#ভাইবা অভিজ্ঞতাঃ ০৩
38 তম বিসিএস ভাইভা
তারিখ : 28/08/2019
বোর্ড : বিজ্ঞ নূরজাহান স্যার এন ডি সি
প্রার্থীঃ ইমরান মুন্সি
সিরিয়াল : 5
পছন্দক্রম : এডমিন, অডিট, ট্যাক্স, ইকোনোমিক
সময় : 18 মিনিট
ডিসিপ্লিন : CSE
আমি: বেল বাজতেই শব্দহীনভাবে দরজা খুলে বিনয়ের সাথে May I come in sir, please.
চেয়ারম্যান : আসুন
আমি : সামনে তাকিয়ে আস্তে দরজা বন্ধ করে একটু এগিয়ে সালাম দিয়ে চেয়ারের পাশে দাঁড়িয়ে তিনজনের সাথেই আই কনটাক প্রথম বারের মতো করে নিলাম।
চেয়ারম্যান : বসুন
আমি: Thank you sir
চেয়ারম্যান : আপনি তো ..... তা আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন ।
আমি: জ্বি স্যার। বাকিটা বললাম অষ্টম শ্রেণি থেকে বিএসসি পর্যন্ত ফলাফল সহ।
চেয়ারম্যান : মাস্টার্স করেননি
আমি: না স্যার
চেয়ার: তাহলে কি করছেন এখন
আমি : স্যার আমি ফ্রিল্যান্সিং করছি
চেয়ারম্যান : কোন বিষয়ে ইনজিনিয়ারিং বিষয়ে
আমি : ব্যাখ্যা করলাম
এক্সটারনাল 1: আপনার বাড়ি কোথায়?
আমি : বললাম
এক্সটারনাল 1 : টুঙ্গিপারা কোন নদীর তীরে অবস্থিত ?
আমি : বাইগার নদীর তীরে অবস্থিত স্যার।
এক্সটারনাল 1 : বাইগার না বাগিয়ার
আমি: স্যার আমি যে সকল বই থেকে পড়েছি সেখানে বাইগার লেখা ছিলো। তবে হ্যাঁ আমার ভুল হতে পারে যদি বইগুলিতে প্রিন্টিং মিসটেক থাকে। তিনি বললেন না ঠিক আছে এরপর আরো কয়েকটি বিষয়ে বিভিন্ন সময় ভুল উত্তর দিয়ে আত্নবিশ্বাস ঝালিয়ে নিচ্ছিলেন।
এক্সটারনাল 1: আপনার এলাকার উন্নয়ন কেমন হচ্ছে বলেন?
আমি : আমি সরকারি উদ্যোগে সব উন্নয়নের চিত্র তুলে ধরলাম । উপজেলা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত । (বস্তুতপক্ষে আমার এলাকা তুলনামূলক ভাবে অনেকটা পিছিয়ে উন্নয়নের দিক থেকে )
এক্সটারনাল 1 : ঠিক আছে তবে আর কি উন্নয়ন হয়েছে ।( উনি হয়তো ভিন্ন কিছু শুনতে চাচ্ছিলেন।) কোন গাছ লাগানো হয়েছে কিনা?
আমি : জ্বি স্যার ফলের গাছ লাগানো হয়েছে ।
এক্সটারনাল 1: আমিতো বিশ্বরোডে কোন ফলের গাছ দেখিনি। আপনি কত বছর আপনার এলাকায় যান না (কিছুটা বিরক্ত হয়ে )
আমি: স্যার আমি ইউনিয়ন পর্যায়ের কথা বলছিলাম । আমার বাড়ি রাস্তার পাশে আর সেখানে অনেক ফলের গাছ লাগানো হয়েছে সরকারি উদ্যোগে । স্যার হ্যাঁ সূচক মাথা নাড়লেন।
এক্সটারনাল 1: আপনি কি কখনো বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স গিয়েছেন?
আমি : জ্বি স্যার
এক্সটারনাল 1 : সেখানে কি কি দেখলেন বিস্তারিত বলুন ।(স্যার হয়তো আমার কথার সত্যতা যাচাই করছিলেন)
আমি : সবকিছু গুছিয়ে বললাম। তিনি আমাকে স্মৃতি জাদুঘর ও সমাধি কমপ্লেক্সের ভেতরের বিষয় নিয়ে অনেক প্রশ্ন করেছেন। আমি সবকিছুই সুন্দরভাবে বলার চেষ্টা করেছি । তবে পাশে কি একটা থিয়েটার আছে তা বলতে বললেন। আমি উত্তর পারিনি। বললাম স্যার পরিবার নিয়ে গিয়েছিলাম তাই ওতোটা ঘুরা হয়ে ওঠেনি।
চেয়ারম্যান : পছন্দক্রম বলুন সিরিয়ালি
আমি: প্রায় সবগুলোই বললাম শেষ পর্যন্ত
চেয়ারম্যান : ইনজিনিয়ার হয়ে কেন প্রশাসনে আসতে চান?
আমি: গতানুগতিক উত্তরের বাইরে ব্যতিক্রমী উত্তর দিলাম যা গাইড বইতে নেই।
চেয়ারম্যান : হ্যাঁ সূচক মাথা নাড়লেন ।
এক্সটারনাল 1 : আপনার এলাকার বিখ্যাত ব্যক্তিদের নাম বলেন বঙ্গবন্ধু ব্যতীত ।
আমি : বললাম । শেখ বংশের নাম বলতে বলতে খান বংশের নামের আগে শেখ ভুলে যোগ করলাম
এক্সটারনাল 1 : শেখ অমুক খান
আমি: সরি স্যার ভুল হয়েছে।
এক্সটারনাল 1 : ইটস ওকে। আপনার এলাকার একজন পুলিশ অফিসার আছে তার নাম বলেন।
আমি : কমন নাম মনেই আসছিলো না । বললাম সরি স্যার এই মুহূর্তে মনে পরছে না ।(এই একটি উত্তর তিনি সবচেয়ে বেশি আশা করছিলেন )
চেয়ারম্যান : বর্তমান গড় আয়ু কত? আমি উত্তর দিতেই পুরুষ ও মহিলা কত? উত্তর দিতেই আচ্ছা এই যে গড় আয়ু বাড়ছে রহস্যটা কি ?
আমি : আমি খাদ্য ভেজাল , ফরমালিনসহ অনেক স্বাস্থ্যগত সরকারি উদ্যোগ টানলাম তিনি উত্তর গ্রহন করে বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারনটা বলেন। আমি বললাম এই মুহূর্তে মনে পড়ছে না স্যার ।
চেয়ারম্যান : না না ভেবে বলুন আপনাকে পারতেই হবে। কিছুক্ষণ পর HDI কি?
আমি: বললাম স্যার মনে পড়েছে বললাম এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন শীল দেশে পদার্পণের শর্তসহ বিস্তারিত গুছিয়ে বললাম । এবার তিনি খুশি হলেন মনে হলো।
এক্সটারনাল 2: BIBN কি?
আমি : প্রশ্নটি অস্পষ্ট শুনছিলাম তাই না পেচিয়ে বললাম , দুঃখিত স্যার উত্তরটি আমার জানা নেই । জানি না কেন তবে মনে হলো তিনি খুশি হলেন।
এক্সটারনাল 2 : আমি আপনাকে একটাই প্রশ্ন করবো সাম্প্রতিক বিষয়ে । আচ্ছা রোহিঙ্গা নিয়ে ভারত ও চীনের অবস্থান বিশ্লেষণ করুন ।
আমি: বিভিন্ন তথ্য উপাত্ত অবলম্বনে যুক্তি দিয়ে বিশ্লেষণমূলক অবস্থান তুলে ধরলাম । মনে হলো তারা খুশি হলেন।
চেয়ারম্যান : ঐ যে আপনার সার্টিফিকেটে দেখে নিবে ন ঠিক আছে কিনা। আর এক্সটারনাল 1 কে বললেন আর কোন প্রশ্ন করবেন কিনা? তিনি না সূচক মাথা নাড়লেন ।
আমি : শেষবারের মত আই কনটাক করে সালাম জানালাম। পশ্চাতপ্রদর্শন না করে একটু পিছিয়ে বললাম স্যার আমার জন্য দোয়া করবেন । তাঁরা বললেন ঠিক আছে তুমি আসো। আমি আরেকটু পিছিয়ে দরজা শব্দহীনভাবে খুলে আরেকবার মাথা নেড়ে বিনয় দেখিয়ে দরজা বন্ধ করলাম ।
বি: দ্র: মূল্যায়ন
কিছু বিষয় মিসিং হতে পারে । আর আমার কাছে চেয়ারম্যান স্যার কে অনেক আন্তরিক ও ফ্রেন্ডলি মনে হয়েছে। এক্সটারনাল 1 কিছুটা আক্রমনাত্নক ছিলেন আর বিভিন্ন ভাবে আমার কনফিডেন্স যাচাই করছিলেন। আমি গড়পড়তা নম্বর থেকে একটু বেশি নম্বরের আশায় ইংরেজিতে অনুমতি নিলাম ভেবেছিলাম ইন্ট্রোডিউস ইউরসেলফ বলবে আর আমি সেইরকম তাদের কাছে তুলে ধরবো হলো না । আমার পূর্বের প্রার্থী যে উত্তরটি পারেনি আমাকে সেটি জিজ্ঞেস ও করেননি। তাছাড়া সংবিধান, পঠিত বিষয়, প্রথম চয়েজ নিয়ে কোন প্রশ্ন জিজ্ঞেস করেননি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ও না । জীবনের প্রথম চাকরির ভাইভা সবাই দোয়া করবেন। আর বিজ্ঞ নূরজাহান স্যার এন ডি সি কেমন মার্ক দেন। ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে পোস্টটি পড়ার জন্য ।