★৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রস্তুতি হোক ডিফেন্সিভঃ
★প্রথম পর্বের টার্গেট নম্বরঃ১৫+১৫=৩০
★গাণিতিক যুক্তি অংশের ১৫ নম্বর পেতে যে টপিকস গুলো করতে হবেঃ
১.উৎপাদক(৩৫,৩৬,৩৭,৩৮ এ ২.৫ মার্ক এসেছে)
২.মান নির্ণয় (৩৫,৩৬,৩৭,৩৮ এ ২.৫ মার্ক এসেছে)
৩.সূচক ও লগারিদম (৩৫,৩৭,৩৮ এ ৫.০ মার্ক এসেছে)
৪.ত্রিকোণমিতি (৩৫,৩৬,৩৭,৩৮ এ ৫.০ মার্ক এসেছে)
এই চারটি টপিকস থেকে ২.৫+২.৫+৫.০+৫.০=১৫ নম্বর এসেছে। সুতরাং এই ৪ টি জোন থেকে ১৫ নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
★মানসিক দক্ষতা অংশের ১৫ নম্বর পেতে যে ভাবে পড়তে হবেঃ
১.বিগত সনের লিখিত পরীক্ষার প্রশ্ন(২৭ থেকে ৩৮তম)
২.ছয়টি টপিকসের মধ্যে ২ টি বিষয়ের উপর স্পেশাল প্রস্তুতি(বানান ও ভাষা এবং স্থানাঙ্ক সম্পর্ক) বাকি গুলো পরে পড়তে হবে।
★প্রস্তুতির জন্য সময় নিবেন ১৫ দিন (মেইন বই +গাইড বই দুটোই ফলো করতে হবে) নিয়ম শেখা,নোট করা আর চর্চা করা চাই নিয়মিত।
এভাবেই চলতে থাকুক স্বপ্নের সিঁড়ি বেঁয়ে হাঁটা........ শুভ কামনায়.…...........
.
মুন্না স্যার,
৩৫ তম বিসিএস(গণিতে ১ম স্থান)