মহাকাশে গবেষনার জন্য কী পাঠাচ্ছে?
ক. মানুষ
খ. রোবট
গ. পাখি
ঘ. কুকুর
উত্তর: খ. রোবট
11. মৃত ব্যক্তির DNA পর্যালোচানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় ?
ক. বায়োমেট্রিক্স
খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ. ক্রায়োসার্জারি
ঘ. ন্যানো সার্জারি
উত্তরঃখ
12. পলিথিন ফাইবার প্রভূতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয় ?
ক. বায়োমেট্রিক্স
খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ. ক্রায়োসার্জারি
ঘ. ন্যানো টেকনোলজি
উত্তরঃঘ
13. নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয় ?
ক. ক্রায়োসার্জারি
খ. মোবাইল
গ. বায়োমেট্রিক্স
ঘ. তথ্য ব্যবস্থা
উত্তর: খ. মোবাইল
14. কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রি মাত্রিক মাল্টি সেনসোরিয়াল Multi Sensorial এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায়?
ক. ভার্চুয়াল রিয়েলিটি
খ. রোবোটিক
গ. ইনফরমেশন
ঘ. ইন্টারনেট
উত্তরঃক
15. কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রি মাত্রিক মাল্টি সেনসোরিয়াল এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায়?
ক. ভার্চুয়াল রিয়েলিটি
খ. রোবাটিক
গ. ইনফরমেশন
ঘ. ইন্টারনেট
উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি
16. ব্যবহারকারীকে বাস্তবতার কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে কোনটি-
ক. টেলিভিশন রিয়েলিটি
খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. কম্পিউটার রিয়েলিটি
ঘ. ভার্চুয়াল ভিজুলিটি
উত্তর: খ. ভার্চুয়াল রিয়েলিটি
17. কৃত্রিমভাবে বাস্তব জগৎ তৈরী করতে পারে কোনটি?
ক. ভার্চুয়াল রিয়েলিটি
খ. টেলিভিশন রিয়েলিটি
গ. কম্পিউটার রিয়েলিটি
ঘ. ভার্চুয়াল ভিজুলিটি
উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি
18. ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সবচেয়ে বেশী লক্ষনীয় কোন ক্ষেত্রে?
ক. খেলাধুলায়
খ. চলচ্চিত্রে
গ. ব্যাংকিং সেবায়
ঘ. প্রশিক্ষনে
উত্তর: চলচ্চিত্রে
19.কম্পিউটার সিস্টেমে অবৈধ প্রবেশকারী ব্যক্তি হিসাবে পরিচিত কে ?
১) হ্যাকার
২) ভাইরাস
৩) পাইরেট
৪) চোর
উঃক
20. হ্যাকিংয়ের কোন ধাপে তথ্য সংগ্রহ করে থাকে?
১) রেকোননাইসেন্স
২) স্ক্যানিং
৩) গেইনিং একসেস
৪) কভারিং ট্র্যাক্স
উঃক
21. হ্যাকিংয়ের কোন ধাপে ওপেন পোর্ট/সার্ভিসসমূহের তথ্য সংগ্রহ করে থাকে?
১) রেকোননাইসেন্স
২) স্ক্যানিং
৩) গেইনিং একসেস
৪) কভারিং ট্র্যাক্স
উঃখ
22. হ্যাকার হ্যাকিংয়ের কোন ধাপটিতে নেটওয়ার্ক বা সিস্টেমকে আক্রমণ করে?
১) রেকোননাইসেন্স
২) স্ক্যানিং
৩) গেইনিং একসেস
৪) কভারিং ট্র্যাক্স
উঃগ
23. তথ্য নিরাপত্তা তিনটি মৌলিক স্তম্ভ কি?
1) Confidentiality, Integrity, Authenticity
2) Integrity, Availability, Communication
3) Integrity, Confidentiality, Acceptability
4) Confidentiality, Integrity, Availability
উঃঘ
24. HTTPS এর পোর্ট নাম্বার কত?
১) ২৩
২) ৪৪৩
৩)৮০
৪)১১০
উঃখ
25. VPN কি?
1) Virtual Public Network
2) Virtual Private Network
3) Variable Private Network
4) Variable Public Network
উঃখ
26. কোন পদ্ধতিতে payload delivery করে থাকে?
১) USB sticks
২) Phishing
৩) Access to credentials
৪) উপরের সবগুলো
উঃঘ
27.বেশিরভাগ সিস্টেম, যাদের জন্য হ্যাক হয়
1. Hackers
2. Insiders
3. Overseas criminals
4. Young teenage computer genius
উঃখ
28.ফায়ারওয়াল কি?
১) যে ওয়ালে আগুন লেগে আছে
২) ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক কে একত্র করে।
৩) ফায়ারওয়াল হলো যা ইনকামিং এবং আউটগয়িং ট্রাফিকগুলোকে ফিল্টারিং করে যার ফলে নেটওয়ার্ক সিকিউয়ার থাকে ।
৪) একটি সফটওয়্যার
উঃগ
29. ACL-এর পূর্ণনাম কী?
ক. Access Control Label
খ. Access Control List
গ. Austin City Limits
ঘ. Association for Computational Linguistics
উঃক
30. নীচের কোন সার্ভিসটা আইপি থেকে নামে ট্রান্সলেট করার জন্য ব্যবহার করা হয়?
A. NFS
B. SMB
C. NIS
D. DNS
উঃঘ
31.নীচের কোনটি একটি হোয়াইট হ্যাকারের বর্ণনা দেয়?
১) সিকিউরিটি প্রেফশনাল
২) ম্যালিসিয়াস হ্যকার
৩) ক্ষতিসাধন করতে পারে এমন ব্যক্তি
৪) খারাপ লোক
উঃক
32. সিস্টেম এর জন্য ক্ষতিকারক কোন কিছুকে প্রতিরোধ করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হয় ।
১) আইডিএস
২) আইপিএস
৩) ফায়ারওয়াল
৪) রাউটার
উঃখ
33.হ্যাকার এর কাছ থেকে সিস্টেমকে রক্ষা করার জন্য আমাদের কি অন রাখা উচিত?
ক) স্ক্রীপ্ট
খ)বিএলসি
গ) ফায়ারওয়াল
ঘ)এন্টিভাইরাস
উঃগ
মোঃ আনিছুর রহমান, সদস্য।
জাকির'স বিসিএস স্পেশাল'স।
আজকের পরীক্ষার উত্তরপত্র
১ সপ্তাহে এক বিষয় রিভিশন
৬ষ্ঠ সপ্তাহ : বিষয় : কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ৪র্থ দিন
পূর্ণমান : ৫০ ,সময়৩০ মিনিট
গুগল ফর্ম : https://docs.google.com/forms/d/1tUJTL2viemo8B4Xv3jVbpZCVmuPvoCAn5s1kUSAZJL0
১. DBMS এর পূর্ণ নাম কী?
ক. Database management software
খ. Data management System
গ. Database management System
ঘ. Database Mathematical System
উত্তরঃ গ
২. কোনটি চিত্রভিত্তিক ডেটাবেজ সফটওয়ার?
ক. Oracle
খ. Ms-Assess
গ. Ms-word
ঘ. Power Point
উত্তরঃ খ
৩. Oracle software এর সাথে কে জড়িত ?
ক. DLS
খ. SDL
গ. LDS
ঘ. LSD
উত্তরঃ খ
৪. Oracle RDBMS সাধারণত কী নামে পরিচিত?
ক. Oracle JAVA
খ. Oracle BASIC
গ. Oracle GATES
ঘ. Oracle
উত্তরঃ ঘ
৫. Oracle উন্নয়ন করা হয় কত সালে?
ক. ১৯৭৭
খ. ১৯৮০
গ. ১৯৮৫
ঘ. ১৯৯৫
উত্তরঃ ক
৬. মাইক্রো কম্পিউটারের আর্দশ ডেটাবেজ সফটওয়ার-
ক. MS-Assess
খ. Oracle
গ. Delphi
ঘ. MS-Excel
উত্তরঃ ঘ
৭. SQL এর পূর্ণরূপ কী?
ক. Structure query life
খ. Student query language
গ. Structured query language
ঘ. Student Query language
উত্তরঃ গ
৮. SQL হলো-
ক. দুর্বল ল্যাংগুয়েজ
খ. শক্তিশালী ল্যাংগুয়েজ
গ. DDL
ঘ. DLD
উত্তরঃগ
৯. SQL এর মূল সংগঠন কয়টি অংশ নিয়ে গঠিত ?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ গ
১০. ইন্টারপ্রেন্টার কোন প্রোগ্রামের অংশ?
ক. অনুবাদক
খ. অ্যাসেম্বলার
গ. কম্পাইলার
ঘ. উৎস
উত্তরঃ ক
১১. নিচের কোন অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করে?
ক. ইন্টারপ্রেন্টার
খ. অ্যাসেম্বলার
গ. কম্পাইলার
ঘ. উচ্চস্তরের
উত্তরঃগ
১২. প্রোগ্রামিং ভাষারয় লিখিত নির্দেশক কম্পিউটারের যান্ত্রিক ভাষায় পরিণত করার জন্য নিচের কেনটির দরকার হয়?
ক. ফাংশনের
খ. অ্যরের
গ. অনুবাদের
ঘ. অনুবাদকের
উত্তরঃঘ
১৩. নিচের কেনটি অনুবাদক প্রোগ্রাম?
ক. Cbr />
খ. Cobol
গ. Pascal
ঘ. Compiler
উত্তরঃ ঘ
১৪. প্রোগ্রামের ভুলকে কী বলে?
ক. Bug
খ. Dagg
গ. Debugging
ঘ. Bugging
উত্তরঃক
১৫. প্রোগ্রামের ভুল ত্রুটি খুজে বের করে ত দূর করাকে কী বলে?
ক. Bug
খ. Dagg
গ. Debugging
ঘ. Buggin
উত্তরঃগ
১৬. ৫০ এর স্থানে ০৫ লেখা হলে এ ধরনের ভুলকে প্রোগ্রামের ক্ষেত্রে কী বলা হয়?
ক. যুক্তিগত ভুল
খ. সিনট্যক্র ভুল
গ. ডেটা ভুল
ঘ. আউটপুট ভুল
উত্তরঃগ
১৭. printf এর স্থানে pintf লেখা হলে প্রোগ্রামের জন্য এধরনের ভুলকে কী বলে?
ক. যুক্তিগত ভুল
খ. সিনট্যক্র ভুল
গ. ডেটা ভুল
ঘ. আউটপুট ভুল
উত্তরঃখ
১৮. অ্যালগোরিদম এ গ্রাফিক্যাল উপস্থাপন কেনটি?
ক. সের্স কোড
খ. সুডোকোড
গ. ফ্লোচার্ট
ঘ. প্রোগ্রামিং
উত্তরঃগ
১৯.কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয়-
ক. এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
খ. যে সব অংশ মুদ্রায়িত অস্থায় থাকে
গ. তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
ঘ. কম্পিউটার তৈরির নক্সা
উত্তরঃ ক
২০. MIS এর পূর্ণরূপ কী?
ক. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
খ. ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্ট সফটওয়ার
গ. মর্ডান ইনফরমেশন সিস্টেম
ঘ. ম্যানুয়্যাল ইন্টিলিজেন্ট সফটওয়্যার
উত্তরঃক.
২১. দ্রুত কার্যকর ব্যবস্থা কে কী বলে কুয়েরি?
ক. সার্চ
খ. কুয়েরি
গ. আইডেন্টিফাই
ঘ. কালেক্ট
উত্তরঃ খ
২২. ডেটাবেজের বিভিন্ন কার্য সম্পাদনের জন্য কী ব্যবহার করা হয়?
ক. SQL
খ. QSL
গ. ORACLE
ঘ. POXPRO
উত্তরঃ গ
২৩.নিচের কোনটি Programmable system?
ক. Computer
খ. Telivision.
গ. Radio
ঘ. Photocopying Machine
উত্তরঃ ক
২৪. কে SQL তৈরি করে?
ক. Bjarne stroustup
খ. Adam Smith
গ. San Jose Research Centre
ঘ. Dennis Ritphie
উত্তরগ
২৫. কোনটি ডেটাবেজ প্রোগ্রামের বহির্ভত?
ক. ডি বেজ
খ. ওরাকল
গ. এ্যাক্সেস
ঘ. ওয়ার্ড
উত্তরঃ ঘ
২৬.কম্পিউটার এর মেমোরিতে স্থায়ীভাবে সংরক্ষিত প্রোগ্রামকে বলে-
ক. ফার্মওয়ার
খ. ফায়ারওয়ার
গ. ফায়ারওয়াল
ঘ. কোনটা নয়
উত্তরঃ ক
২৭.কম্পিউটারের কাজের ভুল ফলাফল দেয়াকে কী বলে??
ক) Latency
খ) Decompression
গ) Scalability
ঘ) GIGO
উঃঘ
২৮. utility programme কী ধরনের সফটওয়্যার?
ক. system software
খ. package software
গ. customised software
ঘ. device driver
উত্তরঃ ক
২৯. latex কী ধরনের সফটওয়্যার?
ক. Word processing
খ. spreadsheet analysis
গ. detabase management
ঘ. cad
উত্তরঃ ক
৩০. Impress কী ধরনের সফটওয়্যার?
ক. multimedia
খ. presentation
গ. word
ঘ. spreadsheet
উত্তরঃ খ
৩১. অতি উচ্চতর ভাষা কোন জেনারেশন এর?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তরঃ ঘ
৩২. একেবারে অনুবাদ করে কোনটা?
ক. কম্পাইলার
খ. ইন্টারপ্রেটার
গ. এসেম্বলার
ঘ. ইন্টারফেস
উত্তরঃ ক
৩৩. Fortran কোন প্রজন্মের ভাষা?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তরঃ গ
৩৪. নেমেনিক ভাষা কোন প্রজন্মের?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তরঃ খ
৩৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কী বলে?
ক. source programme.
খ. object programme.
গ. fortran
ঘ. compailar
উত্তরঃ খ
৩৬) DBMSএর সাথে সংশ্লিষ্ট কোনটি?
ক)MS-WORD
খ)MS-EXCEL
গ)MS-ACCESS
ঘ)MS-OUTLOOK
উঃগ
৩৭) কম্পিউটারের প্রথম প্রগ্রামিং ভাষা কী?
ক.MPL
খ.TNR
গ.MXL
ঘ.ADA
উত্তর: ঘ
৩৭) উচ্চতর ভাষায় প্রোগ্রামিং এর জন্য কোন প্রসেসর বেশি উপযোগী?
ক) CISC Processor
খ) RISC Processor
গ) Special Purpose Processor
ঘ)কোনোটাই নয়।
উত্তর ঃখ
৩৮) Unix অপারেটিং সিস্টেমে কত বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয়?
ক)৪
খ)১৬
গ)৩২
ঘ)৬৪
উত্তর ঃগ
৩৯)অপারেটিং সিস্টেমে সাধারণত কয় ধরনের ইউজার ইন্টারফেজ দেখা যায়
ক.৩
খ.৪
গ.৫
ঘ.৬
উঃ ক
৪০).মাল্টিটাস্ককিং অপারেটিং সিস্টেম কোন টি?
ক . Ms Dos
খ .PC Dos
গ .WINDOWS 2000
ঘ. কোনটিই না
উঃ গ
৪১).LINUX কী?
ক. Malware
খ.Opcrating System
গ.Application Program
ঘ.Firm ware
উঃ খ
৪২. Full form of POST
ক. Power output self test
খ. Poewer of service test
গ. Power on self test
ঘ. Power on saving test
উত্তরঃ গ
৪৩।কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?
ক.ইয়াহু
খ.এম.এস.এক্সেল
গ.সি
ঘ.কোনোটিই নয়
উত্তরঃ গ
৪৪। Which of the following program is an example of platform independent program?
ক.FORTRAN
খ.C++
গ.JAVA
ঘ.Visual Basic
উত্তরঃ গ
৪৫। ম্যালিসিয়াস সফটওয়্যারকে সংক্ষেপে কী বলা হয় ?
ক) ম্যালওয়েব (Malwave)
খ) মালওয়ার (Malwar)
গ) ম্যালওয়্যার (Malware)
ঘ) মালভেস (Malvase)
উত্তরঃ গ
৪৬। Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?
ক.নির্ধারিত ফাইল কপি করা
খ.আগের প্রোগ্রামে ফিরে যাওয়া
গ.সর্বশেষ পরিবর্তন করা
ঘ.কোনটিই নয়
উত্তরঃক
৪৭।কম্পিউটার যে সিদ্ধান্তক্রমের ধাপসমূহ অনুসরণ করে, তাকে বলে ---
ক.Instruction
খ.Algorithms
গ.Flowcharts
ঘ.Application software
উত্তরঃখ
৪৮। Y2K বাগ কী?
ক.একটি কম্পিউটার ভাইরাস এর নাম
খ.২০০০ সালের শুরুর মুহুর্তে সারা বিশ্বে কম্পিউটার বিপর্যয় এর কারণ
গ.নতুন সহস্রাব্দের কম্পিউটার
ঘ.কম্পিউটার একটি নতুন অপারেটিং সিস্টেম
উত্তরঃখ
৪৯। Firewall is a device used for filtering..........
ক.Password
খ.Virus
গ.File
ঘ.Packet
উত্তরঃঘ
৫০। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটি?
ক.PROLOG
খ.PYNHON
গ.HNML
ঘ.COBOL
উত্তরঃঘ
৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি, আজ রাত ১০.৩০টার সিলেবাসের আলোকে,১৫.০৮.২০২১,রবিবার
#বিষয়ঃকম্পিউটার ও তথ্য প্রযুক্তি।
১. কম্পিউটার ভাইরাস কি ?
ক. কম্পিউটারের বিশেষ সমস্যা
খ. কম্পিউটারের যান্ত্রিক ক্রটি
গ. এক ধরনের বিশেষ প্রোগ্রাম
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ.
২. নিচের কোনটি একটি এন্টিভাইর সফটওয়্যার (antivirus software)?
ক. ফটোশপ (Photoshop)
খ. নর্টন (Norton)
গ. জিমেইল (Gmail)
ঘ. ফ্ল্যাশ (Flash)
উত্তরঃখ
৩. আচমকা কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে কোনটি?
ক) Scandisk
খ) Diskcleanup
গ) Virus
ঘ) Defragment
উত্তরঃ(গ)
৪. কোন অপশনে ক্লিক করলে Uninstallation শুরু হয়?
ক) install
খ) remove
গ) uninstall
ঘ) Delete
উত্তরঃ (গ)
৫. কম্পিউটার পাওয়ার অন করলে Display আসার পর Hang হযে যাওয়ার কারণ কোনটি?
ক) বিভিন্ন ডেটা ক্যাবলের লুজ কানেকশন
খ) এন্টি ভাইরাসের সমস্যা
গ) লিকযুক্ত বা ক্রটিপূর্ণ ক্যাপাসিটর
ঘ) কুলিং ফ্যান সমস্যা
উত্তরঃ (ক)
৬. নিচের কোন তথ্যটি তথ্য অধিকার আইনে প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে?
ক) পরীক্ষার নাম্বার
খ) পরীক্ষার স্থান
গ) আবেদনপত্র
ঘ) পরীক্ষার প্রশ্ন
উত্তরঃ (ঘ)
৭. এন্টিভাইরাস সফটওয়্যারের ক্ষেত্রে কোন ব্যাপারটি অবশ্যই মেনে চলতে হবে?
ক) Update করতে হবে
খ) download করতে হবে
গ) install করতে হবে
ঘ) uninstall করতে হবে
উত্তরঃ(ক)
৮. হার্ডডিস্কের জায়গা খালি হলে-
ক) কম্পিউটারের জায়গা পূর্ণ হয়ে যায়
খ) কিম্পিউটারের গতি কমে যায়
গ) কম্পিউটারের গতি বেড়ে যায়
ঘ) সবগুলো
উত্তরঃ(গ)
৯. যন্ত্র কাজ করা অবস্থায় হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে গেলে তা কিসের লক্ষণ?
ক) ভাইরাস আক্রমণ করা
খ) হ্যাং করা
গ) মাদারবোর্ড নষ্ট
ঘ) কীবোর্ড নষ্ট
উত্তরঃ (ক)
১০. ইনস্টলেশনের পর যন্ত্রটি কী করলে ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার শুরু করা যায়
ক) Restart
খ) Shutdown
গ) Autoexe
ঘ) Restart
উত্তরঃ (ক)
১১. অপারেটিং সিস্টেম কোনটি?
ক) লিনাক্স
খ) এস এস ডস
গ) উইন্ডোজ
ঘ) সবগুলো
সঠিক উত্তরঃ (ঘ)
১২. ভাইরাসের বাহক কোনটি?
ক) রম
খ) সিডি
গ) প্রসেসর
ঘ) র্যাম
সঠিক উত্তরঃ (খ)
১৩. VIRUS শব্দের মানে কি?
ক) Very Important Resources Under seige
খ) Vast Information and Resources Under seige
গ) Vital Information and Resources under seige
ঘ) Vital Information and Reports Under seige
সঠিক উত্তর: (গ)
১৪. কম্পিউটারের গতি কমায় নিচের কোনটি?
ক) অপারেটিং সিস্টেম
খ) রেজিস্ট্রি ফাইল
গ) ভাইরাস
ঘ) ডেটা ক্যাবল
সঠিক উত্তরঃ (গ)
১৫. কোনটি জনগণের অধিকার?
ক) তথ্য
খ) জবাবদিহিতা
গ) বাক স্বাধীনতা
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তরঃ (ঘ)
১৬. ডিজিটাল কপির অপর নাম কী?
ক) হার্ড কপি
খ) প্রোগ্রামিং
গ) সফট কপি
ঘ) ডিজিট কপি
সঠিক উত্তরঃ (গ)
১৭. কোথায় বিনামূল্যে এন্টিভাইরাস পাওয়া যায়?
ক) দোকানে
খ) ইন্টারনেটে
গ) মেমোরিতে
ঘ) ওয়েবসাইটে
সঠিক উত্তরঃ (খ)
১৮. কম্পিউটারের প্রতিটি ড্রাইভ ক্লিন করতে কী ব্যবহার করা হয়?
ক) Drive
খ) আপগ্রেড এন্টিভাইরাস
গ) ফ্যান
ঘ) শক্ত ব্রাশ
সঠিক উত্তরঃ (খ)
১৯. আজকাল কোন সফটওয়্যারের সাথে সংযুক্ত অবস্থায় এন্টিভাইরাস সফটওয়্যার দেওয়া থাকে?
ক) অফিস ওয়ার্ড
খ) অপারেটিং সিস্টেম
গ) ম্যালওয়্যার
ঘ) AVG
সঠিক উত্তরঃ(খ)
২০. সামাজিক নেটওয়ার্কে আসক্তি কমাতে প্রয়োজনীয় মানুষদের সংখ্যা -
ক) বাড়াতে হবে
খ) বাছাই করতে হবে
গ) কমিয়ে আনতে হবে
ঘ) বাতিল করতে হবে
সঠিক উত্তরঃ (গ)
২১. কোনটি এন্টিভাইরাস প্রোগ্রামের নাম?
ক) Trojan Horse
খ) Avg
গ) CIH
ঘ) Linked In
সঠিক উত্তরঃ (খ)
২২. তথ্য এবং উপাত্তের নিরাপত্তায় ব্যবহৃত তালার নাম কী?
ক) এন্টিভাইরাস
খ) তালা
গ) ইন্টারনেট
ঘ) পাসওয়ার্ড
সঠিক উত্তরঃ (ঘ)
২৩. দূর্বল পাসওয়ার্ডের কারণে কোন ক্ষতি হয়?
ক) সফটওয়্যার আনইনস্টল হয়ে যায়
খ) সফটওয়্যার ডিলিট হয়ে যায়
গ) ভাইরাস আক্রমণ হয়
ঘ) র্যাম কমে যায়
সঠিক উত্তরঃ (গ)
২৪. কোনটি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ?
ক) সফটওয়্যার
খ) হার্ডওয়্যার
গ) উইন্ডোজ
ঘ) ম্যালওয়্যার
সঠিক উত্তরঃ (ঘ)
২৫. নিচের কোনটি সামাজিক সাইট?
ক) গুগল
খ) উইকিপিডিয়া
গ) ইনস্টাগ্রাম
ঘ) ইউটিউব
সঠিক উত্তরঃ (গ)
২৬. হার্ডডিস্কের জাম্পার সেটিং ঠিকমত না হলো কম্পিউটার কী ধরনের আচরণ করবে?
ক) কম্পিউটারের তারিখ ও সময় ঠিক থাকবে না
খ) বায়োসের কোনো পরিবর্তন করলে তা সেভ হবে না
গ) কম্পিউটার সিস্টেম চালু হবে না
ঘ) Boot disk failure of Hard disk no found মেসেজ দেখাবে
সঠিক উত্তরঃ (ঘ)
২৭. কম্পিউটার ধীরগতি হওয়ার কারণ কী?
ক) পুরানো হয়ে যাওয়া
খ) রক্ষণাবেক্ষণের অভাবে
গ) কম্পিউটার বিষয়ে বিশেষজ্ঞ না হওয়া
ঘ) কম ব্যবহার করা
সঠিক উত্তরঃ (খ)
২৮. অপারেটিং সিস্টেম সফটওয়্যার কী নামে পরিচিত?
ক) প্রোগ্রামিং
খ) এপ্লিকেশন সফটওয়্যার
গ) সিস্টেম সফটওয়্যার
ঘ) ডেটাবেজ
সঠিক উত্তরঃ (গ)
২৯. ভাইরাসের হাত থেকে রক্ষা করতে আইসিটি যন্ত্রে কী ব্যবহার করা যেতে পারে?
ক) এন্টিভাইরাস
খ) ম্যালওয়্যার
গ) স্পাইওয়্যার
ঘ) ডিস্ক ক্লিনআপ
সঠিক উত্তরঃ (ক)
৩০. সমস্যার উৎস এবং উৎপত্তিরস্থল নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
ক) সমাধান
খ) ট্রাবলশুটিং
গ) resource
ঘ) source
সঠিক উত্তরঃ (খ)
৩১. কম্পিউটার আসক্তির ফলে কী ধরনের সমস্যা হতে পারে?
ক) শারীরিক
খ) মানসিক
গ) ক ও খ উভয়ই
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ (গ)
৩২. মাত্র কয়েকবারের চেষ্টাতেই ই-মেইল এ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণ হতে পারে কোনটি?
ক) পাসওয়ার্ড সহজ হলে
খ) পাসওয়ার্ড কঠিন হলে
গ) এন্টিভাইরাসের কারণে
ঘ) এন্টি ম্যালওয়্যারের কারণে
সঠিক উত্তরঃ (ক)
৩৩. ডিস্ক ক্লিনআপ এর কাজ কী?
ক) মেমোরির জায়গা বাড়ানো
খ) কম্পিউটারের কাজের গতি বজায় রাখা
গ) কম্পিউটারের কাজের গতি কমানো
ঘ) ভাইরাস প্রতিরোধ করা
সঠিক উত্তরঃ (খ)
৩৪. তথ্য অধিকার আইন চালু হয় কত সালে?
ক) ২০০৮
খ) ২০০৯
গ) ২০১০
ঘ) ২০১১
সঠিক উত্তরঃ (খ)
৩৪. AVG কোন ধরনের প্রোগ্রাম?
ক) ওয়ার্ড প্রসেসর
খ) ফটো এডিটর
গ) স্প্রেডশিট
ঘ) এন্টিভাইরাস
সঠিক উত্তরঃ(ঘ)
৩৫. কপিরাইট আইন কতদিনের জন্য মালিককে তার সৃষ্টকর্মের স্বত্বাধিকার প্রদান করে?
ক) এক মাস
খ) এক বছর
গ) যতদিন খুশী
ঘ) নির্দিষ্ট সময় পর্যন্ত
সঠিক উত্তরঃ (ঘ)
৩৬. সহজেই ভাইরাস আক্রমণের কারণ কোনটি?
ক) হ্যাকার
খ) দুর্বল পাসওয়ার্ড
গ) সবল পাসওয়ার্ড
ঘ) বড় ও আপডেট পাসওয়ার্ড
সঠিক উত্তরঃ (খ)
৩৭. কম্পিউটারে থাকা অপ্রযোজনীয় সফটওয়্যারসমূহ কী করা উচিত?
ক) Install
খ) restart
গ) copy
ঘ) uninstall
সঠিক উত্তরঃ (গ)
৩৮. মনিটরের পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি নেই কারণ কী?
