Pages

প্রাচীন বাংলা থেকে বর্তমান বাংলাদেশ: ১ম পর্ব - Ancient Bangla to Bangladesh

প্রাচীন বাংলা



১/ গুপ্তযুগে বঙ্গের ভাগ কয়টি ছিল -- দুটি।

২/ গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল -- ৩২০-৫৫০ খ্রিঃ।

৩/ গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা -- ১ম চন্দ্রগুপ্ত (শ্রী-গুপ্ত)।

৪/ গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয় -- ৩২০ খ্রিঃ।

৫/ গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন -- ১ম চন্দ্রগুপ্ত।

৬/ ১ম চন্দ্রগুপ্তের উপাধি ছিল -- রাজাধিরাজ।

৭/ গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা -- সমুদ্রগুপ্ত।

৮/ সমূদ্রগুপ্ত সিংহাসনে আরোহন করেছিল -- ৩৩৫ খ্রিঃ।

৯/ সমূদ্রগুপ্ত বছর রাজ্য শাসন করেন -- ৪৫ বছর (৩৮০ খ্রিঃ পর্যন্ত)।

১০/ সমূদ্রগুপ্তের পিতা ছিলেন -- ১ম চন্দ্রগুপ্ত।

১১/ মহাকবি কালিদাস সভাকবি ছিলেন -- ২য় চন্দ্রগুপ্ত রাজার।

১২/ বিক্রমাদিত্য উপাধী ছিল -- ২য় চন্দ্রগুপ্ত।

১৩/ ২য় চন্দ্রগুপ্ত-এর রাজত্বকাল ছিল -- ৩৮০-৪১৩ খ্রিঃ।

১৪/ অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃস্টি -- গুপ্তযুগের।

১৫/ গুপ্ত বংশের কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হত -- সমুদ্রগুপ্তকে।

১৬/ সর্ব প্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন -- ফা-ইয়েন।

১৭/ ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন -- ২য় চন্দ্রগুপ্ত।

১৮/ ফা-হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ কি ছিল -- বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ করা।

১৯/ ফা-হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন -- তিন বছর।

২০/ গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন -- স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে।

২১/ কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন -- খ্রীস্টপূর্ব ৩২৭ অব্দে।

২২/ আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন -- এরিস্টটল।

২৩/ স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন -- শশাঙ্ক।

২৪/ গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয় -- ৬০৬ সালে।

২৫/ গৌড় রাজ্যের রাজধানীর নাম ছিল – কর্ণসুবর্ণ।

২৬/ গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন -- শশাঙ্ক।

২৭/ গৌড় বংশের শক্তিশালী রাজা ছিলেন -- শশাঙ্ক।

২৮/ শশাঙ্কের রাজধানী ছিল - - কর্ণসুবর্ণ।

২৯/ শশাঙ্কের উপাধি ছিল - - মহাসামন্ত।

৩০/ হিউয়েন সাঙ বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অবিহিত করেছেন - - শশাংঙ্ককে।

৩১/ শশাঙ্কের পর গৌড় রাজ্য দখল করেন - - হর্ষবর্ধন।

৩২/ আরবরা সিন্ধু আক্রমন করে - - ৭১২ খ্রিষ্টাব্দে।

৩৩/ পাল বংশের প্রতিষ্ঠাতা -- গোপাল।

৩৪/ গোপালের রাজত্বকাল ছিল -- ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছর।

৩৫/ পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন -- প্রায় চারশ বছর।

৩৬/ পাল রাজারা যে ধর্মাবলম্বী ছিলেন -- বৌদ্ধ।

৩৭/ বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ -- পাল বংশ।

৩৮/ পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে -- ধর্মপাল।

৩৯/ গোপালের পরে বঙ্গ দেশের সিংহাসনে আসীন হন -- ধর্মপাল।

৪০/ ধর্মপাল বৌদ্ধ ধর্মপ্রসারে যে মন্দির স্থাপন করেন -- ১০৭ মন্দির সম্পন্ন বিক্রমশীলা বৌদ্ধ বিহার, পাহাড়পুরের সোমপর বিহার, ময়নামতি বিহার ইত্যাদি।

৪১/ ধর্মপালের রাজত্বকাল ছিল -- ৭৭০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দে পর্যন্তু ৪০ বছর।

৪২/ নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা -- ধর্মপাল।

৪৩/ লৌসেন (Lausen) হলো -- রাজা দেবপালের (৮১০-৮৫০ খ্রিঃ) সেনাপতি।

৪৪/ উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় -- দেবপালের শাসনামলকে।

৪৫/ পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে -- ১১২৪ খ্রিষ্ঠাব্দে।

৪৬/ চন্দ্রবংশের শাসনকাল বিস্তৃত ছিল -- ১০ম- ১১শ শতক পর্যন্ত।

৪৭/ চন্দ্রবংশের প্রথম শক্তিশালী রাজা -- ত্রৈলোক্যচন্দ্র।

৪৮/ পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধী ছিল -- শ্রীচন্দ্রের।

৪৯/ শ্রীচন্দ্র রাজত্ব করেছেন -- ৯৩০-৯৭৫ খ্রিঃ সময় পর্যন্ত।

৫০/ বেদ রাজবংশের রাজাদের রাজধানী ছিল -- দেবপর্বত।

৫১/ দেবপর্বত অবস্থিত -- কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিনাংশে।

৫২/ সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা -- সামন্ত সেন।

৫৩/ সেন রাজাদের পূর্ব পুরুষগণ যে দেশের অধিবাসী ছিলেন -- দাক্ষিণাত্যের কর্ণাটক।

৫৪/ সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা -- বিজয় সেন।

৫৫/ সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট -- বিজয় সেন।

৫৬/ যার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীন আসে -- বিজয় সেনের।

৫৭/ বিজয় সেনের রাজত্বকাল বিস্তৃত ছিল -- ১০৯৮-১১৬০ খ্রিঃ সময় পর্যন্ত।

৫৮/ বিজয় সেনের দ্বিতীয় রাজধানী ছিল -- ঢাকা জেলার বিক্রমপুরে (রামপাল)।

৫৯/ কৌলিন্য প্রথার প্রবর্তক -- বল্লাল সেন।

৬০/ সেন রাজাদের মধ্যে গৌড়েশ্বর উপাধী ছিল -- লক্ষন সেনের।

৬১/ লক্ষন সেনের রাজধানী ছিল -- গৌড় ও নদীয়ায়।

৬২/ সেন বংশের অবসান ঘটে -- ত্রয়োদশ শতকে।

৬৩/ সেন বংশের সর্বশেষ রাজা -- লক্ষন সেন।

৬৪/ বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন -- লক্ষন সেন।

সুলতানী আমল



১/ সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করে কত বার - - ১৭ বার।

২/ সুলতাল মাহমুদ ভারত আক্রমন করেন - - ১০০০ সালে।

৩/ সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন - - মহা কবি ফেরদৌসি।

৪/ আল বিরুনী নামকরা দার্শনিক ও জ্যের্তিবিদ হিসাবে কর্মরত ছিলেন -- সুলতান মাহমুদের।

৫/ ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজী নদীয়া আক্রমন করে -- ১২০৪ খ্রিঃ।

৬/ বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় -- ত্রয়োদশ শতকে।

৭/ সুলতান মাহমুদ ছিলেন -- গজনীর অধিপতি।

৮/ সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমনের করেন - - ধনসম্পদ লুট করার জন্য।

৯/ মুহম্মদ ঘুরী ও পৃথ্বীরাজের মধ্যে অনুষ্ঠিত হয় -- তরাইনের প্রথম যুদ্ধ।

১০/ দিল্লীর সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী -- সুলতানা রাজিয়া।

১১/ পরিব্রাজক ইবনে বতুতা যার সময়ে দিল্লীতে আসেন-- মুহাম্মদ বিন তুঘলক।

১২/ ইবনে বতুতা যে দেশের অধিবাসী ছিলেন - - উত্তর আফ্রিকার মরক্কো।

১৩/ পূর্বে বলঘকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিতি ছিল - - বাংলা।

১৪/ ইবনে বতুতা কেন বাংলাদেশকে ধনসম্পদপূণ নরক বা দোযখপুর নিয়ামত বলেন - - সম্পদের প্রাচুর্য ও প্রতিকূল আবহাওয়ার জন্য।

১৫/ বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় ইবনে বতুতার যে গ্রন্থে - - কিতাবুল রেহালা।

১৬/ দিল্লী হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন - - মুহম্মদ বিন তুঘলক।

১৭/ ভারতে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিন্তার করেন -- মুহাম্মদ ঘুরী।

১৮/ ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা -- কুতুবউদ্দিন আইবেক।

১৯/ কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরন করেন -- ১২১০ সালে।

২০/ কোন সুলতান সুলতানই আজম খেতাবে ভুষিত হন -- সুলতান ইলতুৎমিশ।

২১/ দিল্লীর কুতুব মিনার নির্মান করেন - - সুলতান কুতুবউদ্দিন-এর সময় নির্মান শুরু এবং ইলতুৎমিশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সমাপ্ত।

২২/ মুহম্‌দ বিন তুঘলক (উলুখ খান) দিল্লীর সিংহাসনে আসীন হয় -- ১৩২৫ সালে।

২৩/ ইব্রাহীম লোদী সিংহাসনে আরোহন করেন -- ১৫১৭ সালে।

২৪/ পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় -- ১৫২৬ সালে, ইব্রাহিম লোদী ও সম্রাট বাবরের মধ্যে।

২৫/ শাহ-ই- বাঙালা উপাধিতে ভুষিত করা হয় -- সমগ্র বাংলার ১ম সুলতান শামছুদ্দীন ইলিয়াস শাহ।

২৬/ বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন -- আলাউদ্দিন হোসেন শাহ।

২৭/ নাসিরউদ্দিন মাহমুদ বাংলার সিংহাসনে বসেন -- ১৪৪২ সালে।

২৮/ জালাল উদ্দিন মুহম্মদ নাম ধারন করে বাংলার সিংহাসনে আরোহণ করেন -- রাজা গণেশের ছেলে যদু সেন।

