বিসিএস ভাইভা অভিজ্ঞতাঃ
পরিচিত অনেকেই ইনবক্সে ভাইভার অভিজ্ঞতা জিজ্ঞেস করেন, তাই এই গ্রুপে শেয়ার করলাম।
।
৩৬-তম বিসিএস-এ সমরচন্দ্র পাল স্যারের বোর্ডে বোথ ক্যাডারে ভাইভা দিয়েছিলাম।
এটি ছিল আমার চাকুরী জীবনের প্রথম ভাইভা।
১৫ জনের মধ্যে আমি ছিলাম ১৩ সিরিয়ালে,বোর্ডের বাহিরে অপেক্ষা করছিলাম,মাথা ঠান্ডা রেখে রিলাক্স থাকার চেষ্টা করেছি,মনে মনে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নাম স্মরণ রেখেছি।
ভীষণ আত্নবিশ্বাসী ছিলাম, মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যা হবার হবে,আমি সব কিছু মেনে নেব,
যা হবে নিশ্চয়ই আমার ভালোর জন্যই হবে।
আমার সিরিয়াল যখন আসলো, দরজা -টা খুলে রুমে প্রবেশ করে জোরে সালাম দিয়ে সামনে গেলাম।
চেয়ারম্যান স্যারঃসালামের উত্তর দিয়ে বসতে বললেন।
আমিঃধন্যবাদ দিয়ে বসলাম।
চেয়ারম্যান স্যারঃতোমার জেলা কোনটা?
আমিঃস্যার,ব্রাক্ষ্মণবাড়িয়া।
=ব্রাক্ষ্মণবাড়িয়ার কোথায়?
আমিঃনবীনগর উপজেলা।
=তোমার জেলা কি জন্য বিখ্যাত আমাদের বল?
আমি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ থেকে শুরু করে,১-মিনিটের মতো কিছু বললাম।
=তোমার জেলা তো অনেক বিখ্যাত,বর্তমানে সংসদে একজন মন্ত্রী আছেন তোমার জেলার কে উনি?
আমি বললাম মাননীয় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক,কসবা উপজেলা থেকে নির্বাচিত।
=চেয়ারম্যান স্যার,আচ্ছা,ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইলে একটি বিশেষ জাতের কুকুর পাওয়া যায়, এর বৈজ্ঞানিক নাম কি?
=আমার এটা জানা ছিল না,বলছি স্যার স্থানীয় ভাষায় পাগলা কুকুর বলে বৈজ্ঞানিক নামটি ঠিক মনে আসছে না।
পরে জেনেছি (গ্রে-হাউন ডগ)
=তুমি নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলে?
উনি কিভাবে নবাব উপাধিতে ভূষিত হয়েছিলেন জানা আছে, সংক্ষেপে আমাদের ঘটনাটি বল?
=আমি সংক্ষেপে বুঝিয়ে বললাম।
স্যার বললেন,very good.
=দেশের কয়টি বিভাগ দেখা হয়েছে?
=শাড়ি কে পড়িয়ে দিয়েছে? তোমার শাড়িটি অনেক সুন্দর, তোমাকে শুভ্র লাগছে।
আমিঃ ধন্যবাদ স্যার,আমি নিজেই পড়েছি।
এক্স-১ঃআচ্ছা তুমি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছ,বলতো আমেরিকা, উত্তর কোরিয়া, চীনের পারস্পরিক সম্পর্ক কেমন?
= তৃতীয় বিশ্বযুদ্ধটা কি শুরু হয়েই যাবে নাকি?
আমি ভূ-রাজনীতির যুক্তি দিয়ে বিস্তারিত বললাম বোর্ডের তিনজন খুব মনযোগ দিয়ে শুনলেন।
=চেয়ারম্যান স্যার, very good খুব সুন্দরভাবে
বলেছ,রাষ্ট্রবিজ্ঞানটা ভালোভাবেই পড়েছ।
=তোমার প্রথম পছন্দ কি?
আমিঃ প্রশাসন
দ্বিতীয়?
=কর
এক্স-১ঃ জেলা প্রশাসকের কয়টি নাম আছে ও কি কি?
=কালেক্টর হিসেবে ডিসির কাজ কি?
=কোন কোন খাত থেকে রাজস্ব আদায় করে?
এক্স-২ঃতাহলে অন্যান্য টেক্স কারা কিভাবে আদায় করে?
এক্স-১ঃ তুমি মেয়ে মানুষ প্রশাসনের চাকুরী করতে পারবা?
অনেক Challenging job -এটা,করতে পারবা?
=আমি অনেক আত্নবিশ্বাসের সাথে বললাম পারব স্যার।
=স্যার,আবারও বললেন পারবে তুমি?
= আমি আবারও খুব দৃঢ়ভাবে বলছি জি স্যার পারব।
এক্স-১ঃ তুমি পারবে,তুমি পারবে,তুমি কি পারবে।
=আমিও বারবার বলছি জি স্যার অবশ্যই পারব।
=চেয়ারম্যান স্যার বললেন, ও পারবে ওর আত্নবিশ্বাস আর গলায় জোরও আছে।
চেয়ারম্যান স্যারঃ আচ্ছা বলতো ৩- নভেম্বর কি হয়েছিল? এটি কি দিবস?
=জাতীয় চার নেতার নাম বল?
=৭-নভেম্বর কি হয়েছিল?
এক্স-২ঃ আচ্ছা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পর্দা করেন,সেটা কি ইসলামের দৃষ্টিতে পর্দা হয়?
=তোমার নামের সাথে সরকার আছে, তুমি কোন সরকার?
চেয়ারম্যান স্যারঃ আবারও আমার সব কাগজপত্র খুব মনযোগ দিয়ে দেখতেছিলেন,বললেন, তোমার এসএসসি- ২০০৮, এইচএসসি -২০১০ -দুটিতেই জিপিএ -৫.০০ মানে ৮০% নাম্বার পেয়েছ?
তোমার বয়স তো অনেক কম,এটাই প্রথম বিসিএস?
বিশ্ববিদ্যালয়ের ফলাফলও তো দেখি ভালো।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে না?
=আমি একজন শিক্ষক হতে চাই ইংরেজি কর?
এটাই ছিল শেষ প্রশ্ন,
শেষে আমার হাতে আমার সব সার্টিফিকেটের ফাইল দিয়ে বললেন তোমার ভাইভা শেষ, তুমি এখন আসতে পার।
আমি ধন্যবাদ ও সালাম দিয়ে বের হয়ে চলে এসেছিলাম।
আলহামদুলিল্লাহ।
একটি প্রশ্নের উত্তর অর্থাৎ সরাইলের কুকুরের বৈজ্ঞানিক নাম ছাড়া বাকি সব প্রশ্নের উত্তর-ই ভালভাবেই দিতে পেরেছিলাম।
ভাইভা প্রার্থী সবার জন্য অনেক শুভ-কামনা রইল।
সময়টা কঠিন, মনে আত্নবিশ্বাস রাখবেন, সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামীনের নাম স্মরণ রাখবেন।
তিনি আপনার জন্য যা ভাল তা-ই নির্ধারণ করে রেখেছেন।
আসমা জাহান সরকার।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
জেলা প্রশাসকের কার্যালয়, বরিশালে কর্মরত আছি।
রিটেনে প্রাপ্ত নাম্বারঃ ৫৬৫
----------
Asma Jahan Sharker