আমার এই লেখাটা অনেক আগের। যেহেতু প্রিলি রেজাল্ট আজ হচ্ছে তাই প্রাসঙ্গিক মনে করে আবার দিলাম।
বিসিএস পরীক্ষায় পাশ বা ফেল-
(অনেকের প্রশ্নের জবাব একসাথে)
1. প্রিলিমিনারী:
এই পরীক্ষায় পাশ বা ফেল নেই। যতগুলো পদের জন্য সার্কুলার হয় তার সাত (7) গুণ লিখিত পরীক্ষায়অংশগ্রহণ করতে পারে। যেমন, 40 তম বিসিএস এ 1903 টি পদের সার্কুলার হয়েছে, প্রিলি কোয়ালিফাই করবে (1903×7)= 13321 জন (সামান্য কমবেশি)
2. লিখিত
লিখিত 900 নম্বরের পরীক্ষায় 450 পেলেই ভাইভা দিতে পারবেন। কোন বিষয়ে শূন্য পেয়েও মোট 450 হলেই লিখিত পাশ।
3. ভাইভা:
ভাইভা পরীক্ষায় পাশ 50% নম্বর। 200 এর মধ্যে 100 এর কম পেলে ফেল। 100 এর উপর পেলে পাশ।
যাঁরা পাশ করে তাদের থেকে মেরিটে(লিখিত+ভাইভা নম্বর) যাঁরা এগিয়ে থাকবে তাঁরা ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত হবে। বাকিরা নন-ক্যাডার লিস্ট এ থাকবে।
নন-ক্যাডারদের পরে আবার আবেদন করতে হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি করতে চাইলে। সেখান থেকে বিভিন্ন দপ্তরের চাহিদা অনুযায়ী, নিয়োগ নীতিমালা মেনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির জন্য সুপারিশ করা হবে।
------------------
জোনায়েদ হোসেন
সহকারী কর কমিশনার (AC Tax)