বাংলাদেশ বিষয়াবলীতে নিম্নোক্ত Materials সংগ্রহ করে কষ্ট করে পড়লে প্রিলিতো হবেই সাথে লিখিত সহ কাভার করবে।
১) কনফিডেন্স কোচিং এর বাংলাদেশ মানচিত্র খুবই effective। সম্ভবত ৬০ টাকা নিবে।
২) এএসএম মাহমুদুল হকের সংবিধান
৩) ৭ম ও ৮ম শ্রেণীর বোর্ড বই। ৭ম শ্রেণী বোর্ড বই থেকে সিলেবাসের সাথে মিল রেখে জনসংখ্যা, কৃষি ও অর্থনীতি পড়তে হবে। একইভাবে ৮ম শ্রেণী বোর্ড বই থেকে সত্তরের নির্বাচন থেকে বাংলাদেশ স্বাধীন অর্জন/অভ্যুদয় পর্যন্ত সংক্ষেপে বেসিক ধারণা পড়তে হবে।
৪) ৯ম/১০ শ্রেণীর শুধু মানবিক বিভাগের বিশ্বসভ্যতা ও ইতিহাস বোর্ড বই থেকে মৌর্য যুগের পূর্বসহ ৩২৬-১৯৭৫ সাল বঙ্গবন্ধুর শাসনামল পর্যন্ত ধারাবাহিকভাবে পড়তে হবে। এটা পড়লে প্রিলি ও রিটেন দুটোই এনাফ।
৫) MOPA লিখে সার্চ দিয়ে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কৃষি, অর্থনীতি, জনসংখ্যা সাথে বিভিন্ন অাপডেট তথ্য স্ক্যান করে নামাতে হবে। মনে রাখবেন পিএসসি অর্থনৈতিক সমীক্ষা এই সাইট থেকে প্রতিবারই ব্যবহার করে।
৬) ২০১৯-২০ সালের সরকারি অর্থনৈতিক সমীক্ষা
৭) সাম্প্রতিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স
৮) অ্যাসিওরেন্স ডাইজেস্ট
৯) অ্যাসিওরেন্স মডেল টেস্ট। নিজেকে যাচাই করতে চাইলে প্রফেসর'সও নিতে পারেন।
১০) প্রফেসর'স জব সলিউশন ও রিসেন্ট জব সলিউশনসহ।
১১) প্রথম অালো পত্রিকা থেকে কেবল ভাইভা পরীক্ষা না হওয়ার অাগ পর্যন্ত বানিজ্য ও অার্ন্তজাতিক কলাম নিয়মিত পড়তে হবে।
যে কোন প্রতিযোগী উপরের Materials ফলো করে পড়লে বাংলাদেশ বিষয়াবলীতে খারাপ করার কথা নয়।
--------------
ঊর্মি চৌধুরী।