বিসিএস প্রিলি প্রস্তুতি
#বিষয়:বাংলা পর্ব
=================
১.শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
=মধুর রস।
২.ড.মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
=Buddhist Mystic Song
৩.'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
=চন্দ্রকুমার দে।
৪.শাক্ত পদাবলির জন্য বিখ্যাত---
=রামপ্রসাদ সেন।
৫.জরাসন্ধ কার ছদ্মনাম ---
=চারুচন্দ্র চক্রবর্তী।
৬.লোকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
=দৌলত কাজী।
৭.'শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?
=মুহম্মদ শহীদুল্লাহ।
৮.'দেওয়ানা মদিনা' কোন কাব্যের অন্তর্গত?
=ময়মনসিংহ গীতিকা।
৯.মধ্যযুগের চৌতিশা কি?
=৩৪ টি ব্যঞ্জনবর্ণের দ্বারা ইষ্ট দেবতার স্তব রচনা।
১০. মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি?
=চণ্ডীমঙ্গল।
১১.চৌতিশা কোন ধরনের সাহিত্য?
=ইষ্ট দেবতার স্তুতি কাব্য।
১২. গীত গোবিন্দ এর রচয়িতা
=জয়দেব।
১৩.রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি
=শাহ মুহম্মদ সগীর
১৪.বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ
=রাজা প্রতাপাদিত্য চরিত্র।
১৫.চর্যাপদে কোন শ্রেণির মানুষের চিত্র অধিক চিত্রিত হয়েছে
=দরিদ্র শ্রেণির
১৬.রাবণের প্রথম পুত্রের নাম
=বীরবাহু।
১৭.সর্বজন স্বীকৃত মধ্যযুগে রচিত প্রথম কাব্যগ্রন্থ
=শ্রীকৃষ্ণকীর্তন।
১৮. প্রথম বাংলা 'থিসরাস' বা 'সমার্থক শব্দের' অভিধান সংকোলন করেছেন
=অশোক মুখপাধ্যায়
১৯."আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে" উক্তিটি কোন গন্থের
=মেঘনাদবধ
--------------
মিথুন দাস