বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা ।।।
মিজান রহমান
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
বিসিএসে লিখিত পরীক্ষা যারা দিবেন তাদের জন্য।
আপনাদের পরামর্শ দেওয়ার সাহস বা যোগ্যতা কোনোটাই নেই আমার। বিব্রতবোধ করছি।
কয়েকজনের অনুরোধে লিখছি ছোটখাটো কিছু বিষয়।
১.যারা মনে করছেন হাতে আমার সময় খুব কম। এতো অল্প সময়ে কি করবো আর তারা ইংলিশ সাবজেক্টের পেছনে সময় একেবারে কমিয়ে দিন।আমার মনে হয় ইংলিশের প্রস্তুতি নেওয়া আর না নেওয়ার মাঝে খুব একটা পার্থক্য হয় না।
বাংলা বিষয় নিয়েও মোটামুটি একই কথা আমার। এখানে আপনি সময় দিন শুধু ব্যাকরণের ৩০ ও সাহিত্যের ৩০ মার্কসের জন্য।ও হ্যাঁ গ্রন্থ সমালোচনা দেখুন বিখ্যাত সব বইয়ের উপর।বাকি প্রশ্নগুলোর উপর প্রস্তুতি নেওয়া না নেওয়া খুব একটা পার্থক্য গড়ে না যদি আপনার যেকোনো বিষয় নিয়ে লেখার হাত থাকে।
মানসিক দক্ষতার পেছনে একদম সময় দিবেন না।
এবার ভাবুন তো আপনার সিলেবাস কত ছোট হলো না!!! যদি চাপমুক্ত ভেবে একটু হাসেন তবে বেশ। এই চিন্তাহীন হাসিটাই আপনার দরকার। :)
২.এবার আসি বাংলাদেশ বিষয়াবলীতে।এখানে আপনার প্রথম কাজ হলো মহান মুক্তিযুদ্ধ ও সংবিধান সম্পর্কে স্পষ্ট আবারো বলছি স্পষ্ট ধারণা রাখুন।পারবেন? যদি মনে করেন পারবেন তবে বলি আপনি খুব সহজে প্রায় ১০০ মার্কস উত্তর করতে পারবেন। আর এতে আপনি কখন কিভাবে উপকৃত হবেন পরে বুঝবেন।যখন যেখানে যেই সাবজেক্টে দরকার হোক সেখানে মুক্তিযুদ্ধ ও সংবিধান জুড়ে দিন সুপারগ্লুর মতো। :)
ও হ্যাঁ,৪ ঘন্টায় ৪০ টি প্রশ্ন উত্তর করার মানসিক ও শারীরিক প্রস্তুতি নিন। আমি ৩০ মার্কস সময়ের অভাবে ছেড়ে আসছিলাম। :(
৩.আন্তর্জাতিক বিষয়ে কিছু বলার নেই তেমন। এই বিষয়টির প্রশ্ন বেশ সহজ হয়েছে গত দুটো বিসিএসে।
সকালে গণিত আর বিকালে এই পরীক্ষা হয় বলে হয়তো এবারও সহজই হবে। যতো পারেন বিভিন্ন বিষয়ে তথ্য জানুন। সাল সংখ্যা স্থান দেশ সংগঠন এমন সব তথ্য।
এ প্রসঙ্গে একটা কথা বলে নিই। বাজারে কান পাতলে একটা কথা শুনতে পাবেন সেটা হলো "ডাটা ও ম্যাপ"। মজার ব্যাপার এগুলো দেওয়ার সুযোগ ছিল ৩৪ তম বিসিএস পর্যন্ত। ৩৫ তম থেকে যে ধরনের প্রশ্ন হচ্ছে তাতে ডাটা ম্যাপ দেওয়ার সুযোগ খুব কম।তবে হ্যাঁ যতো তথ্য জানবেন বিভিন্ন বিষয়ের উপর আপডেটেড ততো আত্মবিশ্বাসী হবেন আপনি।
৪.বিজ্ঞান বিষয়ে আপনাকে যথেষ্ট আবারো বলছি যথেষ্ট সময় দিতে হবে।গত দুটো বিসিএসের প্রশ্ন দেখলে আশাকরি উপলব্ধি করতে পারবেন এটা।এইট নাইনের সব বিজ্ঞান বই রসায়ন পদার্থ ও জীববিজ্ঞান আলাদাসহ পড়ুন। সম্ভব হলে কৃষি শিক্ষা বই পড়ুন। আর বাজারের তিনটি প্রকাশণীর বই পড়ুন।তারপরও আশানুরূপ ফল পাবেন কিনা আমি নিশ্চিত না। :(
৫.গণিত বিষয়েও একই কথা। যারা গণিত ও বিজ্ঞানে দুর্বল মনে করেন নিজেকে তারা এই দুটো বিষয়ে সময় দিন বেশি করে। নবম শ্রেণীর উচ্চতর গণিত ও ৩ টি প্রকাশণীর বই আপনার জন্য।
জটিলভাবে অনেক জ্ঞানগর্ভ আলোচনায় আমি যাইনি। চেয়েছি সহজভাবে ছোট কিছু কথা বলতে।আতঙ্কিত না হয়ে সহজভাবে বিসিএসটাকে আলিঙ্গন করুন।
আপনি কিসে দুর্বল বা কিসে ভাল সেটা আপনিই শুধু জানেন,আমি নই। :)
শুভকামনা আপনার জন্য :) আমার জন্য দোয়া করবেন।
/
-মিজান রহমান
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
৩৫তম বিসিএস(প্রশাসন )