#স্টাডি প্লান -০৯
মুহম্মদ শামীম কিবরিয়া
বিসিএস (প্রশাসন)
=================
এ সপ্তাহের পড়াশুনা
তারিখঃ ৩১.০৮.২০১৯ হতে ০৬.০৯.২০১৯ পর্যন্ত
আশা করা যায় খুব কাছাকাছি সময়ে একচল্লিশ তম বিসিএস সার্কুলার চলে আসবে। আমাদের টার্গেট হলো আমরা প্রিলিমিনারী পরীক্ষার অন্তত ৪৫/৬০ দিন পূর্বে আমাদের প্রস্তুতি সম্পন্ন করবো। এরপর আমরা প্রস্তুতি পরীক্ষা ও রিভিশন দিয়ে নিজেকে আরও শক্তিশালী করে প্রস্তুত করবো। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সফল হবো।
এবার ঝটপট এ সপ্তাহের পড়াগুলি জেনে নিবো।
০১. বাংলা- শেখ ফয়জুল্লাহ, সৈয়দ সুলতান, দৌলত কাজী, কোরেশী মাগন ঠাকুর ও আলাওল সম্পর্কে পড়তে হবে এবং সুস্পষ্ট ধারণা নিতে হবে।
০২.গণিত- স্টাডি প্লান ০১ থেকে ০৮ পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় হতে কমপক্ষে ৫ টি করে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে এবং পাটিগণিত বিষয়ে প্রস্তুতি যাচাই করতে হবে।
০৩. বাংলাদেশ বিষয়াবলী - ৭মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতা ঘোষণা, মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী, মুক্তিযুদ্ধের রণকৌশল, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তি সমূহের ভূমিকা, পাকবাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে বিস্তারিত পড়তে হবে এবং সুস্পষ্ট ধারণা নিতে হবে।
০৪. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি- কম্পিউটারের নম্বর ব্যবস্থা এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে পড়তে হবে।
০৫. ইংরেজি - Parts of speech থেকে Adverb বিষয়ে পড়তে হবে। ২৫ টি নতুন ইংরেজি শব্দ শিখতে হবে synonyms এবং antonyms সহ।
(একটি ভিন্ন বিষয়ঃ অনেকেই আমার নিকট সরকারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ে কেমন প্রশ্ন হবে বা অন্যান্য বিষয়ে জানতে চেয়েছেন। কিন্তু আগামী ০৬ সেপ্টেম্বর তারিখের এই নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারী পরীক্ষা থাকায় এবং আমি জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হওয়ায় এ বিষয়টিতে কোন পরামর্শ প্রদানে অপরাগতা প্রকাশ করছি।প্লিজ, কিছু মনে করবেন না)
সকলের জন্য শুভকামনা