১| প্রথম যুদ্ধের সময়কাল (৫ অক্টোবর, ১৯৪৭ - ৫ জানুয়ারি, ১৯৪৯):
** মধ্যস্থতা করে: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যা "unsc resolution 47" নামে পরিচিত। অর্থাৎ ২ দেশ কাশ্মীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা লাভ করে "লাইন অব কন্ট্রোল'' সীমারেখা দ্বারা। এর মাধ্যমে কাশ্মীর দু'ভাগে বিভক্ত হয়ে যায়।
a) পাকিস্তানের অধীনে চলে যায় আজাদি কাশ্মীর ও গিলগিট বালতিস্থান।
b) ভারতের অধীনে চলে যায় জম্মু কাশ্মীর ও লাদাখ।
২) দ্বিতীয় যুদ্ধের সময়কাল (৬ সেপ্টেম্বর - ১৭ সেপ্টেম্বর, ১৯৬৫) - ১৭ দিনের যুদ্ধ:
** মধ্যস্থতা: সোভিয়েত ইউনিয়ন (১০ জানুয়ারি, ১৯৬৬ সালে স্বাক্ষরিত তাসখন্দ চুক্তির মাধ্যমে।
৩) তৃতীয় যুদ্ধের সময়কাল (৩-১৬ ডিসেম্বর, ১৯৭১):
** মধ্যস্থতা: ২ জুলাই, ১৯৭২ সালে (ক্যালেন্ডার অনুযায়ী ৩ জুলাই রাত ১২টা ৪০ মিনিটে) স্বাক্ষরিত সিমলা চুক্তির মাধ্যমে।
৪) চতুর্থ যুদ্ধ/কারগিল যুদ্ধের সময়কাল (৩ মে - ২৬ জুলাই, ১৯৯৯):
** মধ্যস্থতা করে: প্রেসিডেন্ট বিল ক্লিনটন (USA)।