বিসিএস প্রিলি প্রস্তুতি
Participle ও Gerund নিয়ে আমরা বেশ ঝামেলায় আছি তাই তো? কারণ দুটি form'এ Ing যুক্ত। ঠিক অাছে এই ঝামেলা দুইটি Techniques দিয়ে পরিষ্কার করছি। দেখুন টেকনিক দুটি--
১) Ing যুক্ত জায়গায় It বসালে নতুবা দুটি Noun/Pronoun এর মাঝে For বসিয়ে বাক্য মিলে গেলে=Gerund।
২) Ing যুক্ত Word টি বাদ দিলে অথবা দুটি Noun/Pronoun এর মাঝে Is বসিয়ে বাক্য মিলে গেলে=Participle।
#Gerund এর উদাহরণঃ
(১) (Reading) is an excellent habit(38th bcs).
২) This is my (reading) room.
এখানে ১নং উদাহরণে reading এর জায়গায় it বসালে বাক্যটি পূর্ণ হয়। যেমন--It is an excellent habit। অাবার ২ নং উদাহরণে Reading ও room দুটি Noun এর মাঝে for বসালে বাক্যটি পূর্ণ হবে। যেমন-- room for reading।
#Participle এর উদাহরণঃ
(১) A (barking) dog seldom bites.
২) I saw a (Crying) baby.
১ নং উদাহরণে barking বাদ দিলে বাক্যটি পূর্ণ হয়। যেমন-- A dog seldom bites। অাবার ২ নং উদাহরণে Crying ও Baby দুটি Noun এর মাঝে is বসালে বাক্যটি পূর্ণ হয়। যেমন-- Baby is crying। অতএব এই নিয়মে ৯৯% Participle ও Gerund হবে। বাকি ১% ব্যতিক্রম rules এদিক ওদিক হলেও অসুবিধা নেই।
বিঃদ্রঃ অতি পন্ডিতেরা দয়া করে এড়িয়ে যাবেন।
-------
ঊর্মি চৌধুরী।