Pages

বিসিএস প্রিলি প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান - BCS Preliminary Preparation: General Science

বিজ্ঞান - বিসিএস প্রিলি পর্ব ১  

1) আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS) 

2) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার। (২২ তম BCS) 

3) এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS) 

4) কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য লৌহ (১০তম বিসিএস)। 

5) কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন (২০তম বিসিএস)। 

6) কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে (১৬তম বিসিএস)। 

7) কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে (২৭তম বিসিএস)। 

8) ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসাবে (২৩তম বিসিএস)। 

9) ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম ডলি (১৯তম বিসিএস)। 

10) গ্যালিলিও’ হলো পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS) 

11) গ্লিসারিন দ্রবীভূত হয় না পানিতে (২৮তম বিসিএস)। 

12) চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই (১৬তম বিসিএস)। 

13) জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে (১০তম বিসিএস)। 

14) জোয়ার ভাটার তেজকটাল হয় অমাবস্যায় (১৮তম বিসিএস)। 

15) টুথপেষ্টের প্রধান উপাদান সাবান ও পাউডার। (১৭ তম BCS) 

16) ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি সিলিকন চিপ (১৫তম বিসিএস)। 

17) তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয় দস্তা (জিঙ্ক) (২৩তম বিসিএস)। 

18) দিনরাত্রি সর্বত্র সমান নিরক্ষরেখায়। (২৮ তম BCS) 

19) পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ। (১৩ তম BCS) 

20) পিসি কালচার’ বলতে বুঝায় মৎস্য চাষ (২৩তম বিসিএস)। 


বিজ্ঞান - বিসিএস প্রিলি পর্ব ২ 

21) বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম BCS) 

22) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর ৫ জুন (৩০তম বিসিএস)। 

23) বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি টাংষ্টেন। (২৯ তম BCS) 

24) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। (২২ তম BCS) 

25) মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান ভাইকিং (১৩তম বিসিএস)। 

26) মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। (১০ তম BCS) 

27) মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর মেলানিন (২৭তম বিসিএস)। 

28) মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮ ইঞ্চি (প্রায়) (২৮তম বিসিএস)। 

29) যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্য গ্রহণ। (২৩ তম BCS) 

30) যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন ‘K’ (২৬তম বিসিএস)। 

31) যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে দর্পণ। (২৩ তম BCS) 

32) যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন (২০তম বিসিএস)। 

33) রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় গামা রশ্মি। (২৪ তম BCS) 

34) রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা (২৮তম বিসিএস)। 

35) শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিও মিটার (২৬তম বিসিএস)। 

36) সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন। (১০ তম BCS) 

37) সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা ফ্যাদোমিটার। (২০ তম BCS

38) সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় সবুজ আলোতে (২৬তম বিসিএস)। 

39) সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল (১৩তম বিসিএস)। 

40) CNG -এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস (২৫তম বিসিএস)। 


বিজ্ঞান বিসিএস প্রিলি পর্ব ৩

41) অ্যাসিড আবিস্কার হয় কবে ? ১৯৮১ সালে 

42) অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ? লাল করে 

43) আকাশ নীল দেখায় কেন ? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি 

44) আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ? মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে 

45) আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ? টারটারিক অ্যাসিড 

46) আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ? চার্লস ব্যাবেজ 

47) আপেলে কোন অ্যাসিড থাকে ? সালিক অ্যাসিড 

48) আমলকিতে কোন অ্যাসিড থাকে ? অক্সালিক অ্যাসিড 

49) আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ? পেপসিন 

50) আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ? সিলভারের 

51) আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ? কঠিন অবস্থায় 

52) আলকাতরা কী থেকে তৈরী হয় ? কয়লা 

53) আলোর গতির আবিস্কারক কে ? এ মাইকেলসন 

54) ইউরোসিল কোথায় থাকে? -RNA তে। 

55) ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ? অগ্নাশয়ে 

56) ইন্টারফেরন কি? ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 

57) ইলেকট্রন কে আবিস্কার করেন ? জন থম্পসন 

58) ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ? কার্বন 

59) ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ? ০.১৫ – ১.৫ % 

60) উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ? মাংশ 


বিজ্ঞান বিসিএস প্রিলি পর্ব ৪

61) উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ? গ্রাফাইট 

62) ‘উড স্পিরিট ‘ কী ? মিথাইল এলকোহল 

63) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ? ট্যাকমিটার 

64) উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ? থিও ফ্রাসটাস 

65) উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ? Cycas . 

66) উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ? ফুল 

67) একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ? ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড 

68) এটম বোমা কে আবিস্কার করেন ? অটোহ্যান 

69) এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ? আমাশয় 

70) এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া > ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি 

71) কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ? ক্যালসিয়াম অক্্রলিক 

72) কচু শাকে কি বেশি থাকে ? লৌহ 

73) কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ? পরিবহন পদ্ধতিতে 

74) কফিতে কোন উপাদান থাকে ? ক্যাফেইন 

75) কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ? এসকরবিক অ্যাসিড 

76) কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ? বাড়ে 

77) কম্পিউটার কে আবিস্কার করেন ? হাওয়ার্ড এইকিন 

78) কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ? ৩ টি 

79) কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ? করপিক্রিন 

80) কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ? বালি 


বিজ্ঞান বিসিএস প্রিলি পর্ব  ৫

81) কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি? 

ইন্টারফেরণ প্রয়োগ 

82) কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ? সিনকোনা 

83) কে প্রথম রোবট আবিস্কার করেন ? উইলিয়াম গে ওয়ালটার 

84) কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন? বেটসন ( ১৯০৮ সালে। 

85) কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ? ত্বকের 

86) কোন অধাতু বিত্দুত অপরিবাহী ? গ্রাফাইট 

87) কোন উদ্ভিদ আমিষ - ডাল 

88) কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়? 

লাইগেজ। 

89) কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ? এবি গ্রুপ কে 

90) কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ? ও গ্রুপ 

91) কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ? গরুর 

92) কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ? শুশুক 

93) কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ? তামা 

94) কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ? পুরুষ 

95) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ? কঠিন মাধ্যমে 

96) কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? ব্রোমিন 

97) কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? পারদ 

98) কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ? কালো 

99) কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ? প্লাটিপাস 

100) কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ? পরমানুর প্রোটন সংখ্যা


বিজ্ঞান বিসিএস প্রিলি পর্ব ৬

101) কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ? নিউক্লিয়াস 

102) ক্যালকুলাস কে আবিস্কার করেন ? নিউটন 

103) ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ 

104) ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার ।? ২ প্রকার। ১. হিস্টোন ২. নন-হিস্টোন 

105) ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ? ডলি . 

106) ক্লোনিং কত প্রকার? ৩প্রকার । জিন , সেল, জীব ক্লোনিং। 

107) ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ? গ্যাসীয় অবস্থায় 

108) ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ? ভিটামিন-কে ] 109) ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ? নীল করে 

110) খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ? শুটকি মাছে 

111) খাবার লবনের রাসায়নিক নাম কী ? সোডিয়াম ক্লোরাইড 

112) গলগন্ড রোগ হয় কিসের অভাবে ? আয়োডিনের অভাবে 

113) গ্যাভানাইজিং কী ? লোহার উপর দস্তার প্রলেপ 

114) গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ? সাদা 

115) চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ? বাতাস নেই বলে 

116) চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ? অ্যাপোলো -১১ 

117) চাদের বুকে কে প্রথম অবতরণ করে ? নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন 

118) চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ? ২১ জুলাই , ১৯৬৯ সালে 

119) চায়ের পাতায় কোন উপাদান থাকে ? থিন 

120) চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ? মেরু বিন্দুতে 


বিজ্ঞান বিসিএস প্রিলি পর্ব ৭

121) জীনের রাসায়নিক গঠন কী ? ডি এন এ 

122) জীব RNA কোষে কয় প্রকার? -৩প্রকার । rRNA, mRNA, tRNA. 

123) জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রককে? -জীন 

124) জীব দেহের শক্তির উত্স কী ? খাদ্য 

125) জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে ? ট্রান্সজেনিক প্রানী 

126) জীব প্রযুক্তির উদাহরণ কোন গুলো ? অনুজীব বিজ্ঞান, টিস্যু কালচার , জিন প্রকৌশল 

127) জীব বিজ্ঞানের জনক কে ? এরিস্টটল . 

128) জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয় - ফরমালিন 

129) জীবাণু বিদ্যার জনক কে ? ভন লিউয়েন হুক . 

130) জীবের বংশ গতির একক কোনটি ? জিন 

131) জুভেনাইল গ্লুকোমা অক্ষিগোলোকের কাঠিন্য 

132) টুথপেস্টের প্রধান উপাদান কী ? সাবান ও পাউডার 

133) টেলিভিশন কে আবিস্কার করেন ? জন এল বেয়ার্ড 

134) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ? সোডিয়াম মনো গ্লুটামেট 

135) ট্রান্সজেনিক প্রানী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহোরণ করার প্রক্রিয়াকে কি বলে? মলিকুলার ফার্মিং 

136) ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয় ? ভিটামিন -বি -২ 

137) ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ? ইনসুলিন 

138) ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা- সন্তান কত ভাগ মিল পাওয়া যায় ? ৯৯.৯% 

139) ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ? কঠিন কার্বন ডাই অক্সাইড কে 

140) তবকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ? কেঁচো . 


বিজ্ঞান বিসিএস প্রিলি পর্ব ৮

141) তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ? কমে 

142) তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ? পরিচলন পদ্ধতিতে 

143) তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ? নিকোটিন 

144) তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ? ব্রোঞ্জ 

145) তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ? পিতল 

146) তেঁতুলে কোন অ্যাসিড থাকে ? টারটারিক অ্যাসিড 

147) থাইমিন কোথায় থাকে? ডিএনএ । 

148) দই কি ? দুধের জমাট বাঁধা ব্যাকটেরিয়া 

149) দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ? টেসটেস্টোরেন হরমোন 

150) দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ? কনস 

151) দুধে কোন অ্যাসিড থাকে ? ল্যাকটিক অ্যাসিড 

152) দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ? ল্যাকটোমিটার 

153) দুধের প্রোটিনের নাম কী ? কেজিন 

154) দুধের শর্করাকে কী বলে ? ল্যাকটোজ 

155) দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ? বেগুনী 

156) দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ? লাল 

157) নবায়নযোগ্য শক্তির উত্স কোথায় ? ফুয়েল সেল 

158) নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ? ধমনীর মাধ্যমে 

159) নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ? নারীর 

160) নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ? ১৯৫৮ সালে 


বিজ্ঞান বিসিএস প্রিলি পর্ব ৯

161) নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ? যুক্তরাষ্টের ফ্লোরিডায় 

162) নিউট্রন আবিস্কার করেন কে ? চ্যোডইউক 

163) নিউমোনিয়া রোগ হয় কোথায় ? ফুসফুসে 

164) নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ? ডাল 

165) পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ? নিউট্রন 

166) পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ? প্রোটন ও নিউট্রন 

167) পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ? ইলেকট্রন 

168) পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ? প্রোটন 

169) পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ? ইলেকট্রন 

170) পারমানবিক বোমা কে আবিস্কার করেন ? ওপেন হেমার 

171) পাহাড়ে ওঠা কষ্টকর কেন ? অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য 

172) পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ? Y ক্রোমোজম 

173) পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ? নিউরন 

174) পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ? ১০৯ টি 

175) পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ? শূন্য 

176) পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ? বামন চিকা . 

177) পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ? সুইফট বার্ড 

178) পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ? উইরি গ্যাগারিন (১৯৬১ সালে) 

179) পেনিসিলিন কে আবিস্কার করেন ? আলেকজান্ডার ফ্লেমিং 

180) পেসমেকার কে আবিস্কার করেন ? জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮ সালে 


বিজ্ঞান বিসিএস প্রিলি পর্ব ১০

181) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ? ৭০ টি 

182) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ? ৯২ টি 

183) প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ? ৫০ টি 

184) প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ? হীরা 

185) প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ? ৭২ বার 

186) প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ? লেডী এ্যাডো অগাস্টা 

187) প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ? মিথেন 

188) প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ? কেঁচো . 

189) প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ? মাইটোকন্ড্রিয়া 

190) প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ? ভিটামিন-ই 

191) প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী ? উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি 

192) প্রোটন কণিকা আবিস্কার করেন কে ? রাদারফোর্ড 

193) প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ? দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন 

194) ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ? ৯৮.৪ ডিগ্রী 

195) ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ? মাছ . 

196) বংশ গতিবিদ্যার জনক কে ? মেন্ডেল 

197) বংশগতির ভৌত ভিত্তি কে? ক্রোমোজোম 

198) বট গাছের আঠায় কোন এমজাইম থাকে? ফাইসিন । যা কৃমিরোগে ব্যবহৃত হয় । 

199) বাংঙের হৃতপিন্ডের প্রকোষ্ট কয়টি ? ৩ টি 

200) বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে ? রাজ কাঁকড়া . 


বিজ্ঞান বিসিএস প্রিলি পর্ব ১১

201) নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? Cycas 

202) কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়? প্রোফেজ 

203) কোন ধাপে অপত্য ক্রোমোসোমগুলো পানি শোষণ করে সরু ও লম্বা হয়? টেলোফেজ 

204) মাইটোসিস কোষ বিভাজন কয় ধাপে সম্পন্ন হয়? ৫ 

205) টনোপ্লাস্ট কী? কোষ গহ্বরের পর্দা 

206) সাধারণত গড়ে প্রতি কোষে কতটি মাইটোকন্ড্রিয়া থাকে? ৩০০-৪০০টি 

207) মাইটোকন্ড্রিয়াতে কত রকম কো-এনজাইম থাকে? ১৪ রকম 

208) ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়ায় 

209) উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকার সাধারণত কী রূপ হয়? লেন্সাকার 

210) রবাট ব্রাউট কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন? ১৮৩১ সালে 

211) ক্রোমোসোমের নির্দিষ্ট স্থানে কোনটি লাগানো থাকে? নিউক্লিওলাস 

212) কোন কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না? প্রাক-কেন্দ্রিক কোষে 

213) উচ্চ শ্রেণীর প্রতিটি উদ্ভিদ কোষে সাধারণত কতটি ক্লোরোপ্লাস্ট থাকে? ১০-৪০টি 

214) লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কার? ব্যাকটেরিয়া 

215) লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে? মূলে 

216) কোন শাখা জীব দেহের শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করে? ফিজিওলজি 

217) জীববিজ্ঞানের যে শাখায় জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন সম্বন্ধে আলোচনা করা হয় তার নাম কী? মরফোলজি 

218) DNA অণুর আণবিক গঠন আবিষ্কারের সাথে কে বা কারা জড়িত? ওয়াটসন ক্রিক 

219) কত সালে বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ফ্রানসিস ক্রিক নোবেল পুরস্কারে ভূষিত হন? ১৯৬৩ সালে 

220) গ্রেগর জোহান মেন্ডেল কী জন্য বিখ্যাত? বংশগতির সূত্রের জন্য 

221) ১৯৫৩ সালে মেডিসিন এবং ফিজিওলজিতে নোবেল পুরস্কার লাভ করেন কোন বিজ্ঞানী? স্যার হ্যানস ক্রেবস 

222) ডেঙ্গু জ্বরের বাহক – এডিস মশা 

223) যকৃতের রোগ – জণ্ডিস 

224) নরমাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের – 0.9% জলীয় দ্রবণ 

225) এন্টিবায়োটিক হলো – পেনিসিলিন 


বিজ্ঞান বিসিএস প্রিলি পর্ব ১২

226) ক্যালভিন কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? ১৯৬১ সালে 

227) ওপারিনের মতবাদ অনুযায়ী এবং প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক যুক্তিতে স্থলজ পরিবেশে নিচের কোন জীবটির আগমন সবার শেষে ঘটার কথা? মানুষ 

228) জীববিজ্ঞানীরা কাকে জীবনের প্রথম অণু বলে থাকেন? অ্যামাইনো এসিড 

229) বোম্যানস আবরকের প্রাচীরে পাওয়া যায় - আঁইশাকার আবরণী কলা 

230) সরীসৃপ পূর্বপুরুষ থেকে বিবর্তনের ধারায় পাখিদের উদ্ভব হয়েছে এটা প্রমাণ করেন কে? ক্যালভিন 

231) জীবদেহের টিস্যুর গঠন, অবস্থান ও কাজ নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়? সাইটোলজি 

232) বিজ্ঞানী সালিম আলী নামের সঙ্গে জড়িত- পদ্মভূষণ উপাধি 

233) কোন বিজ্ঞানী প্রোটোপল্গাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন? হাক্সলি 

234) সর্বাপেক্ষা দীর্ঘতম কোষ কোনটি? উটপাখির ডিম 

235) ওপারিনের মতবাদ অনুযায়ী এবং প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক যুক্তিতে স্থলজ পরিবেশে নিচের কোন জীবটির আগমন সবার শেষে ঘটার কথা? মানুষ 

236) পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকের আবিষ্কারক কে? আলেকজান্ডার ফেমিং 

237) বাংলাদেশের উদ্ভিদের বিশদ বিবরণ প্রদানের জন্য কোন বিজ্ঞানীর অবদান বেশি? ডেভিড প্রেইন 

238) Dengue Fever is spread by – Aedes aegypti mosquito 

239) ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় – চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় 

240) ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে – খেসারি ডালের সাথে 

241) Dengue Fever is spread by – Aedes aegypti mosquito 

242) ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় – চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় 

243) ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে – খেসারি ডালের সাথে 

244) ‘Species Plantarum’ এর রচয়িতা হলেন? ক্যারোলাস লিনিয়াস 

245) নিচের কোনটির সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ? Polysiphonia ` 

246) কোনটি গ্রীণ হাউস গ্যাস নয় ? CH4 

247) টিস্যু কালচার পদ্ধতির জনক কে? হ্যাবারল্যান্ডট 

248) সংক্রমনক্ষম ভাইরাস কাকে বলা হয়? Virion 

249) pteris- এর গ্যামেটোফাইট কে বলা হয়- প্রোথ্যালাস 

250) Malvaceae- গোত্রের পুংস্তবকের গঠন কি? একগুচ্ছক


★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন