Pages

৪৩ তম বিসিএস_প্রিলি_প্রস্তুতির জন্য বাংলাদেশের সংবিধান

✌✌৪৩ তম বিসিএস_প্রিলি_প্রস্তুতির জন্য বাংলাদেশের সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাত্তর নিচে দেওয়া হলো। শেয়ার করে রাখতে পারেন কাজে দিবে ইনশাআল্লাহ। 

1. যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো –
ক) ৪৭√ খ) ৪৮ গ) ৪৯ ঘ) ৫০
2.বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল?
ক) ৪√ খ) ৮ গ) ৫ ঘ) ৬
3.বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
ক) ৭ খ) ৮ গ) ৪ ঘ) ৩√
4. “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
ক) ৩০ খ) ২৮(২) গ) ৪৯ ঘ) ২৭√
5. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
ক) ১৩ খ) ১৪ গ) ৯ ঘ) ১৫√
6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
ক) ২৯ মার্চ, ১৯৭২ খ) ১১ জানুয়ারি, ১৯৭২
গ) ২৩ এপ্রিল,১৯৭২৷ ঘ) ২৩ মার্চ, ১৯৭২√
7)বাংলাদেশের সংবিধান কবে গণপরিষদে উত্থাপিত হয়?
ক) ১২ অক্টোবর, ১৯৭২√ খ) ১১ জানুয়ারি, ১৯৭২
গ) ২৩ প্রএপ্রিল , ১৯৭২ ঘ) ২৩ মার্চ, ১৯৭২
8) গণপরিষদে কবে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়?
ক) ১২ অক্টোবর, ১৯৭২ খ) ০৪ নভেম্বর,১৯৭২√
গ) ২৩ এপ্রিল , ১৯৭২ ঘ) ২৩ মার্চ, ১৯৭২
9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
ক) ১২ অক্টোবর, ১৯৭২ খ) ০৪ নভেম্বর,১৯৭২
গ) ২৩ এপ্রিল , ১৯৭২ ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২√
10) বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
ক) ১২ অক্টোবর, ১৯৭২ খ) ০৪ নভেম্বর,১৯৭২
গ) ১০ এপ্রিল , ১৯৭২√ ঘ) ২৩ মার্চ, ১৯৭২
11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
ক) ৩৫ জন খ) ৩৪ জন√ গ) ৩২ জন ঘ) ৩৩ জন
12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
ক) শওকত ওসমান খ) ডঃ কামাল হোসেন√ গ) বেগম রাজিয়া বানু ঘ) সরনজিৎ সেন গুপ্ত
13) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
ক) শওকত ওসমান খ) ডঃ কামাল হোসেন
গ) বেগম রাজিয়া বানু√ ঘ) শরনজিৎ সেন গুপ্ত
14) বাংলাদেশ সংবিধানের কয়টি ভাষায় লেখা হয়?
ক) ৪ খ) ১ গ) ২ √ঘ) ৩
15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
ক) প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ√
খ) ৭টি তফসিল দিয়ে শুরু ও প্রস্তাবনা দিয়ে শেষ
গ) ৭টি তফসিল দিয়ে শুরু ও সংশোধনী দিয়ে শেষ
ঘ)৭টি সংশোধনী দিয়ে শুরু ও প্রস্তাবনা দিয়ে শেষ
16) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
ক) ১৫৩টি খ) ১৭ টি গ) ১১ টি√ ঘ) ৭ টি।
17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
ক) ১৫৩টি √ খ) ১৭ টি গ) ১১ টি ঘ) ৭ টি।
18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
ক) আবদুর রাউফ√ খ) ডঃ কামাল হোসেন
গ) বেগম রাজিয়া বানু ঘ) শরনজিৎ সেন গুপ্ত
19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে পারবেন?
ক) মন্ত্রী নিয়োগ দান খ) উপমন্ত্রী নিয়োগ দান
গ) সংসদ সদস্য নিয়োগ দান।
ঘ) প্রধান বিচারপতির নিয়োগ দান√
20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
ক) ৪ খ) ১ গ) ৩ ঘ) ৫√
Sh Sakil 
21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
ক) ৪ খ) ১ গ) ৩ ঘ) ২√
22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
ক) বিচারপতি খ) প্রধানমন্ত্রী গ)স্পিকার ঘ) রাষ্ট্রপতি√
23) জাতীয় সংসদের সভাপতি কে?
ক) বিচারপতি খ) প্রধানমন্ত্রী গ)স্পিকার√ ঘ) রাষ্ট্রপতি
24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
ক) বিচারপতি খ) প্রধানমন্ত্রী গ)স্পিকার√ ঘ) রাষ্ট্রপতি
25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
ক) বিচারপতি খ) প্রধানমন্ত্রী গ)স্পিকার ঘ) রাষ্ট্রপতি√
26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
ক) বিচারপতি খ) প্রধানমন্ত্রী গ)স্পিকার ঘ) রাষ্ট্রপতি√
27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?
ক) ১৫৩টি খ) ১৭ টি গ) ১২ টি√ ঘ) ৭ টি।
28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
ক) জাতীয় সংসদ খ) জজ কোর্ট
গ) সংবিধান ঘ) সুপ্রীম কোর্ট√
29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
ক) ১৫৩টি খ) ১৭ টি গ) ২ টি√ ঘ) ৭ টি।
30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
ক) ৬৩বছর খ) ৬৫ বছর গ) ৫৯ বছর ঘ) ৬৭ বছর√
31) বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
ক) ১৫৩টি খ) ১৭ টি গ) ২ টি ঘ) ৪ টি
-ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
ক)১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে√
খ)১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৫ এর ২ তফসিল বলে।
গ)১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৩ এর ২ তফসিল বলে।
ঘ)১৯৭৮ সনে ৩য় ঘোষনাপত্র আদেশ নং২ এর ২ তফসিল বলে
33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃক)১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে√
খ)১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৫ এর ২ তফসিল বলে।
গ)১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৩ এর ২ তফসিল বলে।
ঘ)১৯৭৮ সনে ৩য় ঘোষনাপত্র আদেশ নং২ এর ২ তফসিল বলে
34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
ক)১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে√
খ)১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৫ এর ২ তফসিল বলে।
গ)১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৩ এর ২ তফসিল বলে।
ঘ)১৯৭৮ সনে ৩য় ঘোষনাপত্র আদেশ নং২ এর ২ তফসিল বলে
35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্চয়তা দেয়া আছে?
ক) ১০ খ) ১৭ গ)১৩ ঘ) ১১√
36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
ক) ১০ খ) ১৭ গ)১৩ ঘ) ১৪√
37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
ক) ১০ খ) ১৭ গ)১৩ ঘ) ২২√
38) “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
ক) ১০ খ) ১৭ গ)১৩ ঘ) ২৭√
39) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে?
ক) ১০ খ) ১৭ গ)১৩ ঘ) ৩২√
40) গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?
ক) ৩৪ খ) ৪৭ গ)৩৩√ ঘ) ২২
Sh Sakil 
41) জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?
ক) ৩০ খ) ৩৭ গ)৩৩ ঘ) ৩৪√
42) চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
ক) ৩০ খ) ৩৭ গ)৩৩ ঘ) ৩৬√
43) সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
ক) ৩৯ খ) ৩৭ গ)৩৩ ঘ) ৩৭√
44) সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
ক) ৩১ খ) ৩৭ গ)১৩ ঘ) ৩৮√
45) চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
ক) ৩৭ খ) ৩৭ গ)৩৮(২) ঘ) ৩৯(১)√
46) বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
ক) ৩৭ খ) ৩৭ গ)৩৮(২) ঘ) ৩৯(২)√
47) সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
ক) ৩৭ খ) ৩৭ গ)৩৮(২) ঘ) ৩৯(২)√
48) পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
ক) ৩৭ খ) ৪০√ গ)৩৮(২) ঘ) ৩৯(২)
49) ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে?
ক) ৪৭ খ) ৪১√ গ)৩৮(২) ঘ) ৪২
50) সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে?
ক) ৪৭ খ) ৪১ গ)৩৮(২) ঘ) ৪২√
https://www.facebook.com/groups/532872313973139/?ref=share
নিয়মিত এই রকম গুরুত্বপূর্ণ বিষয় পেতে এই গ্রুপে যোগ দিন। 

51) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
ক) ৭৭ খ) ৭১ গ)৭৮ ঘ) ৭৪√
52) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?
ক) ৭৭√ খ) ৭১ গ)৭৮ ঘ) ৭৪
53) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?
ক) ১৯৮০√ খ) ১৯৭৯ গ)১৯৭৮ ঘ) ১৯৭৪
54) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী (২০১৮ সালে)আনা হয়েছে?
ক) ১৩ টি খ) ১৪ টি গ) ১৬ টি ঘ)১৭ টি√
55) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
ক) ২৪ সেপ্টেম্বর, ১৯৭৭ খ) ২৩ সেপ্টেম্বর, ১৯৭৬
গ) ২৩ সেপ্টেম্বর, ১৯৭৫ ঘ)২৬ সেপ্টেম্বর, ১৯৭৫√
56) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
ক) ১২ নভেম্বর, ১৯৯৭ খ) ৩ সেপ্টেম্বর, ১৯৯৬
গ) ২৩ সেপ্টেম্বর, ১৯৯৬ ঘ)১২ নভেম্বর, ১৯৯৬√
58) বাংলাদেশের আইন সভার নাম কি?
ক) জাতীয় সংসদ√ খ) সংসদ ভবন
গ) ভবন সংসদ ঘ)সংসদ এ্যারিয়া
59) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
ক) ১৯৬২ সালে√ খ) ১৯৭২ সালে
গ)১৯৭৩ সালে ঘ) ১৯৬৩ সালে
60) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
ক) লরোস খ) লুই আই খান
গ) হ্যারি পাম ব্লুম ঘ)লুই আই কান√
61) যুক্তরাষ্ট্রের নাগরিক কে?
ক) লরোস খ) লুই আই খান
গ) হ্যারি পাম ব্লুম ঘ)লুই আই কান√
62) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?
ক) লরোস খ) লুই আই খান
গ) হ্যারি পাম ব্লুম√ ঘ)লুই আই কান
63) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে?
ক) ১৯৬২ সালে খ) ১৯৭২ সালে
গ)১৯৭৩ সালে ঘ) ১৯৬৫ সালে√
64) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত?
ক) ২২৫ একর খ) ২১৫ একর√
গ)২০৮ একর ঘ) ২১৬ একর
65) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
ক) ২৯জানুয়ারী, ১৯৮৪ খ) ২৮ জানুয়ারী, ১৯৮৩
গ) ৩০ জানুয়ারী, ১৯৮৬ ঘ)২৮ জানুয়ারী, ১৯৮২√
66) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
ক) ১০ তলা খ) ৯ তলা√ গ)১২ তলা৷ ঘ) ১১ তলা
67) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
ক) ১৫০ ফুট √ খ) ১৫১ ফুট গ)১৫৬ ফুট ঘ) ১৪৯ ফুট
68) বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?
ক) রজনীগন্ধা ফুল। খ) জবা ফুল
গ)গোলাপ ফুল ঘ) শাপলা ফুল√
69) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
ক) বঙ্গবন্ধু খ) রাষ্ট্রপতি এএইম এরশাদ
গ)রাষ্ট্রপতি মেজর জিয়া ঘ) রাষ্ট্রপতি আব্দুস সাত্তার√
70) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
ক) ১৭ ফেব্রুয়ারী, ১৯৮২। খ) ১৬ ফেব্রুয়ারী, ১৯৮৩
গ)১৫ ফেব্রুয়ারী, ১৯৮৩ ঘ) ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২√
71) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
ক) ৩৪৫ টি খ) ৩০০টি গ)৩২০ টি ঘ) ৩৫০ টি√
72) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি?
ক) ৩৪৫ টি খ) ৩০০টি√ গ)৩২০ টি ঘ) ৩৫০ টি
73) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?
ক) ৪৫ টি খ) ৩০টি গ)৪৫ টি ঘ) ৫০টি√
74) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
ক) ঠাকুরগাঁও-১ খ) পঞ্চগড়-২
গ) বান্দরবান ঘ)পঞ্চগড়-১√
75) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
ক) ঠাকুরগাঁও-১ খ) পঞ্চগড়-২
গ) বান্দরবান√ ঘ)পঞ্চগড়-১
Sh Sakil 
76) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
ক) বিচারপতির ভোটকে খ) প্রধানমন্ত্রী ভোটকে। গ)স্পিকারের ভোটকে√ঘ) রাষ্ট্রপতির ভোটকে।
77) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?
ক) ৬৫ দিন খ) ৪৫ দিন গ)৯০ দিন ঘ) ৬০ দিন√
78) গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
ক) যথাক্রমে ১৯ ও ৪৪ অনুচ্ছেদ
খ) যথাক্রমে ১৯ ও ৪২ অনুচ্ছেদ
গ)যথাক্রমে ৪৪ ও ১১ অনুচ্ছেদ
ঘ) যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ√
79) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?
ক) ৬৫ দিন খ) ৪৫ দিন গ)৯০ দিন ঘ) ৩০ দিন√
80) সংসদ অধিবেশন কে আহবান করেন?
ক) বিচারপতি খ) প্রধানমন্ত্রী গ)স্পিকার ঘ) রাষ্ট্রপতি
81) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?
ক) ৬৫ জন খ) ৯০ জন গ)৭০ জন ঘ) ৬০ জন√
82) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
ক) ১/২ অংশ খ) ৪/৩ অংশ
গ)১/৩ অংশ ঘ) ২/৩ অংশ √
83) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
ক) ৬০ কার্যদিবস খ) ৭০ কার্যদিবস
গ) ৩০ কার্যদিবস ঘ) ৯০ কার্যদিবস√
84) গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
ক) আব্দুর রহমান খ) মোহাম্মদ উল্ল্যাহ
গ) মোহাম্মদ হানিফ ঘ) শাহ আব্দুল হামিদ√
85) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
ক) আব্দুর রহমান খ) মোহাম্মদ উল্ল্যাহ√
গ) মোহাম্মদ হানিফ ঘ) শাহ আব্দুল হামিদ
86) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
ক) ১৯৪৯ সালে খ) ১৯৩৯ সালে
গ) ১৯৩৮ সালে ঘ) ১৯৩৭ সালে√
87) কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?
ক) USSR প্রেসিডেন্ট নিকোলাই খ) স্ট্যালিন(রাশিয়া)
গ) ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি
ঘ) যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো√
88) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?
ক) এডভোকেট আবদুল হামিদ√ খ) মোহাম্মদ উল্ল্যাহ
গ) মোহাম্মদ হানিফ ঘ) শাহ আব্দুল হামিদ
89) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
ক) দুদক খ) জজকোর্ট গ) BBS ঘ) সুপ্রীম কোর্ট√
90) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?
ক) বিচারপতি এম ইদ্রিস√ খ) মোহাম্মদ উল্ল্যাহ
গ) মোহাম্মদ হানিফ ঘ) শাহ আব্দুল হামিদ
91) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?
ক) বিচারপতি এম ইদ্রিস খ) মোহাম্মদ উল্ল্যাহ
গ) মোহাম্মদ হানিফ ঘ) কাজী রকিবউদ্দীন আহমদ√
92) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?
ক) স্বায়ত্তশাসিত ও নিরপেক্ষ প্রতিষ্ঠান
খ)স্বতন্ত্র প্রতিষ্ঠান
গ) স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান√
গ) নিরপেক্ষ প্রতিষ্ঠান
93) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়?
ক) ২৬ মার্চ, ১৯৯৬ খ) ২৭ মার্চ, ১৯৯৬√
গ) ২৫ মার্চ, ১৯৯৭ ঘ) ২৭ মার্চ, ১৯৯৭
ক) বিচারপতি এম ইদ্রিস খ) মোহাম্মদ উল্ল্যাহ
গ) মোহাম্মদ হানিফ ঘ) কাজী রকিবউদ্দীন আহমদ√
94) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি(অস্থায়ী) কে?
ক) তাজউদ্দীন খ) সৈয়দ নজরুল ইসলাম √
গ) এম মনসুর ঘ) বঙ্গবন্ধু
95) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?
ক) ২২ খ) ২৩ গ)২০ ঘ)২১√
96) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
ক) তাজউদ্দীন√ খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) এম মনসুর ঘ) বঙ্গবন্ধু
97) শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?
ক) ১৫ খ) ১২ গ)১৩ ঘ)১৪√
98) বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?
ক) ৫০ খ)৪৫ গ) ২৫ বছর ঘ)৩৫ বছর√
99) বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
ক) ৫০ খ)৪৫ গ) ২৫ বছর√ ঘ)৩৫ বছর
100) জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
ক) ৫০ খ)৪৫ গ) ২৫ বছর√ ঘ)৩৫ বছর
101.সংবিধান অনুযায়ী মালিকানা কয় ধরনের?
ক) ৫ খ)৪ গ) ঘ)৩√
102.মানুষের মৌলিক চাহিদা কতটি?
ক) ৫√ খ)৪ গ) ঘ)৩
103.সংবিধানের কোন অনুচ্ছেদে “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন” বলা আছে?
ক) ২৮(১) খ)২৯ গ) ২৮ (২)√ ঘ)২৭
104.সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?ক) ৬(১) খ)৯ গ) ৬ (২)√ ঘ)৭
105. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
ক) ২৮√ খ)২৯ গ) ২৬ (২) ঘ)২৭
106. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
ক) ৯৬ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান
খ)৭১ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান
গ) ৭৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান
ঘ)৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান√
107. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
ক) ১১ খ)১৩ গ)১১ ঘ)১২√
108. বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন
ক) ৫৮ খ)৫৯ গ) ৫৬(১) ঘ)৫৬ (২)√
109.‘অর্থ বিল’ সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে?
ক) ৮০ খ)৮১ (১)√ গ) ৮২(১) ঘ)৮৬ (২)
110.বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন?
ক)জাতীয় সংসদ√ খ) প্রধানমন্ত্রী গ)স্পিকার ঘ) রাষ্ট্রপতি
Sh Sakil 
111. সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে?
ক) ৯০ খ)৯৩ (১)√ গ) ৯২(১) ঘ)৯৬ (২)
112.‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
ক) ৫ খ) ৪(২) গ) ৭√ ঘ)৬
113.সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে Technocrat মন্ত্রী নিয়োগ করা যায়?
ক) দুই -দশমাংশ খ) দশমাংশ
গ)এক-দশমাংশ √ ঘ)তিন-দশমাংশ
114.সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে –
ক) মৌলিক আদেশ খ)সংসদের মৌলিক আইন
গ)রাষ্ট্রের মৌলিক আইন √ ঘ) মৌলিক আইন
115.বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী জাতীয় সংসদের কোন তারিখে পাস হয়েছিল?
ক) ২৬ মার্চ, ১৯৭৫ খ) ২৭ মার্চ, ১৯৭৫
গ) ২৫ মার্চ, ১৯৭৭ ঘ) ২৫ জানুয়ারি, ১৯৭৫√
116.জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় –.
ক) ৫ম সংশোধনীতে খ) ৪র্থ সংশোধনীতে
গ) ৩য় সংশোধনীতে ঘ) দ্বিতীয় সংশোধনীতে√
117. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি
ক) স্বায়ত্তশাসিত ও নিরপেক্ষ প্রতিষ্ঠান
খ)স্বতন্ত্র প্রতিষ্ঠান
গ) স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান
গ) সাংবিধানিক সংস্থা√
118.সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
ক) ১২১ খ)১১৯ গ)১১৮√ ঘ)১২২
119. সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপ-রাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয়?
ক) ১১ খ)১৩ গ)১১ ঘ)১২√
120.বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ বা অধ্যায় আছে?
ক) ১০টি খ)১৩টি গ)১১টি√ ঘ)১২টি
121.বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে?
ক) ১৫১ খ)১৫৩ গ)১৪১ ঘ)১৫২√
122. সংসদের ‘বিশেষ অধিকার কমিটি’ কোন ধরনের কমিটি?
ক) নিরপেক্ষ স্থায়ী কমিটি খ)বিশেষ কমিটি
গ)স্থায়ী কমিটি ঘ)সাংবিধানিক স্থায়ী কমিটি√
উত্তর: সাংবিধানিক স্থায়ী কমিটি
123. ইসলামকে সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে?
ক)১৯৮৭ খ)১৯৮৯ গ)১৯৮৬ ঘ)১৯৮৮√
124.বাংলাদেশ সংবিধানের তফসিল কতটি?
ক) ৭টি √খ)১১টি গ)১০টি ঘ)৮টি
125. বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?
ক) ১১ খ)১৩ গ)১৮ ঘ)১৭√
126.বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে?.
ক) তাজউদ্দীন খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) এম মনসুর ঘ) বঙ্গবন্ধু √
127. বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম সর্বপ্রথম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়?
ক) ১০ খ)১১ গ)৮ √ ঘ)৭
128. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য –
ক) শওকত ওসমান খ) ডঃবেগম রাজিয়া খাতুন
গ) বেগম রাজিয়া বানু√ ঘ) সুরনজিৎ সেন গুপ্ত
129) কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
ক) France খ) india গ) USA ঘ)Spain √
130) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
ক) France খ) india√ গ) USA ঘ)Spain
Sh Sakil 
131) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
ক) France খ) india গ) USA√ ঘ)Spain
132.বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?
ক) কোনটি নয় খ) জজকোর্ট
গ) জাতীয় সংসদ ঘ)সুপ্রিমকোর্ট √
133. সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে?
ক) কোনটি নয় খ)১২২ গ) ১১৮ ঘ)১২১√
134. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরীর ক্ষমতা পায়?
ক) কোনটি নয় খ)২৮(১) গ) ২৮(২) ঘ)২৮ (৪)√
135.বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
ক) তাজউদ্দীন খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) এম মনসুর) বঙ্গবন্ধু √
136. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
ক) ১১৭√ খ) ১১৮ গ) ১১৯ ঘ) ১৫০
137.ইনডেমনিটি অধ্যাদেশ কে জারি করেন?
ক) খন্দকার মোশতাক খ) মোজর জিয়াউর রহমান √
গ) রাষ্ট্রপ্রতি আ.রহমান ঘ) এ এইম এরশাদ
138.বাংলাদেশের সংবিধানিক নাম কি?
ক) Republic of Bangladesh
খ) The state of Bangladesh
গ)The People's Republic of Bangladesh √
ঘ) The people’s of Bangladesh
139.মৌলিক অধিকার সংবিধানে কোন অনুচ্ছেদ পর্যন্ত সন্নিবেশিত থাকে?
ক) ২৬-৪৭√ খ) ২৫-৪৫
গ) ২৪-৪৭ ঘ) ২৫-৪৮
140.সুপ্রিমকোর্টের বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয় কোন সংশোধনীর মাধ্যমে?
ক)১৪ খ)১৬√ গ) ১৭ ঘ) ১৫
141.বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ সংবিধানে সন্নিবেশিত/অন্তর্ভুক্ত করা হয়েছে কোন তফসিলে?
ক) ৪র্থ খ) ৫ম √গ) ৬ষ্ঠ ঘ)৭ম
142.বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত স্বাধীনতা ঘোষণা সংবিধানে কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক) ৪র্থ খ) ৫ম গ) ৬ষ্ঠ√ ঘ)৭ম
143.মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপএ সংবিধানে কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক) ৪র্থ খ) ৫ম গ) ৬ষ্ঠ ঘ)৭ম√
144. বর্তমানে বিসিএসে Cadre সংখ্যা কত?
ক) ২৮ খ) ২৫ গ) ২৬√ ঘ)২৭
145.'President Impeachment' কোন অনুচ্ছেদে সন্নিবেশিত আছে?
ক) ৫৫ খ) ৫০ গ) ৫১ ঘ)৫২√
146.'জরুরী অবস্থা ঘোষণা' সংবিধানে সন্নিবেশিত আছে কোন অনুচ্ছেদে?
ক) ১৪৬ খ) ১৪০ গ) ১৪১(ক)√ ঘ)১৪১(খ)
147. 'ভোটার হাওয়ার যোগ্যতার কথা' সংবিধানে সন্নিবেশিত আছে কোন অনুচ্ছেদে?
ক) ১২৭ খ) ১২৪ গ) ১২৩ ঘ)১২২(১,২)√
148. 'ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী' সংবিধানে সন্নিবেশিত আছে কোন তফসিলে?
ক) ৭ খ) ৬ গ) ৩ ঘ)৪√
149.'সংবিধান বিধান সংশোধনের ক্ষমতা' সংবিধানে সন্নিবেশিত আছে কোন অনুচ্ছেদে?
ক) ১৪৪ খ) ১৪৬ গ) ১৪৩ ঘ)১৪২√
150.সর্বশেষ (২০১৮সালের) সংবিধান সংশোধনী কত তারিখে জাতীয় সংসদে পাশ হয়?
ক)৮ জুলাই, ২০১৮√ খ)৮ জুলাই, ২০১৯
ক)৯ জুলাই, ২০১৮ খ)৮ জুন, ২০১৯
এই রকম গুরুত্বপূর্ণ বিষয় পেতে আমাকে ফলো করতে পারেন।
সংগ্রহে,Sh Sakil
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন