ওয়ালিদ ইসলাম
পররাষ্ট্র ক্যাডার, ৩৫ তম বিসিএস।
।
বিসিএস রিটেন নিয়ে লিখলাম যদিও এগুলো এখন জুনিয়রদের সাজে। তবুও, আমি নিজে সিলেবাস খুব ছোট করে ফেলেছিলাম বিধায় চাই জুনিয়ররাও ছোট করুক। আমার লিখিতর মার্কস ছিলো ৫৭৩। কিন্তু, আমার ব্যাচে হেলথ ক্যাডারের এক বান্দর আর ফরেইনের আরেক বান্দর পেয়েছিলো ৫৯৭ করে। জানিনা কোন মাটি দিয়ে তৈরি ওরা। যাইহোক কাজের কথায় আসি। অধিকাংশ ছেলে-মেয়েকে দেখছি বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে বেশি গুরুত্ব দিতে। কিন্তু, আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে ম্যাথ, বিজ্ঞান, ইংরেজি, বাংলা। তারপর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে গুরুত্ব দিন। আর প্রশ্নগুলো দেখে বিশ্লেষন করুন। এটা বুঝুন কোথা থেকে কোন ধরনের প্রশ্ন বেশি আসে বা এসেছে। মেধার তুলোনায় কৌশল রিটেনে বেশি কাজে দেয় সবসময়।
ম্যাথ: ৯০% এর বেশি মার্কস পাওয়া খুব কঠিন কিছু না। ইন্টারমিডিয়েটের বই থেকে যে ৪ টা অংক আসে সেই ৪ টা অধ্যায় আগে করে ফেলুন। তারপর বাকি অংকগুলোর জন্য পূর্ববর্তী বিসিএস এর সকল অংকগুলো করুন। মানসিক দক্ষতার জন্য ২৭-৩৯ পড়ুন/করুন, দেখবেন কাজে দিয়েছে।
বিজ্ঞান: নবম- দশম শ্রেনীর বই+সালের প্রশ্ন পড়লেই চলবে। আইসিটির জন্যও একই কাজ করবেন।
ইংরেজি: ইংরেজির জন্য ওরাকলের সব মডেল টেস্টগুলো করলেই হবে। মনে রাখবেন ২৫ টির বেশি মডেল টেস্ট করলে আপনার যে প্রশ্নই আসুক উত্তর দিতে একটুও কষ্ট হবে না। অনুবাদও ঠিক একই রকমভাবে ৪০-৫০টা করে রাখুন এবং আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করুন। এসে অবশ্যই কিছু তথ্য মনে রাখবেন এবং সেই তথ্যের উপর ভিত্তি করে ফ্রি হ্যান্ড রাইটিং এর প্র্যাক্টিস করবেন।
বাংলা: বাংলা অনুবাদ ২৫-৩০ টা করলেই কমন পাবেন। সাহিত্য ও ব্যাকরণ অংশের জন্য এসিওরেন্সের ডাইজেস্ট পড়লেই চলবে। বাকি সব ফ্রি হ্যান্ড রাইটিং। তবে, বুক রিভিউ এর জন্য অবশ্যই ৩০-৪০ টি কমন বইয়ের লেখলের নাম এবং বিষয়বস্তু জেনে রাখুন।
বাংলাদেশ ও আন্তর্জাতিকঃ বাংলাদেশের জন্য ৯ম-১০ম শ্রেণীর সমাজবিজ্ঞান বই+ ৩৫ থেকে ৩৯ এর প্রশ্নগুলো এবং সংবিধান থেকে আসা রিপিটেড প্রশ্নগুলো পড়ুন। এক্ষেত্রে সব উত্তর ছোট ছোট করে লিখে অবশ্যই সবগুলো প্রশ্ন অন্তত টাচ করবেন। কোন প্রশ্নই ছেড়ে দেবেন না। আন্তর্জাতিকের জন্য অবশ্যই সালের প্রশ্নগুলোর সাথে সাথে সমসাময়ি বিষয়াবলীগুলোর জোর দেবেন।
আমি চেয়েছিলাম যেভাবেই হোক যেনো ম্যাথ এ মিনিমাম ৮০%, বিজ্ঞানে ৭০%, ইংরেজিতে ৭০% এবং বাংলায় ৬৫% এর উপরে মার্কস থাক। আমি এতোটাই শর্ট করেছিলাম সিলেবাস এবং তাতে যেভাবে কাজে দিয়েছিলো যে আমি আকাঙ্ক্ষার তুলোনায় এগুলোতে বেশি মার্কস পেয়েচিলাম।