১। দিনাজপুরের মুশিদপুর এলাকায় প্রথম অনুসন্ধানমূলক কূপ খন করা হয়েছিল কত সালে?
ক) ২০১১ সালে খ) ২০১২ সালে
গ) ২০১৩ সালে ঘ) ২০১৫ সালে
২। বিসিএসআইআর এর কোন পরীক্ষাগার থেকে দিনাজপুরে লোহার খনি খাতার তথ্য পাওয়া গিয়েছে?
ক) দিনাজপুর খ) চট্টগ্রাম
গ) জয়পুরহাট ঘ) ঢাকা
৩। বাংলাদেশে আবিষ্কৃত একমাত্র লোহার খনিটির ব্যাপ্তি কত?
ক) ৫-১২ বর্গকিলোমিটার খ) ৬-১২ বর্গকিলোমিটার
গ) ৬-১০ বর্গকিলোমিটার ঘ) ৪-৯ বর্গকিলোমিটার