২৯/ যার পৃষ্ঠপোষকতায় বাংলায় মহাভারত রচিত হয় -- পরাগল খান ও ছুটি খান।

৩০/ যে মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন -- ইলিয়াস শাহ।

৩১/ মালদহের বড় পান্ডু্রয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মান করেন -- সিকান্দার শাহ।

৩২/ গৌড়ের কদম রসুল ও বড় সোনা মসজিদ কে নির্মান করেন -- নসরত শাহ।

৩৩/ উত্তর আফ্রিকার পর্যটক ইবনে বতুতা পূর্ব বাংলায় কার এসেছিলেন -- মুহম্মদ বিন তুঘলক আমলে।

৩৪/ যার শাসনামলে পীর খান জাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হন -- নাসিরুদ্দীন মুহাম্মদ শাহ।

৩৫/ বাংলার যে শাসনকর্তার সময় হযরত শাহজালাল (রাঃ) ধর্ম প্রচারে বাংলায় আসেন -- সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ।

৩৬/ যে সম্রাট অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমন করেন -- বখতিয়ার খলজি।

৩৭/ বখতিয়ার খলজি যে স্থানে মৃত্যুবরন করেন -- দেবকোটে।

৩৮/ বখতিয়ার খলজি বাংলাদেশ জয় করেন -- ১৭ জন সৈন্য নিয়ে ।

৩৯/ আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল -- একডালা।

৪০/ সুলতানী আমলে লোকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত -- রৌপ্য মুদ্রা।

বাংলায় মুঘল আমল



১/ শায়েস্তা খান সুবেদার হয়ে বাংলায় আসেন -- ১৬৬৪ সালে।

২/ শায়েস্তা খান দ্বিতীয়বার ঢাকায় আসেন -- ১৬৮০ সালে।

৩/ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা -- জহিরউদ্দীন মুহাম্মদ বাবর।

৪/ বাবরের মৃত্যু পর বাংলার মসনদে উপবিষ্ট হন -- নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন।

৫/ যে যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অর্ন্তভুক্তি হয় -- রাজমহলের যুদ্ধে।

৬/ শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যু হয় - -১৬৮৪ সালে।

৭/ শায়েস্তা খান ছিলেন -- শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে।

৮/ শায়েস্তা খানের পূর্ন নাম -- মির্জা আবু তালেব ওরফে শায়েস্তাা খান।

৯/ শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন -- মোট ২৪ বছর।

১০/ শায়েস্তা খান ঢাকায় থাকতেন -- মিডর্ফোড হাসপাতাল প্রাঙ্গনে, বুড়িগঙ্গার তীরে।

১১/ চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন - - শায়েস্তা খান।

১২/ লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজ মন্ডিত স্থাপত্য নিদর্শন কি -- পরিবিবির মাজার।

১৩/ লালবাগে পরিবিবির সমাধিসৌধ তৈরী করেন - - শায়েস্তা খান।

১৪/ পরিবিবি ছিলেন -- নবাব শায়েস্তার খানের কন্যা।

১৫/ পরিবিবির আমল নাম -- ইরান দুখত।

১৬/ সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন -- ১৬১০ সালে।

১৭/ লালবাগের শাহী মসজিদ নির্মিত হয় -- যুবরাজ মোহাম্মদ আযম- এর আমলে।

১৮/ শাহ মোহম্মদ আজম ছিলেন -- সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান।

১৯/ শাহ মোহম্মদ আজম লালবাগ দুর্গের কাজ আরম্ভ করেন -- ১৬৭৮ সালে।

২০/ শাহ মোহম্মদ আজম প্রথমে লালবাগ কেল্লার নামকরণ করেন - - কিল্লা আওরঙ্গবাদ।

২১/ লালবাগ দুর্গ প্রাঙ্গনের দৈর্ঘ্য -- পূর্ব-পশ্চিমে ১২০০ ফুট ও উত্তর-দক্ষিণে ৮০০ ফুট।

২২/ বিশ্ব বিখ্যাত মসলিন বস্ত্র তৈরী হত - - মুঘল আমলে।

২৩/ ঈসা খানের রাজধানী ছিল - - সোনারগাঁয়ে।

২৪/ রাজস্ব আদায়ের জন্য ইজারাদারী প্রথা প্রবর্তন করেন - - মুর্শিদকুলি খান।

২৫/ সম্রাট আকবর বাংলা জয় করেন - - ১৫৭৬ সালে।

২৬/ শাহবাজ খান বাংলার সুবাদার নিযু্‌ক্ত হন - - ১৮৫৩ সালে।

২৭/ মীর জুমলা বাংলার সুবেদার ছিলেন - - ১৬৬০-১৬৬৩ সাল পর্যন্ত ৩ বছর।

২৮/ মুঘল সাম্রাজ্যের শৌর্যবীর্যের প্রতীক সম্রাট আকবরের মৃত্যু হয় -- ১৬০৫ সালে।

২৯/ ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন - - রাজমহল থেকে।

৩০/ ঢাকার দোলাই খাল খনন করেন - - সুবেদর ইসলাম খান।

৩১/ পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় - - ১৫৫৬ সালে, আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর।

৩২/ পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন সালে -- ১৭৬১ সালে, আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের।

৩৩/ শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লীর সিংহাসন দখল করেন - - কনৌজের যু্‌দ্ধ।

৩৪/ বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষনা করেন - - সম্রাট হুমায়ুন।

৩৫/ ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন - - শেরশাহ।

৩৬/ গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মান করেন - - শেরশাহ।

৩৭/ দাম নামক মুদ্রা দিল্লীর যে সুলতানের সময় প্রচলিত ছিল - - শেরশাহ।

৩৮/ আকবর দিল্লীর সিংহাসনে বসার সময় তার বয়স ছিল - - ১৩ বছর।

৩৯/ সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম -- দীন-ই-ইলাহী।

৪০/ যার আমলে সমগ্র বাংলা সুবহ-ই-বাঙ্গালাহ নামে পরিচিত ছিল -- সম্রাট আকবর।

৪১/ যে মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন -- সম্রাট আকবর।

৪২/ সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন -- টোডরমল।

৪৩/ অমৃতসর স্বর্ণ মন্দির তৈরী হয় - - সম্রাট আকবরের আমলে।

৪৪/ বুলান্দ দরওয়াজা নির্মান করেন - - সম্রাট আকবর।

৪৫/ আকবর যে রাজপুত রমনীর পানি গ্রহন করেছিলেন - - জোধা বাঈ।

৪৬/ সম্রাট আকবরের সমাধি অবস্থিত - -সেকেন্দ্রায়।

৪৭/ যে মুঘল সম্রাট Prince of Builders নামে খ্যাত - - সম্রাট শাহজাহান।

৪৮/ দিল্লীর দেওয়ান-ই-আম ও দেওয়ান-ই-খাস নির্মান করেন কে - - সম্রাট শাহজাহান।

৪৯/ আগ্রার জামে মসজিদ নির্মান করেন - - সম্রাট শাহজাহান।

৫০/ ময়ূর সিংহাসনের নির্মাতা - - সম্রাট শাহজাহান।

৫১/ ময়ূর সিংহাসন লুন্ঠন করেন - - পারস্যের নাদির শাহ (১৭৩৯)।

৫২/ ময়ূর সিংহাসন বর্তমানে রক্ষিত আছে - - ইরানে।

৫৩/ দিল্লীর লাল কেল্লা নির্মান করেন -- শাহজাহান।

৫৪/ সর্বশেষ মোগল সম্রাট - - দ্বিতীয় বাহাদুর শাহ।

৫৫/ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি অবস্থিত - - রেঙ্গুনে (ইয়াঙ্গুন), মায়ানমার।

৫৬/ মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন - - শিবাজী।

৫৭/ শিবাজীর তরবারির আঘাতে আঙ্গুল কাটাঁ যায় - - শায়েস্তা খানের।

৫৮/ হুসেনী দালাল (ইমাম বাড়ি) নির্মান করেন - - মীর মুরাদ।

৫৯/ ঢাকার সাত গম্বুজ মসজিদ নির্মান করেন - - ১৬৮০ সালে, নবাব শায়েস্তা খাঁ।

৬০/ গ্রান্ডট্রাঙ্ক রোড তৈরী করা হয় - - শেরশাহ এর নির্দেশে।

৬১/ ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখেন - - ইসলাম খান।

৬২/ বাংলার বার ভুইয়ার মধ্যে শ্রেষ্ঠ ভুঁইয়া - - ঈসা খান।

৬৩/ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন - - মীর জুমলা।

৬৪/ মুর্শিদকুলী খান বাংলার দেওয়ান নিযুক্ত হন - - আওরঙ্গজেব এর রাজত্বকালে।

৬৫/ মুর্শিদকুলী খান স্বাধীনভাবে বাংলাদেশ শাসন করেন - - সম্রাট আওরঙ্গজেব এর মৃত্যুর পর।

৬৬/ যে মুঘল সুবেদার পর্তুগ্রীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন - - শায়েস্তা খান।

৬৭/ মুর্শিদকুলী খান ইন্তেকাল করেন - -১৭২৭ সালে।

৬৮/ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন -- মুর্শিদকুলী খান।

৬৯/ মূঘল সুবেদারদের প্রথম রাজধানী ছিল -- মুর্শিদাবাদ।

৭০/ বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন -- সিরাজউদ্দৌলা।

৭১/ বড় কাটরা নির্মিত হয় -- ১৬৪৪ সালে।

৭২/ বড় কাটরা যার আমলে নির্মিত হয় -- সুবেদার ইসলাম খান।


উপনিবেশিক শাসন



১/ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসছিলো -- পর্তুগীজরা।

২/ পর্তুগীজরা দেশে পরিচিত ছিল – ফিরিঙ্গি নামে।

৩/ পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন -- ১৪৯৮ সালে।

৪/ ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় -- ১৪৮৭ সালে।

৫/ পঞ্জিচেরিতে প্রথম উপনিবেশ গড়ে তোলেন – ফরাসিরা।

৬/ ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে – ফোর্ট উইলিয়াম দূর্গকে কেন্দ্র করে।

৭/ পর্তুগীজরা বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে -- ১৫৮০ সালে।

৮/ বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে -- পর্তৃগ্রীজ নাবিক পেড্রো আলভারেজ কাব্রাল।

৯/ বাংলা থেকে পর্তূগীজদের বিতাড়িত করেন – কাসিম খান জুয়ানি।

১০/ সুরাটে ইংরেজদের বানিজ্যকুঠি নির্মাণের অনুমতি দেন – সম্রাট জাহাঙ্গীর।

১১/ পর্তুগ্রীজদের পর বানিজ্যের জন্য বাংলায় আসে -- ওলন্দাজরা।

১২/ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠন করেন -- ওলন্দাজগণ, ১৬০২ সালে।

১৩/ ফরাসিরা বাংলায় বানিজ্য করতে আগমন করে -- ১৬৬৮ সালে।

১৪/ ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় --১৬৬৪ সালে।

১৫/ ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় - -১৬০০ সালে।

১৬/ ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায় --১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে।

১৭/ বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজয় স্বীকার করে -- ইং সেনাপতি আয়ারকুটের কাছে ফরাসি গর্ভনর কাউন্ট লালী।

১৮/ উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা বানিজ্য স্থাপন করে - - ইন্দোনেশিয়ায়।

১৯/ প্রথম কর্ণাট যুদ্ধ সংঘটিত হয় - - ফরসিদের সাথে ইংরেজদের মধ্যে ১৭৪৬ সালে।

২০/ ইংরেজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করে - - সুরাটে।

২১/ শান্তিপূর্ন বানিজ্য নীতি পরিত্যাগ করে বন্দর আক্রমন করে - - ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।

২২/ বাংলায় ইংরেজদের যে কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল - - ফোর্ট উইলিয়াম।

২৩/ মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় - -১৬৬০ সালে।

২৪/ কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন - - ইংরেজ কর্মচারী জন চার্নক।

২৫/ ইংরেজরা বাংলা আক্রমন করে - -১৬৮৬ সালে।

২৬/নবাব সিরাজুদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন -- ২০ জুন ১৭৫৬।

২৭/ নবাব আলীবর্দী খানের মৃত্যু হয় -- ১৭৫৬ সালে।

২৮/ রেজরা কলকাতা অধিকার করে - -০২ জানুয়ারী ১৭৫৭।

২৯/পলাশীর যুদ্ধ সংঘটিত হয় -- ২৩ শে জুন, ১৭৫৭ সালে।

৩০/ নবাব সিরাজুদ্দৌলা জন্মগ্রহন করেন -- ১৭৩৩ খ্রিষ্টাব্দে।

৩১/ নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ বাধে - -১৭৬৪ সালে।

৩২/ উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর ছিল - - লর্ড ক্লাইভ।

৩৩/ দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন করেন - - লর্ড ক্লাইভ।

৩৪/ দ্বৈত শাসন ব্যবস্থা চালূ হয় - -১৭৬৭ সালে।

৩৫/ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব ন্যাস্ত হয় - - নবাবের উপর।

৩৬/ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয় - - লর্ড ক্লাইভ।

৩৭/ ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল - - ১১৭৬ বাং এবং ১৭৭০ ইং সালে।

৩৮/ পঞ্চাশের মন্বন্তর হয়েছিল - - ১৩৫০ বাং এবং ১৯৪৩ ইং সালে।

৩৯/ অন্ধ কূপ হত্যাকান্ড সংগঠিত হয়েছিল - -১৭৫৬ সালে।

৪০/ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন - - ওয়ারেন হেষ্টিংস।

৪১/ নিলাম সুত্রে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন - - ওয়ারেন হেষ্টিংস।

৪২/ ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন - - ১৭৭২ সালে।

৪৩/ চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন - - লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে)।

৪৪/ বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন - - ওয়ারেন হেস্টিংস।

৪৫/ কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় - - ১৬৯০ সালে।

৪৬/ বর্গী নামে পরিচিতি ছিল - - মারাঠারা।

৪৭/ বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন - - মীর কাসিম।

৪৮/ ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল - - বক্সারে।

৪৯/ বক্সারের যুদ্ধ হয়েছিল - - ১৭৬৪ সালে।

৫০/ ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন বা রেগুলেটিং এ্যাক্ট পাশ হয় - -১৭৭৩ সালে।

৫১/ উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন - - ওয়ারেন হেষ্টিংস।

৫২/ পাঁচশালা বন্দোবস্তের প্রর্বতন করেন - - ওয়ারেন হেস্টিংস।

৫৩/ আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন - - লর্ড বেন্টিঙ্ক।

৫৪/ সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন - - লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।

৫৫/ উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন - - লর্ড বেন্টিঙ্ক।

৫৬/ বিধবা বিবাহ আইন প্রচলন কে, কখন করেন - - লর্ড ক্যানিং (১৮৫৬ সালে)।

৫৭/ ‘ইন্ডিয়ান পেনাল কোড’ প্রণীত হয় – ১৮৬০ সালে।

৫৮/ ভারতে খাজনা আইন পাশ হয় – ১৮৫৯ সালে।

৫৯/ সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন – দ্বিতীয় বাহাদুর শাহ।

৬০/ ভারতের যে ভাইসরয় নাম করা কবি ও সাহিত্যিক ছিলেন – লর্ড লিটন।

৬১/ ‘ভারতবন্ধু’ নামে পরিচিত লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম – হান্টার কমিশন।

৬২/ বঙ্গভঙ্গ রদ করেন – লর্ড হার্ডিঞ্জ (১৯১১ সালে)।

৬৩/ ব্রিটিশ ভাইসরয়দের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিলেন – লর্ড ডালহৌসী।

৬৪/ উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন - - লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে।

৬৫/ উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন - - লর্ড ক্যানিং।

৬৬/ উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় - -১৮৫৭ সালে ৯ মার্চ, বঙ্গদেশের ব্যারাকপুরে।

৬৭/ সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নির্বাসন দেন - - মায়ানমারে।

৬৮/ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি অবস্থিত - - মায়ানমারে।

৬৯/ যে দেশের লোকদের ওলন্দাজ বলা হয় - - হল্যান্ডের।

৭০/ উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর ছিল - - লর্ড মাউন্ট ব্যাটন।

৭১/ আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করেন - - নবাব আবদুল গনি, ১৯৭২ সালে।

৭২/ বঙ্গ প্রদেশকে বেঙ্গল ও আসাম প্রদেশে বিভক্ত করেন – লর্ড কার্জন।

৭৩/ কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন - -১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারী, লর্ড কার্জন।


পাকিস্তান আমল



১/ ১৯৪৭ সালের ১৪ আগষ্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় – দ্বিজাতিতত্বের ভিত্তিতে।

২/ পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন - - ইস্কান্দার মির্জা।

৩/ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন - - লিয়াকত আলী খান।

৪/ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন -- মুহম্মদ আলী জিন্নাহ।

৫/ পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী হন - - খাজা নাজিমউদ্দিন।

৬/ পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন বসে - - করাচিতে, ২৩ ফেব্রুয়ারী ১৯৪৮।

৭/ বাংলাদেশপাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল - - ২৪ বৎসর।

৮/ বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় - - ২৩ জুন, ১৯৪৯ সালে।

৯/ আওয়ামী লীগের প্রথম সভাপতি হন -- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।

১০/ নূরুল আমিনের মুখ্যমন্ত্রীর মেয়াদকাল – ১৪ সেপ্টম্বর, ১৯৪৮ থেকে মার্চ, ১৯৫৪।

১১/ যুক্তফ্রন্ট গঠিত হয় - - ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর|

১২/ যুক্তফ্রন্ট মন্ত্রীসভা যার নেতৃত্বে গঠিত হয় - - এ. কে. ফজলুল হকের (০২ এপ্রিল, ১৯৫৪)।

১৩/ যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষনা করা হয় -- ৩০ মে ১৯৫৪।

১৪/ এ,কে, ফজলুল হকের পর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন - - আবু হোসেন সরকার।

১৫/ আতাউর রহমান মুখ্যমন্ত্রী হন -- ৬ সেপ্টম্বর ১৯৫৬।

১৬/ পাকিস্তান গণ পরিষদ বাতিল করা হয় - - ২৪ অক্টোবর ১৯৫৪।

১৭/ পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র গ্রহীত হয় - - ২৯ ফেব্রুয়ারী, ১৯৫৬।

১৮/ পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কার্যকর হয় - - ২৩ মার্চ ১৯৫৬।

১৯/ পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় - - ২৩ মার্চ ১৯৫৬।

২০/ শহীদ সোহওয়ার্দি পকিস্তানের প্রধানমন্ত্রি হন - - ১২ সেপ্টেম্বর, ১৯৫৬।

২১/ মালিক ফিরোজ খান নুন কবে প্রধানমন্ত্রি হন - - ১৬ ডিসেম্বর, ১৯৫৭ সালে।

২২/ পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন হয় - - ঢাকায়।

২৩/ গভর্নর এ, কে ফজলুল হক, ‘আতাউর রহমান মন্ত্রিসভা’ বরখাস্ত করেন - - ৩১ মার্চ, ১৯৫৮।

২৪/ পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বাতিল করেন - - ইস্কান্দার মির্জা, ৮ অক্টোবর, ১৯৫৮।

২৫/ পাকিস্তানে প্রথম সামরিক আইন জারী করে - - ইস্কান্দার মির্জা, ৮ অক্টোবর, ১৯৫৮।

২৬/ আইয়ুব খান ইস্কান্দার মির্জার স্থলাভিসিক্ত হন - -২৭ অক্টোবর ১৯৫৮।

২৭/ মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুর খান প্রেসিডেন্ট নির্বাচিত হন - - ফেব্রুয়ারী, ১৯৬০ সালে।

২৮/ ১৯৬১ সালে পূর্ব পাকিস্তানের গর্ভনর ছিলেন - - জেনারেল আযম খান।

২৯/ পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্রের ঘোষনা দেন - - প্রেসিডেন্ট আইয়ুব খান, মার্চ, ১৯৬২।

৩০/ ১৯৫৪ সালের পরে প্রাদেশিক নির্বাচন হয় - - ৭ মে, ১৯৬২।

৩১/ ১৯৬২ সালের নির্বাচনের পরে পূর্ব পাকিস্তানের আইন পরিষদের স্পীকার ছিলেন -- আবদুল হামিদ চৌধুরী।

৩২/ ১৯৬২ সালের পর প্রাদেশিক নির্বাচন হয় - - ১৬ মে, ১৯৬৫।

৩৩/ যে নির্বাচনে প্রেসিডেন্ট আইয়ুব খানের বিপক্ষে ফাতেমা জিন্নাহ দাড়িয়ে ছিলেন - -১৯৬৫ সালের জানুয়ারী মাসের রাষ্ট্রপতি নির্বাচনে।
৩৪/ প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয় - - ৬ সেপ্টম্বর, ১৯৬৫।

৩৫/ প্রথম পাক- ভারতের যুদ্ধ কারণ -- পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখলের প্রচেষ্টা।

৩৬/ পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদে মোট আসন ছিল – ১৬৯ টি।

জাতীয়তাবাদী আন্দোলন ও তৎকালীন রাজনীতি



১/ আধুনিক ভারতের জনক বলা হয় – রাজা রামমোহন রায়কে।

২/ যে আইনের মাধ্যমে ভারাতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা প্রদান করা হয় – ইলবার্ট বিল।

৩/ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন – উমেশচন্দ্র বন্দোপাধ্যায়।

৪/ ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠা করেন – অবসর

৫/ অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক – মহাত্মা গান্ধী।

৬/ ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন -- মহাত্মা গান্ধী, ১৯৪২ সালে।

৭/ ‘অখন্ড ভারত’ নীতিতে আন্দোলন করেন – কংগ্রেস।

৮/ ‘পূর্ববঙ্গ ও আসাম’ নামক নতুন প্রদেশের রাজধানী ও আইনসভা প্রতিষ্ঠত হয় – ঢাকায়।

৯/ ভারতে সাধারণ নির্বাচনের নির্দেশ দেন – ব্রিটিশ প্রধানমন্ত্রী মি. এটলি, ১৯৪৬ সালে।

১০/ নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় – ১৯০৬ সালে (নবাব সালিমুল্লাহর উদ্যোগে)।

১১/ দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা হলেন – মুহাম্মাদ আলী জিন্নাহ।

১২/ ‘বেঙ্গল প্যাক্ট’ সম্পাদিত হয় – হিন্দু ও মুসলমানদের মধ্যে।

১৩/ বাংলায় প্রথম প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন – এ.কে. ফজলুল হক।

১৪/ বাংলার প্রথম মূখ্যমন্ত্রী ছিলেন – এ.কে. ফজলুল হক।

১৫/ বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে বিখ্যাত রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে – মুসলিম লীগ।

১৬/ মুহাম্মাদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগদান করেন – ১৯১০ সালে।

১৭/ জালিয়ানওয়ালাবাদ হত্যাকান্ড সংগঠিত হয় – ১৯১৯ সালে ।

১৮/ ভারত সভা বা ইন্ডিয়ান এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন -- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।

১৯/ Grand Old Man of India নামে খ্যাত – দাদা ভাই নওরোজী।

২০/ পূর্ব বাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট ছিলেন – বামফিল্ড ফুলার।

২১/ হিন্দু-মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় – লক্ষ্ণৌ চুক্তির মাধ্যমে।

২২/ ইংরেজ ম্যজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করে – ক্ষুদিরাম।

২৩/ স্বরোজ দলের নেতা ছিলেন – চিত্তরঞ্জন দাস।

২৪/ ঢাকায় ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয় – ১৯২৬ সালে।


সংস্কার আন্দোলন ও বাংলার জাগরণ



১/ বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা -- হাজী শরীয়তউল্লাহ।

২/ হাজী শরীয়তউল্লাহ জন্ম গ্রহন করেন -- ১৭৮১ সালে মাদারীপুর জেলায়।

৩/ প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীকার আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন -- তিতুমীর।

৪/ তিতুমীর এর প্রকৃত নাম -- মীর নিসার আলী।

৫/ তিতুমীর এর জন্মগ্রহন কোথায় -- চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমার চাঁদপুর গ্রামে।

৬/ নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা ধ্বংশ হয় কোন সালে -- ১৮৩১ সালে।

৭/ বাশেঁর কে পরিকল্পনা করেন কে -- গোলাম মাসুম।

৮/ নারিকেলবাড়ীয়ার প্রথম যুদ্ধে পরাজিত হয় -- ইংরেজ আলেকজান্ডার।

৯/ কার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয় -- লেঃ কর্ণেল ষ্টুয়ার্ট।

১০/ বাংলাদেশে ইংরেজী শিক্ষা চালু হওয়ায় কোন সমপ্রদায় সবচেয়ে বেশী উপকৃত হয় -- হিন্দু।

১১/ কোন কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয় -- হিন্দু কলেজ।

১২/ ফকির-সন্যাসীদের সাথে ইংরেজদের খন্ড যুদ্ধগুলো সংঘঠিত হয় -- ১৭৭৭-১৭৮৭ সাল পর্যন্ত।

১৩/ ফকির-সন্যাসীদের উলে­খ্যযোগ্য নেতা ছিলেন -- ভবানী পাঠক।

১৪/ ফকিরদের সাথে যুদ্ধে কোন ইংরেজি নিহত হন -- ক্যাপ্টেন এডওয়ার্ড।

১৫/ ফকির মজনু শাহের তৎপরতার তথ্য নিয়ে কবিতা রচনা করেন -- পঞ্চানন দাস।

১৬/ মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন -- নওয়াব আব্দুল লতিফ।

১৭/ আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন -- সৈয়দ আহমেদ খান।

১৮/ ভারত উপমহাদেশের প্রথম প্রিভিকাউন্সিলের সদস্য হন -- সৈয়দ আমীর আলী, (১৯০৯-১৯২৮ সাল)।

১৯/ কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন -- সৈয়দ মাহমুদ।

২০/ কোন সমপ্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে -- বর্ণ হিন্দুগণ।

২১/ মুসলমানদের পৃথক নির্বাচনের দাবি কোন আইন দ্বারা স্বীকৃত হয় -- মর্লি মিন্টো।

২২/ ১৯৩৭ সালে প্রকাশিত মুসলমানদের বাংলা মুখপত্রটির নাম -- দৈনিক আজাদ।

২৩/ বাংলায় ঋন সালিশী আইন প্রবর্তন করেন -- এ, কে ফজলূল হক।

২৪/ ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রি ছিলেন -- হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

২৫/ ভারতে সাধারন নির্বাচনের নির্দেশ প্রদান করেন -- ব্রিটিশ প্রধানমন্ত্রী, মিঃ এটলী।

২৬/ বাংলায় নীল চাষ বিলুপ্ত হয় -- ১৮৬০ সালে, নীল বিদ্রোহের জন্য।

২৭/ বাংলায় নীল চাষ অব্যাহত গতিতে চলে -- ১০০ বছর ধরে ।

২৮/ বাংলার নীল বিদ্রোহে কারা অংশগ্রহন করে -- চাষী।

২৯/ ইংরেজ শাসনামলে হিন্দু সমাজের পুনর্জাগরনের অগ্রনায়ক ছিলেন -- রাজা রামমোহন রায়।

৩০/ ব্রাহ্ম ধর্ম ও ব্রাহ্ম সমাজের প্রবর্তন করেন -- রাজা রামমোহন রায়, ১৮২৯ সালে।

৩১/ সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ হয় -- ১৮১৯ সালে।

৩২/ বিধবা বিবাহের বৈধকরণ আইন পাশ করেন -- ১৮৫৬ সালে।

৩৩/ মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য সমস্ত সম্পত্তি উইল করে যান -- হাজী মুহম্মদ মুহসীন।

৩৪/ হাজী মুহম্মদ মুহসীন গ্রহন করেন -- ১৭৩০ সালে, হুগলীতে।

৩৫/ হাজী মুহম্মদ মুহসীন ইন্তেকাল করেন -- ১৮১২ সালে।

৩৬/ নওয়াব আব্দুল লতিফ জন্ম গ্রহন করেন -- ১৮২৮ সালে, ফরিদপুরে।

৩৭/ নওয়াব আব্দুল লতিফ উলে­খ্যযোগ্য কীর্তি -- মোহমেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা, ১৮৬৩।

৩৮/ সতীদাহ প্রথা রহিতকরনে কোন সমাজ সংস্কারকের ভুমিকা উলে­খযোগ্য -- রাজা রামমোহন রায়।

৩৯/ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন -- রাজা রামমোহন রায়।

৪০/ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় -- ১৮৮৫ সালে।

৪১/ কংগ্রেস প্রতিষ্ঠা করেন -- এ্যালান অক্টোভিয়ান হিউম।

৪২/ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেড পন্ডিত ছিলেন -- ফোর্ট উইলিয়াম কলেজের ।

৪৩/ কোন শিক্ষাবিদের সহায়তায় হিন্দু বিধবা বিবাহের প্রচলন হয় -- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৪৪/ কোন লাটের সময় বঙ্গ-ভঙ্গ হয় -- লর্ড কার্জনের সময়।

৪৫/ বঙ্গ-ভঙ্গ কবে কার্যকর হয় -- ১৯০৫ সালে।

৪৬/ বঙ্গ-ভঙ্গ রদ করার সময় সুপারিশ করেন ভাইসরয় -- লর্ড হার্ডিঞ্জ।

৪৭/ বঙ্গ-ভঙ্গ রদ হয় সালে -- ১৯১১ সালে।

৪৮/ উপ মহাদেশের ভবিষ্যত সংবিধানের খসড়া তৈরীর জন্য কবে, কোন কমিশন গঠিত হয় -- ১৯০৭ সালে, সাইমন কমিশন।



★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন