০১) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
___বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
০২) মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
___ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
০৩) মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
___ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
০৪) শেখ মুজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
___২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
০৫) তাঁকে পাকিস্তানের কোন কারাগারে রাখা হয়?
___মিয়ানওয়ালী কারাগারে।
০৬) বাংলাদেশ নামকরণ কে কত সালে করেন?
___শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালে।
০৭) শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে
মুক্তিলাভ করেন ?
___ ৮ জানুয়ারী ১৯৭২সালে।
০৮) স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
___১০ জানুয়ারিতে।
০৯) প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
___ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
১০) প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
___ ০২ মার্চ, ১৯৭১ সালে।
১১) বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উঃ আ স ম আব্দুর রব(২ মার্চ,১৯৭১)
১২) কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
___ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।পাঠ করেন শাজাহান সিরাজ
নোট___রমজান___
১৩) চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
___ ২৬ মার্চ, ১৯৭১।
১৪) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
___ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ ১৯৭১।
১৫) বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে?
___১৭ এপ্রিল, ১৯৭১।
১৬) বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
___ ১৭ এপ্রিল, ১৯৭১।
১৭) বাংলাদেশের অস্থায়ী সরকার কবে গঠন করা হয়?
___১০ এপ্রিল,১৯৭১
১৮) বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
___ ৬ জন।
১৯) মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল?
___১২টি।
২০) এ দেশের মাটি চাই, মানুষ নয়-এ উক্তি কার?
___ জেনারেল ইয়াহিয়া খান।
২১) সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
___১০ এপ্রিল, ১৯৭১।
২২) বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
___মেহেরপুর জেলার মুজিবনগরে।
২৩) মুজিনগর সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
___ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
২৪) জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
___১৮ এপ্রিল, ১৯৭১।
২৫) ১০ এপ্রিলে কতটি সেক্টরে ভাগ করা হয়?
____৪টি।
২৬) ১১ এপ্রিলে সমগ্র দেশ কতটি সেক্টরে ভাগ করা হয়?
____১১টি।
২৭) ১১টি সেক্টরে কে ভাগ করেন?
____জেনারেল আতাউল গনি ওসমানী।
২৮) বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন ___ক্যাপ্টেন এ কে খন্দকার।
২৯) প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
___এম হোসেন আলী।
৩০) মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
___ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
৩১) কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
___তাজউদ্দিন আহম্মেদ।
৩২) মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
___ এম, মনসুর আলী।
৩৩) মুজিনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে?
___তাজউদ্দিন আহম্মেদ।
৩৪) মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
___ শেখ মুজিবর রহমান।
৩৫) মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
___সৈয়দ নজরুল ইসলাম।
৩৬) মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন?
___অধ্যাপক ইউসুফ আলী।
৩৭) সাইমন ড্রিং কে ছিলেন?
___ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।
৩৮) মুক্তিযোদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
___১৮ এপ্রিল, কলকতায়।
৩৯) কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
___১০ নং সেক্টর।
৪০) বর্তমানে মুক্তিযোদ্ধে অবদান রাখতে গিয়ে নির্যাতিত হয়েছেন এমন স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনা নারী কতজন?
___৪৩৮জন। (এটা পরিবর্তন হতে পারে)
Compiled by রমজান আলী