#পোস্টঃ ২
৩৮তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
বোর্ডঃ মোকলেসুর রহমান
প্রার্থীঃ Nazmul Khan
সবার প্রথম ছিলাম
সময়- ৫ - ৭ মিনিট
================
চেয়ারঃ ১/মাস্টার্স করেছেন? আবেদনে উল্লেখ করেন নি কেনো?
বললাম
২/ অনার্স, মাস্টার্স এর রেসাল্ট কত?
বলেছি
৩/ ১,২,৩,৪ নাম্বার চয়েচ কি?
বলেছি
৪/ Why did you choice Family planning at last?
বাংলায় বলা শুরু করেছিলাম না বুঝে
স্যারঃ English, You should say in English....
answered but sir didn't satisfy
৫/ মার্কেটিংয়ের সাথে প্রশাসন কিভাবে জরিত?
বলেছি
৬/ কেনো প্রশাসনে আসতে চান?
বলেছি
৭/ ডি সি'র কাজ কি কি?
বলেছি
৮/ ডি সি কি কি কালেক্ট করে?
বলেছি
৯/ সংবিধান পরিবর্তন পরিমার্জন অপরাধ কোন ধারা?
প্রথমে ৭খ নেয়নি বললাম ১৪২ মনে হলনা সন্তুষ্ট হয়েছে
১০/ কোন কোন বিষয়গুলা পরিবর্তন করা যায়না?
সব পারিনি কিছুটা পেরেছি স্যার খুব বেশি খুশি হয়নি
১১/ উত্তরা গনভবন কি?
বললাম
১২/ রানী ভবানী কে?
বললাম
এক্সটার্নাল ১
১/ আমাজান নিয়ে কি কি জানেন?
বলেছি
২/ কত ভাগ অক্সিজেন পাওয়া যায়?
বলেছি খুশি হলো
এক্সটার্নাল ২
১/ ছয় দফার কোন দফা আপনার কাছে সবচেয়ে মুল্যবান?
বলেছি ১ নাম্বার।
নিলো উত্তর
২/ বঙ্গব্ন্দ্ধু বলেছিলো কাকে যে, ছয় দফা করেছি এই নাও তোমাদের জিনিস তোমারদের অধিকার তোমারদেরকে দিয়ে দিলাম?
শুরু করবো তখনি স্যার বললো এই থাক থাক অনেক ভিতরে চলে গেছি বলা লাগবেনা।
৩/ কারাগারের রোজনামচা বইয়ের লেখক কে?
বলছি
৪/ কেনো তিনি শুধু শেখ মুজিব লিখলো লেখকের নামের যায়গায় বঙ্গবন্ধু কেনো লেখেনি?
বলেছি, স্যার আরো কিছু শুনতে চাইলো বললো
৫/ বইটি উপাধি দেয়ার আগে লিখেছেন না পরে?
বললাম আগে
৬/ বঙ্গবন্ধু উপাধি কত তারিখে দেয়?
বললাম, স্যারঃ কত সালে
ভুলে ১৯৭১ বললাম পরে বললাম ১৯৬৯
স্যারঃ প্রশাসনে চাকরি করবেন না পারলে কেমনে হয়।
শেষ।