সংখ্যা নিয়ে কথকতা
•••••••••••••••••••••••••
■ স্বাভাবিক সংখ্যা (Natural Number)
1, 2, 3, 4, 5, ...... ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে।
■ পূর্ণসংখ্যা (Integer)
শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণসংখ্যা বলে।
■ মূলদ সংখ্যা (Rational Number) Q
যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে।
■ অমূলদ সংখ্যা (Irrational Number )
যে সংখ্যাগুলো মূলদ সংখ্যা নয় সেই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা।
■ বাস্তব সংখ্যা (Real Number)
সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়।
■ ধনাত্মক সংখ্যা (Positive Number)
শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে।
■ ঋণাত্মক সংখ্যা (Negative Number)
যে সকল বাস্তব সংখ্যা শূন্য অপেক্ষা ছোট তাদেরকে ঋণাত্মক সংখ্যা বলা হয়।
■ অঋণাত্মক সংখ্যা (Non-negative Number)
শূন্য বা শূন্য থেকে বড় সকল সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে।
■ জোড় সংখ্যা (Even Numbers) ও
■ বিজোড় সংখ্যা (Odd Numbers)
একটি পূর্ণসংখ্যা জোড় হবে যদি সংখ্যাটি2 এর গুণিতক হয়। অন্যথায় সংখ্যাটি বিজোড়।
■ সহমৌলিক সংখ্যা (Synonymous Number)
সংখ্যার গ.সা.গু 1 হলে সংখ্যা দুটি সহমৌলিক।
■ সসীম দশমিক ভগ্নাংশ (Finite decimal fraction)
দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে।
■ অসীম দশমিক ভগ্নাংশ (Infinite decimal fraction)
দশমিক বিন্দুর পর অংক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়।
■ অসীম আবৃত্ত ও অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ
(Infinite covered and uncovered decimal fraction)
অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর অঙ্কগুলো পূনরাবৃত্তি হলে এদেরকে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে এবং অঙ্কগুলো পুনরাবৃত্তি না হলে এদের অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা বলা হয়।
■ বর্গসংখ্যা (Square Numbers)
কোন পূর্ণসংখ্যাকে যদি তার নিজের সাথে গুণ করা হয় তাহলেসে সংখ্যাটি একটি বর্গ সংখ্যা।
■ ঘনসংখ্যা (Cube Number)
কোন পূর্ণ সংখ্যার যদি তিনটা একই উৎপাদক পাওয়া যায় তাহলে সংখ্যাটি ঘন সংখ্যা।
#