বিসিএস প্রিলি উত্তীর্ণের কৌশলঃ
-----------------------------
বর্তমান বিসিএস প্রিলিকে অনেকটা টেস্ট ক্রিকেটের সাথে তুলনা করা যায়, পিচ বুঝে কখনও রান করার জন্য বলের পর বল ডট দিয়ে টিকে থাকতে হবে আবার লোজ বল পেলে রান করতে হবে। ব্যাপারটা হচ্ছে সহজ প্রশ্ন হলে পর্যাপ্ত নম্বর তুলতে হবে, আর কঠিন প্রশ্ন হলে হাল না ছেড়ে ধৈর্য ধরে পরীক্ষায় সঠিক গুলো দাগাতে হবে সেটা সংখ্যায় কম হলেও।
-----------------------
যা যা করণীয় ও বর্জনীয়ঃ
১) প্রথমেই সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে হবে।
২)সিলেবাস অনুযায়ী মার্কের জন্য সময় ব্যয় করতে হবে।
৩)কোন জিনিস খুব কঠিন মনে হলে সেটার জন্য বেশি সময় ব্যয় করা যাবে না।
৪) ৩৫ থেকে ৩৯ তম বিসিএস প্রশ্ন নিয়ে ব্যাপক ভাবে এনালাইসিস করে বর্তমান বিসিএসের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে।
বাংলা, ইংরেজি, গনিত কে মূল টার্গেটে রাখতে হবে। এই তিন সাবজেক্ট বিসিএস প্রিলির টার্ম কার্ড। এই তিন সাবজেক্ট এর জন্য একাধিক বই পড়া যেতে পারে।মানে ১০ম শ্রেণির বাংলা গ্রামার, ইংরেজি গ্রাামার, ১০ম শ্রেণির গনিত বই থেকে সিলেবাসে উল্লেখিত প্রয়োজনীয় অংশ।
৫)বিজ্ঞান, কম্পিউটার, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল বিষয়ের জন্য অবশ্যই একাধিক বই পড়া থেকে বিরত হোন। অতিরিক্ত বই পড়ার অভ্যাস আপনাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে দিতে পারে।
৬) যতদ্রুত সম্ভব একবার সবগুলো বই শেষ করুন। শেষ করার পর মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করুন।
৭)আপনার এডভান্সমেন্ট কতটুকু হয়েছে এবং সে অনুযায়ী এপ্রোচ করুন।
৮) প্রতিবার রিভিশনের পর অথবা পড়ার মাঝেও মডেল টেস্ট থেকে পরীক্ষা দিন।
৯)জব সল্যুশন কিনে ১০-৩৭ তম বিসিএস প্রশ্ন + নন ক্যাডার প্রশ্নগুলো পড়ুন, এরর বেশি দরকার নেই
১০) সুশাসন থেকে যত কম দাগান ততই ভালো, এই পার্টটা অনেকটা স্যুসাইডাল ফ্যাক্টর হিসেবে কাজ করে।
১১) বিজ্ঞান, কম্পিউটার, ভূগোল, বাংলাদেশ, আন্তর্জাতিক এসবের জন্য বোর্ড না পড়াই বাঞ্চনীয় কারণ এগুলো আপনাদের অনেক টাইম কিল করবে।
সবশেষে বলবো আপনার স্ট্র্যাটিজিই আসল। আপনার স্ট্রেংথ এবং উইকনেস কোথায়, সেই অনুযায়ী প্রিপারেশন নিলে ইনশা আল্লাহ সফল হবেন।
--------------------
সংগ্রহীত