ক) AC পাওয়ার কার্ডে সমস্যা
খ) Video ক্যাবলটি লুস করে লাগানো
গ) IC কাজ না করা
ঘ) ক্যাপাসিটরে সমস্যা
সঠিক উত্তরঃ (খ
৩৯. Hardisk এর কোনো প্রকার ভাইরাস আছে কিনা কীভাবে চেক করবে?
ক) সি ড্রাইভে গিয়ে
খ) আইপি চেক করার মাধ্যমে
গ) ডিস্ক ক্লিনআপ সফটওয়্যার দিয়ে
ঘ) আপগ্রেড এন্টিভাইরাস চালিয়ে
সঠিক উত্তরঃ (ঘ)
৪০. সাধারণত কোনটি নষ্ট হলে Beep সাউন্ড দেয়?
ক) CPU
খ) Hard Disk
গ) RAM
ঘ) ROM
সঠিক উত্তরঃ(গ)
৪১. আইসিটি ব্যবহারকারীদের অবশ্যই কোন বিষয়ে সাধারণ ধারনা থাকতে হবে?
ক) ট্রাবলশুটিং
খ) আইসিটি বিষয়ে
গ) ইন্টারনেট সম্পর্কে
ঘ) কম্পিউটার সম্পর্কে
সঠিক উত্তরঃ(ক)
৪২. র্যাম কম্পিউটারের কোথায় বসানো থাকে?
ক) মাদারবোর্ডের নিধারিত স্লটে
খ) সিপিউ এর ফ্যানে
গ) NIC কার্ডের সাথে
ঘ) হার্ডডিস্ক
সঠিক উত্তরঃ (ক)
৪৩. কম্পিউটার ঘনঘন Restart হয়ে যায় কী কারণে?
ক) র্যাম এর সমস্যার কারণে
খ) সিপিউ এর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরেলে
গ) CMOS ব্যাটারি না থাকার কারণে
ঘ) কেসিংয়ে এ সমস্যা হলে
সঠিক উত্তরঃ(খ)
৪৪. কোন ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে?
ক) ভিয়েনা
খ) বুট ভাইরাস
গ) CIH
ঘ) স্টোন
সঠিক উত্তরঃ (খ)
৪৫. বায়োসের কোন অপশন পরিবর্তন করলে তা সেভ না হওয়ার কারণ কোনটি?
ক) কম্পিউটার কেসিং খুলে রাখা
খ) ঠিকমত আর্থিং না করা
গ) হার্ড ডিস্ক নষ্ট হওয়া
ঘ) CMOS ব্যাটারি নষ্ট হওয়া
সঠিক উত্তরঃ(খ)
৪৬. কিবোর্ড কাজ না করার পিছনে কী কারণ থাকতে পারে?
ক) পোর্টে সমস্যা
খ) ভাইরাস
গ) ক ও খ উভয়ই
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ(গ
৪৭. অনলাইন নিরাপত্তা ঝুঁকি দূর করতে কোনটি প্রয়োজন?
ক) ইন্টারনেট
খ) ওয়েব
গ) সতকর্তা
ঘ) প্রোগ্রাম
সঠিক উত্তরঃ (গ)
৪৮.কম্পিউটার ভাইরাসের প্রতিশেধক কোনটি?
ক) ম্যালওয়্যার
খ) মেডিসিন
গ) এন্টিভাইরাস
ঘ) ইউটিলিটি
সঠিক উত্তরঃ (গ)
৪৯. অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে?
ক) D
খ) C
গ) F
ঘ) E
সঠিক উত্তরঃ (খ)
৫০. Run command চালু করার কমান্ড কোনটি?
ক) Windows Key + r
খ) Autorun
গ) Shift + r
ঘ) Ctrl + r
সঠিক উত্তরঃ (ক)
৫১. ড্রাইভ এর জাম্পার সেটিং সঠিকভাবে না থাকলে কোন সমস্যাটি হয়?
ক) Out of memory
খ) Restart your computer
গ) Boot disk failure
ঘ) Not responding
সঠিক উত্তরঃ (গ)
৫২. তথ্যের গোপনীয়তা বজায় রাখার কাজটি কে করে?
ক) কম্পিউটার
খ) ফোল্ডার
গ) ইন্টারনেট
ঘ) পাসওয়ার্ড
সঠিক উত্তরঃ(ঘ)
৫৩. বর্তমানে সামাজিক যোগাযোগ হয় কিসের মাধ্যমে
ক) সামনাসামনি
খ) অনলাইনে
গ) ইনস্টাগ্রাম
ঘ) মোবাইলে
সঠিক উত্তরঃ (খ)
৫৪. সফটওয়্যার আনইনস্টল করার পর তার কিছু অংশ কোথায় থাকে?
ক) রিসাইকেল বিনে
খ) রেজিস্ট্রি ফাইলে
গ) সোর্স ফাইলে
ঘ) ডেটা ফাইলে
সঠিক উত্তরঃ(খ)
৫৫. এন্টিভাইরাস কি ব্যবহার করে সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রাম ঠিক করে?
ক) চিহ্ন
খ) পূর্বজ্ঞান
গ) রান কমান্ড
ঘ) টেইল
সঠিক উত্তরঃ (খ)
৫৬. মেইনবোর্ডের পাওয়ার না থাকলে কোনো সমস্যাটি হবে?
ক) সিস্টেম চালু হবে না
খ) সিস্টেম গরম হয়ে যাবে
গ) কম্পিউটার হ্যাং হবে
ঘ) Our of memory
সঠিক উত্তরঃ (ক)
৫৭. প্রোগ্রাম Install করার পর কোন কাজটি করা জরুরি?
ক) reopen
খ) Save
গ) restart
ঘ) Auto Run
সঠিক উত্তরঃ (গ)
৫৮. কোনটি দ্বারা কম্পিউটার চালিত হয়?
ক) সফটওয়্যার
খ) ইন্টারনেট
গ) পাসওয়ার্ড
ঘ) ভাইরাস
সঠিক উত্তর: (ক)
৫৯. প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না কারণ কী?
ক) মনিটরের ব্রাহটনেস কম
খ) পাওয়ার সাপ্লাই ইউনিট
গ) প্রিন্টারের সাথে পাওয়ার ক্যাবলটি সংযুক্ত নেই
ঘ) র্যাম এর সমস্যা
সঠিক উত্তর: (গ)
৬০. আসক্তি থেকে মুক্ত থাকার জন্য কোন কাজটি মূলত করা উচিত?
ক) লেখাপড়া
খ) হোমওয়ার্ক
গ) নিজের সচেতনতা
ঘ) খেলাধুলা
সঠিক উত্তরঃ (গ)
৬১. টেম্পোরারি ফাইল তৈরির ফলে কী হয়?
ক) কম্পিউটার দ্রুত গতির হয়
খ) কম্পিউটরের স্থায়িত্ব বেড়ে যায়
গ) কম্পিউটার ধীর গতির হয়
ঘ) কম্পিউটারে ওয়ালপেপার সুন্দর হয়
সঠিক উত্তরঃ
৬২. কোন দেশে গেম খেলার টাকা যোগাতে দম্পতি তাদের সন্তান বিক্রি করে দিয়েছিল?
ক) কোরিয়া
খ) যুক্তরাষ্ট্র
গ) ভারত
ঘ) চীন
সঠিক উত্তরঃ (ঘ)
৬৩. পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি দশজনের মধ্যে কয়জন পাইরেসি মুক্ত?
ক) ৭জন
খ) ৮জন
গ) ৯জন
ঘ) ৫জন
সঠিক উত্তরঃ (ক)
৬৪. VIRUS শব্দের অর্থ কী?
ক) তথ্য মুছে ফেলা
খ) তথ্য পরিবর্তন করা
গ) তথ্যের ক্ষতিসাধন করা
ঘ) তথ্যের প্রতিস্থাপন করা
সঠিক উত্তরঃ(গ)
৬৫. কম্পিউটারকে সচল ও কার্যক্ষম রাখতে কী করতে হবে?
ক) নতুন কম্পিউটার কিনতে হবে
খ) রক্ষণাবেক্ষণ
গ) কম্পিউটার সফটওয়্যার বদলাতে হবে
ঘ) Repair করতে হবে
সঠিক উত্তরঃ(খ)
৬৬. এন্টিভাইরাস সফটওয়্যারের ক্ষেত্রে কোন ব্যাপারটি অবশ্যই মেনে চলতে হবে?
ক) Update করতে হবে
খ) download করতে হবে
গ) install করতে হবে
ঘ) uninstall করতে হবে
সঠিক উত্তরঃ (ক)
৬৭. কী ব্যবহার না করলে ব্যক্তিগত গোপনীয় তথ্যাদি অন্যের কাছে চলে যেতে পারে?
ক) তালা
খ) পাসওয়ার্ড
গ) কী ওয়ার্ড
ঘ) Reserve word
সঠিক উত্তরঃ(খ)
৬৮. কম্পিউটারে তারিখ এবং সময় ঠিক থাকে না কারণ-
ক) প্রসেসর সমস্যা
খ) হার্ডড্রাইভে সমস্যা
গ) বায়োসে সমস্যা
ঘ) CMOS ব্যাটারির কার্যক্ষমতা শেষ হয়ে গেছে
সঠিক উত্তরঃ(ঘ)
৬৯. মনিটরের পাওয়ার চালু কিন্তু পর্দায় কোনো ছবি নাই সমস্যা সমাধানের জন্য কোনটি ঠিক করতে হবে?
ক) Rom
খ) Hard Disk
গ) Contrast
ঘ) Printer
সঠিক উত্তরঃ (গ)
৭০. নিচের কোনটি ভাইরাসে আক্রান্ত্র হওয়ার কারণ?
ক) মেমোরি কম দেখানো
খ) গতি কমে যাওয়া
গ) চলমান কাজের ফাইলের বেশি জায়গা দখল করা
ঘ) সবগুলো
সঠিক উত্তরঃ (ঘ)
৭১. যোগাযোগ নেটওয়ার্কের মূলত কোন বিষয়টি মানুষকে আকর্ষণ করে?
ক) অর্থ
খ) কাজ
গ) সময়
ঘ) সম্পর্ক
সঠিক উত্তরঃ(গ)
৭২. সামাজিক সাইট ব্যবহার করার সময় নিচের কোন সতকর্ত মেনে চলা উচিত?
ক) ব্যক্তিগত ছবি শেয়ার না করা
খ) ব্যবহার শেষে লগ আউট করা
গ) বন্ধুর কম্পিউটার ব্যবহারের সময় সতর্ক থাকা
ঘ) সবগুলো
সঠিক উত্তরঃ(ঘ)
৭৩. নিচের কোনটি ভাইরাসে আক্রান্ত্র হওয়ার কারণ?
ক) মেমোরি কম দেখানো
খ) গতি কমে যাওয়া
গ) চলমান কাজের ফাইলের বেশি জায়গা দখল করা
ঘ) সবগুলো
সঠিক উত্তরঃ(ঘ)
৭৪. কোন সফটওয়্যার বিনা অনুমতিতে কপি করাকে কী বলে?
ক) Narcissism
খ) Piracy
গ) IAD
ঘ) Hang
সঠিক উত্তরঃ (খ)
৭৫. ওয়েব নিরাপদ থাকতে কোন সতকর্তাটি মেনে চলা উচিত?
ক) সহজ পাসওয়ার্ড ব্যবহার করা
খ) ব্যক্তিগত তথ্য না দেওয়া
গ) সফটওয়্যার ব্যবহার না করা
ঘ) বিশেষ ধরনের প্রোগ্রাম ইনস্টল করা
সঠিক উত্তরঃ (খ)
৭৬. কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে?
ক) র্যামে
খ) মাদারবোর্ডে
গ) রমে
ঘ) হার্ডডিস্কে
সঠিক উত্তর: (খ)
৭৭. ফ্রেন্ড কোহেন কোন বিশ্ববিদ্যালয়ের গবেষক ছিলেন?
ক) University of Califonia
খ) Princeton University
গ) University of New Haven
ঘ) MIT
সঠিক উত্তরঃ(গ)
৭৮. কম্পিউটার ভাইরাসের প্রতিশেধক কোনটি?
ক) ম্যালওয়্যার
খ) মেডিসিন
গ) এন্টিভাইরাস
ঘ) ইউটিলিটি
সঠিক উত্তরঃ (গ)
৭৯. কোনটি ভাইরাস প্রতিশেধক?
ক) ম্যালওয়্যার
খ) ফার্মওয়্যার
গ) এন্টিভাইরাস
ঘ) ম্যালওয়্যার
সঠিক উত্তরঃ(ঘ)
৮০. সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
ক) Setup
খ) Autorun
গ) Read me
ঘ) Restart
সঠিক উত্তরঃ (খ)
৮১. যে মাধ্যম ব্যবহারে ভাইরাস কম্পিউটারে প্রবেশ করতে পারে?
ক) CD
খ) DVD
গ) Pendrive
ঘ) সবগুলো
সঠিক উত্তরঃ(ঘ)
৮২. কম্পিউটার কোন কাজের জন্য ব্যবহার করা হয়?
ক) গেম খেলার জন্য
খ) বহুমুখী কাজে
গ) বিনোদন
ঘ) ইন্টারনেট ব্যবহারে
সঠিক উত্তরঃ(খ)
৮৩. কম্পিউটার গেম এর মাধ্যমে মানুষ কী ধরনের সুবিধা পায়?
ক) বিনোদন
খ) প্রয়োজন মিটানো
গ) প্রযুক্তির ব্যবহার শিক্ষা
ঘ) সময়ের সদ্ব্যবহার
সঠিক উত্তরঃ(ক)
৮৪. সফটওয়্যার Installation এর সময় কোন দিকটির প্রতি লক্ষ রাখা উচিত?
ক) যন্ত্রের হার্ডওয়্যারের সার্পোট
খ) মেমোরির জায়গা
গ) অ্যাডমিনিস্টটারের অনুমতি
ঘ) সবগুলো
সঠিক উত্তরঃ (ঘ)
৮৫. কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?
ক) প্রতিদিন ব্যবহার করলে
খ) বদলালে
গ) ইন্টারনেট সংযোগ থাকলে
ঘ) ইন্টরনেট বন্ধ থাকরে
সঠিক উত্তরঃ(গ)
৮৬. কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তিকে কি বলে?
ক) ISA
খ) ISC
গ) IAD
ঘ) IAP
সঠিক উত্তরঃ(গ)
৮৭. BSA এর পূর্ণরূপ কোনটি?
ক) Business Softwere Aliance
খ) Business Software Assistance
গ) Business Softonic Aliance
ঘ) Business Softwere Agreement
সঠিক উত্তরঃ(ক)
৮৮. কম্পিউটার পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে যায় কিসের সমস্যার কারণে?
ক) মাদারবোর্ড
খ) IC
গ) ক্যাপাসিটর
ঘ) মনিটর
সঠিক উত্তরঃ(ক)
৮৯. তথ্য এবং উপাত্তের নিরাপত্তায় ব্যবহৃত তালার নাম কী?
ক) এন্টিভাইরাস
খ) তালা
গ) ইন্টারনেট
ঘ) পাসওয়ার্ড
সঠিক উত্তরঃ (ঘ)
৯০. সফটওয়্যার ইনস্টল করা জন্য কার অনুমতি নিতে হয়?
ক) হার্ডডিস্ক
খ) র্যাম
গ) রম
ঘ) অপারেটিং সিস্টেম
সঠিক উত্তরঃ (ঘ)
৯১. সফটওয়্যারগুলো কাজ করে কখন?
ক) ইনস্টল করার পর
খ) ডিলিট করার পর
গ) ডেটা ব্যাকআপ নেওয়ার পর
ঘ) আলইনস্টল কারার পর
সঠিক উত্তরঃ(ক)
৯২. ফেসবুকে কোনটি প্রকাশ থেকে বিরত থাকতে হবে?
ক) জন্ম তারিখ
খ) কলেজের নাম
গ) ব্যক্তিগত ছবি
ঘ) স্কুলের নাম
সঠিক উত্তরঃগ
৯৩. Hard Disk এ পাওয়ার না থাকলে কোনটি ঘটবে?
ক) কম্পিউটার সার্ট ডাউন হতে পারে
খ) কম্পিউটার সিস্টেম চালু হবে না
গ) Boot Disk failure or Hard Disk not found মেসেজ করা
ঘ) CMOS ব্যাটারী কাজ করবে না
সঠিক উত্তর: (গ)
৯৪. হার্ডডিস্কের জায়গা ফাঁকা করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক) ডিস্ক ক্লিনআপ
খ) ডিস্ক ডিলিট আপ
গ) ডিস্ক এডিটর
ঘ) ডিস্ক রিমুভার
সঠিক উত্তরঃ (ক)
৯৫. কোন জায়গা হতে কোন সফটওয়্যার আনইনস্টল করা যায়?
ক) মাই ডকুমেন্ট
খ) হেল্প এন্ড সার্পোট
গ) সার্চ
ঘ) কন্ট্রোল প্যানেল
সঠিক উত্তরঃ(ঘ)
৯৬. অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে কোনটি?
ক) ডিস্ক ক্লিনআপ
খ) ডিস্ক রিমুভার
গ) ডিস্ক ইরেজার
ঘ) ডিস্ক রিডআপ
সঠিক উত্তরঃ(ক)
৯৭. মেধার মূল্যকে স্কীকৃতি প্রদান করে কে?
ক) প্রোগ্রামররা
খ) কপিরাইট হোল্ডার
গ) কপিরাইট আইন
ঘ) উদ্যোক্তারা
সঠিক উত্তরঃ(গ)
৯৮. কোনটির কারণে কম্পিউটার ঘন ঘন হ্যাং করে-
ক) ভাইরাস
খ) অ্যান্টিভাইরাস
গ) ইউটিলিটি
ঘ) লিনাক্স
সঠিক উত্তরঃ (ক)
১০০. নাগরিক কোন তথ্য পেতে পারবে না?
ক) অধিকার
খ) কর্তব্য
গ) শিক্ষা
ঘ) প্রশ্নপত্র
সঠিক উত্তরঃ (ঘ)
#ডেটাবেইস সম্পর্কিত MCQঃ
1.ডাটা শব্দের একবচন কোনটি?
ক. ডাটাজ
খ. ডাটাম
গ. ডাটাজেস
ঘ. যান্ত্রিক ভাষায় রুপান্তরিত হলে বুঝতে পারে
উত্তরঃখ
2. কটি ডাটাবেজ হলো কোনো কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি —-?
ক. কাঠামোবদ্ধ সংগ্রহ
খ. মানসিক বিষয়সমূহ
গ. অবকাঠামো
ঘ. মানসিক অবকাঠামো
উত্তরঃ ক
3. ডেটাবেজকে আমরা কী বলতে পারি?
ক. সিদ্ধান্তের বিষয়
খ. পরিকল্পনার পাথেয়
গ. নিয়ন্ত্রনের অবকাঠামো
ঘ. তথ্যভান্ডার
উত্তরঃ ঘ
4. প্রতিটি ডেটাবেজ মূলত কী দ্বারা গঠিত হয়?
ক. উলম্ব ও আনুভূমিক
খ. ধারনা
গ. অবকাঠামো
ঘ. সারি ও কলাম
উত্তরঃ ঘ
5. প্রতিটি কলামের একটি কী থাকে?
ক. পিতৃ পরিচয়
খ. শিরোনাম বা হোল্ডিং
গ. বিষয় ভিত্তিক পরিচয়
ঘ. সুন্দর চিত্র
উত্তরঃখ
6. ডেটাবেজকে নিয়ন্ত্রন করায় ব্যবহৃত হয়?
ক. DBMS
খ. BDMS
গ. BMBS
ঘ. SMBS
উত্তরঃ ক
7. যে সকল ডেটাবেজ পরস্পরসম্পর্ক যুক্ত কয়েকটি ফাইল নিয়ে গঠিত সে সকল ডেটাবেজ কে কী বলে?
ক. সম্পর্ক যুক্ত ডেটাবেজ
খ. নিরিক্ষিত ডেটাবেজ
গ. গুচ্ছ ডেটাবেজ
ঘ. অনিয়ন্ত্রিত ডাটাবেজ
উত্তরঃক
8. কে RDBMS বা রিলেশনাল ডাটাবেজ ম্যনেজমেন্ট সিস্টেমের প্রবর্তক করেন?
ক. ইডগার কড
খ. মার্গারেট থ্যাচার
গ. মর্টিন লুথার
ঘ. বিল গেটস্
উত্তরঃ ক
9. MIS কথাটির পুর নাম কি?
ক. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
খ. ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্ট সফটওয়ার
গ. মর্ডান ইনফরমেশন সিস্টেম
ঘ. ম্যানুয়্যাল ইন্টিলিজেন্ট সফটওয়্যার
উত্তরঃক.
10. দ্রুত কার্যকর ব্যবস্থা কে কী বলে কুয়েরি?
ক. সার্চ
খ. কুয়েরি
গ. আইডেন্টিফাই
ঘ. কালেক্ট
উত্তরঃ খ
11. কোন ডাইলগ বক্রের বিভিন্ন তথ্য পূরন করে যে কুয়েরি করা হয় তাকে কী বলে?
ক. Parameter Query
খ. Crosstab Query
গ. Unmatched
ঘ. Query Action Query
উত্তরঃ ক
12. ডেটাবেজর বিভিন্ন কার্য সম্পাদনের জন্য কী ব্যবহার করা হয়?
ক. SQL
খ. QSL
গ. ORACLE
ঘ. POXPRO
উত্তরঃ গ
13. ডেটাবেজর বিভিন্ন কার্য সম্পাদনের জন্য কী ব্যবহার করা হয়?
ক. SQL
খ. QSL
গ. ORACLE
ঘ. POXPRO
উত্তরঃক
14. কে SQL তৈরি করে?
ক. Bjarne stroustup
খ. Adam Smith
গ. San Jose Research Centre
ঘ. Dennis Ritphie
উত্তরগ
15. নিউমেরিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে কোন অপারেট ব্যবহৃত হয়?
ক. Comparison
খ. Logical
গ. Arithmation
ঘ. POXPRO
উত্তরঃগ
16. সংরক্ষিত ডেটাবেজ টেবিলে ডেটার বিভিন্ন উপাত্তকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপনের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কী বলে?
ক. ইনডেক্রিং
খ. সটিং
গ. কুয়েরি
ঘ. ইনকুয়েরি
উত্তরঃ গ
17. সুবিন্যাস্তভাবে সঠিক নিয়ম তথ্য সমূহের সূচি তৈরিকে কী বলে?
ক. ইনডেক্সিং
খ. সটিং
গ. কুয়েরি
ঘ. ইনকুয়েরি
উত্তরঃক
18. যখন একটি মাত্র সম্পর্কের ভিতিতে ডেটাবেজ তৈরি করা হয় তাকে বলে?
ক. বাইনারি রিলেশনশিপ
খ. ইউনারি রিলেশনশিপ
গ. টাইনারি রিলেশনশিপ
ঘ. অটো রিলেশনশিপ
উত্তরঃ খ
19. পরিচয়হীন লেনদেন ডেটার ব্যবহার বন্ধ করা প্রয়োজন কেন?
ক. টারনারি রিলেশনশিপ
খ. অটো আপডেট
গ. ডেটা মডিফিকেশন
ঘ. ডেটা সিকিউরিটির
উত্তরঃঘ
20. ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য কী করা হয়?
ক. এনক্রিপশন অ্যালগরিদ
খ. সাইফারটেক্রট
গ. ডেটা এনক্রিপ্ট
ঘ. পেইন টেক্রট
উত্তরঃগ
21. পাবলিক কী এনক্রিপশন কয় প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৫ প্রকার
ঘ. কী বোর্ড এর সকল বোতম
উত্তরঃ খ
22. কোনটি ডেটাবেজ পোগ্রামের বহির্ভত?
ক. ডি বেজ
খ. ওরাকল
গ. এ্যাক্সেস
ঘ. ওয়ার্ড
উত্তরঃ ঘ
23. রিলেসনশিপের ডিগ্রি কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তরঃ
24. কোন কারনে সর্ট ধীর গতি সম্পন্ন?
ক. ইনডেক্রিং আউটপুটের চেয়ে বেশি মেমরি
খ. সটিং আউটপুটের চেয়ে বেশি মেমরি
গ. কুয়েরি রান করতে বেশী মেমরি প্রয়োজন
ঘ. ডেটা সর্ট করার প্রয়োজন হয় না
উত্তরঃ খ
25. DBMS এর পূর্ন নাম কী?
ক. Database management software
খ. Data management System
গ. Database management System
ঘ. Database Mathematical System
উত্তরঃ গ
26. কোনটি চিত্র ভিত্তিক ডেটাবেজ সফটওয়ার?
ক. Oracle
খ. Ms-Assess
গ. Ms-word
ঘ. Power Point
উত্তরঃ খ
27. Oracal software এর সাথে কে জড়িত ?
ক. DLS
খ. SDL
গ. LDS
ঘ. LSD
উত্তরঃ খ
28. Oracle RDBMS সাধারণত কী নামে পরিচিত?
ক. Oracle JAVA
খ. Oracle BASIC
গ. Oracle GATES
ঘ. Oracle
উত্তরঃ ঘ
29. Oracle উন্নয়ন করা হয় কত সালে?
ক. ১৯৭৭
খ. ১৯৮০
গ. ১৯৮৫
ঘ. ১৯৯৫
উত্তরঃ ক
30. মাইক্রো কম্পিউটারের আর্দশ ডেটাবেজ সফটওয়ার-
ক. MS-Assess
খ. Oracle
গ. Delphi
ঘ. MS-Excel
উত্তরঃ ঘ
31. SQL এর পূর্ন নাম কী?
ক. Structure query life
খ. Student query language
গ. Structured query language
ঘ. Student Query language
উত্তরঃ গ
32. SQL হলো-
ক. দুর্বল ল্যাংগুয়েজ
খ. শক্তিশালী ল্যাংগুয়েজ
গ. DDL
ঘ. DLD
উত্তরঃগ
33. SQL এর মূল সংগঠন কয়টি অংশ নিয়ে গঠিত ?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ গ
34. ডেটাবেজকে আমরা কী বলতে পারি?
ক. সিদ্ধান্তের বিষয়
খ. পরিকল্পনার পাথেয়
গ. নিয়ন্ত্রনের অবকাঠামো
ঘ. তথ্য ভান্ডার
উত্তরঃ ঘ
35. প্রতিটি ডেটাবেজ মূলত কী দ্বারা গঠিত হয়?
ক. উলম্ব ও আনুমানিক
খ. ধারনা
গ. অবকাঠামো
ঘ. সারি ও কলাম
উত্তরঃ ঘ
36. প্রথম প্রজন্মের ডেটাবেজ ম্যানেজমেন্ট কোন দশকে আবিস্কৃত হয়?
ক. ১৯৫০ সাল
খ. ১৯৬০ সাল
গ. ১৯৭০ সাল
ঘ. ১৯৮০ সাল
উত্তরঃগ
37. দ্বিতীয় প্রজন্মের DBMS কোন দশকে আবিস্কৃত হয়?
ক. ১৯৫০ সাল
খ. ১৯৬০ সাল
গ. ১৯৭০ সাল
ঘ. ১৯৮০ সাল
উত্তরঃ ঘ
38. ১৯৯০ দশকের DBMS কে কোন ডেটাবেজ মডেল বলা হয়?
ক. শ্রেনী বিন্যাসগত
খ. নেটওয়ার্ক
গ. শ্রেনী বিন্যাসগত ও নেটওয়ার্ক উভয়
ঘ. রিলেশনাল
উত্তরঃ গ
39. ইন্টারপ্রেন্টার কোন প্রোগ্রামের অংশ?
ক. অনুবাদক
খ. অ্যাসেম্বলার
গ. কম্পাইলার
ঘ. উৎস
উত্তরঃ ক
40. নিচের কোন অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করে?
ক. ইন্টারপ্রেন্টার
খ. অ্যাসেম্বলার
গ. কম্পাইলার
ঘ. উচ্চস্তরের
উত্তরঃগ
41. প্রোগ্রামিং ভাষারয় লিখিত নির্দেশক কম্পিউটারের যান্ত্রিক ভাষায় পরিনত করার জন্য নিচের কেনটির দরকার হয়?
ক. ফাংশনের
খ. অ্যরের
গ. অনুবাদের
ঘ. অনুবাদরেক
উত্তরঃঘ
42. নিচের কেনটি অনুবাদক প্রোগ্রাম?
ক. Cbr /> খ. Cobol
গ. Pascal
ঘ. Compiler
উত্তরঃ ঘ
43. প্রোগ্রামের ভুলকে কী বলে?
ক. Bug
খ. Dagg
গ. Debugging
ঘ. Bugging
উত্তরঃক
44. প্রোগ্রামের ভুল ত্রুটি খুজে বের করে ত দূর করাকে কী বলে?
ক. Bug
খ. Dagg
গ. Debugging
ঘ. Buggin
উত্তরঃগ
45. ৫০ এর স্থানে ০৫ লেখা হলে এ ধরনের ভুলকে প্রোগ্রামের ক্ষেত্রে কী বলা হয়?
ক. যুক্তিগত ভুল
খ. সিনট্যক্র ভুল
গ. ডেটা ভুল
ঘ. আউটপুট ভুল
উত্তরঃগ
46. printf এর স্থানে pintf লেখা হলে প্রোগ্রামের জন্য এধরনের ভুলকে কী বলে?
ক. যুক্তিগত ভুল
খ. সিনট্যক্র ভুল
গ. ডেটা ভুল
ঘ. আউটপুট ভুল
উত্তরঃখ
47. অ্যালগোরিদম এ গ্রাফিক্যাল উপস্থাপন কেনটি?
ক. সের্স কোড
খ. সুডোকোড
গ. ফ্লোচার্ট
ঘ. প্রোগ্রামিং
উত্তরঃগ
48. কম্পাইলার কোন ধরনের প্রোগ্রাম?
ক. প্যাকেচ
খ. অনুবাদক
গ. ডাটাবেজ
ঘ. স্প্রেডশিট
উত্তরঃ খ
49. Pseudo শব্দটি কেন ভাষা থেকে এসেছে?
ক. জার্মান
খ. ইতালিয়ান
গ. গ্রীক
ঘ. মান্দরিন
উত্তরঃ গ
50. Pseudo শব্দের অর্থ কী?
ক. দ্বন্দ
খ. মিলন
গ. সত্য
ঘ. সত্য নয়
উত্তরঃ ঘ
#Mega Post, Type mistake, Apologise.
Anisur Rahman, Team Member.
যারা প্রিলিমিনারী প্রস্তুতির পাশাপাশি রিটেনের প্রস্তুতি নিতে চান তাদের জন্য..
মাহমুদ হাসান মৃধা
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
১. রিটেনের প্রিপারেশন যেহেতু প্রিলির চেয়ে অনেকটাই আলাদা, সেহেতু কিছু কাজ প্রথম থেকেই শুরু করা উচিত।
২. প্রতিদিন একটি বাংলা পত্রিকা এবং একটি ইংরেজি পত্রিকা দেখতে থাকুন। অনলাইন ভার্সন হলেও সমস্যা নেই। পত্রিকা পড়ার সময় হাতের কাছে কাগজ-কলম রাখবেন।
৩. অর্থনৈতিক সমীক্ষা সংগ্রহ করে ফেলুন।
৪. একটি ম্যাপের বই কিনে ফেলুন।
৫. পেপার কাটিং এর অভ্যাস গড়ে তুলুন।
৬. হাতের কাছে ইন্টারনেট কানেকশন রাখুন। টপিক অনুসারে তথ্য সংগ্রহ করতে গুগলের সহয়তা নিন।
৭. কিছু নোটখাতা রেডি রাখুন, তথ্য সংগ্রহ করে রাখার জন্য।
৮. কিছু বেসিক বই কালেকশন করে রাখুন।
৯. কোন বিষয়ের জন্য কোন প্রকাশনীর বই ভাল, সে বিষয়ে খোঁজ নিন।
১০. ইংরেজি পত্রিকা পড়ে তার বাংলা অনুবাদ করার চেষ্টা করুন।
১১. সংবিধানের বিশ্লেষণ বিষয়ক বই সংগ্রহে রাখুন।
১২. সম্পাদকীয় পরিক্রমা বিষয়ক বই, যেখানে প্রতি মাসের গুরুত্বপূর্ণ সম্পাদকীয় থাকে। এই জাতীয় বই সংগ্রহে রাখুন।
১৩. পড়ার রুটিন তৈরি করে ফেলুন।
১৪. বিজ্ঞানের জন্য ৯ম-১০ম শ্রেণির বেসিক বিজ্ঞান বই এবং কম্পিউটার অংশের জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির কম্পিউটার বই সংগ্রহে রাখুন।
১৫. পুরাতন রিটেন গাইড বই সংগ্রহ করে প্রশ্নের ধারা সম্পর্কে ধারনা নিতে পারেন।
১৬. ভাল ক্যাডার পেতে হলে অবশ্যই ভাল নাম্বার পেতে হবে। এই মানসিকতা নিয়ে যতটা সম্ভব নিজের প্রস্তুতিকে ইউনিক করার জন্য কঠোর পরিশ্রম শুরু করতে থাকুন।
শুভকামনা রইলো।
১সপ্তাহে ১ বিষয় রিভিশন
৬ষ্ঠ সপ্তাহ : কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ৩য় দিনের পরীক্ষার পরীক্ষার উত্তর
পূর্ণমান : ৫০, সময়: ৩০মিনিট
গুগল ফর্মে পরীক্ষা দিন, সাথে সাথে উত্তর নিন লিংক :
লিংক https://forms.gle/izNAUDeZWMsEjEPdA
১।Quick Heal কী?
ক) ব্রাউজিং সফটওয়ার
খ)এন্টিভাইরাস সফ্টওয়ার
গ) ডাটা ম্যানেজমেন্ট সফটওয়ার
ঘ) মেডিক্যাল সফটওয়ার
উত্তর: খ
২। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যার--
ক) Rinkiy
খ) Eye Sight
গ) Sulekha
ঘ) Saroda
উত্তর: খ
৩। প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় থাকে??
ক) RAM
খ) Terminal
গ) Clipboard
ঘ) Hard Disk
উত্তর:গ
৪) সর্বাপেক্ষা প্রাচীন অপারেটিং সিস্টেমের নাম কী ?
ক)ইউনিক্স
খ) লিনাক্স
গ) মাইক্রোসফট
ঘ) ইন্টেল
উত্তর: ক
৫। কম্পিউটারের কাজের ভুল ফলাফল দেয়াকে কি বলে??
ক) Latency
খ) Decompression
গ) Scalability
ঘ) GIGO
উত্তর: ঘ
৬) বাংলাদেশে প্রধান সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান কোনটি ?
ক) BASES
খ) BASIS
গ)BASIC
ঘ) BASIK
উত্তর: খ
৭) অনাদিষ্ট বা অবান্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে বলে
ক) ফায়ারওয়াল
খ) ফার্মওয়্যার
গ) BIOS
ঘ)POST
উত্তর: ক
৮) 3G language কোনগুলো
ক) Basic ,
খ)C++,
গ) Pascal , Fortran
ঘ) সবগুলো
উত্তর: ঘ
৯। 4G Language কোনগুলো
ক) Intellect, SQL
খ) ) Pascal , Fortran
গ) C++
ঘ) 4D , Foxpro, Corel paradox
উত্তর: ক
১০) কোন ইউটিলিটি প্রোগ্রাম ডিস্কের গতি বৃদ্ধি করে ?
ক) defragment
খ) recycle bin
গ)ফরমেট
ঘ) Prefetch
উত্তর: ক
11) সমস্যা সমাধানের যুক্তিসঙ্গত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে বল
ক. প্রোগ্রাম
খ. ফ্লোচার্ট
গ. এ্যালগরিদম
ঘ. কোনটিই নয়
উত্তর: গ
১২) নিচের কোনটি সিস্টেম সফটওয়ার নয়??
a) Operating System
b) Device Driver
c) Utility Program
d) Package Software
ans: d
১৩) পিসিতে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হতে থাকে কত সাল থেকে??
a) ১৯৮৬
b) ১৯৭১
c) ১৯৭৬
d) ২০০০
ans: b
১৪) ব্যবহারকারীর সাথে হার্ডওয়ার ও সফটওয়ারের যোগাযোগ স্থাপন করে কোনটি??
a) Device driver
b) Utility program
c) Operating System
d) All the above
উত্তর: c
১৫) নিচের কোনটি Application Software নয়??
ক) MS Windows
খ) MS Word
গ) MS Excel
ঘ) Accounting Package
উত্তর: ক
১৬) নিচের কোনটি Word processing Software নয়??
ক) LOTUS
খ) Latex
গ) Mac Write
ঘ) DOS
উত্তর: ঘ
১৭)অপারেটিং সিস্টেমে সাধারনত কয় ধরনের ইউজার ইন্টারফেজ দেখা যায়?
ক.৩
খ.৪
গ.৫
ঘ.৬
উত্তর: ক
১৮.অপারেটিং সিস্টেম কয় ধরনের প্রোগ্রাম নিয়ে গঠিত?
ক.২
খ.৩
গ.১
ঘ.৪
উত্তর: ক
১৯.মাল্টিটাস্ককিং অপারেটিং সিস্টেম কোনটি?
ক.MS DOS
খ.PC DOS
গ.WINDOWS 2000
ঘ.কোনটিই না
উত্তর: গ
২০)কাজের প্রকৃতি বা ফাংশন অনুসারে কম্পিউটার সফটওয়্যারকে প্রধানত কয় ভাবে ভাগ করা যায়?
ক.দুই ভাগে
খ.তিন ভাগে
গ.চার ভাগে
ঘ.পাঁচ ভাগে
উত্তর: ক
২১.ব্যবসায়িক দৃষ্টিকোন থেকে সফটওয়্যারকে কয়টি ভাগ করা যায়?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
উত্তর: খ
২২)LINUX কী?
ক. Malware
খ.Opcrating System
গ.Application Program
ঘ.Firm ware
উত্তর: খ
২৩.নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম নয়?
ক.Red Hat Linux
খ.unix
গ.Windows xp
ঘ.Sunsolaris
উত্তর: গ
২৪) বিল গেটসের প্রথম প্রগ্রামের নাম কী?
ক.Ms Dos
খ.Ms xl
গ.Ms Delta
ঘ.Ms Ribon
উত্তর: ক
২৫)কম্পিউটারের প্রথম প্রগ্রামিং ভাষা কী?
ক.MPL
খ.TNR
গ.MXL
ঘ.ADA
উত্তর: ঘ
২৬।সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের নাম কী?
ক.ইনটেল ৪০০৯
খ.ইনটেল ৪০০৪
গ.Lenovo এম ৪৪
ঘ.prossesors wikipidia
উত্তর: খ
২৭) নিচের কোনটি Query language নয়??
a) SQL
b) QUEL
c) QCL
d) QBE
উত্তর: c
২৮) । ইন্টারপ্রিটার প্রোগ্রামকে
ক. এক লাইন এক লাইন করে অনুবাদ করে
খ. একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে
গ. পাঁচ লাইন করে একসাথে অনুবাদ করে
ঘ. অর্ধেক অর্ধেক লাইন অনুবাদ করে
উত্তর: ক
২৯ । কম্পাইলার প্রোগ্রামকে
ক. এক লাইন এক লাইন করে অনুবাদ করে
খ. একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে
গ. পাঁচ লাইন করে একসাথে অনুবাদ করে
ঘ. সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে
উত্তর: ঘ
৩০) সি প্রোগ্রামিং ভাষার জনক কে ?
ক. ডেনিস রিচি
খ. ডিনিস লিলি
গ. টিম বার্নাস লি
ঘ. কোনটিই নয় ।
উত্তর: ক
৩১)কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি বা তালিকাকে বলা হয়
ক. সফটওয়্যার
খ. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
গ. প্রোগ্রাম
ঘ. ওয়েবপেইজ
উত্তর: গ
৩২। কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ , অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়ম মিলিয়ে তৈরি হয়
ক. সফটওয়্যার
খ. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
গ. প্রোগ্রাম
ঘ. ওয়েবপেইজ
উত্তর: খ
৩৩) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্তর কয়টি ?
ক. ৩
খ. ২
গ. ৪
ঘ. ৫
উত্তর: ঘ
৩৪। প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রাম ভাষাসমূহকে প্রধানত কত ভাগে ভাগ করা ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: ক
৩৫। কম্পিউটারের লো লেভেল ল্যাঙ্গুয়েজ কত প্রকার?
ক. ৩
খ. ২
গ. ৪
ঘ.৫
উত্তর: খ
৩৬। কম্পিউটারের নিজস্ব ভাষাকে কোন ভাষা বলে ?
ক. মেশিন ভাষা
খ. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
গ. প্রোগ্রাম
ঘ. ওয়েবপেইজ
উত্তর: ক
৩৭। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কী বলে ?
ক. অবজেক্ট প্রোগ্রাম
খ. সোর্স প্রোগ্রাম
গ. প্রোগ্রাম
ঘ. ওয়েবপেইজ
উত্তর: ক
৩৮। কোন ভাষায় প্রোগ্রাম রচনা করা তুলনামূলক বেশি ক্লান্তিকর ও সময়সাপেক্ষ ?
ক. এ্যাসেম্বলি
খ. সি+
গ .মেশিন
ঘ) ফরট্রান
উত্তর: গ
৩৯ কোন ভাষাকে মেশিনের ভাষায় রুপান্তরের জন্য অনুবাদক দরকার হয় ?
ক. এ্যাসেম্বলি
খ. সি+
গ . মেশিন
ঘ. কোনটিই নয়
উত্তর: ক
৪০।কোন ভাষায় প্রোগ্রাম রচনার জন্য দক্ষ প্রোগ্রামার প্রয়োজন হয় ?
ক. এ্যাসেম্বলি
খ. সি+
গ . মেশিন
ঘ. কোনটিই নয়
উত্তর: ক
৪১।এ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়
ক. অবজেক্ট প্রোগ্রাম
খ. সোর্স প্রোগ্রাম
গ. প্রোগ্রাম
ঘ. ওয়েবপেইজ
উত্তর: খ
৪২। সি কোন স্তরের ভাষা
ক. প্রথম স্তরের
খ. দ্বিতীয় স্তরের
গ. মধ্যম স্তরের
ঘ. কোনটিই নয়
উত্তর: গ
৪৩। নিচের কোনটি উচ্চস্তরের ভাষা নয় ?
ক.প্যাসকেল
খ. বেসিক
গ. ফোরট্রান
ঘ. d++
উত্তর: ঘ
৪৪। মানুষের কাছাকাছি ভাষা হচ্ছে
ক. মেশিন
খ. এ্যাসেম্বলি
গ. মধ্যম স্তরের
ঘ. হাই লেভেল ল্যাঙ্গুয়েজ
উত্তর: ঘ
৪৫। সমস্যা সমাধানের যুক্তিসঙ্গত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে বল
ক. প্রোগ্রাম
খ. ফ্লোচার্ট
গ. এ্যালগরিদম
ঘ. কোনটিই নয় ।
উত্তর: গ
৪৬) কম্পিউটার তৈরি করার সময় ROM এ স্থায়ীভাবে সংরক্ষিত করা প্রোগ্রামসমূহকে বলা হয়----
a) Hardware
b) Malware
c) Firmware
d) Firewall
ans: c
47) কোনটি Operating system এর কাজ নয়??
a) Memory management
b) disk management
c) Virus Protection
d) Application management
ans: c
48)) নিচের কোনটি Open Source Operating System??
a) Windows
b) Open Solaris
c) Linux
d)b+c
ans: d
49)কোনটি BIOS এর কাজ ??
a) Boot পরবর্তী হার্ডওয়্যার চেক করা (POST)
b) Boot loader বা Operating system খোজ করা
c) একটা হার্ডওয়্যারের সাথে আরেকটার সমন্বয়সাধন
d) সবগুলো
ans: d
50) কম্পিউটার Start বা restart বা Operating system load করার প্রক্রিয়াকে বলে--
a) BIOS
b) Boot
c) Booting
d) Cache
ans: c
১সপ্তাহে ১ বিষয় রিভিশন
৬ষ্ঠ সপ্তাহ : কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ৩য় দিনের পরীক্ষার প্রশ্ন
পূর্ণমান : ৫০, সময়: ৩০মিনিট
গুগল ফর্মে পরীক্ষা দিন, সাথে সাথে উত্তর নিন লিংক :
লিংক https://forms.gle/izNAUDeZWMsEjEPdA
যারা এখনও তেমন কিছু পড়েননি বা অল্প কিছু পড়েছেন, হাতে সময় কম তাদের রিটেন প্রস্তুতি:
------------------_-------------------_------------------_-----------------
১. ইংরেজির জন্য আসলে ফ্রি হ্যান্ড লেখা ছাড়া আর কিছু পড়ার নাই। নিয়মিত অনুবাদ চর্চা করুন আর যেকোনো একটা গাইড থেকে অন্যান্য অংশগুলোর লেখার ফরম্যাট দেখে নিন।
২. বাংলাতেও শুধু ব্যাকরণ আর সাহিত্য (৩০+৩০) পড়ুন সৌমিত্র শেখর বা অ্যাসিওরেন্স থেকে। সাথে গ্রন্থ সমালোচনা পড়ুন ইন্টারনেট থেকে। বাকিগুলো আসলে পড়ার কিছু নাই, শুধু ফরম্যাট দেখে নিন।
৩. গণিত-বিসিএস এর সিলেবাস অনুযায়ী বোর্ড বই( ক্লাস ৬ থেকে এইচএসসি) এর নির্ধারিত অধ্যায় থেকে সবগুলো গণিত করুন। আর আপনি এতগুলো বই পড়তে না চাইলে " BETA " নামক (ক্যাপশন প্রকাশনা) একটি বই আছে যেখানে ক্লাস 6 থেকে এইচএসসির গণিত দিয়ে বইটি সাজানো আছে একদম বিসিএস এর ১২ টা অধ্যায় অনুযায়ী। আপনার যদি মনে হয় অন্য কোন বইয়ে আছে ঠিক এরকমই তাহলে ওটাই নিন।
৪. বিজ্ঞানে অল্প সময়ে পড়ার জন্য ALPHA or Science Hour ভালোই বলা যায়। যারা আসলে খুব ভালো করতে চান তারা আলফা বা সায়েন্স আওয়ার নিয়েন না। এক্ষেত্রে আপনি বড় বই হিসেবে ওরাকল বা অ্যাসিওরেন্স নেন, এগুলো পড়ে শেষ করতে পারলে তো ভালোই। তবে Alpha or Science Hour শেষ করতেও অনেক সময় লাগবে।
৫. বাংলাদেশ বিষয়াবলী আর আন্তর্জাতিক বিষয়াবলী অ্যাসিওরেনস বা প্রফেসরস বা যেকোনো একটা গাইড থেকে আগে বেশ কয়েকবার রিডিং দিয়ে ফেলুন একদম সবগুলো অধ্যায়। এরপর সংবিধান (আরিফ খান/পকেট) ও মুক্তিযুদ্ধ (এইচএসসি) আলাদা আলাদা বই থেকে পড়ুন। আর সকল সমসাময়িক ঘটনাবলী পড়ুন ইন্টারনেট থেকে।
৬. রচনা সাধারণত বানিয়ে এবং নিজের সৃজনশীলতা থেকে লিখতে হয়, তবু পড়তে চাইলে এর Imam Uddin এর English Essay ও বাংলা রচনা নামে একটা বই আছে অথবা আপনার রচনার অন্য যে বই ভালো লাগে তাই নেন।
★ যেকোনো বিষয়ের একটার বেশি বই পড়লে সময় নষ্ট হবে, কাজের কাজ তেমন কিছুই হবে না।
★ গণিত এবং বিজ্ঞান এ ১০/১৫ নাম্বার বাড়াতে গিয়ে ১ মাস সময় নষ্ট না করে অন্য বিষয়ে এই ১ মাস সময় দিলে আপনার ৭০/৮০ নাম্বার এক্সট্রা আসবে।
৪৩ বিসিএস প্রিলি প্রস্তুতিঃ১৪/০৮/২০২১
#কম্পিউটার ও তথ্য প্রযুক্তি,৩য় দিন,সিলেবাস থেকে
১) উচ্চতর ভাষায় প্রোগ্রামিং এর জন্য কোন প্রসেসর বেশি উপযোগী?
ক) CISC Processor
খ) RISC Processor
গ) Special Purpose Processor
ঘ)কোনোটাই নয়।
উত্তরঃখ
২. প্রোগ্রামের ভিত্তি কি?
ক. এলগরিদম
খ. ফ্লোচার্ট
গ. কোডিং
ঘ. ডিবাগিং
উত্তরঃ গ
৩. কম্পিউটার এর মেমোরিতে স্থায়ীভাবে সংরক্ষিত প্রোগ্রামকে বলে-
ক. ফার্মওয়ার খ. ফায়ারওয়ার
গ. ফায়ারওয়াল ঘ. কোনটা নয়
উত্তরঃ ক
৪. অতি উচ্চতর ভাষা কোন জেনারেশন এর?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তরঃ ঘ
৫. একেবারে অনুবাদ করে কোনটা?
ক. কম্পাইলার
খ. ইন্টারপ্রেটার
গ. এসেম্বলার
ঘ. ইন্টারফেস
উত্তরঃ ক
৫. Fortran কোন প্রজন্মের ভাষা?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উঃগ
৬. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলে?
ক. source programme.
খ. object programme.
গ. fortran
ঘ. compailar
উত্তরঃ ক
৭) কম্পিউটারের প্রথম প্রগ্রামিং ভাষা কী?
ক.MPL
খ.TNR
গ.MXL
ঘ.ADA
উঃ ঘ
৮ ) C প্রোগ্রামিং ভাষার জনক কে ?
ক. ডেনিস রিচি
খ. ডিনিস লিলি
গ. টিম বার্নাস লি
ঘ. কোনটিই নয় ।
উঃ ক
৯. The ...... program compresses large files into a smaller file
A. WinZip
B. WinShrink
C. WinStyle
D. None of above
Answer:A
১০. Computer software কত প্রকার?
ক.৩ খ. ২ গ. ৪ ঘ.৫
উঃখ
১১.কম্পিউটার যন্ত্রাংশ কে কি বলে?
ক.সফটওয়্যর
খ.হার্ডওয়্যার
গ.আউটপুট
ঘ.ইনপুট
উত্তর: খ
১২.বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায়?
ক।যুক্তরাষ্ট্র
খ।যুক্তরাজ্য
গ।জাপান
ঘ।কানাডা
উত্তর: ক
১৩. কম্পিউটার হার্ডওয়ার বলতে কি বোঝায়?
ক।স্মৃতি অংশ
খ।কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ।শক্ত ধাতব অংশ
ঘ।কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
উত্তর: ঘ
১৪. কম্পিউটার প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়-
ক।মাদারবোর্ড
খ।লজিক ইউনিট
গ।মনিটর
ঘ।কন্ট্রোল ইউনিট
উত্তর: ক
#প্রোগ্রামিং ভাষা একনজরেঃ
১৫. কম্পিউটার মানুষের ভাষা কীভাবে বুঝতে পারে? (ক) সরাসরি বুঝতে পারে
(খ) আংশিক বুঝতে পারে
(গ) কখনো বুঝতে পারে না
(ঘ) যান্ত্রিক ভাষায় রুপান্তরিত হলে বুঝতে পারে
উত্তরঃ (ঘ)
১৬. কম্পিউটার ও মানুষের ভাষা কোন ধরনের?
(ক) এক
(খ) এক নয়
(গ) একই রকম
(ঘ) প্রায় একই রকম
উত্তরঃ (খ)
১৭. প্রোগ্রামের ভিত্তি কোনটি ?
(ক) কোডিং (খ) ডিবাগিং
(গ) প্রবাহ চিত্র (ঘ) সুডোকোড
উত্তরঃ (ক)
১৮. গঠন বিচারে ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামের ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) ২ ভাগে (খ) ৩ ভাগে (গ) ৪ ভাগে (ঘ) ৫ ভাগে
উত্তরঃ (ঘ)
১৯. কম্পিউটার প্রোগ্রামিং ভাষাকে কয়টি ভাগে ভাগ করা হয়?
(ক) ২ ভাগে (খ) ৩ ভাগে (গ) ৪ ভাগে (ঘ) ৫ ভাগে
উত্তরঃ (ঘ)
২০. দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটি?
(ক) যান্ত্রিক ভাষা (খ) অ্যাসেম্বলি ভাষা
(গ) উচ্চস্তরের ভাষা (ঘ) নিম্নস্তরের ভাষা
উত্তরঃ (খ)
২১. Fortran রূপ কেনটি ?
(ক)for termination (খ) formulare translation
(গ) formulae transition(ঘ) formula trends
উত্তরঃ(খ)
২২. কেন কোম্পানি Fortran ভাষা চালু করে?
(ক) মাইক্রোসফট (খ) অ্যাপল
(গ) আই.বি.এম (ঘ) ইনটেল
উত্তরঃ (গ)
২৩. যান্ত্রিক ভাষার প্রধান উপকরণ নিছের কোনটি?
(ক) নিজস্ব ভাষা (খ) অ্যাসেম্বলি ভাষা
(গ) মানুষের ভাষা (ঘ) যন্ত্রে নিজস্ব ভাষা
উত্তরঃ(ঘ)
২৪. কখন মেশিন ভাষা চালু হয়?
(ক) ১৯৪০সালে (খ) ১৯৫০সলে
(গ) ১৯৪৫সলে (ঘ) ১৯৬০ সালে
উত্তরঃ (গ)
২৫. মেশিন ভাষার প্রধান উপকরন নিচের কোনটি ?
(ক) ০ এবং ১ (খ) ০ এবং ২
(গ) ১ এবং ২ (ঘ) ২ এবং ৩
উত্তরঃ (ক)
২৬. কখন মধ্যম স্তরের ভাষার উপকরণ নিচের কেনটি?
(ক) ১৯৬০ সালে (খ) ১৯৫০ সালে
(গ) ১৯৬৫ সালে (ঘ) ১৯৬০ সালে
উত্তরঃ (ক)
২৭. অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার-
(ক) যান্ত্রিক ভাষা বুঝতে পারে
(খ) সরাসরি বুঝতে পারে
(গ) সরাসরি বুঝতে পারে না
(ঘ) উচ্চস্তরের ভাষা বুঝতে পারে
উত্তরঃ(গ)
২৮. অ্যাসেম্বলি ভাষাকে কী বলা হয়?
(ক) তৃতীয় প্রজন্মর ভাষা
(খ) প্রথম প্রজন্মের ভাষা
(গ) দ্বিতীয় প্রজন্মের ভাষা
(ঘ) চতুর্থ প্রজন্মের ভাষা
উত্তরঃ গ)
২৯. লেবেল, অপকোড, অপারেন্ড ও মন্তব্য এই চারটি অংশ নিয়ে কী গঠিত হয়?
(ক) যান্ত্রিক ভাষা
(খ) নিম্নস্তরের ভাষা
(গ) অ্যাসেম্বলি ভাষা
(ঘ) উচ্চস্তরের ভাষা
উত্তরঃ (ক)
৩০. কখন মাধ্যম স্তরের ভাষার প্রচলন শুরু হয়?
(ক) ১৯৬০ সালে (খ) ১৯৪০ সালে
(গ) ১৯৬৫ সালে (ঘ) ১৯৮০ সালে
উত্তরঃ (ক) ১৯৬০ সালে
৩১. কোন ধরনের কম্পিউটার মধ্যম স্তরের ভাষা ব্যবহার করা যায়?
(ক) যেকোন কম্পিউটারে
(খ) যেকোন ধরনের কম্পিউটারে
(গ) নির্দিষ্ট সংখ্যক কম্পিউটারে
(ঘ) উন্নত মানের কম্পিউটারে
উত্তরঃখ
৩২. কম্পিউটারের প্রাগাম তৈরির জন্য কী প্রয়োজন হয়?
(ক) অল্প মেমরি৷ (খ) সীমিত মেমরী
(গ) অধিক মেমরি (ঘ) অতি অল্প মেমরি
উত্তরঃ(গ)
৩৩. কোনটি মধ্যস্তরের ভাষা?
(ক) উচ্চস্তর (খ) ওরাকল
(গ) তৃতীয় প্রজন্মের (ঘ) প্রথম প্রজন্ম
উত্তরঃখ
৩৪. কোন ভাষায় ব্যবহৃত শব্দ ইংরেজি ভাষার সাথে মিল রয়েছে?
(ক) উচ্চস্তরের ভাষা (খ) যান্ত্রিক ভাষা
(গ) অ্যাসেম্বলি ভাষা (ঘ) নিম্নস্তরের ভাষা
উত্তরঃ (ক)
৩৫. উচ্চস্তরের ভাষা কত প্রকার?
(ক) ২ প্রকার (খ) ৩ প্রকার
(গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার
উত্তরঃ (ক)
৩৬. C++, Visual Basic হলো-
(ক) উচ্চস্তরের ভাষা (খ) যান্ত্রিক ভাষা
(গ) অ্যাসেম্বলি ভাষা (ঘ) নিম্নস্তরের ভাষা
উত্তরঃ (ক)
৩৭. C প্রোগ্রাম তৈরির সাথে কে জড়িত?
(ক) মরিস হিল (খ) ডেনিস রিচ
(গ) টিম বার্নসলি (ঘ) ডগলাস রিচ
উত্তরঃ(খ)
৩৮. C++ প্রোগ্রাম ডেভেলপ করেণ কে ?
(ক) team Berneers Lee
(খ) Bjarne stroustrup
(গ) Bill Gates
(ঘ) Charges Babbes
উত্তরঃখ
৩৯. Oracle উন্নয়ন করা হয় কত সালে?
(ক) ১৯৭৭ (খ) ১৯৮০ (গ) ১৯৯০ (ঘ) ১৯৯৫
উত্তরঃক
৪০. FORTRN তৈরি করা হয়-
(ক) ১৯৫০ সালে
(খ) ১৯৬৫ সালে
(গ) পঞ্চশ দশকের মাঝামাঝিতে
(ঘ) ষাট দশকের মাঝামাঝি
উত্তরঃ(গ)
৪১. Python প্রোগ্রাম তৈরি করেণ কে?
(ক) Guido Van Rossum
(খ) Dennis Ritchie
(গ) Bjarne Strounstrup
(ঘ) Martin Cooper
উত্তরঃক
৪২. কোন ভাষায় ভিন্ন প্রার ডাটা টাইপের মিশ্রণ খুব সহজেই করা যায়?
(ক) মেশিন ভাষায় (খ) অ্যাসেম্বলি ভাষায়
(গ) মধ্যস্তরের ভাষায় (ঘ) উচ্চস্তরের ভাষায়
উত্তরঃ(গ)
৪৩. যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে বস্ত প্রোগ্রামে রূপান্তর করে সে প্রোগ্রামে রূপান্তর করে সে প্রোগ্রামকে কী বলে?
(ক) যান্ত্রিক প্রোগ্রাম
(খ) অনুবাদক প্রোগ্রাম
(গ) অবজেক্ট প্রোগ্রাম
(ঘ) উৎস প্রোগ্রাম
উত্তরঃ (খ)
৪৪. অনুবাদক প্রোগ্রাম কত প্রকার?
(ক) ২ প্রকার (খ) ৪ প্রকার
(গ) ৩ প্রকার (ঘ) ৫ প্রকার
উত্তরঃ(গ)
৪৫. ইন্টারপ্রেন্টার কোন প্রোগ্রামের অংশ?
(ক) অনুবাদক (খ) অ্যাসেম্বলার
(গ) কম্পাইলার (ঘ) উৎস
উত্তরঃক
৪৬. নিচের কোন অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করে?
(ক) অ্যাসেম্বলার (খ) ইন্টারপ্রেন্টার
(গ) কম্পাইলার (ঘ) উচ্চস্তরের
উত্তরঃ(ক)
৪৭. নিচের কেনটি অনুবাদক প্রোগ্রাম?
(ক) C (খ) Cobol (গ) Pascal (ঘ) Compiler
উত্তরঃঘ
৪৮.প্রোগ্রামের ভুলকে কী বলে?
(ক) Bug (খ) Dagg (গ) Debugging (ঘ) Bugging
উত্তরঃ(ক)
৪৯. প্রোগ্রামের ভুল ত্রুটি খুজে বের করে ত দূর করাকে কী বলে?
(ক) Bug (খ) Dagg (গ) Debugging (ঘ) Buggin
উত্তরঃ(গ)
৫০. কম্পাইলার কোন ধরনের প্রোগ্রাম?
(ক)প্যাকেচ (খ) অনুবাদক
(গ) ডাটাবেজ (ঘ) স্প্রেডশিট
উত্তরঃ(খ)
৫১. Pseudo শব্দটি কেন ভাষা থেকে এসেছে?
(ক) জার্মান (খ) ইতালিয়ান (গ) গ্রীক(ঘ) মান্দরিন
উত্তর (গ)
৫২. Pseudo শব্দের অর্থ কী?
(ক) দ্বন্দ (খ) মিলন (গ) সত্য (ঘ) সত্য নয়
উত্তরঃ ঘ
৫৩. যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম কীভাবে কাজ করবে তার গতিধারা নির্দেশ করা হয় তাকে কী বলে?
(ক) প্রবাহ চিত্র (খ) অ্যালগোরিদম
(গ) কম্পাইলার (ঘ) ইন্টারপ্রেটার
উত্তরঃ (ক)
৫৪. ফ্লোচার্ট কত প্রকার?
(ক) ২ প্রকার (খ) ৪ প্রকার (গ) ৩ প্রকার (ঘ) ৫ প্রকার
উত্তরঃ (ক)
৫৫. কোন ফ্লোচার্টে সমস্ত কাজ কম্পিউটারে নিয়ন্ত্রন নাও করতে পারে?
(ক) ম্যানুযাল (খ) মেশিন (গ) কম্পিউটার (ঘ) প্রিন্টার
উত্তরঃ (গ)
৫৬. ভিজুয়াল প্রোগ্রামিং এর ভিত্তি কোনটি?
(ক) GUI ভিত্তিক (খ) বর্ণভিত্তিক
(গ) কী-কোড (ঘ) টেক্রটভিত্তিক
উত্তরঃ (ক)
#প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামিং ভাষাসমূহকে আবার বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়ঃ
১। নিম্নস্তরের ভাষা (Low Level Language)
-Machine Language, Assembly Language
২। মধ্যমস্তরের ভাষা (Mid Level Language)
-C, C++, JAVA, Forth, Dbase, WordStar ইত্যাদি।
৩। উচ্চস্তরের ভাষা (High Level Language- 3GL)
-Fortran, Basic, Pascal, Cobol, C, C++, C#, Visual Basic, Java, Python ইত্যাদি।
৪। অতি উচ্চস্তরের ভাষা (Very High Level Language- 4GL)
-Perl, Python, Ruby, SQL, MatLab(MatrixLaboratory) ইত্যাদি
#Now self Test-01ঃ
১। প্রবাহচিত্র কী?
ক. বিশেষ চিহ্নসংবলিত ধারাবাহিক প্রোগ্রাম নির্বাহ চিত্র
খ. প্রোগ্রামের চিত্র গ. প্রোগ্রামের উন্নয়ন চিত্র
ঘ. প্রোগ্রামের অংশের চিত্র
২। 4GL বলতে কী বোঝায়?
ক. অতি উচ্চতর ভাষা খ. উচ্চতর ভাষা
গ. মধ্যম স্তরের ভাষা ঘ. নিম্ন স্তরের ভাষা
৩। প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করাকে কী বলে?
ক. বাগ খ. ডিবাগ গ. সিনটেক্স ঘ. এরর
৪। উচ্চ স্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করাকে কী বলে?
ক. প্রসেসিং খ. ডিবাগিং গ. অনুবাদ ঘ. মডিউল
৫। নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা?
ক. C খ. FORTRAN গ. SQL ঘ. ALGOL
৬। প্রোগ্রামের ত্রুটি সংশোধনের পদ্ধতিকে কী বলা হয়?
ক. Encoding খ. Decoding
গ. Debugging ঘ. Correction
৭। ওয়েবসাইট তৈরিতে ব্যবহূত ভাষা কোনটি?
ক. PYTHON খ. HTML
গ. BASIC ঘ. FORTRAN
৮। C++ কোন প্রজন্মের ভাষা?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
৯। ‘সি’ হচ্ছে—
ক. অপারেটিং সিস্টেম
খ. প্যাকেজ প্রোগ্রাম
গ. উচ্চতর প্রোগ্রামিং ভাষা
ঘ. নিম্ন স্তর প্রোগ্রামিং ভাষা
১০। কোনটি Relational Operator?
ক. + খ. গ. > ঘ. ||
১১। নিচের কোনটি অ্যারে চলক?
ক. m(5) খ. m[5] গ. m5 ঘ. m_5
১২। প্রোগ্রামের ভিত্তি কোনটি?
ক. কোডিং খ. ফ্লোচার্ট গ. ডিবাগিং ঘ. টেস্টিং
১৩। কোনটি পুনরাবৃত্তিমূলক স্টেটমেন্ট?
ক. if খ. switch গ. if-else ঘ. for
১৪। নিচের কোনটি টপ-ডাউন ডিজাইন মডেল?
ক. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
খ. ভিজ্যুয়াল প্রোগ্রামিং
গ. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
ঘ. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
১৫। শর্তসাপেক্ষে স্টেটমেন্টকে নির্বাহ করার জন্য সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহূত হয়—
ক. for খ. do while গ. else if ঘ. while
১৬। <= কোন ধরনের অপারেটর?
ক. গাণিতিক খ. রিলেশনাল
গ. লজিক্যাল ঘ. অ্যারিথমেটিক
১৭। নিচের কোনটি তৃতীয় প্রজন্মের ভাষা?
ক. SQL খ. Machine গ. C ঘ. Assembly
১৮। অ্যাসেম্বলি ভাষায় সাংকেতিক কোডকে
কী বলা হয়?
ক. Instruction খ. Nemonic
গ. Opcode ঘ. Operand
১৯। ‘C’ ভাষাটি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে উদ্ভাবন করা হয়?
ক. Unix খ. Linux গ. Mac ঘ. Android
২০। নিচের কোনটি কি ওয়ার্ড?
ক. scanf খ. main গ. printf ঘ. for
২১। %d কোন ধরনের উপাত্ত নিয়ে কাজ করে?
ক. Integer খ. Character গ. Double ঘ. Float
১. ক ২. ক ৩. ক ৪. গ ৫. গ ৬. গ ৭. খ ৮. গ ৯. গ ১০. গ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. ঘ ২১. ক
#মোঃ আনিছুর রহমান।
কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ২য় দিনের পরীক্ষার উত্তরপত্র
এক সপ্তাহে এক বিষয় রিভিশন
৬ষ্ঠ সপ্তাহ : কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ২য় দিন ।
পূর্ণমান: ৫০, সময় : ৩০মিনিট
গুগল ফর্ম লিংক : https://forms.gle/FCwb6TFAc1wPHPYDA
১.লজিক গেটে আউটপুট থাকে--
ক. একটি
খ. তিনটি
গ. দুইটি
ঘ. একটিও না
উত্তরঃ ক
২.(10101) বাইনারি সংখ্যাটির দশমিক মান কত--
ক. 12
খ. 21
গ. 121
ঘ. 212
উত্তরঃ খ
৩) হার্ডডিস্কের প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা কত?
ক) ৫১২ কিলোবাইট
খ) ৫১২ বাইট
গ)৫১২ মেগাবাইট৷
ঘ)কোনটিই নয়
উত্তরঃখ
৪)একটি ল্যাচ ফ্লিপ ফ্লপ এর ধারণ ক্ষমতা কত?
ক)১ বিট
খ)২ বিট
গ)৩ বিট
ঘ)৪ বিট
উত্তরঃক
৫) ১ নিবল=কত বিট?
ক. ৪
খ. ৬
গ. ৮
ঘ.১০
উত্তরঃ ক
৬) ইউনিকোড কত বাইট বিশিষ্ট?
ক)১৬
খ)৪
গ)৮
ঘ)২
উত্তরঃঘ
৭) যৌগিক গেট কতটি?
ক)৩
খ)৪
গ)৫
ঘ)২
উত্তরঃখ
৮)Universal Gate কোনটি?
ক)AND
খ)NOT
গ)XNOR
ঘ) XNOR
উত্তরঃগ
৯) দশমিক সংখ্যা ৩০ এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত?
ক)1C
খ)1D
গ)1E
ঘ)1
উত্তর গ
১০। কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে
ক) পিক্সেল
খ)হার্টজ
গ) ডিপিআই
ঘ)গিগাবাইট
উঃক
১১।Refresh - কে প্রকাশ করা হয় কোন এককে?
ক) পিক্সেল
খ)হার্টজ
গ) ডিপিআই
ঘ)গিগাবাইট
-উঃখ
১২। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো
ক) পিক্সেল
খ)হার্টজ
গ) ডিপিআই
ঘ)গিগাবাইট
উঃগ
১৩।মেমোরী যে এককে পরিমাপ করা হয়
ক) পিক্সেল
খ)হার্টজ
গ) ডিপিআই
ঘ)গিগাবাইট
উঃঘ
১৪। কম্পিউটার বাসের প্রশস্ততা মাপা হয়
ক) পিক্সেল
খ)হার্টজ
গ) ডিপিআই
ঘ)বিটে
উঃঘ
১৫। বাসের গতি মাপা হয়
ক) পিক্সেল
খ)হার্টজ
গ) ডিপিআই
ঘ)মেগাহার্টজে
উঃঘ
১৬। হাডডিস্ক মাপার একক
ক) পিক্সেল
খ)হার্টজ
গ) ডিপিআই
ঘ)গিগাবাইট
উঃঘ
১৭। bit stands for-
ক. binary tree
খ. binary digit
গ. binary term
ঘ. none
উত্তরঃ খ
১৮।ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন -এর একক
ক) পিক্সেল
খ) gms
গ) mbs
ঘ) BPS
উঃঘ
১৯। কোন সিস্টেমে অকটাল সংখ্যা ব্যবহার করা হয় ?
ক.ইউনিক্স
খ. কম্পিউটার
গ. লিনাক্স
ঘ. কোনটিই নয়
উঃ ক
২০। ১৭ এর বাইনারী কত ?
ক. ১০০০১
খ. ১০০১
গ. ১০০০০১
ঘ. কোনটিই নয়
উঃ ক
২১। হেক্সাডেসেমাল F এর দশমিক সংখ্যা কত?
ক. ১১
খ. ১৪
গ. ১৫
ঘ. কোনটিই নয়
উঃ গ
২২। BCD কোড কত বিটের?
ক. ৪
খ. ৩
গ. ৫
ঘ. কোনটিই নয়
উঃ ক
২৩। UNICODE এ কতটি বিন্যাস রয়েছে ?
ক. ৬৫, ৫৩৬টি
খ. ৬৬, ৫৩৬টি
গ. ৬৫, ৫৬৩টি
ঘ. কোনটিই নয়
উঃ ক
২৪। (97)10 = কত?
ক. (1100001)2
খ. (1100011)2
গ.(1101001)2
ঘ. (1101101)2
উঃ ক
২৫। (123)8=কত?
ক.(83)10
খ.(803)10
গ.(183)10
ঘ.(831)10
উঃ ক
২৬। (A29)16=কত?
ক. (1010101001)2
খ.(1011101011)2
গ. (1110101001)2.
ঘ.(1010101011)2
উঃ ক
২৭. (1011)2 + (0101)2 =?
ক. (1100)2
খ. (11000)2
গ. (01100)2
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ
২৮.Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?
ক. A + A¯ = 1
খ. A . A = 1
গ. A + A = 2A
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ক
২৯.10101111 এর 1 's complement কোনটি?
ক. 1111 1111
খ. 0101 0000
গ. 0000 0000
ঘ. 1100 0011
উত্তরঃ খ
৩০.কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-
ক. মাউস
খ. বাস
গ. স্ক্যানার
ঘ. ইনফরমেশন সুপার হাইওয়ে
উত্তরঃ খ
৩১.কোন ধরণের bus ব্যবহৃত হয় না?
ক. input-reader bus
খ. address bus
গ. data bus
ঘ. control bus
উত্তরঃ ক
৩২. One kilobyte is/ এক কিলোবাইটে বিটের সংখ্যা-
ক. 512 byte
খ. 1000 byte
গ. 1024 byte
ঘ. 1048576 byte
উত্তরঃ গ
৩৩.তথ্যের ক্ষুদ্রতম একক কোনটি ?
ক. বাইট
খ. বিট
গ. গিগাবাইট
ঘ. মেগা বাইট
উত্তর ; খ
৩৪.'১ টেরাবাইট =কত গিগাবাইট?
ক. ১০২৮
খ. ১০২৪
গ. ১০২৬
ঘ. ১০৩০
উত্তরঃ খ
৩৫. কম্পিউটার সিস্টেমে ‘ওয়ার্ড’ গঠনের সংমিশ্রণ হলো
ক. Bytes
খ. Bits
গ. Characters
ঘ. Sombols
উত্তরঃ খ
৩৬.কম্পিউটারে মৌলিক গেইট কয়টি?
ক. দুইটি
খ. চারটি
গ. তিনটি
ঘ. একটি
উত্তরঃ গ
৩৭.সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে--
ক. ১২টি
খ. ১০টি
গ. ৬টি
ঘ. ৯টি
উত্তরঃ ঘ
৩৮.কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?
ক. ১০০০×১০০০
খ. ১০২৪ ×১০২৪
গ. ১০৩২×১০৩২
ঘ. ১০০×১০০
উত্তরঃ খ
৩৯.১ বাইটে বিটের সংখ্যা কত?
ক. ১০
খ. ৮
গ. ৬
ঘ. ৪
উত্তরঃ খ
৪০.নীচের কোনটি ৫২(১৬) এর বাইনারী রূপ?
ক. 01010010(2)
খ. 01110011(2)
গ. 00001100(2)
ঘ. 11110000(2)
উত্তরঃ ক
৪১.নিচের কোনটি Octal number নয়?
ক. 19
খ. 77
গ. 15
ঘ. 101
উত্তরঃ ক
৪২.UNICODE (ইউনিকোড)- সাধারণত--
ক. ৮ বিটের কোড
খ. ৬৪ বিটের কোড
গ. ১৬ বিটের কোড
ঘ. ৩২ বিটের কোড
উত্তরঃ গ
৪৩. কম্পিউটারে ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়--
ক. বাইনারী সংখ্যা পদ্ধতি
খ. নিউমেরিক্যাল সংখ্যা পদ্ধতি
গ. ডেসিমাল সংখ্যা পদ্ধতি
ঘ. হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি
উত্তরঃ ক
৪৪.কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে--
ক. বাইনারী
খ. হেক্সাডেসিমেল
গ. দশমিক
ঘ. অক্টাল
উত্তরঃ ক
৪৫. এক word কত বিট বিশিষ্ট হয়?
ক. 4
খ. 16
গ. 8
ঘ. 2
উত্তরঃ খ
৪৬.“একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট Ѳ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”-এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?
ক. A N D
খ. NOR
গ. Ex-OR
ঘ. OR
উত্তরঃ গ
৪৭. Intel Intanium কত বিটের?
ক) ৩২
খ) ১৩২
গ) ৬৪
ঘ) ৫৬
উঃগ
৪৮.কোনটি সঠিক নয়?
ক. A+0= A
খ. A.1 = A
গ. A+A = 1
ঘ. A.A' = 1
উত্তরঃ ঘ
৪৯.একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট ০ থাকে । এই গেটটি-
ক. AND
খ. OR
গ. NAND
ঘ. XOR
উত্তরঃ গ
৫০.নিচের কোন উক্তিটি সঠিক?
ক. ১ কিলোবাইট = ১০২৪ বাইট
খ. ১ মেগাবাইট = ১০২৪ বাইট
গ. ১ কিলোবাইট = ১০০০ বাইট
ঘ. ১ মেগাবাইট = ১০০০ বাইট
উত্তরঃ ক
৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি-২০২১,বৃহস্পতিবার
রাত ১০.৩০ টার সিলেবাসের আলোকে
#বিষয়ঃকম্পিউটার ও তথ্য প্রযুক্তি(১ম দিন)।
১। কম্পিউটার শব্দের অর্থ কি? – গণনাকারী যন্ত্র।
২। আধুনিক কম্পিউটারের জনক কে? – জন ভন নিউম্যান
৩। কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এইকিন
৪। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? – Rom
৫। কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা
৬। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?– সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
৭। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
- মাইক্রো প্রসেসর
৮। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
– হার্ডওয়্যার
৯। বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?
-বিল গেটস
১০।কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা
হয়? -মাদারবোর্ড
১১। কম্পিউটার র্যাম কি? -স্মৃতিশক্তি
১২।। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
-হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
১৩।মাইক্রো শব্দের অর্থ কি? – ক্ষুদ্রাকার
১৪।মাউস ক্লিক বলতে কি বুঝায়?
– মাউসের বাম বোতামে চাপা
১৫।কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? –
Compute
১৬। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? -৩ ধরনের
১৭। পাওয়ার-পয়েন্ট ফাইলকে বলা হয়-
১৮। লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রসের্সিং
১৯। নোটবুক নামে পরিচিত কোনটি? -ল্যাপটপ
২০। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম-
– MARK-1
২১। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়? –মাইক্রো কম্পিউটার।
২২। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? – পুরো কম্পিউটার সিষ্টেম
২৩। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে? – অ্যাপল।
২৪। মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি?
-মিনিফ্রেম
২৫। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়? –মাইক্রো কম্পিউটার।
২৬। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? – পুরো কম্পিউটার সিষ্টেম
২৭। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে? – অ্যাপল।
২৮। মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি?
-মিনিফ্রেম
২৯। ই-ফোন কি?- ইন্টারনেট ফোন।
৩০। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম -MARK-1
৩১। মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল– ৫১ ফুট লম্বা।
৩২। রাশিয়ার এ্যাবাকাশকে কী বলা হয়?- স্কোটিয়া
৩৩। পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার?-তৃতীয়
৩৪। লাইট পেন হলো এক ধরণের- -ইনপুট ডিভাইস।
৩৫। কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না।
- ফ্লপি ডিক্স।
৩৬। RAM Cache কিসের অংশ বিশেষ? -RAM
৩৭। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের
প্রচলন শুরু হয়? -তৃতীয় প্রজন্ম।
৩৮। বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে?
-চতুর্থপ্রজন্মের।
৩৮। ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়? –র্যামে।
৩৯। মডেম হচ্ছে- -তথ্য আদান প্রদানে যন্ত্র।
৪০। সি ল্যাঙ্গুয়েজের জনক কে?- ডেনিস রিচি
৪১। সুপার কম্পিউটার কে আবিস্কার করেন?
– সেয়মোরক্রে
৪২। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি?
উঃ ইউনিভ্যাক-১
৪৩। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? –ROM
৪৪। পেনড্রাইভ এর অপর নাম কি? উঃ ফ্লাশ ড্রাইভ
৪৫। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? উঃ ENIAC
৪৬। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কি? উঃ UNIVAC
৪৭। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি
উঃ Mark-1
৪৮। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? উঃ এ্যালটেয়ার ৮৮০০।
৪৯। প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উঃ পিডিপি-১
৫০। মিনি কম্পিউটারের জন্মদাতা কে?
উঃ কেনেথ এইচ ওলসেন।
৫১। মানব মসিত্মষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারে নেই? উঃবুদ্ধি বিবেচনা।
৫২। নির্গমন মুখ সরঞ্জাম কী?উঃ- আউটপুট ডিভাইস।
৫৩। কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না?
উঃ- ফপি ডিস্ক।
৫৪। Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী?উঃ- MODEM.
৫৫। ডিজিটাল ক্যামেরাতে কী প্রয়োজন হয় না?
উঃ- ফিল্ম।
৫৬। পোস্ট স্ক্রিপ্ট কী?
উঃ- প্রিন্টারের ভাষা।
৫৭। পারসোনাল কমপিউটার এর কারিগরি নাম কী?
উঃ- মাইক্রো কমপিউটার
৫৮. Computer memory প্রধানত কত প্রকার?
ক) ৩ খ) ২ গ) ৪ ঘ) ৫
উঃ ক
৫৯. Program থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
ক) RAM খ) ROM গ) DVD ঘ) HDD
উঃক
৬০.গৌণ স্মৃতির উদাহরণ?
ক) RAM খ) ROM গ) CCTV ঘ) HDD
উঃ ঘ
৬১.কোন মেমোরির স্পিড সবচেয়ে বেশি?
ক) RAM খ) ROM গ) Magnetic ঘ) Cache
উঃ ঘ
৬২. কোনটি বহুল ব্যবহুত optical storage Device?
ক) RAM খ) ROM গ) Magnetic ঘ) Cache
উঃ গ
৬৩.মুখ্য স্মৃতির উদাহরণ?
ক) RAM খ) DVD গ) CCTV ঘ) HDD
উঃ ক
৬৪.Blue Ray DVD ধারণক্ষমতা কত?
ক) ১০০ জিবি খ)১৭ জিবি
গ) ২০০ জিবি ঘ)৫০০ জিবি
উঃক
৬৫.কোনটিকে মেইন স্টোরেজ ও কোর স্টোরেজ বলা হয়?
ক) RAM খ) DVD গ) CCTV ঘ) HDD
উঃ ক
৬৬.ইইপি রম কোনটিতে ব্যবহার হয়?
ক) PC খ) DVD গ) Keyboard ঘ) Pen drive
উঃ ঘ
৬৭. Computer এর Calculator স্বরূপ কোনটি?
ক. CU খ. ALU গ. Register memory ঘ. HDD
উঃখ
৬৮.Modern CD এর ধারণক্ষমতা?
ক) ৬৫০ জিবি খ)১৭ জিবি
গ) ২০০ মেগাবাইট ঘ)৬৫০ মেগাবাইট
উঃ ঘ
৬৯. 1 Bite equal to-
ক) 8 bit খ) 16 bit গ) 4 bit ঘ) 32 bit
উঃক
৭০. কোনটি Volatile memory?
ক) RAM খ) ROM গ) Magnetic ঘ) Cache
উঃ ক
৭১. কোনটি Non Volatile memory?
ক) RAM খ) ROM গ) Magnetic ঘ) Cache
উঃ খ
৭২. কোনটি Embedded System?
ক) RAM খ) ATM গ) VDU ঘ) Modem
উঃ খ
৭৩. বাসের গতি মাপা হয়?
ক) মেগাবাইটে খ) মেগাহার্টজে গ) বিটে ঘ) হার্টজে
উঃ খ
৭৪.Intel Intanium কত বিটের?
ক) ৩২ খ) ১৩২ গ) ৬৪ ঘ) ৫৬
উঃগ
৭৫. Printer কত প্রকার?
ক) ৩ খ) ২ গ) ৪ ঘ) ৫
উঃক
৭৫. Plottet কত প্রকার?
ক) ৩ খ) ২ গ) ৪ ঘ) ৬
উঃখ
৭৬.মৌলিক রং কয়টি?
1) ৩ খ) ২ গ) ৪ ঘ) ৬
উঃক
৭৭. কোনটি অফলাইন ডিভাইস?
ক. printer খ.মডেম গ. কিবোর্ড ঘ.CD
উঃ ক
৭৮. পেজ প্রিন্টার বলা হয় কাকে?
ক.ড্রাম খ.মডেম গ. Dot matrix ঘ.লেজার
উঃ ঘ
৭৯.Monitor কয় ধরনের?
ক) ৩ খ) ২ গ) ৪ ঘ) ৫
উঃক
৮০. Numeric Key কতটি?
ক) ১৭ খ) ১৬ গ) ১৪ ঘ) ১৫
উঃক
৮১. বর্ণ ও দাগ বুঝতে পারে কোনটি?
ক. OMR খ. OCR গ. Line pen ঘ.MICR
উঃ খ
৮২. কোনটি প্রতি মিনিটেই আড়াই হাজারের বেশি চেক পড়তে পারে?
ক. OMR খ. OCR গ. Line pen ঘ.MICR
উঃ ঘ
৮৩. বর্তমানে প্রচলিত কিবোর্ডে কতটি কি থাকে?
ক) ১০৭ খ) ১০৬ গ) ১০৪ ঘ) ১০৫
উঃঘ
৮৪. কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয়
ক) ন্যানো সেকেন্ডে খ) সেকেন্ডে
গ) মাইক্রো সেকেন্ডে ঘ) কোনটিই নয়
উঃ ক
৮৫. বাসের প্রশস্ততা মাপা হয়?
ক) মেগাবাইটে খ) মেগাহার্টজে গ) বিটে ঘ) হার্টজে
উঃ গ
৮৬। কেন্দ্রীয় প্রকৃয়াকরণের অংশগুলি কী কী?
উঃ- মেমোরি,লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট ইত্যাদি।
৮৭। আকার ও আকৃতি অনুসারে কমপিউটার কত প্রকার?
উঃ- চার প্রকার
ক. Super computer
খ. Mini computer
গ. Mainframe computer
ঘ. Micro computer or Personal computer
৮৮। গঠন ও কাজের উপর ভিত্তি করে কম্পিউটার তিন প্রকার
ক. এনালগ কম্পিউটার
খ. ডিজিটাল কম্পিউটার
গ.হাইব্রিড কম্পিউটার
👉মোঃ আনিছুর রহমান।