Pages

★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge: 14 - 20

★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge - 14

★ আজ ১৪তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন। 

১. ১৯৪৮-৫২ সাল পর্যন্ত 'ভাষা দিবস' পালন করা হতো - ১১ মার্চ।  

২. ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল- জয় বাংলা।  সাপ্তাহিক জয় বাংলা প্রথম প্রকাশিত হয় - ১১ মে ১৯৭১ কলকাতা থেকে।  

৩. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন - খাজা নাজিমুদ্দিন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন - নুরুল আমিন (৭-২০ ডিসেম্বর,, ১৯৭১)

৪. গণপরিষদের প্রথম স্পীকার ছিলেন - শাহ আব্দুল হামিদ এবং জাতীয় সংসদের প্রথম স্পীকার - মোহাম্মদ  উল্লাহ।  

৫. বাংলাদেশের সংবিধানে ন্যায়পাল সম্পর্কিত বিধান আছে - ৭৭নং অনুচ্ছেদে।  ন্যায়পাল সুইডিস শব্দ - Ombudsman থেকে নেয়া। 

৬. বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার চালু করেছে - UNESCO। পুরস্কারের নামঃ "International Prize in the Field of Creative Economy"।

৭. ৫ এপ্রিল ১৯৭১ যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন Newsweek এর সাংবাদিক লোবেন জেঙ্কিন্স তার প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' (Poet of Politics) বলে অাখ্যায়িত করেছিলেন।  

৮. উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় - ১৮৭২ সালে। স্বাধীন বাংলাদেশ প্রথম আদমশুমারি হয় - ১৯৭৪ সালে।  ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে - ২০২১ সালে। 

৯. 'The startup wife ' উপন্যাসের লেখক - তাহমিমা আনাম। 

১০. এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর বর্তমান সদস্য - ৮৭টি দেশ। সর্বশেষ সদস্য - চিলি (২ জুলাই, ২০২১)।

সংকলনেঃ গোলাম মোর্শেদ




★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge - 15

★ আজ ১৫তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন। 

১. বাংলাদেশে সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প - ময়মনসিংহ সদর উপজেলার ' সুতিয়াখালী সৌরবিদ্যুৎ প্রকল্প' (উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট) ।  

২. 'বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ' এর প্রকাশক - বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।  ১০ খণ্ডে প্রকাশ করা হয়। 

৩. বাংলাদেশ প্রথম 'অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি ' সাক্ষর করে - ভূটানের সাথে।  (৬ ডিসেম্বর, ২০২০)।

৪. বর্তমান বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা - ৩৯টি।  

৫. মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটে - ০১ ফেব্রুয়ারি,  ২০২১।  বর্তমান সামরিক জান্তার প্রধান- মিন অং হ্লাইং।  

৬. বিশ্বের সবচেয়ে উঁচুতে সড়ক নির্মাণ করে - ভারত।   লাদাখের দুর্গম পার্বত্যাঞ্চলে ১৯ হাজার ৩০০ ফুট উঁচুতে সড়ক নির্মাণ করা হয়। 

৭. "United Nations Decade of Health Ageing " এর সময়কাল - ২০২১-২০৩০ সাল পর্যন্ত। 

৮. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালা - মুজিব চিরন্তন নামে পরিচিত।  সময়কালঃ ১৭ মার্চ- ২৬ মার্চ,  ২০২১ (১০দিন)।

৯. বিশ্বে জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশের অবস্থান - ১ম। 

১০. বাংলাদেশে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল - ২০২১ থেকে ২০৪১ সাল ( উন্নত-সমৃদ্ধ দেশ গড়া প্রধান লক্ষ্য) 

সংকলনেঃ গোলাম মোর্শেদ



★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge - 16

★ আজ ১৬তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন। 

১. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ২,২২৭ ডলার। (২০২০-২১ অর্থবছরে)। জিডিপি প্রবৃদ্ধি: ৫.৪৭%
(২০২০-২১ অর্থবছরে)।

২. সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রথম কৃষি বিপণন অ্যাপ - "সদাই"।

৩. জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি-  বার্নার্ড আরনল্ট। লুই ভুটন, সেফোরাসহ বিশ্বসেরা ৭০ টি ব্র্যান্ডের তত্ত্বাবধানকারী ৭২ বছর বয়সী বার্নার্ড এর সম্পদের মূল্য বর্তমানে ১৯৯.২ বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৭ লাখ কোটি টাকার সমান।

৪. OIC এর অফিসিয়াল ভাষা - ৩টি (ইংরেজি, ফরাসি, আরবি)

৫. বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় - ১৯৪৪ সালে কিন্তু কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।  অন্যদিকে IMF প্রতিষ্ঠিত হয় - ১৯৪৫ সালে কিন্তু কার্যক্রম শুরু করে - ১৯৪৭ সালে। উভয় সংগঠনই ১৯৪৪ সালের 'ব্রেটন উডস' চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত। 

৬. আরব ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয়েও আরব লীগের সদস্য নয় - ইরান ( কারণ ইরানের রাষ্ট্রীয়ভাসা আরবি নয় ফার্সি) 

৭. মানবাধিকার সংস্থা Amnesty International প্রতিষ্ঠিত হয় - ১৯৬১ সালে।  সদর দপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।  প্রতিষ্ঠাতা -ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন।  শান্তিতে নোবেল পুরস্কার পায় - ১৯৭৭ সালে।  

৮. মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' প্রতিষ্ঠিত হয় - ১৯৭৮ সালে।  সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। 

৯. বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট - WTO প্রতিষ্ঠিত হয় - ১ জানুয়ারি,  ১৯৯৫।  সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।  বাংলাদেশ সদস্যপদ পায় - ১ জানুয়ারি,  ১৯৯৫। 

১০. রবি শস্য - শীতকালীন শস্য (আশ্বিন-ফাল্গুন মাস), খরিপ শস্য - গ্রীষ্মকালীন শস্য (চৈত্র- জ্যৈষ্ঠ মাস) 

সংকলনেঃ গোলাম মোর্শেদ



★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge - 17

★ আজ ১৭তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন। 

১. ইংল্যন্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের সিংহাসন দাবি করলে ১৩৩৮ থেকে ১৪৫৩ পর্যন্ত দীর্ঘ শতবছরব্যাপী ফ্রান্স ও ব্রিটেনের মধ্যকার যুদ্ধটি 'শতবর্ষব্যাপী যুদ্ধ' নামে পরিচিত।

২. অস্কার - ২০২১ এ সেরা চলচিত্র নোম্যান্সল্যান্ড। সেরা অভিনেতা - অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)।  সেরা পরিচালক - ক্লো ঝাও (নোম্যান্সল্যান্ড)।  সেরা অভিনেত্রী - ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যান্সল্যান্ড)।

৩. অধিভুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী - শেরে বাংলা এ কে ফজলুল হক।  শেষ মুখ্যমন্ত্রী - হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 

৪. দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন - লর্ড ক্লাইড(১৭৬৫)। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন - লর্ড কর্নওয়ালিস(১৭৯৩)।

৫. বঙ্গবন্ধু আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন ছিলেন - যুগ্ম সম্পাদক(১৯৪৯),  সাধারণ সম্পাদক হন - ১৯৫৩ সালে।  সভাপতি হন - ১৯৬৬ সালে।  

৬. বাংলা সাল প্রবর্তন করেন - সম্রাট আকবর (১৫৫৬ সালে)।  বাংলা বর্ষপঞ্জিকা প্রণয়ন করেন - ড. মুহাম্মদ শহীদুল্লাহ্। 

৭. যুক্তফ্রন্ট গঠিত হয় - ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর (৪টি দল নিয়ে)।  নির্বাচন হয় - ১৯৫৪ সালের ৮ মার্চ (যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে)। মন্ত্রিসভা গঠন করে - ০৩ এপ্রিল,  ১৯৫৪। মন্ত্রিসভা বাতিল হয় - ৩০ মে, ১৯৫৪ সালে।  

৮. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য - ১৫টি।  (৫টি স্থায়ী,  ১০টি অস্থায়ী)।  ১৯৬৫ সালের পূর্বে নিরাপত্তা পরিষদের সদস্য ছিলো - ১১টি (৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী)। 

৯. আমেরিকা হতে এশিয়াকে পৃথক করেছে - বেরিং প্রনালী। ইউরোপ হতে এশিয়াকে পৃথক করেছে - বসফরাস প্রনালী। 

১০. প্রথম ধারিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় - ১৯৯২ সালে।  (রিও ডি রোজারিও, ব্রাজিলে)। প্রথম ধারিত্রী সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সংগঠন - UNFCCC। 

সংকলনেঃ গোলাম মোর্শেদ




★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge - 18

★ আজ ১৮তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন। 

১. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং ভারতের প্রথম সম্রাট  - চন্দ্রগুপ্ত মৌর্য।  গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা - প্রথম চন্দ্রগুপ্ত এবং শ্রেষ্ঠ রাজা - সমুদ্রগুপ্ত।

২. বাংলার 'মাৎসন্যায়' এর সময়কাল - ৭ম থেক ৮ম শতক।

৩. ঢাকা জেলায় জাতীয় সংসদের সবচেয়ে বেশি আসন  রয়েছে - ২০টি।  ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় সংসদের ১৫টি আসন রয়েছে (দক্ষিণ সিটি কর্পোরেশনে - ৮টি,  উত্তর সিটি কর্পোরেশনে - ৭টি)।  

৪. জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় - ১৯৬১ সালে এবং উদ্বোধন করা হয় - ১৯৮২ সালে ২৮ জানুয়ারি।  একই বছর ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম অধিবেশনে বর্তমান ভবনটি প্রথম সংসদ ভবন হিসেবে ব্যবহৃত হয়। 

৫. বাংলাদেশে প্রথম বয়স্কভাতা কর্যক্রম চালু হয় - ১৯৯৭-৯৮ অর্থ বছরে।  প্রথম প্রদান করা হয় - ১৯৯৮ সালের ৩১ মে।

৬. সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় 'একটি বাড়ি একটি খামার প্রকল্প' প্রথম চালু হয় - ১৯৯৮ সালে।

৭. পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র - সূর্য।  সূর্য ব্যতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র - প্রক্সিমা সেন্টারাই।  পৃথিবী থেকে সবচেয়ে দূরের নক্ষত্র - ইকারাস।  মহাকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র - লুব্ধক।

৮. হালদা ভ্যালি - খাগড়াছড়ি।  ভেঙ্গী ভ্যালি - রাঙামাটি (কাপ্তাই)। সাঙ্গু ভ্যালি - চট্টগ্রামে। বলিশিরা ভ্যালি - মৌলভীবাজার।

৯. বাংলাদেশের জাতীয় সঙ্গীত - ৪(১), জাতীয় পতাকা - ৪(২) ও জাতীয় প্রতীক- ৪(৩) সম্পর্কে সংবিধানের ৪ নং অনুচ্ছেদে বর্ণিত আছে।

১০. বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র (২য় চীন, ৩য়- ফ্রান্স) ।  সর্বোচ্চ সংখ্যক সামরিক বাহিনীর দেশ - চীন (২য়- যুক্তরাষ্ট্র,  ৩য় - ভারত) 

সংকলনেঃ গোলাম মোর্শেদ




★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge - 19

★ আজ ১৯তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন। 

১. টোকিও অলিম্পিক -২০২০ এ সর্বোচ্চ পদক জয়ী দেশ - যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ পদক জয়ী অ্যাথলেট - ক্যাবেল ড্রেসেল(যুক্তরাষ্ট্র) (৫ সোনা)

২. পরবর্তী ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২৪ অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে।

৩. ৩২তম গ্রীষ্মকালীন অলম্পিক -২০২০ আয়োজন করে টোকিও, জাপান।  সময়কালঃ ২৩ জুলাই- ০৮আগষ্ট ২০২১। 

৪.  ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা। ‘জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।

৫. বাপেক্স দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে - সিলেটের জাকিগঞ্জে।  উত্তোলনযোগ্য মজুদ ৫০ বিলিয়ন ঘনফুট।

৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কারাবরণ করেন - ১৯৩৮ সালে।  পাকিস্তান আমলে প্রথম গ্রেপ্তার হন- ১১মার্চ,  ১৯৪৮ (ভাষা আন্দোলনের জন্য)। বঙ্গবন্ধুর মোট কারাবাস - ৪,৬৮২ দিন।

৭. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক - আরব-বাংলাদেশ ব্যাংক।  প্রতিষ্ঠিত হয় - ১৯৮২ সালের ১২ এপ্রিল। 

৮. ১৯৮০ সালে প্রতিষ্ঠিত SPARRSO প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।  ঘুর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।  

৯. বাংলাদেশ টেলিভিশন প্রথম সম্প্রচার শুরু করে - ২৫ মার্চ,  ১৯৬৪ সালে। প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয় - ১ ডিসেম্বর,  ১৯৮০।  বর্তমান সরকারি টিভি চ্যানেল - ৩টি (বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড,  সংসদ টিভি)। 

১০. বাংলাদেশে ২টি কিশোর (গাজীপুরের টঙ্গী ও যশোরের পুলেরহাট) ও একটি কিশোরী (গাজীপুরের কোনাবাড়ি) সংশোধন কেন্দ্র রয়েছে। 

সংকলনেঃ গোলাম মোর্শেদ




★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে)।। General Knowledge - 20

★ আজ ২০তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন। 

১. 'স্ক্যান্ডিনেভিয়া' হচ্ছে ইউরোপ মহাদেশের উত্তরাঞ্চলের একটি এলাকার নাম।  স্ক্যান্ডিনেভিয়া বলতে ৫টি দেশ বুঝায়৷ তাহলো- ডেনমার্ক,  ফিনল্যান্ড,  আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন।  

২. রেডক্রস প্রতিষ্ঠিত হয় - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।  প্রতিষ্ঠাতা - হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) । এটি শান্তিতে নোবেল লাভ করে  ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে। সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।  মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট, খ্রিস্টানদের কাছে - রেডক্রস,  ইসরাইলের কাছে - রেড ক্রিস্টাল নামে পরিচিত।  

৩. দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক: ‘‘মুক্তিযুদ্ধ পদক’’। প্রদান করবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রতি বছরের ১৫ ডিসেম্বর ৭টি  ক্যাটাগরিতে পদক দেওয়া হবে। প্রথম সর্বোচ্চ বেসরকারি সম্মাননা পদক - স্বাধীনতা পদক। দ্বিতীয় - একুশে পদক।

৪. টি-২০ ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১ম ১০০ উইকেটের অধিকারী - সাকিব আল হাসান।(১০২ উইকেট)। সম্প্রতি তারা অস্ট্রেলিয়াকে  ১ম বারের মত টি-২০ তে পরাজিত করে ৪-১(৫ ম্যাচের সিরিজ) ব্যবধানে। 

৫. মুজিবনগর সরকার ১৯৭১ সালের ২৯ জুলাই ৮টি স্মারক প্রচারণামূলক ডাকটিকিট চালু করে।  যা বাংলাদেশের প্রথম ডাকটিকিট।  এর নকশাকার ছিলেন - বিমান মল্লিক।  

৬. স্বাধীনতার পর প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় - শহিদ মিনারের ছবি সম্বলিত।  ২০ পয়সা মূল্যমানের এই ডাকটিকিটটির নকশাকার - বিপি চিতনিশ।

৭. দেশের একমাত্র 'পোস্টাল একাডেমি' রাজশাহীতে প্রতিষ্ঠিত হয় - ১৯৮৬ সালে।  'পোস্টাল জাদুঘর ' অবস্থিত - ঢাকার জিপিওতে। ডাক বিভাগের শ্লোগান - 'সেবাই আদর্শ'।  

৮. NAM এর চতুর্থ সম্মেলনে (১৯৭৩  সাল) বাংলাদেশ সদস্যপদ লাভ করে। OIC এর ২য় সম্মেলনে (১৯৭৪) বাংলাদেশ সদস্যপদ লাভ করে।  জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে।  

৯. স্বাধীনতার পর ভারতীয় বাহিনীকে ভারতে ফিরিয়ে নেয়া হয় - ১২ মার্চ, ১৯৭২।

১০. ফারাক্কা বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে ১৬.৫ কি.মি. উজানে  গঙ্গা নদীতে মনোহরপুরের কাছে,  টিপাইমুখ বাঁধ সীমান্ত থেকে ১০০কিমি উজানে মণিপুর রাজ্যের বরাক নদীতে নির্মিত।

সংকলনেঃ গোলাম মোর্শেদ

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন