Pages

★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge: 21 - 25

★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge - 21

★ আজ ২১তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন। 

১. বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী - ১টি (কুলিখ)।  বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করে - আত্রাই, পুনর্ভবা,  ট্যাঙ্গন।

২. বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূলকথা হলো - "সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় "। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে,  তবে কূটনৈতিক সম্পর্ক নেই - তাইওয়ানের সাথে। অন্যদিকে বাণিজ্যিক ও কূটনৈতিক কোনো সম্পর্ক নেই - ইসরায়েলের সাথে।    

৩. এ পর্যন্ত জাতিসংঘের ৫জন মহাসচিব বাংলাদেশ সফর করেন।  তারা হলেন - কুর্ট ওয়াল্ড হেইম (১৯৭৩),  পেরেজ দ্য কুয়েলার (১৯৮৯),  কফি আনানা (২০০১),  বান কি মুন (২০০৮ ও ২০১১), অান্তেনিও গুতেরেস (২০১৮)।

৪. 'শিখা অনির্বাণ' ঢাকার সেনানিবাসে অবস্থিত অন্যদিকে 'শিখা চিরন্তন' সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। 'স্মৃতি চিরন্তন' ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

৫. মুক্তিযুদ্ধে অবদানের জন্য দুজন নারী 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত হন।  তাঁরা হলেন- ডা. সেতারা বেগম (২নং সেক্টর) ও তারামন বিবি (১১ নং সেক্টর)।  'মুক্তিবেটি' নামে পরিচিত ছিলো - কাকঁন বিবি (খাসিয়া সম্প্রদায়ের) ।

৬. বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান - যুক্তরাষ্ট্রের (৭টি অনুচ্ছেদ) এবং সবচেয়ে বড় সংবিধান - ভারতের (৩৯৫টি অনুচ্ছেদ)। অলিখিত সংবিধান রয়েছে - ব্রিটেন,  নিউজিল্যান্ড, সৌদি আরব, স্পেন,  ইসরায়েলের।  

৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন - সংবিধান। সর্বোচ্চ আদালত - সুপ্রিম কোর্ট।  আইন প্রণয়নকারী সর্বোচ্চ সংস্থা - জাতীয় সংসদ।  

৮. সংবিধান রক্ষা করার দায়িত্ব - সুপ্রিম কোর্টের।  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি - সৈয়দ মাহমুদ হোসেন (২২তম)

৯. বর্তমান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাঃ বীরপ্রতীক- ৪২৪ জন ( পূর্বে ছিলোঃ ৪২৬ জন), বীরবিক্রম- ১৭৪ জন ( পূর্বে ছিলোঃ  ১৭৫ জন), বীরউত্তম- ৬৮ জন (মুক্তিযোদ্ধা -৬৭), বীরশ্রেষ্ঠ- ০৭ জন। মোট খেতাবধারী মুক্তিযোদ্ধা- ৬৭২ জন, তবে মোট খেতাবধারী হলেন- ৬৭৩ জন।

১০. বাংলাদেশে সরকারি তথ্য মতে মোট উপজাতির সংখ্যা - ৫০টি।  উপজাতি সম্পর্কে সংবিধানে বলা হয়েছে - ২৩(ক) অনুচ্ছেদে।  বাংলাদেশে বর্তমানে ৮টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে।  

সংকলনেঃ গোলাম মোর্শেদ




★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge - 22

★ আজ ২২তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন। 

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালীন সংবিধান সংশোধন করেন - ৪ বার।  ১ম সংশোধনের বিষয় - যুদ্ধ অপরাধীর বিচার নিশ্চত করা।  ২য় সংশোধনের বিষয় - জরুরি অবস্থার ঘোষণার বিধান। ৩য় সংশোধনী - বেরুবাড়ীকে ভারতের নিকট হস্তান্তর৷  ৪র্থ - বাকশাল প্রতিষ্ঠা। 

২. ২য় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার (Player Of the Month) নির্বাচিত হয়েছেন– সাকিব আল হাসান। (১ম- মে মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন - মুশফিকুর রহিম)।  বর্তমান আইসিসির টি-২০ ভার্সনের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

৩. বাংলাদেশের জলবায়ু সাধারণতভাবে 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু'।  বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে হওয়ার কারণে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জালবায়ু।  

৪. নিউইয়র্কের প্রথম নারী গভর্নর হচ্ছেন - ক্যাথি হকাল।  যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করেছেন-  অ্যান্ড্রু কুমো।

৫. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ - সংবিধানের ২২ নং অনুচ্ছেদ।  ১লা নভেম্বর,  ২০০৭ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। 

৬. সংবিধানে মালিকানা নীতি রয়েছে - ১৩ নং অনুচ্ছেদে।  এ অনুচ্ছেদে তিন প্রকার মালিকানার কথা বলা হয়েছে।  যথাঃ- রাষ্ট্রীয় মালিকানা - ১৩(ক), সমবায়ী মালিকানা- ১৩(খ), ব্যক্তিগত মালিকানা - ১৩(গ)।

৭. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর - প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। অবস্থিত - ঢাকার আগারগাঁওয়ে।  বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র - ২টি (ঢাকা ও চট্টগ্রাম) । বাংলাদেশে আবহাওয়া স্টেশন - ৩৫টি।  কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র - ১২টি।  

৮. মৌর্যযুগে বাংলার রাজধানী ছিল - পাটালিপুত্র (বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা)।  অন্যদিকে,  মৌর্যযুগে বাংলার প্রদেশিক রাজধানী ছিলো - পুণ্ড্রনগর (বর্তমানে মহাস্থানগড়)

৯. বাংলাদেশের সর্বোচ্চ আদালত - সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিভাগ - ২টি (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ)।  সুপ্রিম কোর্টের বিচারপতির মেয়াদকাল - ৬৭ বছর। প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি অন্যান্য বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। 

১০. বাংলাদেশের সংবিধানে 'সংবিধান সংশোধনের' বিধান আছে - ১৪২ নং অনুচ্ছেদে। সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যদের ভোট প্রয়োজন - দুই-তৃতীয়াংশের। 

সংকলনেঃ গোলাম মোর্শেদ




★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge - 23

★ আজ ২৩তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন। 

১. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় - ১৯৯০ সালে।  প্রাথমিকভাবে ৬৮টি উপজেলায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় - ১৯৯২ সালের ১ জানুয়ারি।  সরাদেশে সম্প্রসারিতভাবে বাধ্যতামূলক  প্রাথমিক শিক্ষা চালু হয় - ১ জানুয়ারি,  ১৯৯৩ সালে। 

২. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস - ৮ সেপ্টেম্বর। বিশ্ব  শিক্ষক দিবস - ০৫ অক্টোবর। জাতীয় শিক্ষক দিবস - ১৯ জানুয়ারি।  মহান শিক্ষা দিবস - ১৭ সেপ্টেম্বর।  

৩. শিক্ষা সংক্রান্ত সংবিধানিক অঙ্গীকার ব্যক্ত হয়েছে - ১৭নং অনুচ্ছেদে (অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা)। 

৪. সংবিধানে মানুষের ৫টি মৌলিক উপকরণের কথা উল্লেখ আছে - ১৫(ক) অনুচ্ছেদে। (অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা)।

৫. সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের ৭টি রাজ্যের মধ্যে ৩টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত সংযুক্তি নেই (নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল)। 

৬. ১৩ তম SAFF Championship অনুষ্ঠিত হবে - মালদ্বীপে (সময়কাল : ১-১৩ অক্টোবর, ২০২১)।

৭. নির্বাহী বিভাগ - এর প্রধান প্রধানমন্ত্রী।  আইনসভার - এর প্রধান স্পীকার।  বিচার বিভাগ - এর প্রধান প্রধান বিচারপতি।

৮. WHO-এর মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা - ০.০১ মিলিগ্রাম/লিটার। বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা -  ০.০৫ মিলিগ্রাম/লিটার।

৯. সর্বপ্রথম আর্সেনিক আক্রান্ত জেলা - চাঁপাইনবাবগঞ্জ(১৯৯৩ সালে)।  আক্রান্ত ৬১ জেলার মধ্যে সর্বাধিক আক্রান্ত জেলা - চাঁদপুর।

১০. সর্বমোট বীর উত্তম পদকধারী ৬৮জন। তবে যদি প্রশ্নে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর উত্তম খেতাব লাভ করে করে কতজন তাহলে উত্তর হবে ৬৭ জন। সম্প্রতি মেজর ডালিমের পদক বাতিল করা হয়।

সংকলনেঃ গোলাম মোর্শেদ



★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge - 24

★ আজ ২৪তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন। 

১. কপিরাইট ও মেধাস্বত্ব বিষয়ক সংস্থা WIPO (World Intellectual Property Organization)  প্রতিষ্ঠিত হয়- ১৯৬৭ সালে এবং জাতিসংঘভুক্ত হয় - ১৯৭৩ সালে। সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।  বর্তমান সদস্য - ১৯৩। বাংলাদেশ সদস্য হয় - ১৯৮৫ সালে।

২. অভিভুক্ত বাংলার সর্বপ্রথম স্বাধীন ও সার্বভৌম  রাজা - শশাঙ্ক (সপ্তম শতকেঃ৬০৬-৬৩৭)।  তার উপাধি ছিলো - মহাসামন্ত।  তিনি বাংলার জনপদগুলোকে একত্রিত করে গৌড় নাম দেন এবং কর্ণসুবর্ণকে রাজধানী করেন।

৩. ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকা - জয় বাংলা (দৈনিক) ।  পত্রিকাটির সম্পাদক  ছিলেন - রহমতুল্লাহ।  উপদেষ্টা ছিলেন - জিল্লুর রহমান।

৪. হৃৎপিণ্ডের সংকোচন চাপকে বলা হয় - সিস্টোলিক এবং প্রসারণের চাপকে বলে - ডায়োস্টোল। মানব দেহের হৃৎপিণ্ডের প্রকোষ্ট - ৪টি। 

৫. মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি - যকৃত।  সর্ববৃহৎ অস্থি- ফিমার।  সর্ববৃহৎ অঙ্গ - ত্বক।  ক্ষুদ্রতম অস্থি - স্টেপিস।

৬. বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার তৈরি করেছে চীন। যার নাম - জুশংসি। বাংলাদেশে প্রথমবার ৫৩ লাখ টাকা ভ্যাট দিয়েছে ই-কমার্স জায়ান্ট আমাজন (১২ আগস্ট)।

৭. রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত 'অর্থবিল' সংসদে উত্থাপন করা যাবে না।  অর্থবিল সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ - ৮১নং।

৮. প্রাচীন ভারতীয় উপমহাদেশের শসনামলের মধ্যে স্বর্ণযুগ বলা হয় - গুপ্ত শাসনের যুগকে।  অন্যদিকে,  বাংলায় মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় - আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলকে। 

৯. সতীদাহ প্রথা বিলোপ সাধন করেন - লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।  সতীদাহ প্রথা রহিতকরণে অগ্রণী ভূমিকা পালন করেন - রাজা রামমোহন রায়।  অন্যদিকে,  বিধবা বিবাহ আইন প্রচলন করেন - লর্ড ডালহৌসি (১৮৫৬ সালে)।  বিধবা বিবাহ প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।  

১০. জাতীয় নির্বাচনের ৩০ দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হবে।  জাতীয় সংসদে কেরাম হয় ৬০ জন সদস্যদের উপস্থিততে। এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের সময়কাল সর্বোচ্চ  - ৬০ দিন।  স্পিকারের অনুমতি ছাড়া সংসদ সদস্য সংসদ অনুপস্থিত থাকতে পারবে সর্বোচ্চ - ৯০ দিন।  

সংকলনেঃ গোলাম মোর্শেদ



★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge - 25

★ আজ ২৫তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন। 

১. আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম মৃত্যুবার্ষিক। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির  পিতাসহ পরিবারের ১৮ জনকে বিপথগামী সেনারা হত্যা করে।

২. ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তিরেখা হতে - ৩৫০ নটিক্যাল মাইল। তবে বাংলাদেশের মহীসোপান - ৩৫৪ নটিক্যাল মাইল।  রাজনৈতিক সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল মাইল।  ১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার।

৩. বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে - ১বার (৪১তম অধিবেশনে,  ১৯৮৬ সালে) ।  প্রথম বাংলাদেশি সভাপতি - হুমায়ুন রশীদ চৌধুরী।

৪. মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে - নিউজিল্যান্ড, ১৮৯৩।  সৌদি আরবের নারীরা ভোটাধিকার লাভ করে - ২০১২ সালে।  

৫. মুসলিম হিসেবে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন - আনোয়ার সাদাত (শান্তিতে, ১৯৭৮)।  নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী - শিরিন এবাদি (২০০৩, শান্তিতে)

৬. সংবিধানে নারী আসন সংক্রান্ত সংশোধনী - ৫টি (৫ম, ১০ম, ১৪তম, ১৫তম, ১৭তম)। সংবিধানে নারী আসন যুক্ত হয় - ১৯৭২ সালে। ১ম সংসদে নারী আসন ছিলো - ১৫টি।  বর্তমান ১৭তম সংশোধনীতে সংরক্ষিত  নারী আসন ৫০টি মেয়াদ ২৫ বছর বৃদ্ধি করা হয় (২০১৯-২০৪৪)।

৭. স্পীকারের ভোটকে বলা হয় - কাস্টিং ভোট।  বেসরকারিভাবে গ্রহণ করা ভোটকে বলা হয় - স্ট্র ভোট।  

৮. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় - ০২ ডিসেম্বর,  ১৯৯৭।  স্বাক্ষরকারী - জ্যোতিরিন্দ্র দেবপ্রিয় লরমা ও আবুল হাসানাত আব্দুল্লাহ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় - ১৯৯৮ সালে।  

৯. প্রাচীন বাংলায় আগমনঃ ১ম - মৌর্য,  ২য়- গুপ্ত, ৩য়- পাল(দীর্ঘস্থায়ী শাসন, ৪০০বছর), সবশেষে - সেনরা।  

১০. মধ্যযুগে বাংলায় আগমনঃ তুর্কিরা -১২০৪ সালে(প্রথম মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি),  সুলতানরা- ১৩৩৮ সালে, আফগানরা - ১৫৩৮  সালে (শেরশাহ),  মুঘলরা - ১৫৫৬ সালে।

সংকলনেঃ গোলাম মোর্শেদ

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন