Pages

নদী, সমুদ্রবন্দর, খাল ও জলপ্রপাত - Rivers, seaports, canals and waterfalls


BCS ভূগোল বিষয়াবলী


আন্তর্জাতিক নদ নদী বিষয়ক


প্রশ্ন: এশিয়ার বৃহত্তম নদী কোনটি ? 
ইয়াং সি কিয়াং (৫৪৯৪ কি.মি.)।
 
প্রশ্ন: ইয়াং সি কিয়াং কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
চীন।
 
প্রশ্ন: এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ? 
সালউইন।
 
প্রশ্ন: এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি ? 
ইয়াং সি কিয়াং(৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ কি.মি.), ইনিসি (৪৫০৬ কি.মি.), হোয়াং হো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রহ্মপুত্র (২৭০০ কি.মি.)।
 
প্রশ্ন: আমুর নদীর উৎপত্তিস্থল কোথায় ? 
ইয়াব্লোনর পর্বত।
 
প্রশ্ন: আমুর নদীর দৈর্ঘ্য কত ?
২৮২৪ কি.মি.।
 
প্রশ্ন: আমুর নদী কোথায় পতিত হয়েছে ? 
ওখটস্ক উপসাগরে।
 
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার প্রধান নদী কি কি ? 
সিন্ধু -২৮৮০ কি.মি., গঙ্গা ও ব্রহ্মপুত্র -২৭০০ কি.মি.।
 
প্রশ্ন: সিন্ধু নদ কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?
পাকিস্তান।
 
প্রশ্ন: সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ? 
আরব সাগরে।
 
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদী কোথায় পতিত হয়েছে ? 
পদ্মা (গঙ্গা) নদীতে।
 
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? 
সানপো।
 
প্রশ্ন: কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ? 
ভারত ও পাকিস্তান।
 
প্রশ্ন: সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ? 
আরব সাগরে।
 
প্রশ্ন: গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ? 
বঙ্গোপসাগরে।
 
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ? 
তিব্বত, ভারত ও বাংলাদেশ।
 
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে ? 
তিব্বত থেকে।
 
প্রশ্ন: টাইগ্রিস (দজলা) নদী কোথায় অবস্থিত ?
ইরাক (১,৮৯৯ কি.মি.) ।
 
প্রশ্ন: টাইগ্রিস (দজলা) নদী কোথায় পতিত হয়েছে ?
পারস্য উপসাগরে।
 
প্রশ্ন: ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি ? 
ফোরাত নদী।
 
প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ? 
ভলগা (৩৬৯০ কি.মি.) ।
 
প্রশ্ন: ভলগা কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ?
রাশিয়া।
 
প্রশ্ন: ভলগা নদী কোথায় পতিত হয়েছে ? 
কাস্পিয়ান সাগরে।
 
প্রশ্ন: ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি ? 
দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিয়ান ও রোম।
 
প্রশ্ন: দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায় ? 
ব্ল্যাক ফরেস্ট থেকে ।
 
প্রশ্ন: দানিউব নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?
রুমানিয়া ও যুগোশ্লাভিয়া।
 
প্রশ্ন: দানিউব নদী কোথায় পতিত হয়েছে ?
কৃষ্ণ সাগর।
 
প্রশ্ন: আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে ?
দানিউব নদীকে।
 
প্রশ্ন: কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত ? 
টেমস।
 
প্রশ্ন: রাইন নদী উৎপত্তিস্থল কোথায় ?
আল্পস পর্বতে।
 
প্রশ্ন: রাইন নদী কোথায় প্রবাহিত ?
জার্মানী ও হল্যান্ড (৮২০ কি.মি.)।
 
প্রশ্ন: রাইন নদী কোথায় পতিত হয়েছে ? 
উত্তর সাগরে।
 
প্রশ্ন: উরাল নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত ?
রাশিয়া (২৫৩৩ কি.মি.)।
 
প্রশ্ন: উরাল নদী কোন সাগরে পতিত হয়েছে ?
ক্যাস্পিয়ান সাগরে।
 
প্রশ্ন: আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?
নীলনদ (৬৬৫০ কি.মি.)।
 
প্রশ্ন: নীল নদ কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ?
ইথিওপিয়া, সুদান, ও মিশর।
 
প্রশ্ন: নীল নদ কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত ?
১০ টি।
 
প্রশ্ন: আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম কি?
নীলনদ, কঙ্গো (৪৮০০ কি.মি.), জাম্বেসী (৩৫৪০ কি.মি.)।
 
প্রশ্ন: জাম্বেসী নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?
জাম্বিয়া ও মোজাম্বিক।
 
প্রশ্ন: জাম্বেসী নদী কোথায় পতিত হয়েছে ?
ভারত মহাসাগরে।
 
প্রশ্ন: কঙ্গো নদী কোথায় পতিত হয়েছে ? 
উত্তর প্রশান্ত মহাসাগরে।
 
প্রশ্ন: নাইজার নদী কোথায় পতিত হয়েছে ?
দিনি উপসাগরে।
 
প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?
মিসিসিপি-মিসৌরী (৬০২০ কি.মি.)
 
প্রশ্ন: মিসিসিপি নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?
যুক্তরাষ্ট্র।
 
প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি ?
ম্যাকেঞ্জি (৪২৪১ কি.মি.)।
 
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?
আমাজান (৬৪৩৭ কি.মি.)।
 
প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি ? 
আমাজান।
 
প্রশ্ন: পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি ?
আমাজান।
 
প্রশ্ন: আমাজান নদী কোথায় পতিত হয়েছে ?
আটলান্টিক মহাসাগরে।
 
প্রশ্ন: কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় ?
আমাজান।
 
প্রশ্ন: আমাজান নদী দিয়ে প্রতি সেকেন্ডে কত ঘন ফুট পানি প্রবাহিত হয ? 
৭২ লক্ষ ঘনফুট।
 
প্রশ্ন: ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
মারে ডালিং, অষ্ট্রেলিয়া (৩৭৮০ কি.মি.)।
 
প্রশ্ন: মারে ডালিং নদী কোন নদী সাগরে পতিত হয়েছে ?
ভারত মহাসাগরে।
 
প্রশ্ন: নদীর পানি প্রবাহ পরিমাপের একক কি ?
কিউসেফ।
 
প্রশ্ন: আমুদরিয়া কোন মালভূমি থেকে উৎপন্ন হয়েছে ?
পামীর মালভূমি।
 
প্রশ্ন: শিরদরিয়া কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে ?
তিয়েনশান পর্বত।
 
প্রশ্ন: আমুদরিয়া ও শিরদরিয়া কোথায় পতিত হয়েছে ?
আরল হ্রদে।
 
প্রশ্ন: কোন নদীতে মাছ বাঁচতে পারে না ?
জর্ডান নদীতে।
 
প্রশ্ন: কোন নদী নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বিরোধ চলছে ?
রিও গেনডে নদী।


BCS ভূগোল বিষয়াবলী


বিখ্যাত শহর নদী তীরবর্তী


প্রশ্ন: অটোয়া ( কানাডা ) কোন নদীর তীরে অবস্থিত ?
সেন্ট লরেন্স ।
 
প্রশ্ন: আগ্রা ( ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ?
যমুনা ।
 
প্রশ্ন: আকিয়াব ( মায়ানমার ) কোন নদীর তীরে অবস্থিত ?
ইরাবতী ।
 
প্রশ্ন: আলেকজান্দ্রিয়া ( মিশর ) কোন নদীর তীরে অবস্থিত ?
নীল ।
 
প্রশ্ন: আঙ্কারা ( তুরস্ক ) কোন নদীর তীরে অবস্থিত ?
কিজিল ।
 
প্রশ্ন: এলাহাবাদ (ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ?
গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল ।
 
প্রশ্ন: ইয়াঙ্গুন ( মায়ানমার ) কোন নদীর তীরে অবস্থিত ?
ইরাবতী ।
 
প্রশ্ন: ওয়ারশ (পোল্যান্ড) কোন নদীর তীরে অবস্থিত ?
ভিশ্চুলা ।
 
প্রশ্ন: ওয়াশিংটন ( যুক্তরাষ্ট্র ) কোন নদীর তীরে অবস্থিত ?
পোটোম্যাক ।
 
প্রশ্ন: কলিকাতা (ভারত) কোন নদীর তীরে অবস্থিত ?
হুগলী ।
 
প্রশ্ন: কায়রো (মিশর ) কোন নদীর তীরে অবস্থিত ?
নীল ।
 
প্রশ্ন: ক্যান্টন (চীন ) কোন নদীর তীরে অবস্থিত ?
চাং কিং ।
 
প্রশ্ন: কানপুর (ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ?
কাবুল ।
 
প্রশ্ন: কুইবেক ( কানাডা) কোন নদীর তীরে অবস্থিত ?
সেন্ট লরেন্স ।
 
প্রশ্ন: খার্তুম (সুদান ) কোন নদীর তীরে অবস্থিত ?
ব্লু নীল ও হোয়াইট নীল ।
 
প্রশ্ন: ডাবলিন (আয়ারল্যান্ড ) কোন নদীর তীরে অবস্থিত ?
লিফে ।
 
প্রশ্ন: ডানজিক (জার্মানী ) কোন নদীর তীরে অবস্থিত ?
ভিস্টুলা ।
 
প্রশ্ন: দিল্লী ( ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ?
যমুনা ।
 
প্রশ্ন: নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র ) কোন নদীর তীরে অবস্থিত ?
হাডসন ।
 
প্রশ্ন: পাটনা (ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ?
গঙ্গা ।
 
প্রশ্ন: পিকিং/বেইজিং ( চীন ) কোন নদীর তীরে অবস্থিত ?
হোয়াংহো ।
 
প্রশ্ন: প্রাগ ( চেক প্রজাতন্ত্র ) কোন নদীর তীরে অবস্থিত ?
বিটাভ ।
 
প্রশ্ন: প্যারিস (ফ্রান্স ) কোন নদীর তীরে অবস্থিত ?
সীন ।
 
প্রশ্ন: ফিলাডেলফিয়া (যুক্তরাষ্ট্র) কোন নদীর তীরে অবস্থিত ?
ডিলাওয়ারি ।
 
প্রশ্ন: বাগদাদ (ইরাক ) কোন নদীর তীরে অবস্থিত ?
টাইগ্রীস ।
 
প্রশ্ন: বার্লিন (জার্মানী ) কোন নদীর তীরে অবস্থিত ?
স্প্রি ।
 
প্রশ্ন: বুদাপেস্ট ( হাঙ্গেরী ) কোন নদীর তীরে অবস্থিত ?
দানিউব ।
 
প্রশ্ন: বুয়েনস আয়ারস (আর্জেন্টিনা ) কোন নদীর তীরে অবস্থিত ?
প্লাটা ।
 
প্রশ্ন: ব্যাংকক ( থাইল্যান্ড) কোন নদীর তীরে অবস্থিত ?
মিনাম ।
 
প্রশ্ন: বসরা ( ইরাক ) কোন নদীর তীরে অবস্থিত ?
টাইগ্রীস ।
 
প্রশ্ন: বেলগ্রেড ( যুগোশ্লেভিয়া ) কোন নদীর তীরে অবস্থিত ?
দানিউব ।
 
প্রশ্ন: বন ( জার্মানী ) কোন নদীর তীরে অবস্থিত ?
রাইন ।
 
প্রশ্ন: ব্রিস্টল ( ইংল্যান্ড ) কোন নদীর তীরে অবস্থিত ?
এডন ।
 
প্রশ্ন: ভিয়েনা ( অষ্ট্রিয়া) কোন নদীর তীরে অবস্থিত ?
দানিউব ।
 
প্রশ্ন: মস্কো ( রাশিয়া ) কোন নদীর তীরে অবস্থিত ?
মস্কভ ।
 
প্রশ্ন: মাদ্রিদ ( স্পেন ) কোন নদীর তীরে অবস্থিত ?
মানজানেরে ।
 
প্রশ্ন: মন্ট্রিল ( কানাডা ) কোন নদীর তীরে অবস্থিত ?
সেন্ট লরেন্স ।
 
প্রশ্ন: রোম ( ইতালী ) কোন নদীর তীরে অবস্থিত ?
টিবের ।
 
প্রশ্ন: লন্ডন ( ইংল্যান্ড ) কোন নদীর তীরে অবস্থিত ?
টেমস ।
 
প্রশ্ন: লখনৌ ( ভারত) কোন নদীর তীরে অবস্থিত ?
গোমতী ।
 
প্রশ্ন: লাহোর ( পাকিস্তান) কোন নদীর তীরে অবস্থিত ?
রাভী ।
 
প্রশ্ন: লিসবন ( পর্তুগাল ) কোন নদীর তীরে অবস্থিত ?
টেগাস ।
 
প্রশ্ন: লিভারপুল ( ইংল্যান্ড ) কোন নদীর তীরে অবস্থিত ?
মার্সি ।
 
প্রশ্ন: শ্রীনগর ( ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ?
ঝিলম ।
 
প্রশ্ন: সিডনী ( অষ্ট্রেলিয়া ) কোন নদীর তীরে অবস্থিত ?
মারে ডালিং ।
 
প্রশ্ন: সাংহাই (চীন ) কোন নদীর তীরে অবস্থিত ?
ইয়াং সি কিয়াং ।
 
প্রশ্ন: হংকং ( চীন ) কোন নদীর তীরে অবস্থিত ?
ক্যান্টন ।
 
প্রশ্ন: টোকিও (জাপান ) কোন নদীর তীরে অবস্থিত ?
আরাকার্ডয়া ।


BCS ভূগোল বিষয়াবলী

বিখ্যাত নদ নদী সমূহ


প্রশ্ন: নীল নদ (৬৬৫০কি.মি. ) কোথায় অবস্থিত ?
মিশর ।
 
প্রশ্ন: আমাজান (৬৪৩৭কি.মি. ) কোথায় অবস্থিত ?
দক্ষিণ আফ্রিকা ।
 
প্রশ্ন: মিসিসিপি- মিসৌরী (৬০২০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
আমেরিকা ।
 
প্রশ্ন: ইয়াং সি কিয়াং (৫৪৯৪ কি.মি. ) কোথায় অবস্থিত ?
চীন ।
 
প্রশ্ন: কঙ্গো (৪৮০০ কি.মি. ) কোথায় অবস্থিত ? 
আফ্রিকা ।
 
প্রশ্ন: লেনা (৪৪০০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
রাশিয়া ।
 
প্রশ্ন: হোয়াং হো (৪৩৪৪ কি.মি. ) কোথায় অবস্থিত ?
চীন ।
 
প্রশ্ন: ম্যাকেঞ্জি (৪২৪১ কি.মি. ) কোথায় অবস্থিত ?
উত্তর আমেরিকা ।
 
প্রশ্ন: নাইজার (৪১৮০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
আফ্রিকা ।
 
প্রশ্ন: পারানা (৪০০০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
দক্ষিণ আফ্রিকা ।
 
প্রশ্ন: মারে ডালিং (৩৭৮০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
অস্ট্রেলিয়া ।
 
প্রশ্ন: ভলগা (৩৬৯০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
রাশিয়া ।
 
প্রশ্ন: ইরাবতী (২০১০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
মায়ানমার ।
 
প্রশ্ন: জাম্বেসী (৩৫৪০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
আফ্রিকা ।
 
প্রশ্ন: ইউকন (৩১৮৫ কি.মি. ) কোথায় অবস্থিত ?
কানাডা ।
 
প্রশ্ন: রিও গ্রেনডে (৩০৪০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র ও ম্যাক্সিকো ।
 
প্রশ্ন: দানিউব (২৮৫০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
ইউরোপ ।
 
প্রশ্ন: আমুর (২৮২৪ কি.মি. ) কোথায় অবস্থিত ?
এশিয়া
 
প্রশ্ন: ইউফ্রেটিস (২৭৩৫ কি.মি. ) কোথায় অবস্থিত ?
ইরাক ।
 
প্রশ্ন: গঙ্গা (২৬৫৫ কি.মি. ) কোথায় অবস্থিত ?
ভারত ।
 
প্রশ্ন: শির দরিয়া (২১৪০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
রাশিয়া ।
 
প্রশ্ন: টাইগ্রীস (১৮৯৯ কি.মি. ) কোথায় অবস্থিত ?
ইরাক ।



BCS ভূগোল বিষয়াবলী

বিখ্যাত সমুদ্র বন্দর


প্রশ্ন: আমস্টারডাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
হল্যান্ড ।
 
প্রশ্ন: আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
মিশর।
 
প্রশ্ন: আকিয়াব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
মায়ানমার।
 
প্রশ্ন: ইয়াকোহামা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
জাপান।
 
প্রশ্ন: ইয়াংগুন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
মায়ানমার।
 
প্রশ্ন: এন্টওয়ার্প সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
বেলজিয়াম।
 
প্রশ্ন: ওয়েলিংটন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
নিউজিল্যান্ড।
 
প্রশ্ন: ওসাকা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
জাপান।
 
প্রশ্ন: করাচী সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
পাকিস্তান।
 
প্রশ্ন: কলম্ব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
শ্রীলঙ্কা।
 
প্রশ্ন: কলিকাতা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ভারত।
 
প্রশ্ন: কারডিখ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইংল্যান্ড।
 
প্রশ্ন: ক্যান্টন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
চীন।
 
প্রশ্ন: কেপটাউন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
দক্ষিণ আফ্রিকা।
 
প্রশ্ন: ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
মরক্কো।
 
প্রশ্ন: গ্লাসগো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
স্কটল্যান্ড।
 
প্রশ্ন: চট্টগ্রাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
বাংলাদেশ।
 
প্রশ্ন: মংলা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
বাংলাদেশ।
 
প্রশ্ন: জেনোয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইটালী।
 
প্রশ্ন: ডানজিক সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
পোল্যান্ড।
 
প্রশ্ন: নিউইয়র্কসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র।
 
প্রশ্ন: নিউ অরলিন্স সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র।
 
প্রশ্ন: নিউ ক্যাসল সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইংল্যান্ড।
 
প্রশ্ন: নেপলস সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইতালী।
 
প্রশ্ন: পোর্ট সৈয়দ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
মিশর।
 
প্রশ্ন: ফিলাডেলফিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র।
 
প্রশ্ন: বুয়েন্স আয়ার্স সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
আর্জেন্টিনা।
 
প্রশ্ন: ব্রিস্টল সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইংল্যান্ড।
 
প্রশ্ন: ব্রিসবেন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
অষ্ট্রেলিয়া।
 
প্রশ্ন: ব্যাংকক সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
থাইল্যান্ড।
 
প্রশ্ন: ভেনিস সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইতালী।
 
প্রশ্ন: মন্ট্রিলসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
কানাডা।
 
প্রশ্ন: মন্টি ভিডিওসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
উরুগুয়ে।
 
প্রশ্ন: মারসিলিস সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ফ্রান্স।
 
প্রশ্ন: ম্যাঞ্চেস্টার সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইংল্যান্ড।
 
প্রশ্ন: মাদ্রাজ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ভারত।
 
প্রশ্ন: ম্যানিলা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ফিলিপাইন।
 
প্রশ্ন: মুম্বাই সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ভারত।
 
প্রশ্ন: রোটারডাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
হল্যান্ড।
 
প্রশ্ন: রিও ডি জেনিরোসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ব্রাজিল।
 
প্রশ্ন: লিভারপুল সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইংল্যান্ড।
 
প্রশ্ন: লিসবনসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
পর্তুগাল।
 
প্রশ্ন: লন্ডন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইংল্যান্ড।
 
প্রশ্ন: লেলিন গ্রাদ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
রাশিয়া।
 
প্রশ্ন: সাংহাই সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
চীন।
 
প্রশ্ন: সানফ্রান্সিসকো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র।
 
প্রশ্ন: সিঙ্গাপুরসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
সিঙ্গাপুর।
 
প্রশ্ন: সিডনী সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
অষ্ট্রেলিয়া।
 
প্রশ্ন: শিকাগো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র।
 
প্রশ্ন: হংকং সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
হংকং।
 
প্রশ্ন: হামবুর্গ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
জার্মানী।
 
প্রশ্ন: বন্দর আব্বাসসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইরান।
 
প্রশ্ন: ডারউইন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
অষ্ট্রেলিয়া।


BCS ভূগোল বিষয়াবলী

বিখ্যাত খাল সমূহ


প্রশ্ন: গ্রান্ড (দৈর্ঘ্য ১১২৭ কি.মি. প্রস্থ .... মি. ) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ? 
চীন , ৭ম শতকে ।
 
প্রশ্ন: গোটা (দৈর্ঘ্য ১৮৫ কি.মি. প্রস্থ ১৪ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
সুইডেন , ১৮৩২ সালে ।
 
প্রশ্ন: সুয়েজ (দৈর্ঘ্য ১৬৮ কি.মি. প্রস্থ ৬০ মি. ) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
মিশর , ১৮৯৬ সালে ।
 
প্রশ্ন: পানাম (দৈর্ঘ্য ৮১ কি.মি. প্রস্থ ৯১ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
আমেরিকা , ১৯১৪ সালে ।
 
প্রশ্ন: এলক ট্রেড ( দৈর্ঘ্য ৬৬ কি.মি. প্রস্থ ২২ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
জার্মানী , ১৯০০ সালে ।
 
প্রশ্ন: ম্যানচেস্টার ( দৈর্ঘ্য ৫৭ কি.মি. প্রস্থ ৩৭ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
ইংল্যান্ড , ১৮৯৪ সালে ।
 
প্রশ্ন: উইল্যান্ড হাল ( দৈর্ঘ্য ৪৩ কি.মি. প্রস্থ ৬১ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
কানাডা , ১৮৮৭ সালে ।
 
প্রশ্ন: জুলিয়ানা ( দৈর্ঘ্য ৩২ কি.মি. প্রস্থ ১৬ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ? 
হল্যান্ড , ১১৩৫ সালে ।
 
প্রশ্ন: আমস্টারডাম (দৈর্ঘ্য ২৬.৫৫ কি.মি. প্রস্থ ২৭ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
হল্যান্ড , ১৮৭৬ সালে ।
 
প্রশ্ন: কিয়েল (দৈর্ঘ্য ২৫.৭৫ কি.মি. প্রস্থ ৪৬ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ? 
জার্মানী , ১৮৯৫ সালে ।
 
প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম খাল কোনটি ?
গ্রান্ড খাল।
 
প্রশ্ন: বিশ্বের কৃত্রিম দীর্ঘতম খাল কোনটি ?
সুয়েজ খাল।
 
প্রশ্ন: বিশ্বের গভীরতম খাল কোনটি ? 
পানামা খাল।
 
প্রশ্ন: পানামা খাল কোন দুটি মহা সাগরকে সংযুক্ত করেছে ? 
প্রশান্ত মহাসাগরকে।
 
প্রশ্ন: সুয়েজ খাল সংযুক্ত করেছে ? 
লোহিত সাগর ও ভূমধ্য সাগর।
 
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম কৃত্রিম জলপথ কোনটি ?
সুয়েজ খাল।
 
প্রশ্ন: বনভূমি কেটে কোন খাল তৈরী করা হয়েছে ? 
পানামা খাল।
 
প্রশ্ন: পানামা খাল কবে খনন করা হয় ? 
১৯১৩ সালে।
 
প্রশ্ন: সুয়েজ খাল খনন কাজ সম্পন্ন হয় কবে ?
১৮৬৯ সালে।
 
প্রশ্ন: সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় কবে ? 
১৯৫৬ সালে।
 


BCS ভূগোল বিষয়াবলী

বিখ্যাত জলপ্রপাত সমূহ


প্রশ্ন: অ্যাঞ্জেল (উচ্চতা ৮০৭ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? 
ভেনিজুয়েলা ।
 
প্রশ্ন: মঙ্গেফসেন (উচ্চতা ৭৭৪ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? 
নরওয়ে ।
 
প্রশ্ন: কিউকুয়েনা (উচ্চতা ৬১০ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ভেনিজুয়েলা ।
 
প্রশ্ন: উটিগার্ড (উচ্চতা ৬০০ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? 
নরওয়ে ।
 
প্রশ্ন: সাদারল্যান্ড (উচ্চতা ৫৮০ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
নিউজিল্যান্ড ।
 
প্রশ্ন: টাকাকো (উচ্চতা ৫৬৫ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ব্রিটিশ কলোম্বিয়া ।
 
প্রশ্ন: রিবন ইয়োসিমাইট (উচ্চতা ৪৯১ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? 
ক্যালিফোর্নিয়া ।
 
প্রশ্ন: আপার ইয়োসিমাইট (উচ্চতা ৪৩৫ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? 
ক্যালিফোর্নিয়া ।
 
প্রশ্ন: কিং জর্জ (উচ্চতা ৪৩৫ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
গায়ানা ।
 
প্রশ্ন: গ্যাভার্নি (উচ্চতা ৪২১ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ফ্রান্স ।
 
প্রশ্ন: তুগেলা (উচ্চতা ৪১০ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
দক্ষিণ আফ্রিকা ।
 
প্রশ্ন: ভিটিসফোস (উচ্চতা ৩৬৬ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
নরওয়ে ।
 
প্রশ্ন: স্টবাক (উচ্চতা ৩০০মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
সুইজারল্যান্ড ।
 
প্রশ্ন: মিডল কাসকেড (উচ্চতা ২৭৭ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ক্যালিফোনিয়া ।
 
প্রশ্ন: গারসোপা (উচ্চতা ২৫৩ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ভারত ।
 
প্রশ্ন: নায়াগ্রা (উচ্চতা ১৬৭ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ? 
যুক্তরাষ্ট্র ।
 
প্রশ্ন: বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
অ্যাঞ্জেল ।
 
প্রশ্ন: আয়তনে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি ?
নায়াগ্রা ।
 
প্রশ্ন: বিশ্বের গভীরতম খাল কোনটি ? 
পানামা খাল ।
 
প্রশ্ন: ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন দেশে ?
জাম্বিয়া ও জিম্বাবুয়ে ।
 
প্রশ্ন: অ্যাঞ্জেল কোন নদীর জলপ্রপাত ?
রিও কেরনি ।
 
প্রশ্ন: পানি পতনের দিক থেকে বিশ্বের প্রধান জলপ্রপাত কোনটি ?
গুয়রাইয়া, উচ্চতাঃ ১৩০ ফুট ।
 
প্রশ্ন: গুয়রাইয়া জলপ্রপাত থেকে গড়ে কি পরিমান পানি পতিত হয় ?
৪,৭০,০০০ কিউসেক ।
 


★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন