Pages

#কম্পিউটার__ও__ICT থেকে ৫০টি করে MCQ#পর্ব_৬

#কম্পিউটার__ও__ICT থেকে ৫০টি করে MCQ
#পর্ব_৬

০১| পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন কোনটি?
ক. গোগল
খ. ইয়াহু
গ. মাইক্রোসফট
ঘ. ক্রোম
উত্তরঃ ক

০২| মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কী বলে?
ক. অবজেক্ট প্রোগ্রাম
খ. কম্পাইলার
গ. ডেটাবেজ 
ঘ. অ্যাসেম্বলি
উত্তরঃ ক

০৩| বহুল ব্যবহৃত কী-বোর্ড লে-আউট হচ্ছে...?
ক. QEWTYR
খ. QYWERT
গ. QYTRWR
ঘ. QWERTY
উত্তরঃ ঘ

০৪| পত্র-পত্রিকা বা প্রকাশনা শিল্পে কোনটির ব্যবহার অনেক বেশি?
ক. স্ক্যানার 
খ. কম্পিউটার
গ. মোবাইল
ঘ. OMR
উত্তরঃ খ

০৫| "Fax" শব্দটি ইংরেজি কোন শব্দের সংক্ষিপ্ত রূপ?
ক. Faximili
খ. Fascimili
গ. Facsimile 
ঘ. Faximile
উত্তরঃ গ

০৬| Which one is the most Common type storage devices?
ক. Magnetic
খ. Optical
গ. Flash
ঘ. Opera
উত্তরঃ গ

০৭| নিচের কোন মাধ্যমটির ডেটা(data) ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
ক. ফ্লপি ডিস্ক
খ. কমপ্যাক্ট ডিস্ক
গ. ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক
ঘ. মডেম
উত্তরঃ গ

০৮| ফ্লপি ডিস্ক হচ্ছে-
ক. একটি শুধু গ্রহণ স্মৃতি
খ. একটি প্রদান স্মৃতি
গ. হার্ডডিস্কের চেয়ে ছোট
ঘ. একটি পরিবাহী স্মৃতি
উত্তরঃ ঘ

০৯| CD পূর্ণরূপ কী?
ক. Control Disc
খ. Colour Disc
গ. Compact Disc
ঘ. Computer Disc
উত্তরঃ গ

১০| ইনটেল ITANIUM কত বিট মাইক্রোপ্রসেসর?
ক. ৩২
খ. ৬৪
গ. ১২৮
ঘ. ২৫৬
উত্তরঃ ক

১১| কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ খ

১২| কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়-
(ক) মাদারবোর্ড
(খ লজিক ইউনিট
গ. মনিটর
ঘ. কন্টোল ইউনিট
উত্তরঃ ক

১৩| উপাত্ত গ্রহণ এ নির্গমণ বাসের নাম কী?
ক. ইনপুট
খ. আউটপুট
গ. পাওয়ার সাপ্লাই
ঘ. ডেটাবাস
উত্তরঃ ঘ

১৪| The instructions that tell the computer what of and how to do is called-
ক. Hardware
খ. Software
গ. Processor
ঘ. Data flow
উত্তরঃ খ

১৫| In general, which letter is considered for Hard Disk Drive?
ক A
খ. B
গ. C
ঘ. D
উত্তরঃ গ

১৬| The add or remove programs utility cab be found in-
ক. Control Panel
খ. CPU
গ. Desktop
ঘ. Search Engine
উত্তরঃ ক

১৭| কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয়-
ক. এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
খ. তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
গ. যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
ঘ. কম্পিউটার তৈরির নকশা
উত্তরঃ ক

১৮| কম্পিউটারে সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়-
ক. সফটওয়ার
খ. প্রোগ্রাম
গ. অপারেটিং সিস্টেম
ঘ. হার্ডওয়ার
উত্তরঃ খ

১৯| অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?
ক. এপ্লিকেশন প্রোগ্রাম
খ. লোটাস
গ. ফাইল মেকার
ঘ. সিস্টেম সফটওয়্যার
উত্তরঃ ঘ

২০| কোনটি অপারেটিং সিস্টেম?
ক. বেসিক
খ. উইন্ডোজ-২০০০
গ. কোবল
ঘ. কোয়াট্রোপ্রো
উত্তরঃ খ

২১| All computers must have?
ক. word processing software
খ.  an operating system
গ. a printer attached
ঘ. a virus checking program
উত্তরঃ খ

২২| লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণানা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক. ১৮৩৩
খ.১৮৪২
গ. ১৯৫৩
ঘ.১৯৯১
উত্তর: ঘ

২৩| বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য কি ধরনের লাইন ব্যবহৃত হবে?
ক. টুইস্টেড পেয়ার
খ. ইনফ্রায়েড
গ. ফাইবার অপটিক ক্যাবল
ঘ. স্যাটালাইট
উত্তর: গ

২৫| টুইটারে কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে কী বলা হয়?
ক. Follower
খ. Follow
গ. Twit
ঘ. Customer
উত্তর: ক
নোট রমজান

২৬| বর্তমান বিশ্বে কি দ্বারা শিক্ষাদান জনপ্রিয়?
ক. রেডিও
খ. সংবাদ পত্রে
গ. টেলিভিশন
ঘ. কম্পিউটার
উত্তর: ঘ

২৭| তথ্য ও যোগাযোগের প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের নিমিত্তে যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তাকে কী বলে?
ক. ইন্টারনেট
খ. সামাজিক যোগাযোগ
গ. ই-কর্মাস
ঘ. ই-লার্নিং
উত্তর: খ

২৮| ২০১৪ এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত ছিল?
ক. প্রায় ১০০ কোটি
খ. প্রায় ১১০ কোটি
গ. প্রায় ১১৫ কোটি
ঘ. প্রায় ১১৯ কোটি
উত্তর: ঘ

২৯| বর্তমান ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?
ক. প্রায় ১৫০ কোটি
খ. প্রায় ২৫০ কোটি
গ. প্রায় ১১৫ কোটি
ঘ. প্রায় ১৬০ কোটি
উত্তর: খ

৩০| বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কী?
ক. অ্যাপল
খ. আইবিএম
গ. ইনটেল
ঘ. মাইক্রোসফট
উত্তর: ঘ

৩১| বর্তমান সময়কে কোন যুগ হিসেবে চিহ্নিত করা হয়?
ক. বাণিজ্য যুগ
খ. শিল্প যুগ
গ. শিক্ষা যুগ
ঘ. তথ্য প্রযুক্তির যুগ
উত্তর: ঘ

৩২| নিচের কোনটি শিক্ষা ব্যবস্থার সনাতন পদ্ধতির বিকল্প?
ক. ই-বুক
খ. ই-সেবা
গ. ই-লার্নিং
ঘ. ই-পর্চা
উত্তর: গ

৩৩| তথ্য ও প্রযুক্তির ব্যবহারে গড়া আধুনিক বাংলাদেশকে কি বলা হবে?
ক) থ্রিজি বাংলাদেশ
খ) গ্লোবাল বাংলাদেশ
গ) ডিজিটাল বাংলাদেশ
ঘ) স্বাধীন বাংলাদেশ
উত্তর: গ

৩৪| HTTP এর পূর্ণরূপ কোনটি?
ক. Hyper Text transit pass
খ. Hyper text tansfer protocol
গ. Hyper text rronsformation
ঘ. Hyper text tran sfer permissior
উত্তর: খ

৩৫| কে তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন?
ক. অ্যাডা লাভলেস
খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
গ. মার্ক জাকারবার্গ
ঘ. স্টিভ জবস
উত্তর: খ

৩৬| 'www' পূর্ণরূপ কোনটি?
ক. World wonder web
খ. World wider web
গ. World wide word
ঘ. World wide web
সঠিক উত্তর: ঘ

৩৭| বিনোদনের উপকরণ সমূহকে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে কেনটি ভূমিকা সবচেয়ে বেশি?
ক. তথ্যপ্রযুক্তি
খ. কম্পিউটার
গ. টেলিফোন
ঘ. নোটপ্যাড
উত্তর: ক

৩৮| ডিজিট শব্দটি অর্থ কী?
ক. সংখ্যা
খ. অক্ষর
গ. বাইনারি
ঘ. দশমিক
উত্তর: ক

৩৯| জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কে ছিলেন?
ক. গনিতবিদ
খ. কম্পিউটার বিজ্ঞানী
গ. পদার্থ বিজ্ঞানী
ঘ. রাসায়নবিদ
উত্তর: গ

৪০| আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. স্টিভ জবস
খ. অ্যাডা লাভলেস
গ. চার্লস ব্যাবেজ
ঘ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
উত্তর: গ

৪১| নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয়?
ক. ই-মেইল
খ. ইন্টারনেট
গ. আন্তঃসংযোগ
ঘ. কোনোটিই নয়
উত্তর: খ

৪২| কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে বাংলাদেশর স্কুল ও মাদ্রাসার পাঠ্যপ্রস্তুক ডাউনলোড করা যায়?
ক. ঢাকা শিক্ষা বোর্ড
খ. কারিগরি শিক্ষা বোর্ড
গ. মাদ্রাসা শিক্ষা বোর্ড
ঘ. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
উত্তর: ঘ

৪৩| জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্যস্থান তথ্য প্রেরণে কোনটি ব্যবহার করেন?
ক. অতিদির্ঘ তরঙ্গের ব্যবহার
খ. অতিক্ষুদ্র তরঙ্গের ব্যবহার
গ. ওয়াইফাই এর ব্যবহার
ঘ. ফাইবার অপটিকস
উত্তর: খ

৪৪| লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক. ১৮৩৩
খ. ১৮৪২
গ. ১৯৫৩
ঘ. ১৯৯১
উত্তর: ঘ

৪৫| কোন দশকে ইন্টারনেট প্রটোকলে ব্যবহার শুরু হয়?
ক. পঞ্চাশের দশকে
খ. ষাট-সত্তরের দশকে
গ. ষাট-আশির দশকে
ঘ. একুশ শতকে
উত্তর: খ

৪৬| অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?
ক. ৫০ বছর
খ. ৬০ বছর
গ. ১০০ বছর
ঘ. ১১০ বছর
উত্তর: গ

৪৭| একুশ শতকের সম্পদ হলো-
ক. কৃষি
খ. শিল্প-বাণিজ্য
গ. জ্ঞান
ঘ. খনিজ সম্পদ
উত্তর: গ

৪৮| ডিজিটাল বাংলাদেশ বলতে মূলত কী বোঝায়?
ক. কম্পিউটার প্রস্তুত দেশ
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংবলিত আধুনিক বাংলাদেশ
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এনালগ বাংলাদেশ
ঘ. ডিজিট বাংলাদেশ
উত্তর: খ

৪৯| উইডোজ কী?
ক. হিসাব নিকাশের প্রোগ্রাম
খ. নেটওয়ার্কের আপারেটিং সিস্টেম
গ. কম্পিউটার অপারেটিং সিস্টেম
ঘ. ডেটাবেজ প্রটোকল
উত্তর: গ

৫০| মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন প্রতিষ্ঠান?
ক. অ্যাপল
খ. আইবিএম
গ. ইনটেল
ঘ. জেরোক্স
উত্তর: গ
(অনাকাঙ্ক্ষিত ভুল লক্ষ্য করলে কমেন্ট করুন,  টাইমলাইনের পোস্ট এডিট করে দিবো)
নোট MD. Ramjan Ali
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন