Pages

৩১৬টি উপনাম

৩১৬টি উপনাম। প্রয়োজন হলে শেয়ার করে রাখুন....

1. ভূমিকম্পের দেশ- জাপান।
2. ভূমিকম্পের শহর- ফিলাডেলফিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র)
3. নিষিদ্ধ শহর -- লাসা
4. নিষিদ্ধ দেশ-- তিব্বত
5. মুক্তার দ্বীপ - বাহরাইন।
6. মুক্তার দেশ - কিউবা।
7. পান্নার দ্বীপ- আয়ারল্যান্ড।
8. পবিত্র পাহাড়- হেরা পর্বত, মক্ষা, সৌদিআরব এবং ফুজিয়ামা, জাপান।
9. পবিত্র ভূমি- জেরুজালেম।
10. পবিত্র দেশ- ফিলিস্তিন।
11. সূর্যোদয়ের দেশ -জাপান।
12. নিশীথ সূর্যের দেশ- নরওয়ে।
13. হাজার দ্বীপের দেশ-আইসল্যান্ড
14. হাজার হ্রদের দেশ- ফিনল্যান্ড।
15. দ্বীপের মহাদেশ- ওশেনিয়া।
16. দ্বীপের নগরী- ভেনিস।
17. সোনালী তোরণের দেশ- সানফ্রান্সিসকো।
18. সোনালী প্যাগোডার দেশ- মায়ানমার।
19. দক্ষিণের গ্রেট ব্রিটেন- নিউজিল্যান্ড।
20. প্রাচ্যের গ্রেট ব্রিটেন - জাপান।
21. প্রাচ্যেও ম্যানচেস্টার- ওসাকা, জাপান।
22. ধীবরের দেশ- নরওয়ে।
23. আগুনের দ্বীপ- আইসল্যান্ড।
24. ইউরোপের প্রবেশদ্বার -- ভিয়েনা
25. ইউরোপের রুগ্ন মানুষ- তুরস্ক।
26. ইউরোপের ক্রীড়াঙ্গন- সুইজারল্যান্ড।
27. ইউরোপের রণক্ষেত্র- বেলজিয়াম।
28. ইউরোপের ককপিট- বেলজিয়াম।
29. ইংল্যান্ডের বাগান- কেন্ট।
30. উত্তরের ভেনিস- স্টকহোম।
31. উদ্যানের শহর- শিকাগো।
32. গগণচুম্বী অট্টালিকার দেশ- নিউইয়র্ক।
33. জাঁকজমকের নগরী- নিউইয়র্ক।
34. বিশ্বের রাজধানী-- নিউইয়র্ক।
35. বিগ আপেল -- নিউইয়র্ক।
36. চির বসন্তের নগরী- কিটো, ইকুয়েডর।
37. চির শান্তির শহর- রোম, ইতালি।
38. চির সবুজের দেশ- নাটাল।
39. চীনের নীল নদ- ইয়াং সি কিয়াং।
40. চীনের দুঃখ- হোয়াংহো নদী।
41. প্রাচীরের দেশ- চীন।
42. বাংলার দুঃখ- দামোদর নদী।
43. হলদে চীন- হোয়াংহো।
44. দক্ষিণের ভারতের উদ্যান- তাঞ্জোর।
45. দক্ষিণের রানী- সিডনী, অস্ট্রেলিয়া।
46. পশমের দেশ- অস্ট্রেলিয়া।
47. ক্যাঙারুর দেশ- অস্ট্রেলিয়া।
নিশ্চুপ সড়ক শহর- ভেনিস।
48. নীল নদের দান- মিশর।
49. নীল নদের দেশ- মিশর।
50. পিরামিডের দেশ- মিশর।
51. বাজারের শহর- কায়রো, মিশর।
52. নীরব শহর- রোম।
53. পঞ্চম ড্রাগনের দেশ-- তাইওয়ান
54. পশু পালনের দেশ- তুর্কিস্তান।
55. পশ্চিমের জিব্রাল্টার- কুইবেক।
56. পাকিস্তানের প্রবেশদ্বার- করাচী।
57. সাত পাহাড়ের শহর- রোম।
58. হাজার-পাহাড়ের দেশ - রুয়ান্ডা।
58. পোপের শহর- রোম।
59. প্রাচ্যের ভেনিস- ব্যাংকক।
60. নিমজ্জমান নগরী - হেগ
61. পৃথিবীর ছাদ - পামির মালভূমি।
62. পৃথিবীর চিনির আধার- কিউবা।
63. বজ্রপাতের দেশ- ভূটান।
64. বাতাসের শহর- শিকাগো।
65. সিল্ক রুটের দেশ- ইরান।
66. ঝর্ণার শহর- তাসখন্দ।
67. বিশ্বের রুটির ঝুড়ি - প্রেইরি, উত্তর আমেরিকা।
68. পৃথিবীর মুক্তভূমি-- থাইল্যান্ড।
69. মটর গাড়ির শহর- ডেট্রয়েট।
70. মসজিদের শহর- ঢাকা ও ইস্তাম্বুল।
71. মন্দিরের শহর- বেনারস।
72. মরুভূমির দেশ- আফ্রিকা।
73. মার্বেলের দেশ- ইটালী।
74. লিলি ফুলের দেশ- কানাডা।
75. ম্যাপল পাতার দেশ- কানাডা।
76. স্বর্ণ নগরী- জোহান্সবার্গ।
77. রৌপের শহর- আলজিয়ার্স।
78. লবঙ্গ দ্বীপ- জাঞ্জিবার।
79. সকাল বেলার প্রশান্তি -কোরিয়া।
80. শান্ত সকালের দেশ- কোরিয়া।
81. শ্বেত হস্তির দেশ- থাইল্যান্ড।
82. শ্বেতাঙ্গদের কবরস্থান- গিনি কোস্ট।
83. সাদা শহর- বেলগ্রেড(সার্বিয়া)।
84. সম্মেলনের শহর- জেনেভা (সুইজারল্যান্ড)।
85. সমুদ্রের বধু- গ্রেট ব্রিটেন।
86. হর্ণ অফ আফ্রিকা- দক্ষিণ আফ্রিকা।
87. বৃহদাকার চিড়িয়াখানা -- আফ্রিকা
88. আফ্রিকার হ্রদয়-- সুদান
89. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ- আফ্রিকা।
90. প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত-- মারিয়ানা ট্রেঞ্চ।
91. হারকিউলিসের স্তম্ভ- জিব্রাল্টার মালভূমি।
92. ভূমধ্যসাগরের প্রবেশদ্বার - জিব্রাল্টার।
93. সিটি অব কালচার - প্যারিস (ফ্রান্স)
94. সিটি অফ লাইট- প্যারিস(ফ্রান্স)
95. ট্যাক্সির নগরী - মেক্সিকো সিটি
96. পৃথিবীর গুদামঘর- মেক্সিকো
97. সোভিয়েত ইউনিয়নের শস্যভাণ্ডার - ইউক্রেন।
98. the cap of Good hope - সাউথ আফ্রিকা।
99. the city of flowering trees- হারারে (জিম্বাবুয়ে)
100. Country of copper - জাম্বিয়া
101. পার্ল অব আফ্রিকা - উগান্ডা
101. সোনার অন্তঃপুর – ইস্তাম্বুল (তুরস্ক)
102. চির সবুজের শহর/দেশ – নাটাল (দঃ আফ্রিকা) ।
103. গ্রানাইটের শহর – অ্যাবারদিন(স্কটল্যান্ড)
104. তাজমহলের নগরী – আগ্রা
105. উত্তরের ভেনিস – স্টকহোম
106. পশ্চিমের জিব্রাল্টার –কুইবেক(কানাডা)·
107. শুন্যোদ্যানের নগরী – ব্যবিলন (ইরাক)।
108. আলেজান্দ্রিয়ার বাতিঘরের দেশ –মিশর
109. জিউসের মূর্তির দেশ – গ্রিস
110. পৃথিবীর সুন্দর দ্বীপ – টস্টিয়ানডি কানা
111. পীত হাতির দেশ – চীন।
112. পশুপালনের দেশ – তুরকিমেনিস্তান।
113. ব্রিটেনের বাগান – কেন্ট।
114. রাতের নগরী – কায়রো।
115. আদ্রিয়াতেকের রানী – ভেনিস।

❤️বাংলাদেশ❤️
116. জাদুঘরের শহর- কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলা
117. বাংলাদেশের রুটির ঝুড়ি = দিনাজপুর
118. মসজিদের শহর- ঢাকা
119. রিকশার নগরী- ঢাকা
120. পাহাড়-পর্বত ও রহস্যের লীলাভূমি- বান্দরবান
121. নদীমাতৃক দেশ- বাংলাদেশ
122. 360 আউলিয়ার দেশ- সিলেট
123. বারাে আউলিয়ার দেশ-চট্টগ্রাম
124. বাংলাদেশের প্রবেশ দ্বার-চট্টগ্রাম বন্দর
125. বাংলাদেশের বানিজ্যিক রাজধানী- চট্টগ্রাম
126. উওরবঙ্গের প্রবেশদ্বার- বগুড়া
127. পশ্চিমাবাহিনীর নদী-ডাকাতিয়া বিল
128. বাংলার শস্য ভান্ডার-বরিশাল
129. বাংলার ভেনিস-বরিশাল
130. হিমালয়ের কন্যা-পঞ্চগড়
131. সাগর কন্যা-কুয়াকাটা, পটুয়াখালি
132. সাগর দ্বীপ-ভােলা
133. কুমিল্লার দুঃখ-গোমতী
134. বাংলাদেশের পর্যটন রাজধানী-কক্সবাজার
135. প্রাচ্যের ডান্ডি- নারায়ণগঞ্জ
136. বাংলাদেশের কুয়েত সিটি”-খুলনা অঞ্চল (চিংড়ি চাষের জন্য)
137. নীরব খনির দেশ - বাংলাদেশ
138. ভাটির দেশ- বাংলাদেশ
139. চট্টগ্রামের দুঃখ- চাকতাই খাল
140. দ্বীপ মহাদেশ-অস্ট্রেলিয়া
141. সোনালী তন্তুর দেশ- বাংলাদেশ
142. সোনালী পুষ্পের দেশ- জাপান
143. লুপ্ত শহর- লাসা(তিব্বত)
144. কফি বন্দর- রিও ডি জেনিরো ( ব্রাজিল)
145. শঙ্খবৃত্তাকৃতি স্বপ্নের শহর- অক্সফোর্ড

🌹🌹(ইংল্যান্ড)🌹🌹
146. সাম্রাজ্যের শহর- নিউইয়র্ক
147. কেকের দেশ- স্কটল্যান্ড
148. বসন্তের দ্বীপ- জামাইকা
149. উরন্ত মাছের দেশ- বার্বাডোজ
150. অ্যান্টিলসের মুক্তো pearl of Antilles- কিউবা
151. পৃথিবীর রাজধানী বলা হয় - নিউইয়র্ক
152. পৃথিবীর কেন্দ্র রাজধানী বলা হয় - মক্কা।
ভারতবর্ষ
কাশ্মীর
153. পৃথিবীর ভূস্বর্গ (Havens of the Earth) বা প্রাচ্যের নন্দনকানন-
কাশ্মীর
154. ভারতের সুইজারল্যান্ড (Switzerland of India)-কাশ্মীর (জম্মু ও
কাশ্মীর)
উত্তর প্রদেশ
155. নবাবের শহর (City of Nawabs)- লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ)
156. পূর্বের কনস্ট্যান্টিনােপল (Constantinople of the East)- লক্ষ্নৌ
(উত্তরপ্রদেশ)
157. পূর্ব ভারতের এথেন্স (Athens of the East India)- লক্ষ্ণৌ
(উত্তরপ্রদেশ)
158. ভগবানের ঘর (Abode of the God)- এলাহাবাদ (উত্তরপ্রদেশ)
159. মিলন শহর (Sangam City) -এলাহাবাদ (উত্তরপ্রদেশ)
160. প্রধানমন্ত্রীর শহর (City of Prime Ministers)-এলাহাবাদ
(উত্তরপ্রদেশ)
161. ভারতের তালা-চাবির শহর (Keylock City of India)- আলিগড়
(উত্তরপ্রদেশ )
162. ষাড় ও মন্দিরের নগর (City of Ox and Temple)- বারাণসী
(উত্তরপ্রদেশ)
163. ভারতের আধ্যাত্মিক রাজধানী (Spiritual capital of India)- বারাণসী
(উত্তরপ্রদেশ)
164. ভারতের ধর্মীয় রাজধানী (Religious capital of India)- বারাণসী
(উত্তরপ্রদেশ)
165. আলাের শহর (City of Lights)- বারাণসী (উত্তরপ্রদেশ)
166. মন্দিরের শহর (City of Temples)- বারাণসী (উত্তরপ্রদেশ)
167. পবিত্র শহর (Holy City)- বারাণসী (উত্তরপ্রদেশ)
168. বিশ্বের চামড়ার শহর (Leather city of the World)- কানপুর
(উত্তরপ্রদেশ)
169. উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার (Manchester of North India)- কানপুর
(উত্তরপ্রদেশ)
170. তাজ নগরী (Taj Nagari)- আগ্রা (উত্তরপ্রদেশ)
রাজস্থান
171. স্বর্ণ মন্দিরের শহর (City of Golden Temple)-অমৃতসর (পাঞ্জাব)
172. পঞ্চনদের দেশ (Land of Five Rivers)- পাঞ্জাব
173. নীল শহর (Blue City)-যােধপুর (রাজস্থান)
174. সূর্য শহর (Sun City) -যােধপুর (রাজস্থান)
175. সিটি অফ প্যালেসেস (City of Palaces)- জয়পুর (রাজস্থান)
176. ভারতের সােনালী শহর (Golden city of India)- জয়সলমীর
(রাজস্থান
177. ভারতের প্যারিস (Paris of india )- জয়পুর (রাজস্থান)
178. গােলাপী শহর (Pink City)- জয়পুর (রাজস্থান)
179. শ্বেত শহর (White city)- উদয়পুর (রাজস্থান)
মহারাষ্ট্র
180. সপ্তদ্বীপের শহর (City of seven Islands)-মুম্বাই (মহারাষ্ট্র)
181. স্বপ্নের শহর (City of Dreams)- মুম্বাই (মহারাষ্ট্র)
182. ভারতের প্রবেশ দ্বার (Gate way of India)- মুম্বাই (মহারাষ্ট্র)
183. ভারতের ভেনিস (Venice of India)- মুম্বাই (মহারাষ্ট্র)
184. ভারতের মূলধনের রাজধানী (Capital City of India)- মুম্বাই
(মহারাষ্ট্র )
185. ভারতের হলিউড (Hollywood of India)- মুম্বাই (মহারাষ্ট)
186. দাক্ষিণাত্যের রাণী (Queen of the South)- পুনে (মহারাষ্ট্র)
187. ভারতের কমলালেবুর শহর (Orange City of India)- নাগপুর (মহারাষ্ট্র)
188. ভারতের আঙুরের শহর (Grapes city of India)- নাসিক (মহারাষ্ট্র)
189. ভারতের ক্যালিফোর্নিয়া (California of India)- নাসিক/রত্নগিরি
(মহারাষ্ট্র)
190. দাক্ষিণাত্যের রানী (Queen of Deccan)- পুণে (মহারাষ্ট্র)
191. মেঘদূতের দেশ (Land of Meghdoot)- রামটেক (মহারাষ্ট্র)
তামিলনাড়ু
192. দক্ষিণ ভারতের প্রবেশদ্বার (Gateway of South India)-চেন্নাই
(তামিলনাড়ু)
193. এশিয়ার ডেট্রয়েট (Detroit of Asia)- চেন্নাই (তামিলনাড়ু)
194. অটো হাব অফ ইন্ডিয়া (Auto Hub of India)- চেন্নাই (তামিলনাড়ু)
195. ভারতের স্বাস্থ্য রাজধানী (Health capital of India)- চেন্নাই
(তামিলনাড়ু),
196. বস্ত্রবয়ন শহর (Textile city of India)- কোয়েম্বাটুর (তামিলনাড়ু)
197. চন্দন বৃক্ষের মন্দির (Temple of Sandle Tree)-মাদুরাই (তামিলনাড়ু)
198. নীল পর্বত (Blue Mountains)- নীলগীরি (তামিলনাড়ু)
199. সবুজ নগরী (Green City)-চেন্নাই (তামিলনাডু)
200. নীল পর্বত (Blue Mountain)-নীলগিরি পর্বত (তামিলনাড়ু)
201. দক্ষিণ ভারতের কাশী বা বারাণসী (Benaras of the south)- মাদুরাই
(তামিলনাড়ু)
202. ধানক্ষেতের শহর (City of Paddy fields)- তিরুনেলভেলি (তামিলনাড়ু)
203. দক্ষিণ ভারতের অক্সফোর্ড (Oxford of South India)-
তিরুনেলভেলি (তামিলনাড়ু)
204. উৎসব নগরী (Festival City)- মাদুরাই (তামিলনাড়ু)
205. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার (Manchester of South India)-
কোয়েম্বাটুর
কর্ণাটক
206. ভারতের ইল্যেকট্রনিক্স শহর (Electronic City of India)- ব্যাঙ্গালুরু
(কর্ণাটক)
207. সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া (Silicon Valley of India)- ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
208. মহাকাশ শহর (Space City)- ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
209. ভারতের বিজ্ঞান শহর (Science city of India)- ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
210. আই. টি. ক্যাপিটাল অফ ইন্ডিয়া (IT Capital of India)-ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
211. ভারতের উদ্যান নগরী (Garden city of India) -বেঙ্গালুরু (কর্ণাটক)
212. হাইটেক শহর (Hitech City)- ব্যাঙ্গালাের (কর্ণাটক)
213. প্রাচ্যের রােম (Rome of the East)- ম্যাঙ্গালাের (কর্ণাটক)
214. হেরিটেজ সিটি (Heritage city)- মাইশাের (কর্ণাটক)
215. ভারতের স্কটল্যান্ড (Scotland of India)- কুর্গ (কর্ণাটক)
আসাম
216. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার (Gateway of North-East India)-
গুয়াহাটি (আসাম)
217. রক্তের শহর (City of Blood)- তেজপুর (আসাম)
218. চা-এর শহর (Tea City of India)- ডিব্ৰুগড় (আসাম)
মণিপুর
219. পূর্ব ভারতের রত্ন (Jewell of Eastern India)- মণিপুর
220. পূর্ব ভারতের কাশ্মীর (Kashmir of Eastern India)- মণিপুর
তেলেঙ্গানা
221. হ্রদের নগরী (Lake City of India)- হায়দ্রাবাদ (তেলেঙ্গানা )
222. মুক্তার শহর (City of Pearls)- হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)
223. নিজাম শহর (City of Nizams)- হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)
224. বিরিয়ানির বিশ্ব রাজধানী (World Capital of Biryani)- হায়দ্রাবাদ
(তেলেঙ্গানা)
গুজরাট
225. ভারতের ম্যানচেস্টার (Manchester of India ) -আহমেদাবাদ (গুজরাট)
226. ভারতের বস্টন (Boston of India)- আহমেদাবাদ (গুজরাট)
227. ম্যানচেস্টার অফ ইন্ডিয়া (Manchester of India)- আমেদাবাদ (গুজরাট)
228. সবুজ শহর (Green City)-গান্ধীনগর (গুজরাট)
229. ভারতের মক্কার দ্বার (Gateway of Mokka)- সুরাট (গুজরাট)
230. হীরের শহর (Diamond city of India)-সুরাট (গুজরাট)
অন্ধ্র প্রদেশ
231. এশিয়ার ডিমের ঝুড়ি ( Egg Basket of Asia)- অন্ধ্রপ্রদেশ
232. লঙ্কার শহর (City of Chilies)-গুন্টুর (অন্ধ্রপ্রদেশ)
233. সিটি অফ ডেসটিনি (City of Destiny)- বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ)
কেরালা
234. আরবসাগরের রাণী (Queen of Arabian Sea)-কোচি (কেরালা)
235. ভগবানের নিজের দেশ (God’s own land )- কেরালা
236. ভারতের মশলার বাগান (Spice Garden of India)- কেরালা
237. আরবসাগরের রাজা (Prince of Arabian Sea) -কোলান (কেরালা)
238. কেরালার প্রবেশদ্বার (Gateway of Kerala)- কোচি (কেরালা)
239. ভগবানের নিজের দেশ (God’s own country)- কোচি (কেরালা)
240. প্রাচ্যের ভেনিস/পূর্বের ভেনিস (Venice of the East)- আলেপ্পি
(কেরালা)
241. ভারতের মন্দিরের শহর (Temple City of India)- ভুবনেশ্বর (ওড়িশা)
242. প্রাচ্যের স্কটল্যান্ড (Scotland of East)- শিলং (মেঘালয়)
243. গুহার দেশ (Land of Cave)-সিকিম।
244. সৌন্দর্য্যের শহর (The City of Beautiful)- চন্ডীগড় (চন্ডীগড়)
245. ভারতের সামরিক শহর (Difence City of India)-মিরাট (ভারত)
হরিয়ানা
246. ভারতের দুধের বালতি (Milk Bucket of India)- হরিয়ানা
247. সিটি অফ হ্যান্ডলুম (City of Hand-loom)- পানিপথ ( হরিয়ানা )
উত্তরাখন্ড
248. যোগের শহর (Yoga City)-ঋষিকেশ (উত্তরাখন্ড)
249. হিমালয়ের রানী (Queen of Himalaya)- মুসৌরী (উত্তরাখন্ড)
250. কুইন অফ গাড়ােয়াল (Queen of Garwal)- নীলকণ্ঠ পাহাড়
(উত্তরাখন্ড)
251. হ্রদের শহর (City of Lakes)- ভােপাল(মধ্যপ্রদেশ), উদয়পুর
(রাজস্থান), নৈনিতাল (উত্তরাখন্ড )
252. পর্বতের রাণী (Queen of the Mountains)- মুসৌরী (উত্তরাখন্ড
253. গঙ্গার প্রবেশদ্বার (Gateway of Ganga)- হরিদ্বার (উত্তরাখন্ড)
বিহার
254. ভারতের রেশমের শহর (The Silk City of India)-ভাগলপুর (বিহার)
255. বিহারের দুঃখ (Sorrow of Bihar)- কোশী নদী (বিহার)
ঝাড়খন্ড
256. ভারতের কয়লা রাজধানী (The Coal capital of India)- ধানবাদ
(ঝাড়খন্ড)
257. ভারতের খনি শহর (City of Mine)- ধানবাদ (ঝাড়খন্ড)
258. ভারতের ইস্পাত শহর (Steel city of India)- জামসেদপুর (ঝাড়খন্ড)
259. ভারতের পিটসবার্গ (Pitsberg of India)- জামসেদপুর (ঝাড়খণ্ড )
260. এশিয়ার রােম (Rome of Asia)- দিল্লী
261. পঞ্চ পাহাড়ের দেশ (Land of Five Hills)- ত্রিপুরা
হিমাচল প্রদেশ
262. ভারতের পােস্টকার্ড শহর ( Postcard City of India)- মানালি (হিমাচল
প্রদেশ)
263. ভারতের আপেল রাজ্য বলা হয় – হিমাচল প্রদেশ
মধ্যপ্রদেশ
264. পাওয়ার হাব সিটি (Power Hub City)- মুন্ডি (মধ্যপ্রদেশ)
265. মিনি মুম্বই (Mini Mumbai)- ইন্দোর (মধ্যপ্রদেশ)
266. ভারতের আতিথিয়তার শহর-- শিলিগুড়ি
267. ভারতের পূর্বের প্যারিস--পুদুচেরি
268. ভারতের কর্ণাটকের প্রবেশদ্বার-- ম্যাঙ্গালোর
পশ্চিমবঙ্গ
269. কলকাতা - পূর্ব ভারতের প্রবেশদ্বার।
270. কলকাতা - ভারতের সাংস্কৃতিক রাজধানী।
271. কলকাতা - আনন্দের শহর।
272. কলকাতা - প্রাসাদ নগরী।
273. কলকাতা - পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর।
274. কলকাতা - মিছিল নগরী।
275. কলকাতা - ফুটবলের মক্কা, আলীনগর।
276. সল্টলেক-- পরিকল্পিত শহর ।
277. রাজারহাট-- সর্বাধুনিক শহর ।
278. হাওড়া - ভারতের গ্লাসগাে।
279. হাওড়া - ভারতের শেফিল্ড।
280. কলকাতা ও হাওড়া-- যমজ শহর ।
281. দার্জিলিং - পাহাড়ের রাণী
282. দার্জিলিং - চা-এর শহর।
283. দার্জিলিং - শৈল শহর
284. জলপাইগুড়ি - ডুয়ার্সের শহর।
285. খড়্গপুর -- মিনি ইন্ডিয়া।
286. ঝাড়গ্রাম - অরণ্য সুন্দরী।
287. বিষ্ণুপুর - পূর্ব ভারতের কাশী
288. বিষ্ণুপুর - বাংলার মন্দির নগরী
289. বিষ্ণুপুর - টেরাকোটার শহর
290. কালিম্পং - অর্কিডের শহর।
291. শিলিগুড়ি - উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার
292. শিলিগুড়ি - ডুয়ার্সের প্রবেশদ্বার
293. পুরুলিয়া - মানভূম সিটি
294. মুর্শিদাবাদ - নবাবের শহর
295. বহরমপুর - বাংলার রেশম শিল্পের শহর
296. পূর্ব বর্ধমান - পশ্চিমবঙ্গের ধানের গােলা
297. নবদ্বীপ - বাংলার অক্সফোর্ড
298. মালদহ - আমের শহর
299. রাণীগঞ্জ - কয়লার শহর
300. দুর্গাপুর - ভারতের ইস্পাত নগরী
301. দুর্গাপুর - ভারতের রূঢ়
302. আসানসােল - কালাে হীরের স্থান
303. আসানসোল - শিল্প নগরী
304. বনগাঁ - সীমান্ত শহর
305. শান্তিপুর - তাঁতের শহর।
306. চন্দননগর - সিটি অফ লাইট
307. চন্দননগর - ফরাসডাঙা
308. শ্রীরামপুর - ফ্রেড্রিক নগর
309. চুঁচুড়া - ওলন্দাজ নগর
310. কোলাঘাট - ইলেকট্রিক সিটি ( পাবলিক কমেন্ট)
311. তারকেশ্বর- বাবার ধাম (পাবলিক কমেন্ট)
312. কার্শিয়ং - সাদা অর্কিডের দেশ
313. সুন্দরবন - বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ(পাবলিক কমেন্ট)
314. কোচবিহার - রাজার শহর (পাবলিক কমেন্ট)
315= ক্ষীরাই - ভ্যালি অব ফ্লাওয়ার ওয়েস্ট বেঙ্গল।(পাবলিক কমেন্ট)
316= পৃথিবীর কসাই খানা- শিকাগো।

তথ্য- ফেসবুকের নানা পেজ থেকে সংগৃহীত তাই ভুল থাকলে ক্ষমাপ্রার্থী,

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন